Monday 30 December 2019

লাকসামে ইউএনও অফিসে অগ্নিকান্ড ৪ লক্ষাধিক টাকা ক্ষতি







লাকসাম প্রতিনিধিঃ

কুমিল্লার লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসে গতকাল ৩০ ডিসেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা যায়।

আগুনে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের ব্যবহারের টেবিল, চেয়ার, ল্যাপটপ, প্রিন্টার, রাউডার, ডিভিআর, সিসি ক্যামেরাসহ মনিটর এবং আরও বিভিন্ন আসবাবপত্র পুঁড়ে যায়।

লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  এ কে এম সাইফুল আলম জানান, অফিসের কোন গুরুত্বপূর্ণ নথিপত্র ক্ষতিগ্রস্থ হয়নি কাগজপত্র অন্যত্র ছিল তবে বিদ্যুতের অফিসের লাইনে সম্যস্যা ছিল যাহা গতকাল (২৯ ডিসেম্বর রোববার) মেরামত করা হয়। আনুমানিক ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায় ৪ লক্ষ টাকা হতে পারে বলে জানান তিনি।

অফিসের বিদ্যুতের লাইন মেরামতকারী সুজন বলেন,ওভার লোডে বিদ্যুৎ পরিবাহীর কারনে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনা হলে তৎক্ষণাত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম  সাইফুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, এসিল্যান্ড উজালা রাণী চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেন।

No comments:

Post a Comment