Thursday 26 November 2020

লালমাইয়ে নিবন্ধিত জেলেদের সেলাই মেশিন বিতরণ : কুমিল্লার সময়




রিয়াজ মজুমদার, বিশেষ প্রতিনিধি : 
নিরাপদ মাছে ভরবো দেশ মুজিব বর্ষের বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে কুমিল্লার লালমাই উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মুজিব বর্ষ উপলক্ষে বৃহত্তর কুমিল্লা জেলা মৎস্য উন্নয়ন প্রকল্পে নিবন্ধিত ৬০ জন জেলেদের মাঝে গৈয়ারভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের হল রুমে সেলাই মেশিন, আয়রন, চেয়ারসহ বিভিন্ন উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলামের  সভাপতিত্বে ও সহকারী মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক বিকম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা  মোঃ মহিউদ্দিন আহমেদ, বেলঘর উত্তর ইউপির চেয়ারম্যান আবুল খায়ের মজুমদার, প্রধান শিক্ষক আবুল হাসেম মজুমদার, প্যানেল চেয়ারম্যান আবদুল বারেক সরাই, ক্ষেত্রসহকারী সৈকত হাসান প্রমুখ।

Tuesday 24 November 2020

লালমাইয়ে এ্যবর্ষন সনদে দূর্নীতির অভিযোগ : কুমিল্লার সময়




কুমিল্লার সময় ডেক্সঃ লালমাইয়ে এ্যবর্ষন সনদে দূর্নীতির অভিযোগ উঠেছে। মামলা সূত্রে জানা যায়,বিগত ৫বছর থেকে উপজেলার হদকরা গ্রামের মোঃ বাহার মিয়া একই গ্রামের আবদুল মালেকের মেয়ে পারুল আক্তারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে বিবাহ করবে আশ্বাসে সখ্যতা করে। এর মধ্যে পারুলের পেটে   সন্তান আসে। বিবাদী বাহারের ভাই মজিব মিয়া ও মৃত মনোহর আলীর ছেলে আবুল খায়েরের মাধ্যমে পারুলকে জোর করে ঔষধ খাইয়ে পেটের বাচ্ছা নষ্ট করা হয়। এই নিয়ে লালমাই উপজেলা নির্বাহী অফিসারের নিকট পারুল অভিযোগ দিলে বাহার মিয়া শুনানীতে হাজির হয়নি। নিরুপায় হয়ে পারুল কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ বাহার ও তার ভাই মজিব মিয়া এবং আবুল খায়েরের নামে মামলা করে। মামলা নং ৪৩৮/২০, তারিখ-১১-১১-২০২০খ্রিঃ। আদালত মামলার তদন্তভার স্থানীয় চেয়ারম্যান এজিএম সফিকুর রহমানকে দিলে সঠিক তদন্ত করে চেয়ারম্যান প্রতিবেদন আদালতে প্রেরণ করেন। বিবাদী বাহার মিয়া উক্ত মামলার হাজিরা দিতে গেলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করে। পারুল বেগমের দুইটি বাচ্ছা নষ্ট হয়েছে কিনা তা জানতে বিজ্ঞ বিচারক লালমাই থানা পুলিশের মাধ্যমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের পরিচালককে সঠিক পরীক্ষার দায়িত্ব দেন। গত ১৬ নভেম্বর লালমাই থানার এসআই মোঃ জাকির হোসেন নোটিশে জানান যে, ১৯ নভেম্বর সকাল ৯ টায় লালমাই থানায় হাজির থাকতে। পারুল লালমাই থানায় গেলে এসআই জাকির পারুলকে বলে, আপনি ২২নভেম্বর আসেন, এসআই জাকির ২২নভেম্বর কুমিল্লা মেডিকেল কলেজে ডাঃ শারমীন সুলতানার পরীক্ষার রিপোর্ট নিয়ে তড়িগড়ি করে ২৩ নভেম্বর আদালতে প্রতিবেদন পাঠান। স্থানীয় সূত্রে জানা যায়, বিগত ৫/৬বছর আগে বাহার ও তার পরিবার বাদি পারুল বেগমের মত গরিব ছিল। বাহার মিয়া প্রায় ৫বছর পূর্বে সিলেট এসএমপি এলাকায় ছিনতাই করে এক লাগীস টাকা নিয়ে বাড়িতে আসে। বাহার নিজেকে নিরাপদ রাখতে লাকসাম থানা পুলিশের কতিপয় কর্মকর্তার সাথে অর্থের বিনিময়ে গভীর সম্পর্ক করে। লাকসাম থানার কিছু কর্মকর্তার আশ্রয়ে বাহার ধর্ষনসহ কুকর্ম করে যাচ্ছে। প্রভাব খাটিয়ে ও অবৈধ অর্থের বিনিময়ে নেগেটিভ রির্পোট আদালতে প্রেরণের অভিযোগ তুলছে স্থানীয় জনগণ। কনকশ্রী গ্রামের এক পঙ্গু প্রবাসী তার দুই বোনের ইজ্জত বাঁচাতে লালমাই উপজেলা ভাইস চেয়ারম্যানের নিকট বিচার দেয়। বাহার বিএনপির সক্রীয়কর্মী। তার অত্যাচারে স্থানীয় জনগণ অতিষ্ঠ। সু-শীল সমাজের প্রত্যাশা মেডিকেল বোর্ড গঠন করে নিরীহ পারুল বেগমের অধিকার আদায় হবে।

Monday 23 November 2020

লালমাইয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত : কুমিল্লার সময়


 
 
প্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাই উপজেলায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে মনোযোগী ও উদ্ভাবনী মেধা বিকাশে আকৃষ্ট করার লক্ষে মেলায় ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে স্টল দেয়া হয়।


মেলার স্টল পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার  মোঃ নজরুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে হলে বিজ্ঞান বিষয়ে জ্ঞান অর্জনের কোন বিকল্প নাই। দেশ ইতোমধ্যেই বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করেছে। এই স্যাটেলাইট এখন মহাকাশে অবস্থান করছে। এগুলোর সব কিছুই বিজ্ঞানের আবিস্কার। যারা ছাত্র, তারাই আগামী দিনের ভবিষ্যৎ। আমি চাই প্রত্যেক শিক্ষার্থী আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে এবং পিতা-মাতার মুখ উজ্জল করবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকসানা আক্তার, ছোট শরীফপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ ফারুক হোসেন ভূঁইয়া, হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ইলিয়াস কাঞ্চন।
পরে গ্রুপ ভিত্তিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিজয়ী স্টলদাতাদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়। 

লালমাইয়ে মাস্ক না পরায় ২২ জনকে জরিমানা : কুমিল্লার সময়




প্রদীপ মজুমদার : 
কুমিল্লার লাললাই উপজেলায়  মাস্ক না পরায় ২২ জনকে জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়। আজ সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালত ভূশ্চি বাজার এলাকায় অভিযান শুরু করেন। এ সময় ওই এলাকায় মাস্ক ছাড়া ঘোরাফেরা করা এবং মাস্ক না পরে ব্যবসা পরিচালনা করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত সকালে ১৪ জনকে জরিমানা করেন। ১৪টি মামলায় ওই ব্যক্তিদের কাছ থেকে ৪ হাজার ৪০০ শত টাকা জরিমানা আদায় করা হয়। বিকালে উপজেলার বাগমারা বাজারে ৮ জনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন  উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নজরুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমীন আরা।

ইউএনও মোঃ নজরুল ইসলাম বলেন, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ ঠেকাতে এবং স্বাস্থ্যবিধি না মানায় লালমাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। মাস্ক নিয়ে এই অভিযান অব্যাহত থাকবে।

লালমাইয়ে গণধর্ষনের চেষ্টায় মামলা : কুমিল্লার সময়




লালমাই প্রতিনিধিঃ
কুমিল্লার লালমাই উপজেলার ছোট গোসাই পুষ্কুরনী গ্রামে গণধর্ষনের চেষ্টার অভিযোগে কুমিল্লার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতে ৪জনের বিরুদ্ধে মামলা দায়েরের তথ্য পাওয়া গেছে। মামলা সূত্রে জানা যায়, মামলার বাদীকে উক্ত গ্রামের আলী আকবরের ছেলে আলী আশ্বব, মৃত শরাফত আলীর ছেলে মোঃ জাকির, মৃত সিরাজুল ইসলামের ছেলে মফিজ, মৃত গণি মিয়ার ছেলে আবুল হাসেম প্রায় সময় ভিটটিমকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত ২১নভেম্বর রাত ১১টার সময় সকল আসামী একযোগে বাদীর ঘরে জোর পূর্বক প্রবেশ  করে ধর্ষনের চেষ্টা চালায়, বাঁধা দিলে মারধর করে। বাদীর চিৎকারে স্বামী ঘুম থেকে স্বজাগ হয়ে বিদ্যুতের সুইচ অন করলে বিবাদীগণ পালিয়ে যায়। ২২নভেম্বর সকালে লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সে বাদীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। একই দিন বিকাল ৫টায় লালমাই থানায় অভিযোগ দিতে গেলে অফিসার ইনচার্জ আদালতে মামলা করতে পরামর্শ দেন। স্থানীয় সূত্রে জানা যায়, বিগত ১০বছর পূর্বে এক মেয়ে ও দুই ছেলে রেখে ভিকটিমের স্বামী মারা যায়। স্বামী মারা যাওয়ার পর থেকে বিবাদীগণ বিধবাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিধবা গত ১বছর পূর্বে হাজী ইসমাইল নামে এক লোককে বিবাহ করেন। বিবাহ বসার পর থেকে কু-প্রস্তাব দেওয়ার পরিমাণ ও নির্যাতন বৃদ্ধি পায়। এব্যাপারে স্থানীয় সাবেক চেয়ারম্যান ডাঃ তৈয়ব আলী বলেন, মহিলা খুবই নিরীহ , স্বামীর মৃত্যুর পর একটি প্রভাবশালী মহল তাকে বিভিন্ন সময়ে নির্যাতন করে আসছে। আমিও চেষ্টা করেছি তাকে নির্যাতনের হাত থেকে রক্ষা করতে। বিবাদীগণ তাকে ভোগ করতে না পারায় ইউপি চেয়ারম্যান একরাম,ইউপি সদস্য আবুল বাসার (বসু), ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রুহুল আমিন, আমিন ভেন্ডারসহ মাদক দিয়ে উচ্ছেদের ষড়ষন্ত্র করছে। তাকে বাড়ি বিক্রী করে অন্যত্র চলে যেতে চাপ সৃষ্টি করে আসছে। প্রভাবশালীদের ভয়ে কেউ মুখ খুলতে চায় না। সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সরওয়ারকে ভিটটিম কয়েকবার কুপ্রস্তাব ও নির্যাতনের বিষয়টি জানালে প্রভাবশালী মহলের চাপে তিনিও ব্যর্থ হন। মামলার আইনজীবী ও এপিপি এটিএম ওয়াহিদুর রহমান (মিলন) বলেন, মামলাটি তদন্তের জন্য পুলিশ সুপার কার্যালয়ের নারী ও শিশু নির্যাতন সেলে দেওয়া হয়েছে।

Sunday 22 November 2020

কুমিল্ল জেলা তথ্য অধিকার আইন বাস্তবায়ন সংস্থার আহবায়ক কমিটি গঠন : কুমিল্লার সময়




কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্ল জেলা তথ্য অধিকার আইন বাস্তবায়ন সংস্থার আহবায়ক কমিটি গতকাল কুমিল্লার এক অভিজাত রেস্তোরাঁয় গঠন করা হয়েছে। সময় টিভি কুমিল্লা জেলা প্রতিনিধি বাহার রায়হানকে আহবায়ক ও কুমিল্লার সময় পত্রিকার বার্তা সম্পাদক এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার লালমাই উপজেলা প্রতিনিধি রিয়াজ মোর্শেদ মাসুদকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে যুগ্ন আহবায়ক হিসেবে কুমিল্লার সময় পত্রিকার নির্বাহী সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন লালমাই উপজেলা প্রতিনিধি, প্রদীপ মজুমদার। সদস্যরা হলেন, দৈনিক একুশে সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি জুয়েল রানা মজুমদার, দৈনিক সমাজ কন্ঠ পত্রিকার লালমাই উপজেলা প্রতিনিধি, মোঃ মাসুদ রানা, দৈনিক তরুণ কন্ঠ পত্রিকার লালমাই প্রতিনিধি আলমগীর হোসেন অপু, অপরাধ বিচিত্রা পত্রিকার লালমাই উপজেলা প্রতিনিধি মোস্তফা কামাল মজুমদার, বিবিসি বার্তার লালমাই প্রতিনিধি আনেয়ার হোসেন, সমাজকর্মী বিউটি রাণী সিংহ, মোসাঃ রেহানা আক্তার, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার লাকসাম উপজেলা প্রতিনিধি জিএমএস রুবেল, মানবাধিকারকর্মী সালমা আক্তার সাথী, মাসুদ রানা-২, রামু মজুমদার, দৈনিক আলোকিত সকাল পত্রিকার লালমাই উপজেলা প্রতিনিধি মোঃ মনির হোসেন, কমিটি গঠনের বিষয়ে আহবায়ক বাহার রায়হান বলেন, কুমিল্লা জেলায় তৃণমূল পর্যায়ে “তথ্য অধিকার আইন ২০০৯” এর প্রচার ও প্রয়োগে সচেতনতা বৃদ্ধির লক্ষে কাজ করা হবে।

Friday 20 November 2020

লালমাইয়ে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত : কুমিল্লার সময়




প্রদীপ মজুমদার : 
কুমিল্লার লালমাইয়ে আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বৈরী আবহাওয়ার মধ্যে  জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ, বঙ্গবন্ধু ও আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদেন শেষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বাগমারায় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মধ্যদিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা যুবলীগের আহবায়ক এম এ মোতালেব এর সভাপতিত্বে ও অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক বিকম, বিশেষ অতিথি ছিলেন অর্থমন্ত্রীর একান্ত সহকারী সচিব কে এম সিংহ রতন, উপজেলা ভাইস- চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান ভূঁইয়া, প্রধান বক্তা ছিলেন কুমিল্লা  দক্ষিণ জেলা যুবলীগ নেতা কামরুল হাসান শাহীন।
এসময় আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা কাওসার মোর্শেদ, কামরুল হাসান ভুট্টো, সঞ্জয় শর্মা, আলমগীর হোসেন অপু, আবদুল ওহাব সেলিম, শরীফ,শামীম সহ সকল ইউনিয়নের নেতৃবৃন্দ।