Friday 31 January 2020

বাংলাদেশ হচ্ছে অসাম্প্রদায়িক দেশ, শান্তির দেশ লালমাইয়ে ব্যূহ চক্র মেলায় - অর্থমন্ত্রী




কুমিল্লা জেলার লালমাই উপজেলার আলীশ্বরে শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী আলীশ্বর শান্তিনিকেতন বৌদ্ধ বিহার ও সর্বস্তরের বৌদ্ধ জনগোষ্ঠীর উদ্যোগে স্মরণকালের ইতিহাসে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচে বড় অনুষ্ঠান ভিক্ষু পরিবাসব্রত (ওয়াইক) ও ব্যূহ চক্র মেলা অনুষ্ঠিত হয়েছে। ২০ জানুয়ারী সোমবার বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনার মধ্যে দিয়ে শুরু হয়ে আজ ৩১ জানুয়ারী মানবতার মুক্তি কামনায় প্রার্থনার মধ্যে দিয়ে সমাপ্তি ঘটে। এই উপলক্ষে আলীশ্বর সহ আশপাশ এলাকায় আনন্দের বন্যা বইছে। পুরো এলাকা সেজেছে নানান রঙ্গে। শুক্রবার সকাল থেকে বিভিন্ন অঞ্চল থেকে জড়ো হয় পুণ্যার্থীরা। বেলা ১০টার দিকে পঞ্চশীল প্রার্থনায় শুরু হয় মহাস্থবির বরণ অনুষ্ঠান। এরপর পরই শুরু হয় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা বৌদ্ধ ভিক্ষুদের ধর্ম দেশনা। বিকালে ভিক্ষু পরিবাসব্রত সমাপনী অনুষ্ঠান জন্মজয়ন্তীতে সভাপতিত্ব করেন পাহাড়তলী মহানন্দ সংঘ রাজ বিহার অধ্যক্ষ ভদন্ত ধমপ্রিয় মহাস্থবির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এফসিএ, এমপি।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় অর্থমন্ত্রী বৌদ্ধ সার্ধিকের কাহিনী বিষয়ে আলোচনা করে বলেন, আমি প্রতিবছর আমার নিজ এলাকায় আলীশ্বর শান্তি নিকেতনে এসে খুবই আনন্দিত। বৌদ্ধ ধর্মের মূল মন্ত্র হচ্ছে অহিসংসা পরম ধর্ম, হানাহানি কাটাকাটি নেই, জীব হত্যা নেই, জগতের সকল প্রাণী সুখী হউক। আর বাংলাদেশ হচ্ছে অসম্প্রাদিক দেশ, শান্তির দেশ। প্রতিটি ধর্ম-বর্ণের মানুষ এক হয়ে যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছে। সকলের রক্ত, লাখো শহীদের রক্ত একাকার হয়ে মিশে গেছে। মুসলিম-হিন্দু-খ্রিস্টান-বৌদ্ধ সকল ধর্মের মানুষ মিলে যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছে। স্বাধীনতার স্থপতি জাতির পিতার স্বপ্ন ছিল সকল ধর্মের মানুষ তার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। সকলে মিলেমিশে এ দেশে বাস করবে। বাংলাদেশ হবে উন্নত-সমৃদ্ধ ও দারিদ্র্যমুক্ত। এ লক্ষ্য নিয়েই বর্তমান সরকার কাজ করে চলেছে। বর্তমান সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছে। জঙ্গিবাদের স্থান বাংলাদেশের মাটিতে হবে না। ধর্মের নাম নিয়ে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না, সে যে ধর্মেরই হোকনা কেন। আর ইসলাম শান্তির ধর্ম, সৌহার্দ্যের ধর্ম, ভ্রাতৃত্বের ধর্ম। ইসলামে জঙ্গিবাদের জায়গা নেই। যারা এসব করে তারা ধর্মবিরোধী কাজ করে। অসাম্প্রদায়িক বাংলাদেশে যার যার ধর্ম সে সে স্বাধীনভাবে পালন করবে। এই পরিবেশটা আমরা নিশ্চিত করতে চাই। আসুন সবাই মিলে একসঙ্গে দেশকে গড়ে তুলি। আমরা সংঘাত চাই না, শান্তি চাই, সম্প্রীতি চাই। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার উন্নতি চাই। সে লক্ষ্য নিয়েই আমাদের পথচলা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভারতীয় মহামান্য সংঘরাজ ভদন্ত রতনজ্যোতি মহাথের, চট্টগ্রাম বৌদ্ধ বিহার অধ্যক্ষ ড. জ্ঞানশ্রী মহাস্থবির, ভদন্ত প্রিয়ানন্দ, ফরা বুদ্ধশ্রী মহাস্থবির, ভদন্ত জিনপ্রিয় স্থবিরসহ কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তানভির সালেহীন ইমন,উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক,অর্থমন্ত্রীর একান্ত সহকারী সচিব কে এম সিংহ রতন  ও ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদারসহ প্রমুখ।

Thursday 30 January 2020

কুমিল্লায় গ্রাহকের শত কোটি টাকা নিয়ে উধাও দেড়শতাধিক কো-অপারেটিভ প্রতিষ্ঠান : কুমিল্লার সময়



কুমিল্লায় দেড়শতাধিক সমবায় এবং কো-অপারেটিভ প্রতিষ্ঠান গ্রাহকের টাকা আত্মসাৎ করে ধরাছোঁয়ার বাইরে রয়েছে। অধিক মুনাফার প্রতিশ্রুতি দিয়ে গ্রাহকের কাছ থেকে আমানত হিসেবে কোটি কোটি টাকা সংগ্রহ করে এইসব প্রতিষ্ঠান। পরে কয়েক মাস মুনাফার লোভ দেখিয়ে পরবর্তী সময়ে পুরো টাকাই আত্মসাৎ করে প্রতিষ্ঠানের কর্মকর্তারা পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী গ্রাহকরা।

তাদের অভিযোগ, আইসিএল, আইডিএল, রুরাল (আরসিএল), এফআইসিএল, এফআইবিএল (প্রিভেল), মাল্টিভিশন, গ্লোবাল, রাজগঞ্জ প্রাইম, বন্ধন, সেমা ও সেটেলেসহ দেড় শতাধিক প্রতিষ্ঠান হাজার হাজার গ্রাহককে প্রতিশ্রুতির ফাঁদে ফেলে শতা কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। প্রতারণার শিকার গ্রাহকরা এখন দ্বারে দ্বারে ঘুরছেন। তারা আইসিএল, আইডিএল, আরসিএল, এফআইসিএলসহ অধিকাংশ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ-আত্মসাতের অভিযোগ তুলে শতাধিক মামলা দায়ের করেছেন। এসব মামলায় হাতে গোনা কয়েকজন ছাড়া অধিকাংশ প্রতিষ্ঠানের কর্মকর্তা ও অর্থ আত্মসাৎকারী রয়েছেন ধরাছোঁয়ার বাইরে।

কুমিল্লা জেলা সমবায় কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, কুমিল্লা জেলায় ছোট, বড় ও মাঝারি ধরনের তিন হাজার ২০০টি সমবায় ও কো-অপারেটিভ প্রতিষ্ঠান রয়েছে। তার মধ্যে গ্রাহকের অভিযোগ যাচাই-বাছাই এবং সরেজমিনে গিয়ে বিচার বিশ্লেষণ করে দেখা গেছে, প্রায় ১৩০টি সমবায় এবং কো-অপারেটিভ ঝুঁকিপূর্ণের তালিকায় রয়েছে। ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানগুলো গ্রাহকের টাকা আমানত নিয়ে প্রতিশ্রুতি অনুযায়ী মুনাফা দিচ্ছে না।

এছাড়া ঝুঁকিপূর্ণ ১৩০টি প্রতিষ্ঠানের মধ্যে আইসিএল, আইডিএল, আরসিএল, এফআইসিএল, এফআইবিএল (প্রিভেল), মাল্টিভিশন, গ্লোবাল, রাজগঞ্জ প্রাইম, বন্ধন, সেমা ও সেটেলেসহ অধিকাংশ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা তালা লাগিয়ে গ্রাহকের আমানতকৃত টাকা আত্মসাৎ করে পালাতক রয়েছে। তাদের এসব প্রতারণায় শিকার হয়ে গত ২০১৩ সাল থেকে হাজারও মানুষ ভোগান্তিতে রয়েছেন।

সাধন ভৌমিক একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের কোয়ার্টারের বাসিন্দা তিনি। অধিক মুনাফার প্রতিশ্রুতিতে রুরাল কো-অপারেটিভ সোসাইটি লি. (আরসিএল) নামে একটি সমবায় প্রতিষ্ঠানকে জমি বিক্রি করে ৩০লাখ ৫৭ হাজার টাকা আমানত দিয়েছিলেন। গত ২০১৩ সালের ২ মার্চ থেকে বিভিন্ন কিস্তিতে রুরাল কো-অপারেটিভের নগরীর কান্দিরপাড় ব্রাঞ্চে এই টাকা আমানত রাখেন।


 
সাধন ভৌমিকের দাবি, তিনি রুরাল কো-অপারেটিভ সোসাইটি লি. (আরসিএল) এর কাছে আসল এবং মুনাফাসহ ৫৭ লাখ ৭১ হাজার টাকা পাওনা।

তিনি অভিযোগ করেন, রুরাল কো-অপারেটিভের কান্দিরপাড় ব্রাঞ্চের কর্মকর্তা ম্যানেজিং ডিরেক্টর মো. শাহজাহান এবং জেনারেল ম্যানেজার আবু রায়হান তার আমানতকৃত টাকাসহ অন্যান্য গ্রাহকের টাকা আত্মসাৎ করে তালা লাগিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে অর্থ আত্মসাতের অভিযোগে শাহজাহান এবং রায়হানের বিরুদ্ধে কুমিল্লা জেলা সমবায় কার্যালয়ে অভিযোগ দায়ের করেন তিনি। ২০১৭ সালে জেলা সমবায় কর্মকর্তারা তদন্ত করে সালিশির মাধ্যমে ডিরেক্টর শাহজাহান ২৮ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা এবং ম্যানেজার ২৮ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা পরিশোধের কথা বললেও তিন বছর পার হয়েছে কিন্তু টাকা আদায় হয়নি। জেলা সমবায় কর্মকর্তা ব্যর্থ হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে মামলা করার জন্য বলছেন।

শুধু সাধন ভৌমিক নয় আমানতকৃত অর্থ হারিয়ে ভোগান্তির শিকার হয়েছেন রুরাল কো-অপারেটিভ সোসাইটি লি. (আরসিএল) এর গ্রাহক মো. জামশেদ ও খোরশেদ আলম নামে আরও দুই ব্যক্তি। সাধন ভৌমিকের মত তাদেরও একই অভিযোগ।

এ ব্যাপারে ম্যানেজিং ডিরেক্টর মো. শাহজাহান এবং জেনারেল ম্যানেজার আবু রায়হানের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার ফোনে চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

অর্থ আত্মসাৎ এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সহযোগিতার বিষয়ে কুমিল্লা জেলা সমবায় কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, ‘রুরাল কো-অপারেটিভ সোসাইটি লি. (আরসিএল) ছাড়াও আইসিএল, আইডিএল, এফআইসিএল, এফআইবিএল’র (প্রিভেল) মত বড় বড় অর্ধশতাধিক কো-অপারেটিভ গ্রাহকের আমানতকৃত অর্থ নিয়ে কর্মকর্তারা পালিয়ে গেছেন। গ্রাহকের কথা চিন্তা করে ওই সব প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিলও করা যাচ্ছে না। ভুক্তভোগী গ্রাহকরা আমাদের সহযোগিতার জন্য আসলে সালিশির মাধ্যমে সমাধানের চেষ্টা করছি। কিন্তু অভিযুক্তরা আমাদের কথা না মানলে অভিযোগকারীকে আদালতে মামলা করার পরামর্শ ছাড়া কিছুই করার থাকে না। এই পর্যন্ত ২৫ জনের বেশি ভুক্তভোগী গ্রাহককে অর্থ উদ্ধারে মামলায় সহযোগিতা করেছি। আজকের কুমিল্লা 

মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটিতে সভাপতি শামীম, সাধারণ সম্পাদক আমজাদ : কুমিল্লার সময়



মনোহরগঞ্জ প্রতিনিধি :
আগামী এক বছরের জন্য কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ৩০ জানুয়ারী বৃহস্পতিবার কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল আংশিক কমিটি অনুমোদন দেন। আগামী ১ মাসের মধ্যে নব নির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদককে কমিটি পূনাঙ্গ করার নির্দেন দেন। নতুন কমিটিতে সভাপতি করা হয়েছে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক কামরুজ্জামান শামীম ও সাধারণ সম্পাদক করা হয়েছে উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব কে। নব নির্বাচিত সভাপতি কামরুজ্জামান শামীমের বাড়ি ঝলম দক্ষিণ ইউনিয়নের ঝলম গ্রামে এবং নব নির্বাচিত সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব এর বাড়ি মৈশাতুয়া ইউনিয়নের আশিরপাড় গ্রামে। নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জেলা কমিটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, আমরা মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগ আগামী দিনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মো. তাজুল ইসলাম মহোদয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো। এছাড়াও মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রত্যেকটি নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করবো। সভাপতি ও সাধারণ সম্পাদক মন্ত্রী মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা সকলের নিকট দোয়া কামনা করেছেন।

ঢালুয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ : কুমিল্লার সময়



কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিত ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২০ আজ ৩০ জানুয়ারী বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে 
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সামছুউদ্দিন কালু ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থ মন্ত্রীর সহকারী একান্ত সচিব কে এমন সিংহ রতন, নাঙ্গলকোট পৌরসভার মেয়র আব্দুল মালেক, নাঙ্গলকোট উপজেলা ভাইস চেয়ারম্যান  আবু ইউসুফ ভূঁইয়া , নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন প্রমুখ।

Wednesday 29 January 2020

লাকসামে ঔষধ ব্যবসায়ীদের ধর্মঘট ভোগান্তীতে জনসাধারণ : কুমিল্লার সময়




লাকসাম প্রতিনিধিঃ

লাকসাম ঔষধ ব্যবসায়ীদের ৬ঘন্টা ধর্মঘটের কারনে চরম ভোগান্তীতে পড়েছে জনসাধারণ। বুধবার সকাল ৬টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত এ ধর্মঘট চলে। এ ঘটনায় ঔষধ ব্যবসায়িদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

ঔষধ ব্যবসায়িদের লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, গত সোমবার সন্ধায় ঔষধ ব্যবসায়ি সমিতির সভা চলাকালে লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়ের মোবাইল ফোনে সমিতির সাধারন সম্পাদক লুৎফুল হাছান কে অকথ্য ভাষায় গালাগালি ও লাকসাম থেকে বিতাড়নের হুমকি প্রদান করে। এর প্রতিবাদে বুধবার সকাল ৬ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দৌলতগঞ্জ বাজার ও লাকসাম জংশন বাজার ঔষধ ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানায়।

এ ঘটনায় ঔষধ ব্যবসায়িদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। ঔষধের দোকান বন্ধ থাকায় ভোগান্তীতে পড়ে জনসাধারন।

ঔষধ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক লুৎফুল হাছান জানায়, পৌরসভার মেয়র আমাকে ও আমাদের সমিতি নিয়ে অকথ্য ভাষায় গালাগালি করে এবং লাকসাম থেকে বিতাড়নের হুমকি প্রদান করার প্রতিবাদে ঔষধ ব্যবসায়ীরা ৬ ঘন্টা দোকান বন্ধ করে ধর্মঘট পালন করে।

লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়ের অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন, আমি কাউকে গালাগালি করিনি। ঔষধের মুল্য বৃদ্ধির প্রতিবাদ করায় ব্যবসায়ীরা দোকান বন্ধ রাখেন।

Tuesday 28 January 2020

লাকসাম পৌরসভায় কাউন্সিলর পদে আলোচনায় লুৎফুল হাছান





 
লাকসাম প্রতিনিধি :
কুমিল্লা লাকসাম পৌরসভার ২নং ওয়ার্ড পাইকপাড়া,কুন্দ্রা,বড়তুপা,ডুরিয়া বিষ্ণুপুর, বাইনচাটিয়া, আগামী পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে ঔষধ ব্যবসায়ী মোঃ লুৎফুল হাছান। স্থানীয়দের হৃদয় জয় করা এই সফল ও তরুণ ব্যবসায়ীকে নিয়ে চলছে আলোচনার ঝড়।

 লুৎফুল হাছান পৌরসভার ডুরিয়া বিষ্ণুপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতা আলহাজ্ব মোঃ আবুল বাশার পৌরসভার সাবেক কমিশনার ছিলেন।  নিজের শ্রম এবং মেধায় ইতিমধ্যেই কুড়িয়েছেন সফল ব্যবসায়ীর খেতাব। সকল শ্রেণী পেশার মানুষের সাথেই রয়েছে তার সখ্যতা। নিজের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী দাঁড়াচ্ছেন বিপদগ্রস্ত  মানুষের পাশে। জড়িত আছেন বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথেও।

স্থানীয়দের চায়ের আড্ডায় এখন প্রায়ই আলোচনার বিষয় বিনয়ী তরুণ এই ব্যবসায়ীর নাম। অনেকেই মুগ্ধ তার আচরণে। পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের পছন্দের তালিকায় শীর্ষে হাছান। আগামী পৌরসভা নির্বাচনে ২নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে তরুণ ব্যবসায়ী লুৎফুল হাছানকে প্রাধান্য দিচ্ছেন তারা। 

গত পৌর নির্বাচনেও তিনি প্রার্থী হয়েছিলেন। বিপুল জনপ্রিয়তা থাকার পরও তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে তিনি নির্বাচনে হেরে যান। 

শুধু চায়ের আড্ডায় নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও চলছে তরুণ এই ব্যবসায়ীর গুণকীর্তন। স্থানীয়রা ছাড়াও এলাকার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারাও নিজ নিজ ফেসবুক আইডি থেকে প্রচার-প্রচারণা  করছেন এই ব্যবসায়ীকে নিয়ে। আগামী পৌরসভা নির্বাচনে লুৎফুল হাসানকে কাউন্সিলর হিসেবে দেখতে চান তারা। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছেন হাসান। 

Monday 27 January 2020

বিশ্ববিদ্যালয় র‌্যাগিং ও টাকা নষ্ট করার স্থান নয় : রাষ্ট্রপতি






কুমিল্লার সময়:  
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বিকাল ৩টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিতব্য সমাবর্তনে সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য্য মো. আবদুল হামিদ। সমাবর্তন বক্তা হিসাবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী ও ক্রীড়া সংগঠক আ হ ম মুস্তফা কামাল।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

ষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য্য মো. আবদুল হামিদ বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আজ এই আনন্দঘন সমাবর্তনের মাধ্যমে যারা স্নাতক ও স্নাতকোত্তরে ভূষিত হলো আমি তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকের দিনটি গ্র‍্যাজুয়েটদের কাছে যেমন স্মরণীয়, তেমনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে মাইলফলক।

রাষ্ট্রপতি আরো বলেন, এ সমাবর্তন শিক্ষা জীবন শেষ করছে না বরং শিক্ষার সমুদ্রে প্রবেশ করাচ্ছে। শুধু নিজের কথাই ভাববে না। মানুষ ও সমাজের কথা ভাবতে হবে।

রাষ্ট্রপতি বলেন, একসময় কুমিল্লা পড়ালেখায় পুরো দেশে এক নম্বর ছিলো। এখন অবাধে মাদক সেবন চলে। মাদক প্রবেশের যত রাস্তা আসে তার মধ্যে কুমিল্লা অন্যতম। আমি কুমিল্লার সবাইকে বলতে চাই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ছাত্রসমাজের বড় অবদান ছিলো। অনেক ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এখন নতুন করে আবার সংগ্রাম করতে হবে। আর এ সংগ্রাম হবে মাদকের বিরুদ্ধে।

রাষ্ট্রপতি বিভিন্ন মাদকের নাম উল্লেখ করে ছাত্রসমাজকে এসব রুখতে বলেন। ছাত্রসমাজ যেনও মাদকে পা না বাড়ায় তার জন্য কাজ করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের তিনি আহ্বান জানান।

রাষ্ট্রপতি আরো বলেন, শিক্ষার সাথে মানবিক মূল্যবোধ পৃথিবীকে সামনের দিকে এগিয়ে নিতে কার্যকর থাকে। তাই বিশ্ববিদ্যালয়কে জ্ঞানচর্চা ও মুক্তচর্চার পরিবেশ সৃষ্টি করতে হবে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়তে প্রতি জেলায় বিশ্ববিদ্যালয় তৈরি বড় অবদান রাখবে বলে আশা করেন রাষ্ট্রপতি। এসময় রাষ্ট্রপতি আরো বলেন, এবারের সংগ্রাম সোনার বাংলাদেশ গড়ার সংগ্রাম। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের ভবিষ্যত সুন্দর হোক কামনা করে তিনি বক্তব্য শেষ করেন।

রাষ্ট্রপতি বলেন, বিশ্ববিদ্যালয় জ্ঞান অর্জনের স্থান। র‌্যাগিং ও টাকা নষ্ট করার স্থান নয়। বাবা-মা অনেক কষ্ট করে টাকা পাঠায় তা মনে রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্য করে রাষ্ট্রপতি বলেন, একজন শিক্ষকের কাজ শুধু শ্রেণী কক্ষে পাঠদান নয়। পাঠদানের পাশাপাশি তাদেরকে জ্ঞানের মশাল জ্বালাতে হবে। শিক্ষার্থীদের মননে দেশপ্রেম জাগ্রত করতে হবে শিক্ষকদের।

বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তার বক্তব্যে বলেন,’বঙ্গবন্ধুর কারণে আমরা এ দেশ পেয়েছি। আর তাই সকলকে সবসময় তাকে মনে প্রাণে ধারণ করতে হবে। এ বিশ্ববিদ্যালয়কে প্রধানমন্ত্রী অনেক টাকার বাজেট দিয়েছে। ভবিষ্যতে এখানে আরো বরাদ্দ দেওয়া হবে। অর্থমন্ত্রী আরো বলেন, ইংল্যান্ডের তুলনায় বাংলাদেশের ইন্টারনেট সংযোগ অনেক ভালো। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হলে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে এখন থেকেই প্রস্তুতি নিয়ে কাজ করতে বলেন তিনি।

সমাবর্তনে অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চেীধুরী এমপি এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ প্রমুখ।

বিশ্ববিদ্যালয়টির প্রথম সমাবর্তনে ২ হাজার ৮৮৮ জন গ্র্যাজুয়েট অংশগ্রহণ করেন। যার মধ্যে স্নাতক ডিগ্রিধারী ১ হাজার ২২২ জন এবং স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী ১ হাজার ৬৬৫ জনকে ডিগ্রী প্রদান করেন রাষ্ট্রপতি। এছাড়া শিক্ষায় অসমান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৪জন শিক্ষার্থীকে চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করেন রাষ্ট্রপতি।

Sunday 26 January 2020

অধ্যাপক অপু আলম সৌদি আরবে সংবর্ধিত : কুমিল্লার সময়






সৌদি আরব প্রতিনিধি :
ছাত্র রাজনীতির পূরধা তৃণমূল রাজনীতির সাথে যার গভীর সম্পর্ক যুবসমাজের প্রিয় ব্যক্তিত্ব অর্থমন্ত্রীর আস্থাভাজন ,লালমাই উপজেলার তারুণ্যের অহংকার ফ্রান্স প্রবাসী অধ্যাপক অপু আলম গত কয়েকদিন পূর্বে পবিত্র ওমরাহ পালন করতে গেলে সেখানকার প্রবাসী কুমিল্লা আওয়ামী ফোরাম সৌদি আরব জেদ্দা  এর পক্ষ থেকে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়।  উক্ত অনুষ্ঠান সুন্দর ও সার্থক করার জন্য অনুষ্ঠানে আমন্ত্রিত সকল নেতা-কর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সংগঠনটির সভাপতি সোলায়নান কবির খোকন। 

কুবির অভিষেক সমাবর্তন সোমবার; গ্র্যাজুয়েটে মুখরিত ক্যাম্পাস : কুমিল্লার সময়




কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে সোমবার (২৭ জানুয়ারি)। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে রেজিস্টার্ড ২৮৮৮ শিক্ষার্থী এ সমাবর্তনে অংশগ্রহণ করবেন। সমাবর্তনকে সামনে রেখে প্রস্তুতিপর্ব এখন শেষ পর্যায়ে। ক্যাম্পাস প্রাঙ্গণে অংশগ্রাহী গ্র্যাজুয়েটদের পদচারণায় উচ্ছ্বসিত পরিবেশ সৃষ্টি হয়েছে।

সমাবর্তন অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিশেষ অতিথি থাকবেন শিক্ষা মন্ত্রনালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ। সমাবর্তন বক্তা হিসেবে বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ডিগ্রিধারীদের উদ্দেশে বক্তব্য প্রদান করবেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

মুখরিত ক্যাম্পাস প্রাঙ্গণ:

আগামী সোমবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিতব্য সমাবর্তনকে ঘিরে প্রস্তুতিপর্ব এখন শেষ পর্যায়ে। দীর্ঘদিনের স্বপ্নপূরণে সমাবর্তনীয় উচ্ছ্বাসে তাই ক্যাম্পাস এখন গ্র্যাজুয়েটদের পদচারণায় মুখর। বিশ্ববিদ্যালয় শহীদ মিনার, মুক্তমঞ্চ, গোলচত্বর, বাবুই চত্বর, কাঁঠালতলা, কেন্দ্রীয় খেলার মাঠ, ব্যাডমিন্টন কোর্টসহ প্রধান সড়কগুলো এখন গ্র্যাজুয়েটদের দখলে। পুরনো দিনের স্মৃতিবিজড়িত জায়গাগুলোতে কালো গাউন গায়ে ক্যামেরাবন্দী হচ্ছেন অনেকে। আকাশপানে কালো হ্যাট ছুঁড়ে দিয়ে আকাশজয়ের ইচ্ছাও দেখাচ্ছেন কেউ কেউ।

সমাবর্তনকে কেন্দ্র করে দীর্ঘ বিরতির পর পুরনো বন্ধু-বান্ধবীর সাথে দেখা হওয়ায় গ্র্যাজুয়েটদের আনন্দের মাত্রা বেড়েছে বহুগুণে। স্বামী/স্ত্রী, ছেলে-মেয়ে কিংবা বাবা-মাকে সাথে নিয়ে এসেছেন অনেক সাবেক শিক্ষার্থীরা। এই বিশাল সংখ্যক মানুষের আবাসনের ব্যবস্থা করতে সহযোগিতা করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

নতুনরূপে সেজেছে ক্যাম্পাস:

সমাবর্তন উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়কে নতুনভাবে সাজিয়ে তুলছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ও ভবনের পার্শ্বে দৃষ্টিনন্দন ফুল, মরিচবাতি, ব্যানার, ফেস্টুন, লাইটিংয়ের মাধ্যমে ক্যাম্পাসে বিরাজ করছে সাজ সাজ রব। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তনস্থল প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে। উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী স্বয়ং উপস্থিত হয়ে এসব কার্যক্রমের তদারকি করছেন।

অনুষ্ঠানসূচী:

সমাবর্তনে অংশগ্রহণকারী ডিগ্রিধারীদের সোমবার (২৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ২টার মধ্যে অনুষ্ঠানস্থলে আসন গ্রহণ করতে হবে। আমন্ত্রিত অতিথিবৃন্দ বিকেল আড়াইটার মধ্যে সমাবর্তনস্থলে আসন গ্রহণ করবেন। দুপুর ২টা ৫৫ মিনিটে শোভাযাত্রার মাধ্যমে সমাবর্তনের আনুষ্ঠানিকতা শুরু হবে। বিকেল ৩টায় রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় চ্যান্সেলরের আগমনের পর জাতীয় সংগীত পরিবেশন করা হবে। ৩টা ৯মিনিটে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সমাবর্তন উদ্বোধনের কথা রয়েছে। এরপর পর্যায়ক্রমে কুবি উপাচার্য, ইউজিসি চেয়ারম্যান, শিক্ষা উপমন্ত্রী, সমাবর্তন বক্তা ও সবশেষে সভাপতির ভাষণ প্রদান করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এছাড়াও রাষ্ট্রপতি শিক্ষার্থীদের ডিগ্রি এবং স্বর্ণপদক প্রদান করবেন। বিকেল ৪টা ০৩ মিনিটে সমাবর্তনের প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শেষ হবে। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক সন্ধ্যায় পারফর্ম করবে দেশবিখ্যাত গায়ক ও তাঁর ব্যান্ডদল ‘নগর বাউল’।

গ্র্যাজুয়েটদের করনীয়:

বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ সমাবর্তনস্থলে আগতদের আমন্ত্রণপত্রটি অব্যশই সঙ্গে আনতে হবে। ডিগ্রিধারীদের সাথে জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট সঙ্গে রাখতে বলা হয়েছে। এছাড়া মোবাইল ফোন, হ্যান্ডব্যাগ, ক্যামেরা, পানির বোতল বা অন্যকোন ইলেক্ট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করা যাবে না। সমাবর্তনস্থলে শুধুমাত্র নিবন্ধিত ডিগ্রিধারী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রবেশ করতে পারবেন। ডিগ্রিধারীদের সাথে আগত অভিভাবক ও সন্তানেরা ক্যাম্পাসের অভ্যন্তরে প্রশাসনিক ভবন ও অ্যাকাডেমিক ভবনসমূহে অবস্থান করতে পারবেন।

ডিগ্রি পাচ্ছেন যারা:

সমাবর্তনে ৬টি অনুষদের মোট ৫ হাজার ৬৪৮জন শিক্ষার্থীকে মূল সনদ প্রদান করা হবে। এরমধ্যে স্নাতক পর্যায়ের ৩ হাজার ৫৬১জন ও স্নাতকোত্তর পর্যায়ে ২ হাজার ৮৭ জন। বিজ্ঞান অনুষদে মোট ১ হাজার ২জন (স্নাতক: ৬৬১ জন, স্নাতকোত্তর: ৩৪১ জন); কলা ও মানবিক অনুষদে মোট ৮৬৩ জন (স্নাতক: ৫২৮ জন, স্নাতকোত্তর: ৩৩৫ জন); সামাজিক বিজ্ঞান অনুষদে মোট ১ হাজার ৪০৫ জন (স্নাতক: ৮৭৬ জন, স্নাতকোত্তর: ৫২৯ জন); বিজনেস স্টাডিজ অনুষদে মোট ১ হাজার ৯৩৮ জন (স্নাতক: ১ হাজার ১৬৭ জন, স্নাতকোত্তর: ৭৭১ জন); প্রকৌশল অনুষদে মোট ৪৪০ জন (স্নাতক: ৩২৯ জন, স্নাতকোত্তর: ১১১ জন)। তবে আইন অনুষদভুক্ত আইন বিভাগ থেকে এখনো কোন শিক্ষার্থী ডিগ্রি অর্জন করেনি। এছাড়া মোট ১৩ জন শিক্ষার্থী ১৪ টি ক্যাটাগরিতে পেতে যাচ্ছেন রাষ্ট্রপতি স্বর্ণপদক।’

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য ও সমাবর্তন কেন্দ্রীয় কমিটির আহবায়ক অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী জানান, প্রথম সমাবর্তনের আয়োজন সফলভাবে সম্পন্ন করার জন্য আমরা বিভিন্ন উপকমিটি গঠন করেছি। প্রতিটি কমিটি সমাবর্তনের সব প্রস্তুতি সম্পন্ন করতে দিনভর কাজ করে যাচ্ছে। আশা করছি একটি সফল সমাবর্তন উপহার দিতে পারব।

২০০৬ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টিতে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে সমাবর্তন। সমাবর্তনকে সফল করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, কুমিল্লা জেলা প্রশাসন, পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস, রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাগণ সতর্ক অবস্থানে রয়েছে।

লালমাইয়ে বিজ্ঞান মেলা উদ্বোধন : কুমিল্লার সময়




প্রদীপ মজুমদার: 
লালমাইয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল ২৬ জানুয়ারী রবিবার সকালে উপজেলার হরিশ্চর ইউনিয়ন হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে  উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক বিকম এ মেলার উদ্বোধন করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধানে তিন দিনব্যাপী এ বিজ্ঞান মেলা শুরু হয়। উপজেলা নির্বাহী কে এম ইয়াসির আরাফাত এর সভাপতিত্বে  অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রীর একান্ত সহকারী সচিব ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কে এম সিংহ রতন, প্রধান শিক্ষক মোঃ ইলিয়াস কাঞ্চন, ইউপি চেয়ারম্যান আবুল বাসার প্রমুখ। 
মেলার উদ্বোধক উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা,অর্থমন্ত্রীর একান্ত সহকারী সচিব কে এম সিংহ রতন সহ অন্যেরা মেলায় অংশ নেয়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন। এ সময় উপজেলা চেয়ারম্যান এবং ইউএনও শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দশনামূলক কথাবার্তা বলেন।

Saturday 25 January 2020

মুজিব আদর্শকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের দায়িত্ব- অর্থমন্ত্রী





বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিব আদর্শ আগামী প্রজন্মের অনুকরনীয় আদর্শ, এ আদর্শ‌কে তা‌দের কাছে রেখে যেতে চাই। যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না, আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। এটি অত্যন্ত শ্বাশত সত্য, এই শ্বাশত সত্যিটিকে মানু‌ষের কা‌ছে তু‌লে ধরা আমা‌দের দা‌য়িত্ব। তাই জাতির পিতার জন্ম শতবার্ষিকী উপল‌ক্ষে আজ এ বিশাল আ‌য়োজন করা হ‌য়ে‌ছে। জা‌তির পিতা‌র আদর্শ‌কে আবার নতুন করে এলাকার মানুষের সামনে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে, যারা বঙ্গবন্ধুকে কাছ থেকে দেখেছেন, তার নির্দেশে যুদ্ধ করেছেন, তাদের জন্য এক ধরণের অনু্প্রেরনার চিত্র তু‌লে ধরা। অনেকে শহীদ হয়েছেন, অনেকে আহত হয়ে এখনো আমাদের মাঝে আছেন, তাদেরকেও একত্র করা আমাদের মূল উদ্দেশ্য।গতকাল ২৫ জানুয়ারী অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল শনিবার বিকেলে কুমিল্লায় নিজ বাড়িতে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে সাংবাদিকদের উ‌দ্দেশ্যে এসব কথা বলেন।

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ মেলা সম্পর্কে মাননীয় অর্থমন্ত্রী আ‌রো বলেন, যারা বঙ্গবন্ধুকে দেখেছেন, তাদের কাছে বঙ্গবন্ধু এক রকম। এখনকার আমাদের যে তরুণ সমাজ, তারা বঙ্গবন্ধুকে দেখে নাই। এমনকি মুক্তিযুদ্ধও করার সুযোগ পায় নাই, তাদের সাথে বঙ্গবন্ধুকে পরিচয় করিয়ে দেওয়া অত্যন্ত জরুরী। যারা বঙ্গবন্ধুকে সামনে থেকে দেখেনি, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হলো আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। আমি লক্ষ্য করলাম যে, কোনো একটা লক্ষ্যকে সামনে রেখে কাজ করলে সবাইকে সম্পৃক্ত করা যায়। সবাইকে সম্পৃক্ত করা না গেলে, আমাদের সমস্ত আয়োজন, সমস্ত উদ্দেশ্য ব্যর্থ হবে। আমি এই এলাকার নির্বাচিত এমপি। এখানে দশ লাখ লোকের বসবাস। আমার ভোটারের সংখ্যা সাড়ে পাঁচ লাখ। এখানে একটা বিরাট জনগোষ্ঠী। আমি লক্ষ্য করলাম যে, আমি যদি এটি শুরু করতে পারি, তাহলে অন্যান্যরাও এগিয়ে আসবেন, এভাবে অনুষ্ঠানটি আয়োজন করে বঙ্গবন্ধু‌কে মানু‌ষের কা‌ছে তু‌লে ধর‌বেন।

মন্ত্রী আরো বলেন, গত কয়েক সপ্তাহ ধরে আমরা এই অঞ্চলের প্রত্যেকটি মানুষের কাছে গিয়েছি। তাদেরকে এই আয়োজনের সাথে সম্পৃক্ত করার চেষ্টা করেছি এবং সম্পৃক্ত করতে পেরেছি। এটিই আমাদের সফলতা। মানুষকে সম্পৃক্ত করে, তাদের সামনে একটি আদর্শকে উপস্থাপন করা, আদর্শটি বঙ্গবন্ধুর আদর্শ। এই জাতীয় চেতনায় যারা বিশ্বাস করে না, তাদেরকে বিশ্বাসী করার জন্য এবং এই আদর্শকে আগামী প্রজন্মের কাছে, আমাদের তরুণ সমাজসহ আগামী প্রজন্মের কাছে, যারা এই পৃথিবীতে আসে নাই, তাদের কাছেও আমরা রেখে যেতে চাই। আজকের এই দিনটি হবে একটি সেতুবন্ধন। আমাদের আজ এবং আগামীর মাঝে সেতুবন্ধনটি সফল হোক আপনারা দোয়া করবেন।

এসময় অর্থমন্ত্রীর মেয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপারসন নাফিসা কামাল বলেন, আমাদের স্বার্থকতা হচ্ছে কুমিল্লা-১০ আসনের সবাই একত্র হয়ে বঙ্গবন্ধুর চেতনায় এক হয়ে অনুষ্ঠানটিতে কাজ করেছে। তিনি বলেন, অন্য অনুষ্ঠানের মধ্যে এই অনুষ্ঠানটির পার্থক্য একটাই, সেটি হলো বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন। এই অনুষ্ঠান এর আগে কখনো আমাদের জীবনে আসেনি হয়নি, কখনো আসবেও না। বাঙালি জাতি হিসেবে এটি আমাদের সব চেয়ে সৌভাগ্য। মুজিব বর্ষ উদযাপনের অংশ হিসেবে কুমিল্লার লালমাই উপজেলা মাঠে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে অংশ নেন অর্থমন্ত্রী। এতে মুজিব বর্ষ ভিক্টোরিয়ান্স ক্রিকেট টি-২০ টুর্নামেন্টের ট্রফি উম্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিন্সের চেয়ারপার্সন নাফিসা কামাল, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এমপি,নাছিমুল আলম চৌধুরী নজরুল এমপি,ইআরডি সচিব মনোয়ার আহমেদ,জেলা প্রশাসক আবুল ফজল মীর,পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। পরে এক সাংস্কৃতিক পরিবেশনায় দেশবরেণ্য শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

Friday 24 January 2020

মানবাধিকার কমিশনের কুমিল্লা দক্ষিণ আঞ্চলিক শাখার শীতবস্ত্র বিতরণ : কুমিল্লার সময়


প্রদীপ মজুমদার :   
একদিকে প্রতিদিনই সন্ধ্যার পর তাপমাত্রা কমছে, অন্যদিকে বাড়ছে শীতের প্রকোপ। এতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে দরিদ্র অসহায় মানুষদের। গত একমাস যাবত এমনই চিত্র দেখা গেছে দেশের সকল জেলায়।  সেইসব অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা দক্ষিণ আঞ্চলিক শাখা। প্রায় দেড় শতাধিক শীতার্তকে শীত বস্ত্র (কম্বল) দিয়েছে সংগঠনটি। 

 গতকাল শুক্রবার সকাল ১১ টায় কুমিল্লার লালমাই উপজেলায় মানবাধিকার কমিশন কুমিল্লা দক্ষিণ আঞ্চলিক শাখা উদ্যোগে বাগমারা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে  বস্ত্র(কম্বল) বিতরণ অনুষ্টানে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের বৃহত্তর কুমিল্লা আঞ্চলিক সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবির মোহন, কুমিল্লা মহানগর শাখার সভাপতি এ এইচ এম তারিকুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক অমর কৃষ্ণ বনিক মানিক, লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড.  শাহজাহান মজুমদার, সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক আবদুল মোতালেব, মানবাধিকার কমিশনের কুমিল্লা দক্ষিণ আঞ্চলিক শাখার সভাপতি ডাঃ শাহআলম, নির্বাহী সভাপতি ও বাগমারা বাজার ব্যবসায়ী সমিতির সম্ভাব্য সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নুর হোসেন, সাধারণ সম্পাদক নীহার দেবনাথ,বরুড়া প্রতিনিধি আবদুল মালেক মেম্বার, সহ - সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, যুধিষ্ঠি চন্দ্র সিংহ, নজির আহমেদ মেম্বার, আবুল কাশেম,মাষ্টার মোসলেম উদ্দীন, সুবাস দাস, ইসমাইল মিয়া,আবদুল হাকিম মেম্বার, ডাঃ কবির আহমেদ, জাকির হোসেন, মোহাম্মদ  এনায়েতুর রহমান,আর এইচ অপু,দেলোয়ার হোসেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি মানবাধিকার কমিশনের উপদেষ্টা আর ডি রনি। এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 

শীত বস্ত্র বিতরণ অনুষ্টানে সংগঠনটির সভাপতি তার বক্তব্যে বলেন শীতার্ত মানুষের মাঝে যে কম্বল বিতরণ করা হলো তা অত্যন্ত ভালো একটি উদ্যোগ। বিভিন্ন এলাকায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষ রয়েছে। ইতোমধ্যে সরকারি উদ্যোগে বিভিন্ন জায়গায় শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে। এখন সরকারের পাশাপাশি যদি বেসরকারি সংস্থা ও সংগঠনগুলো এগিয়ে আসে তাহলে অসহায় শীতার্ত মানুষেরা হয়তো তীব্র শীতের প্রকোপ থেকে রেহাই পাবে।

Thursday 23 January 2020

বর্নিল সাজে লালমাই সর্বত্র উৎসব মুখর : কুমিল্লার সময়






     

লালমাই(কুমিল্লা) প্রতিনিধি 
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী কে সামনে রেখে জেলার ১৭টি উপজেলা ও কুমিল্লা সিটি কর্পোরেশনের সম্মিলিত অংশগ্রহণে আগামী শনিবার (২৫ জানুয়ারি) বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হতে যাচ্ছে ‘মুজিবশতবর্ষ আনন্দমেলা’। এইদিন লালমাই উপজেলার বাগমারা জামতলিতে এই অনুষ্ঠানর উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।  বর্নিল সাজে সেজেছে দক্ষিণ কুমিল্লা লালমাই উপজেলা এযেন আলোর শহর।      এরেই মধ্যে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন, লিফলেট, পোস্টার এবং স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর সংগ্রামী ইতিহাসের অডিও প্রদর্শনী চলছে।

এছাড়াও কুমিল্লার বিভিন্ন এলাকায় ও অনুষ্ঠানস্থলে লাল-সবুজ আলোকসজ্জায় আলোকিত হয়ে উঠেছে। এই আনন্দমেলা উপলক্ষে কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট উপজেলা) সংসদীয় আসন এলাকাসহ জেলার সর্বত্র উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
মুজিবশতবর্ষ আনন্দমেলা নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও লালমাই ট্যালেটহান্ট ক্রিকেট একাডেমির চেয়ারপার্সন ও অর্থমন্ত্রী কন্যা নাফিসা কামাল বলেন, তরুণ প্রজন্মের সামনে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর অর্জন চিরস্মরণীয় করে রাখা ও স্বাধীনতার চেতনায়, বঙ্গবন্ধুর স্লোগান সমগ্র কুমিল্লাকে একত্রিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। তিনি বলেন, মুজিব শতবর্ষ উদযাপন আয়াজনের একটি অনুষঙ্গ হয়ে টি-টোয়েটির ট্রফি উন্মোচন। বঙ্গবন্ধুর স্মরণে জেলার ১৭টি উপজেলা ও কুমিল্লা সিটি কর্পোরেশন নিয়ে ১৮টি দলের আয়োজনে মুজিব শতবর্ষ ভিক্টোরিয়ান্স টি-টোয়েটি প্রথমবারের মতো সমগ্র কুমিল্লাকে একত্রিত করবে ক্রিকেটের মাঠে। এছাড়াও কুমিল্লার প্রতিটি উপজেলা থেকে ছাত্র-ছাত্রীরা আসবে এই আনন্দমেলায় এবং এই আনন্দমেলার মঞ্চে একই সাথে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে জাতীয় সংগীত পরিবেশন করবে। নাফিসা কামাল আরো জানান, মুজিববর্ষ কে ঘিরে বছরব্যাপী নানা কার্যক্রম পরিচালনা করা হবে, যার আনুষ্ঠানিক সূচনা এই আনন্দমেলা। বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়ে গেছেন। আমরা এই উপহারের গৌরব নতুন প্রজন্মের কাছে নতুনভাবে পৌঁছে দিব। সে লক্ষ্যে কুমিল্লার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর সংগ্রামের পতাকা ও তাঁর ইতিহাস সম্বোলিত একটি স্তম্ভ স্থায়ীভাবে নির্মাণ করা হবে।

ভাষা সৈনিক প্রবীন সাংবাদিক আব্দুল জলিলের ১ম মৃত্যুবার্ষিকী : কুমিল্লার সময়


 
 
ডেক্স নিউজঃ
কুমিল্লার লাকসাম থেকে প্রকাশিত, দক্ষিণ কুমিল্লার প্রাচীন সংবাদপত্র ‘সাপ্তাহিক লাকসাম’ এর সম্পাদক ও প্রকাশক ভাষা সৈনিক আব্দুল জলিলের ১ম মৃত্যুবার্ষিকী আজ।
গত বছরের এ দিনে লাকসাম মমতাময়ী হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ভাষা সৈনিক আব্দুল জলিলের আত্মার মাগফেরাত কামনায় কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের চন্দনা গ্রামের নিজ বাড়িতে মিলাদ-মাহফিল ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গত বছরের ১৩ জানুয়ারি রোববার লাকসাম উত্তর বাজার নিজ বাসায় ভাষা সৈনিক আব্দুল জলিল হৃদরোগে আক্রান্ত হলে তাৎক্ষণিক তাকে লাকসাম মমতাময়ী হসপিটালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসরা তাকে কুমিল্লা মেডিকেল সেন্টার হসপিটালে স্থানান্তর করেন। অবস্থার অবনতি দেখে পরদিন সোমবার পুনরায় তাকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজ হসপিটালে স্থানান্তর করা হয়। পরে শারীরিক অবস্থারর উন্নতি দেখে তাকে পুনরায় লাকসাম মমতাময়ী হসপিটালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৪ জানুয়ারি বৃহস্পতিবার তিনি মৃত্যুবরণ করেন। ওইদিনই দুই দফা জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
ভাষা সৈনিক আব্দুল জলিলের আত্মার মাগফেরাত কামনায় দেশ-বিদেশের সকল শুভাকাঙ্খীদের কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন তার বড় ছেলে নুরুদ্দীন জালাল আজাদ।
উল্লেখ্য, ১৯৩৬ সালের পহেলা জানুয়ারি কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের চন্দনা গ্রামে জন্মগ্রহণ করেন এই গুণী সাহিত্যিক ভাষা সৈনিক আবদুল জলিল। ৫২’র ভাষা আন্দোলনের সময় তিনি লাকসাম নওয়াব ফয়জুন্নেছা কলেজে একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। মাতৃভাষার প্রতি অকৃত্রিম ভালোবাসার তাগিদে যোগদান করেছিলেন ভাষা আন্দোলনে। ৭১ সালের মুক্তিযুদ্ধেও তার প্রত্যক্ষ ভূমিকা ছিল। তিনি দক্ষিণ কুমিল্লার প্রাচীন সংবাদপত্র ‘সাপ্তাহিক লাকসাম’ এর প্রকাশক ও সম্পাদক।
বিভিন্ন সময় কুমিল্লা জেলা প্রশাসন, বাংলাদেশ টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ট্র্যাব), বাসস, বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন ভাষা সৈনিক আবদুল জলিলকে সম্মাননা স্মারক প্রদান করেন। তার লেখা নাটক ‘খুনে লাল বাংলা’ প্রকাশিত হয়েছে। তিনি বৃহত্তর লাকসাম ও কুমিল্লা সংক্ষিপ্ত অধ্যায়সহ জনপদ কথামালা, বৃহত্তর কুমিল্লা জেলার সাংবাদিকতার উদ্ভব ও বিকাশের ইতিহাস, ওগো বঙ্গবন্ধু, সাগর তীরে কেওড়াবনে, পীর মুর্শিদের বাংলাদেশসহ বেশ কয়েকটি বই লিখেছেন। সত্তরের দশকে তিনি উত্তরদা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
সাংবাদিকতার পাশাপাশি তিনি শিশু সংগঠন কচিকাঁচার মেলা, খেলাঘর ও সুজন মজলিশের আঞ্চলিক সংগঠক হিসেব ভূমিকা রেখেছেন। ১৯৫৮ সালে তাঁর প্রতিষ্ঠিত ‘লাকসাম লেখক সংঘ’র মাধ্যমে তিনি সৃজনশীল লেখক, সাহিত্যিক ও সাংবাদিক তৈরির প্রচেষ্টায় সফল হয়েছেন।

সংসদে ৮ হাজার ২৩৮ জন ঋণখেলাপির তালিকা প্রকাশ :কুমিল্লার সময়






কুমিল্লার সময়  ডেস্ক : জাতীয় সংসদে আট হাজার ২৩৮ জন ঋণখেলাপি ব্যক্তি ও কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে প্রাপ্ত সিআইবি ডাটাবেজে রক্ষিত ২০১৯ সালের নভেম্বর মাস ভিত্তিক হালনাগাদ তথ্যানুযায়ী খেলাপি ঋণের পরিমাণ ৯৬ হাজার ৯৮৬ কোটি ৩৮ লাখ টাকা। পরিশোধিত ঋণের পরিমাণ ২৫ হাজার ৮৩৬ কোটি চার লাখ টাকা।

বুধবার সংসদে টাঙ্গাইল-৬ আসনের এমপি আহসানুল ইসলাম টিটুর লিখিত প্রশ্নের জবাবে এসব তথ্য তুলে ধরেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় অর্থমন্ত্রী ১০৭ পৃষ্ঠার একটি বিস্তারিত ঋণখেলাপির তালিকা সংসদে উত্থাপন করেন। সেই তালিকায় উল্লেখ করা হয়েছে কে কত টাকা ঋণখেলাপি করেছে।

আহসানুল ইসলাম টিটুর তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেছেন, ‘২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ত্রৈমাসিকের তথ্য অনুযায়ী ২৫টি ব্যাংকের পরিচালকবৃন্দ নিউ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছেন। তাদের গৃহীত ঋণের বকেয়া স্থিতির পরিমাণ এক হাজার ৬১৪ কোটি ৭৭ লাখ ১৭ হাজার টাকা। যা মোট ঋণের ০.১৬৬৬ শতাংশ। এছাড়া ব্যাংকের পরিচালকবৃন্দ নিজ ব্যাংক ব্যতীত অন্য ৫৫টি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। তাদের গৃহীত ঋণের উপস্থিতির পরিমাণ এক লাখ ৭১ হাজার ৬১৬ কোটি ১২ লাখ ৪৭ হাজার টাকা। যা ব্যাংকসমূহের মোট প্রদেয় ঋণের ১১.২১ শতাংশ।’

মন্ত্রীর দেয়া ঋণখেলাপির তালিকার শুরুতে স্থান পাওয়া কিছু প্রতিষ্ঠান হচ্ছে-

রিমেক্স ফুটওয়ার লিমিটেড, ক্রিসেন্ট লেদার প্রোডাস্টস লিমিটেড, রুপালী কম্পোজিট লেদার ওয়্যার লিমিটেড, রাইজিং স্টিল লিমিটেড, মোহাম্মদ ইলিয়াস ব্রাদার্স প্রাইভেট লিমিটেড, এস এ ওয়েল রিফাইনারি লিডিটেড, সামান্নাজ সুপারওয়েল লিমিটেড, কোয়ান্টাম পাওয়ার সিস্টেমস লিমিটেড, অ্যালোয় কোট লিমিটেড, গ্লাক্সি সোয়েটার অ্যান্ড ইয়ার্ন ডায়িং লিমিটেড, বিল্ড ট্রেড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, বেনেটেক্স ইন্ড্রাস্টিজ লিমিটেড, কম্পিউটার সোর্স লিমিটেড, রুবাইয়া ভেজিটেবল অয়েল ইন্ড্রাস্টিজ লিমিটেড, বাংলা লাইন কমিউনিকেশনস লিমিটেড, লেক্সকো লিমিটেড, আলপা কম্পোজিট টাওয়েলস লিমিটেড, সুপ্লোভ রোটোর স্পিনিং লিমিটেড, বেল কনস্ট্রাকশন সান বিএইসডি লিমিটেড, চৌধুরী নিটওয়ারস লিমিটেড, জেকোয়ার্ড নিটেক্স লিমিটেড, ইব্রাহীম টেক্সটাইল মিলস লিমিটেড, সুপ্রোভ কম্পোজিট নিট লিমিটেড, হলমার্ক ফ্যাশন লিমিটেড, ফেয়ার ইয়ার্ন প্রসেসিং লিমিটেড, ফেয়ার ট্রেড ফেব্রিকস লিমিটেড, বাংলাদেশ সুপার অ্যান্ড ফুড ইন্ড্রাস্টিজ করপোরেশন, শাহরিস কস্পোজিট টাওয়েল লিমিটেড, লিটোন ফেব্রিকস লিমিটেড, সুরোজ মিয়া জুট স্পিনিং মিলস লিমিটেড, পদ্মা পলি কটন নিট ফেব্রিকস লিমিটেড, আয়মান টেক্সটাইল অ্যান্ড হুমিয়ারি লিমিটেড, সিমরান কম্পোজিট লিমিটেড, এস কে স্টিল, হ্যালপ লাইন রিসোর্সেস লিমিটেড, নূরানী ডায়িং অ্যান্ড সোয়েটার লিমিটেড, ভারগো মিডিয়া, বিসমিল্লাহ টাওয়েল লিমিটেড, আনোয়ারা মান্নান টেক্সটাইল মিলস লিমিটেড, লাইট হাউজ ইনফ্রাস্টাকচার লিমিটেড, ক্রিসেন্ট ট্যানারিজ লিমিটেড, সালেহ কার্পেট মিলস লিমিটেড, ইউনাইটেড অ্যাপারেল ইন্ড্রাস্টিজ লিমিটেড, টি অ্যান্ড ব্রাদার নিট কম্পোজিট লিমিটেড, বাংলাদেশ ইন্ড্রাস্টিয়াল ফিন্যান্স কো. লিমিটেড, করোলা করপোরেশন বিডি লিমিটেড, রহমান স্পিনিং মিলস লিমিটেড, ইসলাম ট্রেডিং কনসোটিয়াম লিমিটেড, দি ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফাকচারিং কোম্পানি লিমিটেড, ড্রিম স্ট্রলি রি-রোলিং মিলসা লিমিটেড, মাদারিপুর স্পিনিং মিলস লিমিটেড, হাবীব স্টিলস লিমিটেড, এমএইচ গোল্ডেন জুট মিলস লিমিটেড, সেমারসিটি জেনারেল ট্রেডিং লিমিটেড, ইব্রাহিম কনসোটিয়াম লিমিটেড, লামিসা স্পিনিং লিমিটেড, সোনালী জুট মিলস লিমিটেড, চৈতি কম্পোজিট লিমিটেড, এম শিপ বিল্ডার্স অ্যান্ড স্টিল লিমিটেড, এডভান্ড ডেভেলপমেন্ট টেকনোলজিজ লিমিটেড, এমবিএ গার্মেন্টস অ্যান্ড টেক্সাইট লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, ইউনাইটেড এয়াওয়েজ (বিডি) লিমিটেড, দি এরিস্ট্রোক্রেট এগ্রো লিমিটেড, উবার্টি ফ্যাশন ওয়্যারস লিমিটেড, এক্সপার টেক্স লিমিটেড, সাদ মূসা ফেব্রিকস লিমিটেড, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড, ওয়াল মার্ট ফ্যাশন লিমিটেড, আমাদের বাড়ি লিমিটেড, এগ্রো ইন্ড্রাটিজ (প্রা) লিমিটেড, সুপ্রোভ ম্যালেঞ্জ স্পিনিং লিমিটেড, এটলাস গ্রিনপ্যাক লিমিটেড, হিমালয়া পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড, এইচআরসি শিপিং লিমিটেড এবং পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস লিমিটেড।

প্রবাসীদের রেমিট্যান্স প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে-

গাজী মোহাম্মদ শাহনেওয়াজের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘বিগত এক বছরে প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণের হার প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিগত ২০১৮-১৯ অর্থবছরে রেমিটেন্সের পরিমাণ ছিল ১৬ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার। যা আগের অর্থ বছরের তুলনায় ৯ দশমিক ৬ শতাংশ বেশি।

তিনি আরও জানান, চলতি ২০১৯-২০ অর্থবছরের প্রথম ছয় মাসে প্রাপ্ত রেমিট্যান্সের পরিমাণ ছিল ৯ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার। যা গত বছরের প্রথম ছয় মাসের তুলনায় ২৫ দশমিক ৪৬ শতাংশ বেশি।

মন্ত্রী জানান, রেমিটেন্স গ্রহণ ও গ্রাহকের নিকট সরাসরি পৌঁছানোর লক্ষ্যে বাণিজ্যিক ব্যাংকসমূহের সঙ্গে বিদেশি এক্সচেঞ্জ হাউজের ড্রয়িং ব্যবস্থাপনাকে উৎসাহিত করা হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক মানের কোম্পানির সঙ্গে বর্তমানে প্রায় এক হাজার ২৪৫টি ড্রয়িং ব্যবস্থা কার্যকর রয়েছে। যা রেমিট্যান্স আহরণের উল্লেখযোগ্য অবদান রাখছে। আরও নতুন নতুন ব্যবস্থা স্থাপনের অনুমোদন প্রদান অব্যাহত আছে।

তিনি আরও জানান, বিদেশি এক্সচেঞ্জ হাউজের সঙ্গে বাংলাদেশের ব্যাংকের ড্রয়িং ব্যবস্থা স্থাপনকে সহজতর করার লক্ষ্যে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার পদ্ধতিতে ড্রয়িং স্থাপনের ক্ষেত্রে রক্ষিতব্য ব্যাংকের ড্রয়িং ব্যবস্থা স্থাপিত হবে। যা বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে সহায়ক হবে।

সরকারি দলের সদস্য মো. হাবিবুর রহমানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিদ্যমান নীতিমালা অনুযায়ী ক্ষুদ্র ঋণের সর্বোচ্চ সুদের হার ২৪ শতাংশ। ইতোপূর্বে বেসরকারি সংস্থা কর্তৃক অধিক সুদে ক্ষুদ্র ঋণ বিতরণের ব্যবস্থা থাকলেও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি আইন-২০০৬ এর আওতায় সরকার কর্তৃক এমআরএ প্রতিষ্ঠানের পর হতে প্রতিষ্ঠানগুলোর আর্থিক ব্যয়, প্রশাসনিক ব্যয়, ঋণ ক্ষতি সঞ্চিতি ও প্রফিট মার্জিন ইত্যাদি পর্যালোচনা এবং সরকারের পূর্বানুমোদন গ্রহণ করে ক্রমহ্রাসমান স্থিতি পদ্ধতিতে ক্ষুদ্র ঋণের সুদহার নির্ধারণ করে দেয়া হচ্ছে।

নাঙ্গলকোটে তরুণীকে ধর্ষণ: ধর্ষক আটক: কুমিল্লার সময়



 স্টাফ রিপোর্টার: নাঙ্গলকোটে তরুণীকে ধর্ষণের দায়ে পুলিশ এক যুবককে গ্রেফতার করে গত বৃহস্পতিবার জেল হাজতে পাঠিয়েছে। ধর্ষিতা ওই তরুণীকেও ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। নাঙ্গলকোট থানায় ধর্ষিতা তরুণী লিখিত অভিযোগ করলে পুলিশ বুধবার রাতে অভিযুক্ত ধর্ষক উপজেলার হেসাখাল ইউনিয়নের আজিয়াপাড়া তেতৈয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মো: শাহিনকে (৩০) তার বাড়ি থেকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহিন গ্রামে মুদি মালের ব্যবসা করে। সম্প্রতি তার স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ ঘটে। পরে পাশ্ববর্তী বাড়ির স্বামী পরিত্যক্তা ওই তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। মঙ্গলবার রাতে বাড়ির পাশের নির্জন স্থানে তাকে কথা বলার জন্য ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় তরুণীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায়। বুধবার রাতে ধর্ষিতা তরুণী বাদী হয়ে নাঙ্গলকোট থানায় মামলা দায়ের করলে পুলিশ ধর্ষক শাহিনকে আটক করে।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, অভিযুক্তকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষিতা তরুণীর মেডিকেল রিপোর্ট পাওয়ার পর মামলার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

কুমিল্লায় ‘মুজিবশতবর্ষ আনন্দমেলা’ সর্বত্র বিরাজ করছে উৎসবের আমেজ : কুমিল্লার সময়



বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী কে সামনে রেখে জেলার ১৭টি উপজেলা ও কুমিল্লা সিটি কর্পোরেশনের সম্মিলিত অংশগ্রহণে আগামী শনিবার (২৫ জানুয়ারি) বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হতে যাচ্ছে ‘মুজিবশতবর্ষ আনন্দমেলা’। এইদিন লালমাই উপজেলার বাগমারা জামতলিতে এই অনুষ্ঠানর উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এরেই মধ্যে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন, লিফলেট, পোস্টার এবং স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর সংগ্রামী ইতিহাসের অডিও প্রদর্শনী চলছে।

এছাড়াও কুমিল্লার বিভিন্ন এলাকায় ও অনুষ্ঠানস্থলে লাল-সবুজ আলোকসজ্জায় আলোকিত হয়ে উঠেছে। এই আনন্দমেলা উপলক্ষে কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট উপজেলা) সংসদীয় আসন এলাকাসহ জেলার সর্বত্র উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
মুজিবশতবর্ষ আনন্দমেলা নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও লালমাই ট্যালেটহান্ট ক্রিকেট একাডেমির চেয়ারপার্সন ও অর্থমন্ত্রী কন্যা নাফিসা কামাল বলেন, তরুণ প্রজন্মের সামনে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর অর্জন চিরস্মরণীয় করে রাখা ও স্বাধীনতার চেতনায়, বঙ্গবন্ধুর স্লোগান সমগ্র কুমিল্লাকে একত্রিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। তিনি বলেন, মুজিব শতবর্ষ উদযাপন আয়াজনের একটি অনুষঙ্গ হয়ে টি-টোয়েটির ট্রফি উন্মোচন। বঙ্গবন্ধুর স্মরণে জেলার ১৭টি উপজেলা ও কুমিল্লা সিটি কর্পোরেশন নিয়ে ১৮টি দলের আয়োজনে মুজিব শতবর্ষ ভিক্টোরিয়ান্স টি-টোয়েটি প্রথমবারের মতো সমগ্র কুমিল্লাকে একত্রিত করবে ক্রিকেটের মাঠে। এছাড়াও কুমিল্লার প্রতিটি উপজেলা থেকে ছাত্র-ছাত্রীরা আসবে এই আনন্দমেলায় এবং এই আনন্দমেলার মঞ্চে একই সাথে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে জাতীয় সংগীত পরিবেশন করবে। নাফিসা কামাল আরো জানান, মুজিববর্ষ কে ঘিরে বছরব্যাপী নানা কার্যক্রম পরিচালনা করা হবে, যার আনুষ্ঠানিক সূচনা এই আনন্দমেলা। বঙ্গবন্ধু সআমাদের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়ে গেছেন। আমরা এই উপহারের গৌরব নতুন প্রজন্মের কাছে নতুনভাবে পৌঁছে দিব। সে লক্ষ্যে কুমিল্লার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর সংগ্রামের পতাকা ও তাঁর ইতিহাস সম্বোলিত একটি স্তম্ভ স্থায়ীভাবে নির্মাণ করা হবে।

Tuesday 21 January 2020

রেলের ছোট্ট একটি টয়লেট মেরামতে ব্যয় ৭৩ লাখ টাকা:কুমিল্লার সময়



পশ্চিম রেলে দুই থেকে আড়াই শতাধিক গায়েবি খাতে ৭০০ কোটি টাকা লোপাট হয়েছে। বিভিন্ন স্টেশন পরিষ্কার করতেই ৯৫ লাখ টাকার ভিম পাউডার লেগেছে। এছাড়া ছোট্ট একটি টয়লেট মেরামতে খরচ হয়েছে ২৮ লাখ টাকা। আরেকটি টয়লেট সংস্কারসহ বারান্দার টিন বদলে খরচ হয়েছে ৭৩ লাখ টাকা।
রেলের এমন শত শত কাজ টেন্ডার ছাড়াই ক্ষমতাসীন দলের তৃতীয় শ্রেণির ঠিকাদারদের দেয়া হয়েছে। এক্ষেত্রে কোনো নিয়মই মানা হয়নি। ২০১৭ ও ২০১৮ সালে এসব দুর্নীতির নথিপত্র ফাঁস হওয়ায় পশ্চিম রেলের বর্তমান কর্মকর্তাদের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দুর্নীতির এ সিরিজ প্যাকেজের মোটমূল্য ৭০০ কোটি টাকা বলে জানা গেছে।
পশ্চিম রেলের সাবেক প্রধান প্রকৌশলী মো. রমজান আলী ও তার ঘনিষ্ঠ কয়েকজন কর্মকর্তার সিন্ডিকেট দুর্নীতির এ মহাযজ্ঞের নেতৃত্বে ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে একটা ছোট অফিসের কয়েকটা টয়লেট মেরামতে একজন ঠিকাদারকে পরিশোধ করা হয়েছে প্রায় ২৮ লাখ টাকা। বারান্দার টিন বদল আর অফিসের টয়লেট মেরামতে আরেকজন ঠিকাদারকে দেয়া হয়েছে ৭৩ লাখ টাকার বিল।
নথিপত্র বিশ্লেষণ করে দেখা গেছে, পশ্চিম রেলের এমন দুই থেকে আড়াই শতাধিক গায়েবি খাতে ৭০০ কোটি টাকা লোপাট হয়েছে।
বিভিন্ন স্টেশন রং করা, লাইন সংস্কার, রেলসেতু রং করা, টয়লেট মেরামত, ছাউনি-প্ল্যাটফর্মের টিন বদল, স্টেশন প্রাঙ্গণ সংস্কার, ওভারব্রিজ সংস্কার, মাটি ভরাট, জেটি সংস্কার, হাঁটাপথ সংস্কার, দরজা মেরামত, শীত আর গরমের পোশাক কেনা, স্যানিটারি উপকরণ ও ভিম পাউডার কেনা, বন্যার সময় ইট-খোলা কেনা, সেতু মেরামত, বাউন্ডারি ওয়াল মেরামতের মতো ছোট ছোট কাজগুলোতে বিপুল পরিমাণ টাকা ব্যয় দেখানো হয়েছে।
রাজশাহীতে পশ্চিমাঞ্চল রেল ভবনে এসএসএই দফতরের বারান্দার টিন পরিবর্তন ও একটি টয়লেট সংস্কারে ৭২ লাখ ৩১ হাজার ৫০২ টাকা ব্যয় করা হয়েছে। সরেজমিন দেখা যায়, রাজশাহীতে রেলের এ দফতরটি একটি ছোট্ট টিনশেড অফিস।
২০১৭ সালের ৭ জুলাই এ কাজটির কার্যাদেশ দেয়া হয় মোমিন ট্রেডার্স নামের একটি তৃতীয় শ্রেণির ঠিকাদারি প্রতিষ্ঠানকে। বিধিবদ্ধ দরপত্র আহ্বান ছাড়াই লোকাল টেন্ডার মেথড (এলটিএম) বা স্থানীয় টেন্ডার পদ্ধতিতে কোনো প্রতিযোগিতা ছাড়াই মোমিন ট্রেডার্স কাজটি পায়। কাজ সম্পাদন দেখিয়ে ওই বছরের ১ অক্টোবর ঠিকাদারকে পুরো বিল পরিশোধ করা হয়।
নথিপত্র বিশ্লেষণ করে আরও দেখা যায়, পশ্চিম রেলের প্রধান টেলিযোগাযোগ ও সংকেত বিভাগের প্রধান প্রকৌশলীর দফতরের টয়লেট মেরামতে ব্যয় দেখানো হয়েছে ২৮ লাখ টাকা। এ কাজটি করেছে তৃতীয় শ্রেণির ঠিকাদার তোফা কন্সট্রাকশন।
রাজশাহীতে রেল অফিসার্স মেসের একটি কক্ষের (ইসি-৪) মেরামত ও মেসের ভেতরের হাঁটাপথ সংস্কারে ব্যয় দেখানো হয়েছে ৮৯ লাখ ৪৮ হাজার ৭৮০ টাকা। সরকার অ্যান্ড ব্রাদার্স কাজটি করে।
রাজশাহীতে ভদ্রা ব্যারাকের পুকুরপাড় উন্নয়ন ও ওয়াশপিট (ট্রেন ধোয়া-মোছার শেড) সম্প্রসারণে ব্যয় দেখানো হয়েছে ২ কোটি ৪ লাখ ৯ হাজার টাকা। আশরাফুল কবির নামের একজন ঠিকাদার কাজ করেছেন বলে নথিতে উল্লেখ রয়েছে। তবে সরেজমিনে পুকুরপাড় উন্নয়নের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি।
এদিকে উল্লাপাড়া স্টেশনের ইয়ার্ডে বালু ভরাট দেখিয়ে মোল্লাহ কন্সট্রাকশনকে ৭৩ লাখ ৪৮ হাজার ৯৩৯ টাকা বিল পরিশোধ করা হয়েছে। রাজশাহী রেল স্টেশনটি কয়েক বছর আগে রি-মডেলিংয়ের মাধ্যমে নতুন করে নির্মাণ করা হলেও জরুরি কাজ উল্লেখ করে এই স্টেশনের বুকিং কাউন্টার, প্রতীক্ষালয় ও কার পার্কিং এরিয়া মেরামত দেখিয়ে আনোয়ারুল ইসলাম বাবু নামের একজন ঠিকাদারকে ৫৭ লাখ ৭৪ হাজার ৪৬৪ টাকা বিল দেয়া হয়েছে।
সিরাজগঞ্জের রায়পুর নামক স্টেশনে মালামাল ওঠা-নামার সুবিধা সম্প্রসারণের নামে ঠিকাদার আরটিসিকে ৯৭ লাখ ১৮ হাজার টাকা বিল পরিশোধ করা হয়েছে। তবে নথিপত্রে ওই কাজের ধরন উল্লেখ নেই।
রেলের সাবেক ডিজি আমজাদ হোসেনের শ্যালক পরিচয়দানকারী বদরুল আলমকে নাটোর, মাধনগর, আত্রাই ও সান্তাহার স্টেশনে রেললাইনের প্লাস্টিকের ওয়াসার সরবরাহে মোট ৯ কোটি ৯৬ লাখ ৯১ হাজার টাকার ৫টি প্যাকেজের কাজ একসঙ্গে দেয়া হয় কোনো টেন্ডার ছাড়াই।
বদরুল গত আড়াই বছরে এভাবে বিনা টেন্ডারে প্রায় ১০০ কোটি টাকার কাজ করেছেন বলে রেল সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে। দুর্নীতিবিরোধী অভিযান শুরুর পর থেকে বদরুল আত্মগোপনে রয়েছেন।

 
কাজগুলো শুরুর আগেই বদরুলকে সমস্ত বিল পরিশোধ করা হয় নিয়ম ভেঙে। যদিও রেলের সাবেক ডিজি আমজাদ হোসেন বলেছেন, বদরুল তার শ্যালক নয়; এলাকায় বাড়ি। তার প্রভাব খাটিয়ে কাজ নেয়ার অভিযোগ ঠিক নয়।
একই সময়ে কোনো টেন্ডার ছাড়াই ঢাকার আরটিসি নামের একটি প্রতিষ্ঠানকে বিভিন্ন রেললাইন সংস্কারের নামে মোট ১৯টি কাজ দেয়া হয়। এসব কাজের জন্য তাকে প্রায় ২৫ কোটি ৫৬ লাখ টাকার বিল পরিশোধ করা হয়েছে। কোথায় কীভাবে কাজগুলো হয়েছে, বিল-ভাউচারে তার কোনো বিবরণ নেই।
২০১৮ সালের ১৮ মার্চ ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশন প্ল্যাটফর্মের ২০০ ফিট সিআই সিট পরিবর্তনসহ আনুষঙ্গিক কাজের জন্য ৩৮ লাখ ৩৬ হাজার ৫০০ টাকার বিল পরিশোধ করা হয়। ফরমাল টেন্ডার ছাড়াই উল্লাপাড়া স্টেশনের ৩০০ ফিট সিআই সিট পরিবর্তনের জন্য ৪৮ লাখ ৯৫ হাজার টাকা ব্যয় দেখানো হয়েছে।
২০১৭ সালের ৩ জুন দ্বিতীয় মৈত্রী ট্রেনের জন্য বেনাপোল স্টেশনে একটি টিনের শেড নির্মাণে ৮০ লাখ ৯০ হাজার ব্যয় করা হয়। একই স্টেশনের ফুটওভার ব্রিজ সংস্কার ও রং করা বাবদ ব্যয় দেখানো হয়েছে ৬৩ লাখ ২৯ হাজার ৫০০ টাকা।
২০১৭ সালের বন্যায় কুড়িগ্রাম, দিনাজপুর, টাঙ্গাইল, পার্বতীপুর, কুমারখালী ও মোবারকগঞ্জে জরুরি সেতু প্রটেকশন খাতে ৭১ লাখ ৩৮ হাজার টাকা ব্যয় দেখানো হয়। ঈশ্বরদী বাইপাস স্টেশনের প্ল্যাটফর্ম সম্প্রসারণ খাতে ৬০ লাখ ৪৩ হাজার টাকা ব্যয় দেখানো হয়েছে।
রেলওয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের শীতের পোশাক কেনা খাতে ৭ লাখ ৯৩ হাজার টাকা ব্যয় দেখানো হলেও গরমের পোশাক কেনা খাতে দেখানো হয়েছে ২৪ লাখ ৫০ হাজার টাকা। বিভিন্ন স্টেশন পরিষ্কার করতে ভিম পাউডার কেনায় ৯৫ লাখ টাকা ব্যয় দেখানো হয়েছে।
রেলের এসব ছোট ছোট কাজ দেখিয়ে প্রায় আড়াই শতাধিক প্রকল্প নেয়া হয়। এসব কাজ ইচ্ছামতো দেয়া হয়েছে ঘনিষ্ঠ ঠিকাদারদের। তবে কোথাও আংশিক ও কোথাও কাজ না করেই বিপুল অংকের টাকা তুলে নেয়া হয়েছে।
এ টাকা খাতে খাতে ঠিকাদার ও রেলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে ভাগ-বাটোয়ারা হয়েছে। সম্প্রতি দুর্নীতি দমন কমিশন এসব কাজের সমস্ত নথিপত্র রেল ভবন থেকে দফায় দফায় জব্দ করেছে। এখন চলছে অনুসন্ধানের কাজ।
এ বিষয়ে জানতে চাইলে দুদকের রাজশাহী বিভাগীয় পরিচালক মোর্শেদ আলম বলেন, রেলে দুর্নীতির পরিসর বিস্তৃত ও মাত্রা ভয়াবহ। সীমিত জনবলে এসব অনুসন্ধানে অনেক সময়ের প্রয়োজন। অনুসন্ধান পুরোদমে চলছে। সময় হলে সব জানানো হবে।
জানা গেছে, সাবেক প্রধান প্রকৌশলী মো. রমজান আলীর পুরো মেয়াদে এ ধরনের কাজের মাধ্যমে বিপুল অর্থ লোপাট হয়েছে। রমজান আলী বর্তমানে মোংলা রেল প্রকল্পের পরিচালক।
বিনা টেন্ডারে কাজ দেয়া ও বিপুল অর্থ লোপাটের অভিযোগ সম্পর্কে জানতে একাধিকবার তাকে ফোন করা হয়। কিন্তু প্রতিবারই ব্যস্ততা দেখিয়ে নিজেই কথা বলবেন বলে জানান; কিন্তু তিনি পরে আর ফোন করেননি।
অন্যদিকে টয়লেট মেরামত দেখিয়ে বিপুল পরিমাণ বিল প্রদানকারী সাবেক সিনিয়র উপসহকারী প্রকৌশলী ও বর্তমানে সৈয়দপুর সহকারী প্রকৌশলী (সেতু) পদে কর্মরত মনিরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দেন। পরে কথা বলবেন বলে জানালেও আর ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে মতামত চাইলে রাজশাহীতে রেলভবনে কর্মরত সিনিয়র উপসহকারী প্রকৌশলী (এসএসইএ) বাবুল আকতার বলেন, বিষয়টি আগের কর্মকর্তার আমলের। তাই এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।
সাবেক প্রধান সিগন্যাল ও টেলিকমিউনিকেশন প্রকৌশলী অসীম কুমার তালুকদার বর্তমানে পাকশীর বিভাগীয় ম্যানেজার। তিনিও এ বিষয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।
অন্যদিকে পশ্চিম রেলের জেনারেল ম্যানেজার (জিএম) মিহির কান্তি গুহ বলেন, ‘মাত্র কিছুদিন আগে দায়িত্ব নিয়েছি। এরই মধ্যে দুদকের কর্মকর্তারা কয়েকবারই এসেছেন এবং তাদের চাহিদামতো নথিপত্র সরবরাহ করা হয়েছে। দুর্নীতি কতটুকু কী পরিমাণ হয়েছে, সেটা আমি এখন বলতে পারছি না।-যুগান্তর

আমরা কুমিল্লার সন্তান সংগঠনের রিক্সা টিউবওয়েল ও নগদ অর্থ অনুদান প্রদান : কুমিল্লার সময়




আলমগীর হোসেনন অপু :
আজ কুমিল্লা জেলার সদর  দক্ষিণ উপজেলার সিন্ধুয়া চৌমুহনীতে আমরা কুমিল্লার সন্তান হোয়াটস অ্যাপে গ্রুপের পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে ১ টি রিক্সা, ৯ জনকে  নগদ অর্থ, ২ টি টিউবওয়েল, ১জন কে ঢেউ টিন সহ মোট ১৩ জনকে অনুদান প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব কামাল হোসেন, লালমাই প্রেস ক্লাবের সহ-ক্রীড়া সম্পাদক   আলমগীর হোসেন (অপু), আজাদ আশ্রাফ, জামাল মজুমদার, মোবারক হোসেন, দিদার হোসেন, আহসান হাবিব, মোজাম্মেল হক, শাহ-আলম, সোহেল মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম রেঞ্জের সেরা ওসি চৌদ্দগ্রাম থানার ওসি মাহফুজ : কুমিল্লার সময়



 
পুলিশের চট্টগ্রাম রেঞ্জে সেরা অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন পুলিশ পরিদর্শক মো. আব্দুল্লাহ আল মাহফুজ। তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মো. আব্দুল্লাহ আল মাহফুজকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছেন চট্টগ্রামের রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক। চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে দেওয়া ওই সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) ত্রিনাথ সাহা জানান, গত ডিসেম্বর মাসে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মাহফুজ স্যারের নেতৃত্বে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মাদক দ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মানুষকে সঠিকভাবে সেবা প্রদানসহ বিভিন্ন প্রশংসনীয় কাজ করার জন্য চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। তাঁর এই অর্জনে চৌদ্দগ্রাম থানার প্রতিটি পুলিশ সদস্য গর্বিত। তিনি এর পূর্বে লাকসাম থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

Monday 20 January 2020

কুমিল্লায় ৩৩টি স্বরসতি মূর্তি মন্ডব মাথা ভাংচুর আটক ১ : কুমিল্লার সময়







কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর ৩৩টি স্বরসতি পূজামন্ডব ভাংচুর করেছে একটি সন্ত্রাসী দল।

গত বুধবার রাত সাড়ে ১২টায় ৫জনের একটি সন্ত্রাসীদল একত্রিত হয়ে রামচন্দ্রপুর পাল বাড়ী হরি পদ পালের ৩৩টি স্বরসতি মন্ডব ভেঙ্গেছেন রামচন্দ্রপুর খানে পাড়ার শাহজাহার মিয়ার ছেলে অপুর নেতৃত্বে ৫একটি সন্ত্রাসী দল হরিপদ পালের কাঁচামূতির মাথাগুলে ভেঙ্গে ফেলে।
এব্যাপারে বাঙ্গরা বাজার থানায় হরিপদ পাল বাদী হয়ে ৫জনকে আসামী করে বাঙ্গরাবাজার থানায় গতকাল মূতিমন্ডব ভাংচুর অভিযোগ দাখিল করেন। মুরাদনগর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক নিত্যানন্দন রায় ও সাধারণ সম্পাদক রাম প্রসাদ দেব ও রামচন্দ্রপুর ইউপি’র সদস্য নরেশ চন্দ্র পাল রামচন্দ্রপুর পাল পাড়া হরি পদ পাল বাড়ীর স্বরসতি মূর্তির মাথা ভাংচুর দৃশ্য পরিদর্শন করেছেন। তারা বলেন, সন্ত্রাসীরা যেই হউক অভিলম্বে তাদেরকে গ্রেফতার করে আইনে আওতায় আনা হউক।

বাঙ্গরা বাজার থানা অফিসার ইনচার্জ(ওসি) কামরুজ্জামান বলেন, স্বরসতি পূজার মন্ডবের মাথা ভাঙ্গরা অভিযোগে অপু নামে একজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্যদেরকে গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে।

Sunday 19 January 2020

লালমাইয়ে বঙ্গবন্ধুর জন্মের শতবার্ষিকী উপলক্ষে শুরু হচ্ছে ১৮ দলের ক্রিকেট টুর্নামেন্ট : কুমিল্লার সময়




জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২৫ জানুয়ারি থেকে কুমিল্লায় শুরু হচ্ছে টি-টুয়ান্টি ক্রিকেট টুর্নামেন্ট।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আয়োজনে লীগ পদ্ধতিতে হবে এ টুর্নামেন্টে। জেলার ১৭টি উপজেলা ও সিটি কর্পোরেশনসহ ১৮টি দল অংশ নেবে। 

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্মরণীয় করে রাখতে এমন ক্রীড়াযজ্ঞ হাতে নিয়েছেন বলে জানিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপারসন ও ভিক্টোরিয়ান্স টেলেন্ট হান্ট ক্রিকেট একাডেমির কর্ণধার নাফিসা কামাল। 

তিনি বলেন, এ টুর্নামেন্টের মাধ্যমে কুমিল্লায় বিভিন্ন এলাকায় লুকিয়ে থাকা ক্রিকেট প্রতিভাদেরও তুলে আনা সম্ভব হবে। 

গত শুক্রবার লালমাই প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সাথে ছোটশরীফপুর কলেজে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।        

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান ও ভিক্টোরিয়ান্স টেলেন্ট হান্ট ক্রিকেট একাডেমির সভাপতি গোলাম সারওয়ার, জিএম ইব্রাহিম খলিল মজুমদার, একাউন্টস ম্যানেজার হুমায়ুন কবির, লালমাই প্রেস ক্লাব সভাপতি ড. শাহজাহান মজুমদার, সাধারণ সম্পাদক কামাল হোসেন, অর্থ সম্পাদক প্রদীপ মজুমদার, কুমিল্লা ভিক্টোরিয়ান্স টেলেন্ট হান্ট ক্রিকেট একাডেমির সমন্বয়ক আতিকুর রহমানসহ কর্মকর্তারা।

নাফিসা কামাল বলেন, জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের উদ্যোগে এ টুনার্মেন্টের আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসন এ আয়োজনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। কুমিল্লার লালমাইয়ে ভিক্টোরিয়ান্স টেলেন্ট হান্ট ক্রিকেট একাডেমির মাঠে এ টুর্নামেন্ট হবে। 

আয়োজকরা জানান, উদ্বোধনীতে আতশবাজিসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান লালমাই উপজেলার জামতলীতে নায়ক শাকিব খান ও বিদ্যা সিনহা মিম উপস্থিত থাকবেন। ২৫ জানুয়ারি দুপুরে উদ্বোধনী অনুষ্ঠান। ২৬ জানুয়ারি থেকে খেলা শুরু হবে।  

গোলাম সারওয়ার বলেন,  প্লেয়ার ড্রাফটের মাধ্যমে ১৮টি দলের জন্য প্রতি দলে ৪ জন করে আইকন খেলোয়ার বাছাই করা হয়। প্রতিটি দল ওই ৪ জন আইকন খেলোয়ারের বাইরে প্রতিটি উপজেলা থেকে ৪ জন এবং জেলার বাইরে থেকে চারজন খেলোয়ার অর্ন্তভুক্ত করতে পারবেন। টি-২০ ফরম্যাট অনুযায়ী এ টুর্নামেন্ট হবে। আইসিসি ও বিসিবির সব আইন কানুন অনুসরণ করা হবে।  

Saturday 18 January 2020

জামিরা মহিলা মাদ্রাসা’র দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও নবীন বরণ: কুমিল্লার সময়



ডেস্ক রির্পোট :
গতকাল ১৮ জানুয়ারী শনিবার লালমাই উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের জামিরা  “আল্লাহওয়ালা একঝাঁক সৎ, মেধাবী ও চরিত্রবান মা গড়া আমাদের লক্ষ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া, নতুন ছবক প্রদান ও নবীন বরণ অনুষ্ঠান  জামিরা মহিলা দাখিল মাদ্রাসা’র আয়োজনে করে।  মাদ্রাসা’র সভাপতি মো: সফিকুর রহমান মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুলইন দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো: একরামুল হক।


বিশেষ অতিথি পরতি ফাজিল মাদ্রাসা’র প্রিন্সিপ্যাল মো: আবদুর রব, মাদ্রাসা’র প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ খালেক মজুমদার ও পরতি ফাজিল মাদ্রাসা’র সাবেক হেড হুজুর মাওলানা আবদুর রহমান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদ্রাসার ছাত্রীরা এসময় উপস্থিত ছিলেন। 

লালমাইয়ে উদ্বোধনের অপেক্ষায় ভিক্ষু পরিবাসব্রত ওয়াইক ও ব্যূহ চক্র মেলা: কুমিল্লার সময়



 
প্রদীপমজুমদার:  
কুমিল্লা জেলার লালমাই উপজেলার আলীশ্বরে শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী আলীশ্বর শান্তিনিকেতন বৌদ্ধ বিহার ও সর্বস্তরের বৌদ্ধ জনগোষ্ঠীর উদ্যোগে  স্মরণকালের ইতিহাসে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচে বড় অনুষ্ঠান ভিক্ষু পরিবাসব্রত( ওয়াইক) ও ব্যূহ চক্র মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২০ জানুয়ারী সোমবার বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনার মধ্যে দিয়ে শুরু হয়ে ৩১ জানুয়ারী মানবতার মুক্তি কামনায় প্রার্থনার মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘটবে। এই উপলক্ষে  আলীশ্বর সহ আশপাশ এলাকায় আনন্দের বন্যা বইছে।    পুরো এলাকা সেজেছে নানান রঙ্গে। অধ্যক্ষ চট্টগ্রাম বৌদ্ধ বিহার ড. জ্ঞানশ্রী মহাস্হবির এর সভাপতিত্বে  অনুষ্ঠানে উদ্বোধন করবেন অধ্যক্ষ আন্তর্জাতিক বৌদ্ধ বিহার ঢাকার ভদন্ত ধর্মমিত্র মহাস্থবির, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মি. বীর বাহাদুর উশৈসিং, এমপি, বিশেষ অতিথি কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর।  অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখবেন আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ জিনানন্দ মহাথের।   
গ্রামীণ লোক সংস্কৃতির ধারক ও বাহক এখানকার  স্থানীয় বৌদ্ধ বাসিন্দাদের স্বজনরা দেশের দূরদূরন্ত থেকে ছুঁটে আসছে ১২ দিন  ব্যাপী মেলার গ্রামীণ লোক সংস্কৃতি ও পরিবাসব্রত অনুষ্ঠান উপভোগ করার জন্য। মেলা চলাকালীন সময় এখানকার প্রায় প্রতিটি ঘরেই স্বজনদের আগমন ঘটবে বলে জানান আয়োজক কমিটির সাধারণ সম্পাদক জ্যোতিষ সিংহ খোকন। প্রায় ৭০টি কুঠিরে ধ্যানে মগ্ন থাকবেন ৭০ জন ভিক্ষু।   এ যেন এক অন্যরকম পুনর্মিলণী ঘটবে। এখানে সার্কাস,যাত্রা,পুতুল নাচ,যাদু প্রদর্শণী,ট্রেন,নাগর দোলা,গোল বৃত্তে ঘোরার দৌঁড়,নৌকা খেলা । এছাড়াও মেলায় থাকবে কাঠ,বেঁত,বাঁশ,পারটেক্স ও স্টীলের তৈরি বিভিন্ন ঘরোয়া আসবাবপত্র, বাহারি খেলনা,রকমারী খাবার,কসমেটিক্স এবং তৈজষপত্র। মেলার আয়োজক কমিটির নিজস্ব নিরাপত্তাকর্মী এবং তাদের আলোক সজ্জা দেশের অন্যসব মেলার চেয়ে দর্শনার্থীদের বাড়তি আনন্দ ও পরিবারের সবাইকে নিয়ে অনায়াসে চলাফেরা করার উৎসাহ যোগাবে। এছাড়া সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের বেশ কয়েকজন মন্ত্রী, এমপি, উচ্চ পদস্থ সরকারী ও বেসরকারী কর্মকর্তা, জ্ঞানী - গুণী বিদগ্ধ সুধীজন উপস্থিত থাকবেন এমনটাই প্রত্যাশা এখানকার আয়োজক কমিটির।

Friday 17 January 2020

লালমাইয়ে ট্রেন ও ট্রাকটার সংঘর্ষ, প্রায় এক ঘণ্টা রেল চলাচল বন্ধ : কুমিল্লার সময়



 



কুমিল্লার লালমাই উপজেলার হরিশ্চর পদুয়া রেল ক্রসিংয়ে ট্রাকটারের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়েছে। এই রেল ক্রসিংয়ে কোন গেইট না থাকায় প্রায় সময় এখানে  দূর্ঘটনা ঘটে বলে এলাকাবাসী জানান। গতকাল শনিবার সকাল ৯ টায় দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রেনের চালক ও সহকারী চালক সামান্য আহত হন এবং ট্রেনের সামনের অংশ মুচড়ে যায়। তবে আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ ঘটনায় প্রায় এক ঘণ্টা ঢাকা ও চট্টগ্রাম সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ ছিল।

লাকসাম স্টেশন কেবিন মাষ্টার বিল্লাল হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বিল্লাল হোসেন জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ৭৮৬ ডাউন আন্তঃনগর বিজয় এক্সপ্রেস  ট্রেনটি লাকসাম ষ্টেশনে প্রবেশের সময় এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের চালক ও সহকারী চালক আহত হয়েছেন। 

এ ঘটনার পর প্রায় এক ঘণ্টা ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে  ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। লাকসাম ষ্টেশন হতে একটি ইঞ্জিন এসে দুর্ঘটনাকবলিত ট্রেনটিকে উদ্ধার করে নিয়ে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্টেশন মাষ্টার ।

লালমাই দামাদোর সংঘের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত : কুমিল্লার সময়



প্রদীপ মজুমদার :
বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে গতকাল ১৭ জানুয়ারি শুক্রবার লালমাই উপজেলা দামাদোর সংঘের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী সন্মেলন ও ধর্মীয় আলোচনা সভা  উপজেলার বাগমারা শ্রী শ্রী বিশ্বাম্ভর গোস্বামীর আশ্রম প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলার ২৬টি গীতা পাঠশালার কোমলমতি শিশুদের নিয়ে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 
সবার জন্য পবিত্র ধর্ম গ্রন্থ গীতা শিক্ষা মূলমন্ত্রের মধ্যে দিয়ে বাবু স্বপন কুমার নাথ ভৌমিকের সভাপতিত্বে ও বাবু জীবনানন্দ দাশ জীবনের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমর কৃষ্ণ বনিক মানিক। 

প্রতিষ্ঠার শুরু থেকেই গীতা জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিতে বিভিন্ন উপজেলায় গ্রাম পাড়া মহল্লায় সনাতন ধর্মের বাণী হিন্দুধর্মের প্রধান গ্রন্থ শ্রীমদ্ভাগবত গীতা পাঠশালা সৃষ্টি করেন দামাদোর সংঘ। 

ধর্মীয় আলোচনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাব উপস্থিত ছিলেন নশরতপুর ধামের শ্রীপাঠ বাবু সৌনক বন্দোপাধ্যায়। 
বিশেষ আলোচনায় অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা ট্রাষ্টি, বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাষ্ট ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক বাবু নির্মল পাল। 
আলোচনায় অংশগ্রহণ করেন ধর্মীয় আলোচক বাবু জয়দেব সূত্রধর, বাবু রাখাল দেবনাথ, পূজা উদযাপন পরিষদ লাকসামের সভাপতি বাবু শচীন্দ্র চন্দ্র দাস, পূজা উদযাপন পরিষদ লালমাইয়ের সাধারণ সম্পাদক বাবু পুলিন ভৌমিক, দামোদর ভক্ত কৃষ্ণ কুমার বর্ধন। 

এসময় আরও উপস্হিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. মোহাম্মদ শাহজাহান মজুমদার, পূজা উদযাপন পরিষদ লালমাইয়ের সাংগঠনিক সম্পাদক প্রদীপ মজুমদার, দামোদর সংঘের উপদেষ্টা মাষ্টার নিরঞ্জন চন্দ্র দাস, চন্দন মজুমদার,  মধুসূদন পাল, সুভাষ দাস,  সহ- সভাপতি পরিমল সুত্রধর,অনিল সূত্রধর, কোষাধ্যক্ষ শ্রী কৃষ্ণ বনিক, মনিন্দ্র দাস,শম্ভু রায়,বিধান দাস, উৎপল সাহা,নেপাল সাহা,বীর মুক্তিযোদ্ধা বাবু কমল রঞ্জন দাস, কালিমাতা উদ্ধার প্রমুখ। অনুষ্ঠান শেষে ক্ষুদে গীতা পাঠকদের পুরস্কৃত করা হয় এবং সবার মাঝে মহা প্রসাদ বিতরন হয়। 

লালমাইয়ে জামিরায় মরহুম ফজলুর মাষ্টার স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত: কুমিল্লার সময়





ডেস্ক রির্পোট :
কুমিল্লায় লালমাই উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের ঐতিহ্যবাহী জামিরা গ্রামে মরহুম মাষ্টার ফজলুর রহমান স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। গতকাল ১৬ জানুয়ারী বৃহস্পতিবার খেলায় মো: সফিকুর রহমান মেম্বার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: ইব্রাহিম খলিল মজুুমদার, উদ্বোধক জামুয়া উচ্চ বিদ্যালয় এর সভাপতি মো: মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূলইন দক্ষিণ অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: রুহুল আমিন, জামিরা মহিলা দাখিল মাদ্রাসা'র প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো: আবদুল খালেক মজুমদার, ইউনিয়নের আওয়ামী লীগের নেতা হুমায়ূন কবির, ভুলইন দক্ষিণ ছাত্রলীগের আহ্বায়ক আমান উল্লাহ আমান প্রমুখ।
এছাড়া আমন্ত্রিত অতিথি ছিলেন লালমাই প্রেস ক্লাব এর সভাপতি ড. মোহাম্মদ শাহজাহান মজুমদার।
খেলায় ৮টি দল অংশগ্রহণ করে। ছাত্রলীগের নেতা মো: মাছুম বিল্লাহ রেফারি দায়িত্বে পরিচালনায় ঢাকা মেডিকেল দল ও মাতাইকোট দল ফাইনালে যায়। ফাইনালে তুমুল প্রতিদ্বন্দ্বিতা মাধ্যমে ঢাকা মেডিকেল দল ২-১ খেলা মাতাইকোট দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। সেরা খেলোয়াড় নির্বাচিত হন তোফায়েল হোসেন অভি।

লালমাইয়ে মাদকের বিরুদ্ধে ক্রিকেট স্লোগানে শর্ট বাউন্ডারি ক্রিকেট খেলা উদ্বোধন : কুমিল্লার সময়



কুমিল্লার লামাইয়ের নুরপুর ইয়াং স্টার ক্লাব কতৃক মাদকের বিরুদ্ধে ক্রিকেট এই স্লোগান নিয়ে ফ্রিজও এল ই ডি টিভি  কাপ শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট-২০২০ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল  (১৬জানুয়ারি) বৃহস্পতিবার  উপজেলার বাকই উত্তর  ইউনিয়নের নুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী ও ১৬ টি দলের নক আউট পদ্ধতির খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসাবে  উপস্হিত ছিলেন স্হানীয় ইউপি চেয়ারম্যান আইউব আলী, বিশেষ অতিথি ছিলেন মানবাধিকার কর্মী মোঃ রেহান উদ্দীন, আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ বিল্লাল, কাতার প্রবাসী আয়োজক কমিটির সভাপতি মোঃ সুমন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মোশারফ, ইউপি মেম্বার সামছুল হক প্রমুখ।

Thursday 16 January 2020

নুরপুর কালীবাড়ির উন্নয়ন মূলক কাজের উদ্বোধন : কুমিল্লার সময়




হিন্দু সম্প্রদায়সহ ধর্ম বর্ণ বৈষম্যহীন এলাকাবাসীর সনাতনী ভক্তির স্থান কুমিল্লার লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নের নুরপুর কালী বৃক্ষ পূজা মন্দির। বার্ষিক পূজা ও মেলাকে ঘিরে স্থানীয় সব শ্রেনী পেশার মানুষের অন্যরকম এক আমেজের সৃষ্টি হত এই কালী গাছ তলাকে ঘিরে। পৌষের আমাবশ্যা ও পহেলা বৈশাখে পূজার আনুষ্ঠানিকতা কালী পূজা উপলক্ষ্যে মন্দির প্রাঙ্গনে ১ দিন ব্যাপী মেলার আয়োজন করা হতো এক সময়। কালের আবর্তে সব হারিয়ে গেছে।  প্রায় শতবর্ষের ইতিহাস থেকে এমনটিই জানা যায়। অযত্নে অবহেলায় দীর্ঘ পথ পারি দিয়ে কালের স্বাক্ষী হিসাবে আজও দাড়িয়ে আছে শতবর্ষী বটবৃক্ষ। 
আজ ১৬ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার কালী বৃক্ষ মন্দিরের পবিত্রতা রক্ষায় স্হানীয় ইউনিয়ন চেয়ারম্যান আইউব আলী, ইউনিয়ন  আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক রেহান উদ্দীন,মেম্বার সামছুল হক,  মন্দির কমিটির উপদেষ্টা গোপাল দত্ত, গোপাল শীল ও পূজারী লক্ষণ চক্রবর্তী, মন্দির কমিটির সভাপতি প্রদীপ মজুমদার সহ উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করেন। এসময় স্হানীয় লোকজন উপস্থিত ছিলেন

আলীশ্বর উচ্চ বিদ্যালয়ে এসএসসি বিদায় ও পুরষ্কার বিতরণ: কুমিল্লার সময়







ডেস্ক রির্পোট :
কুমিল্লার লালমাই উপজেলার আলীশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত গুণীজন সম্বর্ধনা, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয়ের অডিটোরিয়ামে ১৬ জানুয়ারী বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডা: মো: মোতাহের হোসেন ভুইয়া জুয়েল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে এম ইয়াসির আরাফাত, সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই এর কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয় এর শিক্ষক প্রফেসর ড: মো: মোশারফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ৫নং পেরুল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আবুল বাসার, হরিশ্চর স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো: ইলিয়াছ কাঞ্চন, বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মনির আহমেদসহ , শিক্ষকমণ্ডলী, অভিভাবকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

Wednesday 15 January 2020

সড়ক সংস্কারে সহজ হবে প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোটবাড়ির সাথে ৪ উপজেলার যাতায়াত : কুমিল্লার সময়



খায়রুল আহসান মানিকঃ
কুমিল্লার লালমাই পাহাড় এলাকায় দুই কিলোমিটার সড়ক সংস্কারে প্রত্নতাত্ত্বিক নিদর্শন স্হান, শালবন বিহার কুমিল্লা বার্ড, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক ইনস্টিটিউট সহ অপার সৌন্দর্যের লীলা ভূমি কোটবাড়ির সাথে চার উপজেলার যাতায়াত ব্যবস্থা অনেক সহজ ও নির্বিঘ্ন হবে বলে মনে করছেন এরাস্তা দিয়ে চলাচলকারী চার উপজেলার জনগণ।

তারা বলছেন, কুমিল্লার কোটবাড়ি-বিজয়পুর সড়কের রাজারখলা বটতলী বাজার থেকে একটি সড়ক চন্ডিমুড়া-রতনপুর সড়কের বড় ধর্মপুর গিয়ে মিলেছে। এই দুই কিলোমিটার সড়কের মধ্যে এক কিলোমিটার কাঁচা বাকি এক কিলোমিটার পাকা তাও ভাঙা। সড়কটি সংস্কার হলে শিক্ষা ও বিনোদন নগরী কোটবাড়িতে ও কুমিল্লা নগরীতে কুমিল্লা সদর, সদর দক্ষিণ, লালমাই ও বরুড়া উপজেলার লোকজনের যাতায়াত সহজ হবে। স্থানীয়রা জানায়, বটতলী বাজার সংলগ্ন কোটবাড়ি-বিজয়পুর সড়ক থেকে চন্ডিমুড়া-রতনপুর সড়কের বড় ধর্মপুর দিয়ে হাজারও মানুষের চলাচল। এই সড়ক সংলগ্ন বিভিন্ন সড়ক দিয়ে কুমিল্লার চার উপজেলার মানুষজন চলাচল করে। বটতলী বাজার থেকে কাইচ্ছাখলা হয়ে বড় ধর্মপুর সড়কটি সংস্কার করা হলে যোগাযোগে নতুন দিগন্তের সৃষ্টি হবে।

বড় ধর্মপুরের রবিউল আওয়াল ও কাইচ্ছা খলা গ্রামের আবুল কাসেম জানান, বর্ষা মৌসুমে এই রাস্তায় চলাচল করা যায় না। এই রাস্তাটি সংস্কার হলে পাহাড়ের মানুষ অনেক উপকৃত হবে। এছাড়া কুমিল্লা নগরী থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাগুরঝুলি, নন্দনপুর ও বেলতলী বিশ্বরোড দিয়ে কোটবাড়ি, চান্ডিমুড়া হয়ে বাগমারা কিংবা বরুড়া যাওয়া যাবে। এতে সময় বাঁচবে ও দূরত্ব কমে যাবে।

পাশের বিজয়পুর ইউনিয়ন চেয়ারম্যান খোরশেদ আলম খোকা বলেন, সড়ক ভাঙা থাকায় এলাকাবাসীকে দুর্ভোগে পড়তে হচ্ছে। রাস্তাটি সংস্কারের প্রয়োজন রয়েছে। এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগকে জানিয়েছি।

সদর দক্ষিণ উপজেলার উপজেলা প্রকৌশলী খন্দকার মাহমুদুল আশরাফ বলেন, সড়কটি সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। আশা করছি দ্রুত টেন্ডারে যেতে পারবো।

খুলনায় ১৯২০ খুদেকণ্ঠে বঙ্গবন্ধুর ভাষণ:কুমিল্লার সময়




খুলনা: খুলনায় ১৯২০ খুদে শিক্ষার্থীর কণ্ঠে একসঙ্গে ধ্বনিত হলো ১৯৭১ সালের ৭ মার্চে দেওয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শুক্রবার (১০ জানুয়ারি) জেলা স্টেডিয়ামে দুপুর ১১টায় এ ভাষণের আয়োজন করে খুলনা জেলা প্রশাসন।
php glass

শুক্রবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে ‘কাউন্টডাউন প্রথম প্রহরে মুজিববর্ষ’ সূচনা করা হয়। পরে বঙ্গবন্ধুর ওপর ডকুমেন্টারি প্রদর্শন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়া ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

বঙ্গবন্ধুর জন্ম ১৯২০ সালে। তাই ১৯২০ শিশু, ১৯২০ জন আলেম এবং গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি ও খুলনা অঞ্চলের সব মুক্তিযোদ্ধা মুজিবকোট পরে একসঙ্গে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পাঠ করেন। সবার অংশগ্রহণে ১৭ জন আলেমের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট তার পরিবারের শহীদ সদস্যদের এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়ায় অংশ নিয়েছেন অনুষ্ঠানে আগত অতিথিরা। ছবি: বাংলানিউজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে খুলনা জেলা প্রশাসনের আয়োজনে ও ‘চাইল্ড ইন্টেগ্রিটি ও শিশু বঙ্গবন্ধু ফোরাম’ এর ব্যবস্থাপনায় এ দিনের অনুষ্ঠানগুলোর মধ্যে ছিল খুলনা জেলা স্টেডিয়ামে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে ‘কাউন্টডাউন প্রথম প্রহরে মুজিববর্ষ’ সূচনা, বঙ্গবন্ধুর ওপর ডকুমেন্টারি প্রদর্শন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়া ও জাতীয় সংগীত পরিবেশন। খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ‘শিশু বঙ্গবন্ধু ফোরাম’ এর শিক্ষার্থীরা, বিভিন্ন মসজিদ-মাদ্রাসার ইমাম, মুয়াজ্জিন, শিক্ষক-শিক্ষার্থী এবং অন্য ধর্মের অনুসারীরা সংশ্লিষ্ট অনুষ্ঠানে অংশ নেন।

বর্ণাঢ্য আয়োজন ও দেশপ্রেমে উজ্জীবিত জনতার বাঁধভাঙা উচ্ছ্বাসে ভরপুর ছিলো গোটা স্টেডিয়ার। অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু, খুলনার বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, খুলনা রেঞ্জ ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, সামাজিক সংস্কৃতি সংগঠনের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ বিপুল উৎসাহে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।



সাংবাদিকের উপর হামলাকারী সোয়াদকে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম :কুমিল্লার সময়






নারায়ণগঞ্জ প্রতিনিধি:  
সাংবাদিকদের উপর হামলাকারী সোয়াদকে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করার আল্টিমেটাম দিয়েছে নারায়ণগঞ্জের সর্বস্তরের সাংবাদিক সমাজ।

বুধবার (১৫ জানুয়ারি) বাদ আসর হামলার ঘটনার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে সাংবাদিক নেতৃবৃন্দরা এ আল্টিমেটাম দেন।


এ সময় বক্তারা প্রধান আসামী সোয়াদকে গ্রেপ্তারের পুলিশের গাফলতির অভিযোগ তুলে হুশিয়ারি দিয়ে বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।


নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটুর সভাপতিত্বে এবং নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এনামুল হক সিদ্দিকীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন-নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মাহমুদুল হাসান কচি, নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আরজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং বাংলা সংবাদের সম্পাদক শাহাদাৎ হোসেন ভূঁইয়া, ফতুল্লা মডেল প্রেসক্লাবের সভাপতি আনিসুজ্জামান অনু, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ বাঁধন, দৈনিক ভোরের কথা পত্রিকার সম্পাদক আরিফুজ্জামান, অনলাইন নিউজ পোর্টাল টপ নিউজ ডট কম এর সম্পাদক মহসীন আলম, দৈনিক অপরাধ রিপোর্ট পত্রিকার সম্পাদক মাসুদুর রহমান দিপু, বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি সাব্বির সেন্টু, অনলাইন নিউজ পোর্টাল ঢাকার নিউজ ডট কম এর প্রধান সম্পাদক ও মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রিতি, ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, দৈনিক খবর পত্রের জেলা প্রতিনিধি মনির হোসেন ও সাংবাদিক জামান খান প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন-এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি হাবিবুর রহমান মামুন, সময়ের চিন্তার সম্পাদক সুলতান মাহমুদ, দৈনিক অগ্রবানীর সহ সম্পাদক উত্তম কুমার, সিটি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান কাউসার, সাংবাদিক জাহাঙ্গীর ডালিম, বিজয় টেলিভিশনের ফতুল্লা প্রতিনিধি বদিউজ্জামান, জয়যাত্রা টেলিভিশনের জেলা প্রতিনিধি আলী হোসেন, চ্যানেল এস এর ফতুল্লা প্রতিনিধি আর জে জনি, চ্যানেল ৭১’র ফতুল্লা প্রতিনিধি রাসেল, রতন, সেলিম, আয়শা, খাদিজা আক্তার ভাবনা ও সঙ্গীত শিল্পী রিয়া খান সহ বিভিন্ন স্তরের সাংবাদিকবৃন্দ।

কুমিল্লা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে লাকসাম চ্যাম্পিয়ন : কুমিল্লার সময়



স্টাফ রিপোর্টার: কুমিল্লা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আঞ্চলিক ফাইনালে লাকসাম উপজেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। আজ বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে লাকসাম শেখ রাসেল মিনি স্টেডিয়ামে লালমাই উপজেলা দলকে ৩-২ গোলে পরাজিত করে লাকসাম উপজেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন। আঞ্চলিক ফাইনালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন, লাকসাম উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভূঁইয়া, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম সাইফুল আলম, লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছির আরাফাত, লাকসাম উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তাবারক উল্লাহ কায়েস, ক্রীড়া ব্যক্তিত্ব অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা, উপজেলা আওয়ামীলীগের প্রচার ওপ্রকাশনা সম্পাদক অমর কৃষ্ণ বনিক মানিক , লালমাই উপজেলা যুবলীগ আহবায়ক আবদুল মোতালেব, লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. মোহাম্মদ শাহজাহান মজুমদার প্রমূখ। 
কুমিল্লা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অপর আঞ্চলিক ফাইনালে দাউদকান্দি উপজেলা দল চ্যাম্পিয়ন হয়। সহসা কুমিল্লা স্টেডিয়ামে চূড়ান্ত ফাইনালে লাকসাম উপজেলা বনাম দাউদকান্দি উপজেলা দল প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানা যায়।

Tuesday 14 January 2020

আটক ভুয়া ডিআইজি লাকসামের আজাদ অর্থ,গাড়ি,এমনকি অন্যের বউ পর্যন্ত হাতিয়ে নিয়েছে: কুমিল্লার সময়








ডিআইজি-এসপির পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ফখরুদ্দিন মোহাম্মদ আজাদ নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ।

সোমবার তাকে ঢাকার খিলগাও থেকে আটক করে পুলিশ। এসময় তার সহযোগী ও গাড়ি চালক রুবেলকে আটক করা হয় এবং প্রতারকের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করে পুলিশ।

আজ সকালে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। পুলিশ সুপার জানান, ফখরুদ্দিন মোহাম্মদ আজাদ দীর্ঘদিন যাবত ডিআইজি, এসপিসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারনা করে আসছিলো।


 
এপর্যন্ত অন্তত ১১ জন তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রতারণার অভিযোগ করেছে। এই প্রেক্ষিতে কুমিল্লা জেলা পুলিশ তাকে আটক করে। পুলিশের পরিচয় দিয়ে পুলিশে চাকরি দেয়া ও বদলিসহ নানান কাজ করে দেবার প্রতিশ্রুতিতে এসব টাকা নেয় ফখরুদ্দিন। ব্যক্তি ও পরিবেশ বিবেচনায় কখনো ডিআইজি , কখনো এসপির পরিচয় দেয় সে। ১৯৯১ সালে ফখরুদ্দিন সাব-ইন্সপেক্টে হিসেবে যোগ দিলেও ঘুষ গ্রহনের অভিযোগে সে চাকরিচ্যুত হয়। ২০০০ সালে ডিবি পুলিশের পরিচয়ে ছিনতাইকালেও গ্রেফতার হয়। ছাড়া পেয়ে সে আবারো প্রতারণা কর্মকান্ড চালায়। তার বিরুদ্ধে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।

প্রতারক ফখরুদ্দিন কুমিল্লার লাকসাম উপজেলার বাকুই গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে। পুলিশের অভিযানে ফখরুদ্দিনের খিলগাওয়ের বাসা থেকে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তার পোষাক পরিহিত ছবি, ব্যবহৃত ভুয়া সিল-অফিসিয়াল ডকুমেন্ট উদ্ধার করেছে পুলিশ।

বরুড়ায় টমেটো ক্ষেতে যুবতীর মরদেহ : কুমিল্লার সময়






কুমিল্লা বরুড়া উপজেলায় টমেটো ক্ষেত থেকে আমেনা আক্তার (২৫) নামের এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারী) সন্ধ্যা ৬ টার দিকে বরুড়া উপজেলার উত্তর খোশবাস ইউনিয়নের ২নং ওয়ার্ডের নবীপুর গ্রামের টমেটো ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আমেনা আক্তার বরুড়া উপজেলার উত্তর খোশবাস ইউনিয়নের ২নং ওয়ার্ডের নবীপুর গ্রামের মাজেদ মিয়ার মেয়ে।

বরুড়া থানা পুলিশ জানান, সন্ধ্যা ৬ টার দিকে নবীপুর গ্রামে টমেটোর ক্ষেতে একটি ২৫ বছরের যুবতী মেয়ের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় এনেছে। কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।

Monday 13 January 2020

শিশু সানিকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন : কুমিল্লার সময়


প্রদীপ মজুমদারঃ 
ছয় বছরের শিশু সানিকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত বিচার দাবিতে কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের গৈয়ারভাঙ্গা ও পালপাড়ায় মানববন্ধন হয়েছে।

আজ ১৩ জানুয়ারী সোমবার সকালে উপজেলার গৈয়ারভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের  সামনে সানি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও  মানববন্ধন  করে বিভিন্ন সংগঠন ও স্হানীয় স্কুল কলেজের শিক্ষার্থীরা। এসময় বক্তব্য রাখেন ঢাকাস্থ লালমাই সমিতির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট পারভেজ ও স্হানীয় ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মজুমদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম মজুমদার তাদের বক্তব্য বলেন, আবু সুফিয়ান সানি হত্যাকাণ্ড পশুত্বকেও হার মানিয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি জানাই।
গত ৫ জানুয়ারী রবিবার সানি নিখোঁজ হয়। নিখোঁজ হবার ছয় দিন পর গত ১১ জানুয়ারী শনিবার রাতে তার স্হানীয় লুৎফুর রহমানের পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। উল্লেখ সানির পিতা প্রবাসী, মা অন্যের ঘরে। সে তার দাদা দাদির সাথে থাকতেন।

Sunday 12 January 2020

নিখোঁজের ৬ দিন পর শিশুর লাশ উদ্ধার : কুমিল্লার সময়







কুমিল্লার লালমাইয়ে নিখোঁজের ৬ দিন পর পুকুর থেকে আবু সুফিয়ান সানি (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৯টায় উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের দক্ষিণ পালপাড়া গ্রামের লুৎফুর রহমানের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত আবু সুফিয়ান সানি দক্ষিণ পালপাড়ার সৌদি প্রবাসী জুয়েল রানার একমাত্র ছেলে। সে পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী ছিলো। 

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ২০১২ সালের ৮ই মার্চ দক্ষিণ পালপাড়া গ্রামের আবদুল গনির ছেলে জুয়েল রানা প্রতিবেশি মোস্তফা কামালের মেয়ে মাহমুদা আক্তার খুকিকে গোপনে বিয়ে করে। দাম্পত্য জীবনে তাদের আবু সুফিয়ান সানি নামে এক পুত্র সন্তানের জন্ম হয়। 

প্রায় ৩ বছর পূর্বে জুয়েল রানা কর্মের তাগিদে সৌদি আরব চলে যান। ২০১৮ সালের ৯ই জুলাই জুয়েল রানাকে তালাক দিয়ে নোটিশ দেন স্ত্রী মাহমুদা।

কিছুদিন পর আবু সুফিয়ানকে তার দাদা আবদুল গনির হেফাজতে রেখে অন্যত্র বিয়ে করেন মাহমুদা। এসবের জেরে দুই পরিবারের মধ্যে দ্বন্ধ ও মামলা চলছিলো। 

গত ৫ই জানুয়ারী দুপুর থেকে আবু সুফিয়ান নিখোঁজ হয়েছে মর্মে লালমাই থানায় সাধারণ ডায়েরি করে তার দাদা আবদুল গনি। শনিবার সন্ধ্যায় পালপাড়া গ্রামের লুৎফুর রহমানের পুকুরে আবু সুফিয়ানের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। রাত অনুমান ৯টায় সিনিয়র সহকারি পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) প্রশান্ত পাল ও লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুবসহ পিবিআই ও সিআইডি কর্মকর্তাদের উপস্থিতিতে লাশটি উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। লাশের পা দুটি পুকুরে থাকা নেটের সঙ্গে আটকানো ছিলো। শরীরে পছন ধরেছে।

নিহতের দাদা আবদুল গনি বলেন, নাতিটা আমার কলিজার টুকরা। এই নাতির প্রাণের বিনিময়ে চাইলে আমার প্রাণটা দিয়ে দিতাম। সুফিয়ানের নানার পরিবার ও আমাদের গ্রামের ইমান আলী গংদের সঙ্গে আমার দ্বন্ধ ও মামলা চলমান। যে বা যারাই করুক আমি হত্যাকারীকের ফাঁসি চাই।

স্থানীয় বেলঘর উত্তর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মজুমদার বলেন, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব বলেন, শিশুটির মলদ্বারে মল আছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। মৃত্যুর রহস্য উদঘাটনে থানা পুলিশের পাশাপাশি পিবিআই ও সিআইডি কাজ করছে। মামলা রুজু প্রক্রিয়াধীন।

Saturday 11 January 2020

মুজিব বর্ষ উপলক্ষে বই বিতরণ : কুমিল্লার সময়





লালমাই প্রতিনিধি: 
গতকাল ১১ জানুয়ারী শনিবার লালমাই উপজেলার গৈয়ারভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উপলক্ষে "জনক বঙ্গবন্ধু" বইটি বিতরণ করা হয়। গৈয়ারভাঙ্গা উচ্চ বিদ্যালয়, সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে এই বই বিতরণে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব  মিজানুর রহমান মজুমদার, বিশেষ অতিথি লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. মোহাম্মদ শাহজাহান মজুমদার, স্হানীয় ইউনিয়ন চেয়ারম্যান আবুল খায়ের মজুমদার, যুবলীগ নেতা আক্তার পারভেজ, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানিক মজুমদার, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার লুৎফুর রহমান, প্যানেল চেয়ারম্যান বাহার আয়াত, বিদ্যালয়ের শিক্ষক এনায়েত উল্যাহ মজুমদার, জনক বঙ্গবন্ধু বইয়ের প্রকাশক মোঃ রিয়াজ মোর্শেদ প্রমুখ। 

কুমিল্লায় চার শতাধিক রক্তদাতার মিলনমেলা : কুমিল্লার সময়



কুমিল্লার রক্তদানভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন সঞ্চারণের ৮ম বছর পূর্তি শনিবার কুমিল্লা নজরুল ইন্সটিটিউট কেন্দ্রে অনুষ্ঠিত হয়। বর্ষপূর্তি অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলার রক্তদানভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ও সঞ্চারণের চার শতাধিক কর্মী অংশগ্রহণ করে।  

দিনভর আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা, র‌্যাফেল ড্র, রক্তদাতাদের অনুভূতি এবং ২০২০ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়। বক্তব্য রাখেন কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক ডা. মুজিবুর রহমান, কুমিল্লা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জহিরুল ইসলাম পাটোয়ারী, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আছাদুজ্জামান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক আবুল খায়ের মুন্সী, সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সভাপতি বদরুল হুদা জেনু এবং লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন ও সাংবাদিক শাহাজাদা এমরান প্রমুখ। 

চট্টগ্রাম রেলওয়ের ‘কোটিপতি’ খালাসি শফিকুল : কুমিল্লার সময়



রেলের খালাসি হিসেবে চাকরি নিয়ে ১৫ বছরে কোটিপতি বনে গেছেন শফিকুল ইসলাম। দুর্নীতি, অনিয়ম, জবরদখল ও নিয়োগ বাণিজ্যই তার নেশা ও পেশা। আর এসব অপকর্ম করেই এখন তার মাসের আয় লাখ লাখ টাকা। অষ্টম শ্রেণির জাল সার্টিফিকেট দিয়েই তিনি রেলের চাকরিতে ঢোকেন বলে অভিযোগ রয়েছে।

অনুসন্ধানে দেখা গেছে, শফিকুল ইসলাম ২০০৪ সালে রেলওয়ের পাহাড়তলী কারখানায় ওয়ার্কসপ খালাসি হিসেবে চাকরিতে যোগ দেন। চাকরিতে ঢোকার সময় তিনি অসুদোপায় অবলম্বন করেন। জমা দেন ময়মনসিংহ জেলার নান্দাইল রোড় উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ার নকল সার্টিফিকেট।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল খাইয়ুম বাবুলের সঙ্গে কথা বলে জানা গেছে, শফিকুল ইসলাম ২০০৩ সালে নান্দাইল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। আর যে ৮ম শ্রেণির পাসের সনদের কথা বলা হচ্ছে সেটি স্কুল থেকে দেয়া হয়নি।

এই শিক্ষকের ভাষ্য, সিল জালিয়াতি করে কেউ সার্টিফিকেট নকল করে থাকলে সেটি আইনগতভাবে অন্যায় করেছেন। এই বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন তিনি।

সরজমিনে দেখা যায়, চট্টগ্রামের আমবাগানের ভাঙার পুলে শফিকুল খালাসি হিসেবে একটি বাসা বরাদ্দ পান। তবে তিনি বাসার আশপাশের রেলওয়ের প্রায় ১০ একর জায়গা জবরদখল করে নেন। এতেই ক্ষান্ত নেননি তিনি। দখলকৃত জায়গা টিন দিয়ে ঘেরাও করে প্রায় ৪০-৪২টি ঘর তৈরি করেন। এসব ঘর ভাড়া দিয়ে প্রতি মাসে লাখ টাকার ওপরে ভাড়া আদায় করে আসছেন। এসব ঘরে অবৈধভাবে গ্যাস লাইন ও বিদ্যুৎ লাইন ও পানির লাইন ও সংযোগ নেয়া হয়েছে।

রেলওয়ে চট্টগ্রাম সূত্রে জানা যায়, এক সময় টিকিট কালোবাজারি করতে গিয়ে ১৪৩টি টিকিটসহ গোয়েন্দা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে পাঁচ মাস জেলহাজতে ছিলেন। পরে জামিনে বেরিয়ে এসে ফের অপকর্ম চালিয়ে আসছেন। জামিনে মুক্তির পর চাকরি ফিরে পেতে রেল কর্তৃপক্ষের কাছে আবেদন করলেও মামলা নিষ্পত্তি না হওয়ায় চাকরিতেও পুনর্বহাল হতে পারেননি শফিকুল।

খোঁজ নিয়ে জানা যায়, পাহাড়তলী রেল কারখানার ডব্লিউএমসির দায়িত্বে থাকা সাইফুল ইসলামের বাড়ি বৃহত্তর ময়মনসিংহে হওয়াতে শফিকুল তার আনুকূল্য পেয়ে আসছে। এমনকি শফিকুলের সঙ্গে যোগসাজশে পাহাড়তলী ওয়ার্কশপে টেন্ডারসহ নানা রকম দালালি করে ডব্লিউ এম সিও আর্থিকভাবে লাভবান হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

শফিকুলের অপকর্মের কারণে চট্টগ্রাম রেলওয়ের সাধারণ কর্মচারীদের মধ্যেও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে তদন্তপূর্বক শফিকুলসহ চক্রকে শাস্তির আওতায় এনে পাহাড়তলী রেল কারখানাকে কলংকমুক্ত করার দাবি জানিয়েছেন।

রেলের ভূমি দখল করে ভাড়াবাণিজ্যের বিষয়ে জানতে রেলওয়ের বিভাগীয় ভূসম্পদ কর্মকর্তা (ডিও, পাহাড়তলী) মাহাবুবুল আলম জানান, খালাসি তার অধীনে নয়। আর ভূমি দখল করে ভাড়া বাণিজ্যের বিষয়েও তিনি অবগত নন।

চট্টগ্রাম রেলওয়ের সিবিএ নেতা মোহাম্মদ সিরাজ বলেন, ‘শফিকুল ইসলাম একসময় আমাদের সঙ্গে ছিল। বর্তমানে তিনি নিয়োগ বাণিজ্য, রেলের জায়গা দখলসহ নানা অনিয়ম দুর্নীতির সঙ্গে জড়িত।’

বাংলাদেশ রেলওয়ে পূর্ব (সিআরবি) জিএম নাজিম উদ্দিনকে একাধিকবার ফোন করেও তার সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।

আর শফিকুল ইসলামের মোবাইল ফোনে একাধিক বার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি। রাইসুল নামের তার সহযোগীর সঙ্গে ফোনে কথা বলেও তিনি এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি।