Thursday 26 November 2020

লালমাইয়ে নিবন্ধিত জেলেদের সেলাই মেশিন বিতরণ : কুমিল্লার সময়




রিয়াজ মজুমদার, বিশেষ প্রতিনিধি : 
নিরাপদ মাছে ভরবো দেশ মুজিব বর্ষের বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে কুমিল্লার লালমাই উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মুজিব বর্ষ উপলক্ষে বৃহত্তর কুমিল্লা জেলা মৎস্য উন্নয়ন প্রকল্পে নিবন্ধিত ৬০ জন জেলেদের মাঝে গৈয়ারভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের হল রুমে সেলাই মেশিন, আয়রন, চেয়ারসহ বিভিন্ন উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলামের  সভাপতিত্বে ও সহকারী মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক বিকম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা  মোঃ মহিউদ্দিন আহমেদ, বেলঘর উত্তর ইউপির চেয়ারম্যান আবুল খায়ের মজুমদার, প্রধান শিক্ষক আবুল হাসেম মজুমদার, প্যানেল চেয়ারম্যান আবদুল বারেক সরাই, ক্ষেত্রসহকারী সৈকত হাসান প্রমুখ।

Tuesday 24 November 2020

লালমাইয়ে এ্যবর্ষন সনদে দূর্নীতির অভিযোগ : কুমিল্লার সময়




কুমিল্লার সময় ডেক্সঃ লালমাইয়ে এ্যবর্ষন সনদে দূর্নীতির অভিযোগ উঠেছে। মামলা সূত্রে জানা যায়,বিগত ৫বছর থেকে উপজেলার হদকরা গ্রামের মোঃ বাহার মিয়া একই গ্রামের আবদুল মালেকের মেয়ে পারুল আক্তারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে বিবাহ করবে আশ্বাসে সখ্যতা করে। এর মধ্যে পারুলের পেটে   সন্তান আসে। বিবাদী বাহারের ভাই মজিব মিয়া ও মৃত মনোহর আলীর ছেলে আবুল খায়েরের মাধ্যমে পারুলকে জোর করে ঔষধ খাইয়ে পেটের বাচ্ছা নষ্ট করা হয়। এই নিয়ে লালমাই উপজেলা নির্বাহী অফিসারের নিকট পারুল অভিযোগ দিলে বাহার মিয়া শুনানীতে হাজির হয়নি। নিরুপায় হয়ে পারুল কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ বাহার ও তার ভাই মজিব মিয়া এবং আবুল খায়েরের নামে মামলা করে। মামলা নং ৪৩৮/২০, তারিখ-১১-১১-২০২০খ্রিঃ। আদালত মামলার তদন্তভার স্থানীয় চেয়ারম্যান এজিএম সফিকুর রহমানকে দিলে সঠিক তদন্ত করে চেয়ারম্যান প্রতিবেদন আদালতে প্রেরণ করেন। বিবাদী বাহার মিয়া উক্ত মামলার হাজিরা দিতে গেলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করে। পারুল বেগমের দুইটি বাচ্ছা নষ্ট হয়েছে কিনা তা জানতে বিজ্ঞ বিচারক লালমাই থানা পুলিশের মাধ্যমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের পরিচালককে সঠিক পরীক্ষার দায়িত্ব দেন। গত ১৬ নভেম্বর লালমাই থানার এসআই মোঃ জাকির হোসেন নোটিশে জানান যে, ১৯ নভেম্বর সকাল ৯ টায় লালমাই থানায় হাজির থাকতে। পারুল লালমাই থানায় গেলে এসআই জাকির পারুলকে বলে, আপনি ২২নভেম্বর আসেন, এসআই জাকির ২২নভেম্বর কুমিল্লা মেডিকেল কলেজে ডাঃ শারমীন সুলতানার পরীক্ষার রিপোর্ট নিয়ে তড়িগড়ি করে ২৩ নভেম্বর আদালতে প্রতিবেদন পাঠান। স্থানীয় সূত্রে জানা যায়, বিগত ৫/৬বছর আগে বাহার ও তার পরিবার বাদি পারুল বেগমের মত গরিব ছিল। বাহার মিয়া প্রায় ৫বছর পূর্বে সিলেট এসএমপি এলাকায় ছিনতাই করে এক লাগীস টাকা নিয়ে বাড়িতে আসে। বাহার নিজেকে নিরাপদ রাখতে লাকসাম থানা পুলিশের কতিপয় কর্মকর্তার সাথে অর্থের বিনিময়ে গভীর সম্পর্ক করে। লাকসাম থানার কিছু কর্মকর্তার আশ্রয়ে বাহার ধর্ষনসহ কুকর্ম করে যাচ্ছে। প্রভাব খাটিয়ে ও অবৈধ অর্থের বিনিময়ে নেগেটিভ রির্পোট আদালতে প্রেরণের অভিযোগ তুলছে স্থানীয় জনগণ। কনকশ্রী গ্রামের এক পঙ্গু প্রবাসী তার দুই বোনের ইজ্জত বাঁচাতে লালমাই উপজেলা ভাইস চেয়ারম্যানের নিকট বিচার দেয়। বাহার বিএনপির সক্রীয়কর্মী। তার অত্যাচারে স্থানীয় জনগণ অতিষ্ঠ। সু-শীল সমাজের প্রত্যাশা মেডিকেল বোর্ড গঠন করে নিরীহ পারুল বেগমের অধিকার আদায় হবে।

Monday 23 November 2020

লালমাইয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত : কুমিল্লার সময়


 
 
প্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাই উপজেলায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে মনোযোগী ও উদ্ভাবনী মেধা বিকাশে আকৃষ্ট করার লক্ষে মেলায় ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে স্টল দেয়া হয়।


মেলার স্টল পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার  মোঃ নজরুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে হলে বিজ্ঞান বিষয়ে জ্ঞান অর্জনের কোন বিকল্প নাই। দেশ ইতোমধ্যেই বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করেছে। এই স্যাটেলাইট এখন মহাকাশে অবস্থান করছে। এগুলোর সব কিছুই বিজ্ঞানের আবিস্কার। যারা ছাত্র, তারাই আগামী দিনের ভবিষ্যৎ। আমি চাই প্রত্যেক শিক্ষার্থী আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে এবং পিতা-মাতার মুখ উজ্জল করবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকসানা আক্তার, ছোট শরীফপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ ফারুক হোসেন ভূঁইয়া, হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ইলিয়াস কাঞ্চন।
পরে গ্রুপ ভিত্তিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিজয়ী স্টলদাতাদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়। 

লালমাইয়ে মাস্ক না পরায় ২২ জনকে জরিমানা : কুমিল্লার সময়




প্রদীপ মজুমদার : 
কুমিল্লার লাললাই উপজেলায়  মাস্ক না পরায় ২২ জনকে জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়। আজ সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালত ভূশ্চি বাজার এলাকায় অভিযান শুরু করেন। এ সময় ওই এলাকায় মাস্ক ছাড়া ঘোরাফেরা করা এবং মাস্ক না পরে ব্যবসা পরিচালনা করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত সকালে ১৪ জনকে জরিমানা করেন। ১৪টি মামলায় ওই ব্যক্তিদের কাছ থেকে ৪ হাজার ৪০০ শত টাকা জরিমানা আদায় করা হয়। বিকালে উপজেলার বাগমারা বাজারে ৮ জনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন  উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নজরুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমীন আরা।

ইউএনও মোঃ নজরুল ইসলাম বলেন, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ ঠেকাতে এবং স্বাস্থ্যবিধি না মানায় লালমাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। মাস্ক নিয়ে এই অভিযান অব্যাহত থাকবে।

লালমাইয়ে গণধর্ষনের চেষ্টায় মামলা : কুমিল্লার সময়




লালমাই প্রতিনিধিঃ
কুমিল্লার লালমাই উপজেলার ছোট গোসাই পুষ্কুরনী গ্রামে গণধর্ষনের চেষ্টার অভিযোগে কুমিল্লার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতে ৪জনের বিরুদ্ধে মামলা দায়েরের তথ্য পাওয়া গেছে। মামলা সূত্রে জানা যায়, মামলার বাদীকে উক্ত গ্রামের আলী আকবরের ছেলে আলী আশ্বব, মৃত শরাফত আলীর ছেলে মোঃ জাকির, মৃত সিরাজুল ইসলামের ছেলে মফিজ, মৃত গণি মিয়ার ছেলে আবুল হাসেম প্রায় সময় ভিটটিমকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত ২১নভেম্বর রাত ১১টার সময় সকল আসামী একযোগে বাদীর ঘরে জোর পূর্বক প্রবেশ  করে ধর্ষনের চেষ্টা চালায়, বাঁধা দিলে মারধর করে। বাদীর চিৎকারে স্বামী ঘুম থেকে স্বজাগ হয়ে বিদ্যুতের সুইচ অন করলে বিবাদীগণ পালিয়ে যায়। ২২নভেম্বর সকালে লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সে বাদীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। একই দিন বিকাল ৫টায় লালমাই থানায় অভিযোগ দিতে গেলে অফিসার ইনচার্জ আদালতে মামলা করতে পরামর্শ দেন। স্থানীয় সূত্রে জানা যায়, বিগত ১০বছর পূর্বে এক মেয়ে ও দুই ছেলে রেখে ভিকটিমের স্বামী মারা যায়। স্বামী মারা যাওয়ার পর থেকে বিবাদীগণ বিধবাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। বিধবা গত ১বছর পূর্বে হাজী ইসমাইল নামে এক লোককে বিবাহ করেন। বিবাহ বসার পর থেকে কু-প্রস্তাব দেওয়ার পরিমাণ ও নির্যাতন বৃদ্ধি পায়। এব্যাপারে স্থানীয় সাবেক চেয়ারম্যান ডাঃ তৈয়ব আলী বলেন, মহিলা খুবই নিরীহ , স্বামীর মৃত্যুর পর একটি প্রভাবশালী মহল তাকে বিভিন্ন সময়ে নির্যাতন করে আসছে। আমিও চেষ্টা করেছি তাকে নির্যাতনের হাত থেকে রক্ষা করতে। বিবাদীগণ তাকে ভোগ করতে না পারায় ইউপি চেয়ারম্যান একরাম,ইউপি সদস্য আবুল বাসার (বসু), ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রুহুল আমিন, আমিন ভেন্ডারসহ মাদক দিয়ে উচ্ছেদের ষড়ষন্ত্র করছে। তাকে বাড়ি বিক্রী করে অন্যত্র চলে যেতে চাপ সৃষ্টি করে আসছে। প্রভাবশালীদের ভয়ে কেউ মুখ খুলতে চায় না। সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সরওয়ারকে ভিটটিম কয়েকবার কুপ্রস্তাব ও নির্যাতনের বিষয়টি জানালে প্রভাবশালী মহলের চাপে তিনিও ব্যর্থ হন। মামলার আইনজীবী ও এপিপি এটিএম ওয়াহিদুর রহমান (মিলন) বলেন, মামলাটি তদন্তের জন্য পুলিশ সুপার কার্যালয়ের নারী ও শিশু নির্যাতন সেলে দেওয়া হয়েছে।

Sunday 22 November 2020

কুমিল্ল জেলা তথ্য অধিকার আইন বাস্তবায়ন সংস্থার আহবায়ক কমিটি গঠন : কুমিল্লার সময়




কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্ল জেলা তথ্য অধিকার আইন বাস্তবায়ন সংস্থার আহবায়ক কমিটি গতকাল কুমিল্লার এক অভিজাত রেস্তোরাঁয় গঠন করা হয়েছে। সময় টিভি কুমিল্লা জেলা প্রতিনিধি বাহার রায়হানকে আহবায়ক ও কুমিল্লার সময় পত্রিকার বার্তা সম্পাদক এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার লালমাই উপজেলা প্রতিনিধি রিয়াজ মোর্শেদ মাসুদকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে যুগ্ন আহবায়ক হিসেবে কুমিল্লার সময় পত্রিকার নির্বাহী সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন লালমাই উপজেলা প্রতিনিধি, প্রদীপ মজুমদার। সদস্যরা হলেন, দৈনিক একুশে সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি জুয়েল রানা মজুমদার, দৈনিক সমাজ কন্ঠ পত্রিকার লালমাই উপজেলা প্রতিনিধি, মোঃ মাসুদ রানা, দৈনিক তরুণ কন্ঠ পত্রিকার লালমাই প্রতিনিধি আলমগীর হোসেন অপু, অপরাধ বিচিত্রা পত্রিকার লালমাই উপজেলা প্রতিনিধি মোস্তফা কামাল মজুমদার, বিবিসি বার্তার লালমাই প্রতিনিধি আনেয়ার হোসেন, সমাজকর্মী বিউটি রাণী সিংহ, মোসাঃ রেহানা আক্তার, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার লাকসাম উপজেলা প্রতিনিধি জিএমএস রুবেল, মানবাধিকারকর্মী সালমা আক্তার সাথী, মাসুদ রানা-২, রামু মজুমদার, দৈনিক আলোকিত সকাল পত্রিকার লালমাই উপজেলা প্রতিনিধি মোঃ মনির হোসেন, কমিটি গঠনের বিষয়ে আহবায়ক বাহার রায়হান বলেন, কুমিল্লা জেলায় তৃণমূল পর্যায়ে “তথ্য অধিকার আইন ২০০৯” এর প্রচার ও প্রয়োগে সচেতনতা বৃদ্ধির লক্ষে কাজ করা হবে।

Friday 20 November 2020

লালমাইয়ে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত : কুমিল্লার সময়




প্রদীপ মজুমদার : 
কুমিল্লার লালমাইয়ে আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বৈরী আবহাওয়ার মধ্যে  জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ, বঙ্গবন্ধু ও আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদেন শেষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বাগমারায় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মধ্যদিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা যুবলীগের আহবায়ক এম এ মোতালেব এর সভাপতিত্বে ও অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক বিকম, বিশেষ অতিথি ছিলেন অর্থমন্ত্রীর একান্ত সহকারী সচিব কে এম সিংহ রতন, উপজেলা ভাইস- চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান ভূঁইয়া, প্রধান বক্তা ছিলেন কুমিল্লা  দক্ষিণ জেলা যুবলীগ নেতা কামরুল হাসান শাহীন।
এসময় আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা কাওসার মোর্শেদ, কামরুল হাসান ভুট্টো, সঞ্জয় শর্মা, আলমগীর হোসেন অপু, আবদুল ওহাব সেলিম, শরীফ,শামীম সহ সকল ইউনিয়নের নেতৃবৃন্দ।

Thursday 19 November 2020

লালমাইয়ে গরু বাজারের শুভ উদ্বোধন : কুমিল্লার সময়




প্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাই উপজেলার চেঙ্গাহাটা বাজারে গরু বাজারের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে চেঙ্গাহাটা দক্ষিণ বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের সভাপতি মাহবুবুর রহমান রকেটের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক বি.কম। তিনি ফিতা কেটে গরু বাজারের শুভ উদ্বোধন করেন। মোনাজাত ও দোয়া পরিচালনা করেন মাওলানা সফিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীগীগের যুগ্ন সাধারন সম্পাদক ও বাগমারা উত্তর ইউপির চেয়ারম্যান মোঃ আবুল কাশেম, বাকই উত্তর ইউপির চেয়ারম্যান আইয়ুব আলী, উপজেলা আওয়ামীগীগের সাংগঠনিক সম্পাদক আয়াত উল্লাহ, বাগমারা দক্ষিণ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন, বাকই উত্তর আওয়ামীলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা হান্নান মিয়াজী, শরিফুল ইসলাম মজুমদার প্রমুখ।
হাটের সভাপতি মাহবুবুর রহমান রকেট বলেন প্রতি শুক্রবার এখানে গরু ছাগলের হাট বসবে। হাসিলের জন্য বিশেষ ছাড় দেওয়া হবে। 

লালমাইয়ে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রণোদনা প্রদান : কুমিল্লার সময়





লালমাই প্রতিনিধিঃ কুমিল্লার লালমাই উপজেলার ১৭টি বৌদ্ধ মন্দিরে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রতিটি মন্দিরে ৫০০/- কেজি করে মোট ৮৫০০/ কেজি চাউল মাননীয় প্রধানমন্ত্রীর প্রণোদনা হিসেবে প্রদান করা হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলার আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহারে প্রণোদনা বিতরণে উপস্থিত ছিলেন ইউএনও মোঃ নজরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক জ্যোতিষ সিংহ খোকন, বীর মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন সিংহসহ বিভিন্ন মন্দিরের প্রতিনিধি প্রমুখ।

Wednesday 18 November 2020

লালমাইয়ে মাক্স না পড়ায় ১০ ব্যক্তির জরিমানা : কুমিল্লার সময়


প্রদীপ মজুমদার : কুমিল্লার লালমাইয়ে স্বাস্থ্য বিধি অমান্য করে মাক্স না পড়ে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা ও বাজারে ঘোরাফেরার অপরাধে মোবাইল কোর্টে ১০জনকে ১৩,৬০০/- টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার বাগমারা বাজার ও উপজেলা চত্বরে ইউএনও মোঃ নজরুল ইসলাম ও লালমাই থানা পুলিশের এসআই কামাল হোসেন এবং সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় মোবাইলকোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্টে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জনগনকে মাক্স পড়তে পরামর্শ দেন।
এব্যাপারে ইউএনও মোঃ নজরুল ইসলাম বলেন, করোনার দ্বিতীয় ধাপে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসচেতনতা বৃদ্ধির লক্ষে সংক্রমণ ব্যাধি ২০১৮ আইনে মোবাইল কোর্ট পরিচালনার আদেশ দিয়েছেন, তারাই ধারাবাহিকতায় আমরা অভিযান পরিচালনা করছি এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Tuesday 17 November 2020

লাকসামে সালিশকে কেন্দ্র করে প্রবাসীর বাড়িতে ভাঙ্গচুর ও লুটপাট শিশুসহ ২ আহত: কুমিল্লার সময়





আবদুল মান্নান, লাকসাম :
সামাজিক সালিশকে কেন্দ্র করে কুমিল্লার লাকসাম উপজেলার এক প্রবাসীর বাড়ি ঘরে হামলা ভাঙ্গচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ওই হামলায় শিশুসহ দুই জন আহত হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী আবদুল মান্নানের স্ত্রী বিনোয়ারা বেগম বাদী হয়ে ৬জনের নাম উল্লোখ পূর্বক অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে গত সোমবার (১৬ নভেম্বর) রাতেই  লাকসাম থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

গত(১৬ নভেম্বর) সোমবার সন্ধ্যায় উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়ন কাঁঠালিয়া মিয়াজী বাড়ীর মৃত ফজর আলীর ছেলে প্রবাসী আব্দুল মান্নানের বসত বাড়ীতে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত  বাবুল মিয়া বলেন, গত ১৪ নভেম্বর স্থানীয় সামাজিক সালিশ শেষে বাড়ি ফেরার পথে রাত ১১টার দিকে আবদুল মান্নানের ছেলে জাহিদ ও শামীম সহ কয়েক জন যুবক আমার পিচন থেকে এলো পাথাড়ীভাবে পিটিয়ে আহত করে এ ঘটনায় আমি থানায় একটি অভিযোগ দায়ের করি। প্রবাসীর বাড়ীর হামলার ঘটনার সুত্রপাত কিংবা কে বা কারা হামলা করেছে আমি তাও জানিনা। 

হামলার ওই ঘটনায় পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লাকসাম থানার পুলিশ ওইদিন ঘটনাস্থল পরিদর্শন করেন। আজ মঙ্গলবার মুদাফরগঞ্জ বাজার ও কাঁঠালিয়া গ্রামে হামলাকারীদের বিরুদ্ধে স্থানীয় লোকজন হামলার প্রতিবাদে বিক্ষোভ করেন।

স্থানীয় ও অভিযোগ সুত্রে জানাযায়, উপজেলার পশ্চিম আউশপাড়া গ্রামে মৃত আলী হোসেনের স্ত্রী সুবেদা বেগমের সাথে পুত্রবধু নারগিসের পারিবারিক দন্ধ হয়। এ নিয়ে গত কয়েকদিন আগে সামাজিক সালিশে স্থানীয় বাবুল মিয়া ও জাহিদের সাথে বাকবিতন্ডা সৃষ্টি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে গত সোমবার সন্ধায় কাঠালিয়া গ্রামের প্রবাসী আবদুল মান্নানের বাড়িতে অভিযুক্ত ব্যক্তিরা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। ঘরে থাকা সাড়ে ১ ভরি স্বর্ণ, নগদ (পনের হাজার) টাকাসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুটপাট করে। এ সময় হামলাকারীরা আড়াই বছরের শিশু শিফাত ও প্রবাসী স্ত্রী বিনোয়ারা বেগমকে পিটিয়ে আহত করে। তাদের আত্মচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা।

ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী বিনোয়ারা বেগম জানান, গত ৫দিন আগের তুচ্ছ একটি পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে কাঠালিয়া গ্রামের বাবুলের নেতৃত্বে ২০/২৫ জন স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে হঠাৎ আমাদের বাড়িতে হামলা, ভাঙচুর করে। ঘরে থাকা স্বর্ণ অলংকার ও নগদ অর্থ লুট করে, এসময় বাধা দিলে তারা আমাদের উপরে হামলা চালায়। 
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Sunday 15 November 2020

লালমাই উপজেলা প্রশাসনের কর্মচারীদের কর্মবিরতি : কুমিল্লার সময়




প্রদীপ মজুমদার : 
কুমিল্লার লালমাই উপজেলা প্রশাসনের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতীকরণের দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) লালমাই উপজেলা জেলা শাখা।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ রবিবার সকাল থেকে দিনব্যাপী লালমাই উপজেলা প্রশাসন কার্যালয় চত্বরে এই কর্মবিরতি পালিত হয়।

বাকাসস কুমিল্লা জেলা শাখার সদস্য উপজেলা নাজির রতন কুমার সিংহের সভাপতিত্বে কর্মবিরতিচলাকালে বক্তব্য রাখেন সমিতির সদস্য সাইফুল ইসলাম , সদস্য আসাদুজ্জামান, সালাম মজুমদার (ভূমি) আতিকুর রহমান সরকার (ভূমি নাজির) প্রমুখ। 

এ সময় বক্তারা দ্রুত সময়ের মধ্যে মাঠ পর্যায়ে, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতীকরণের দাবি মেনে নেওয়ার আহবান জানান। অন্যথায় কর্মবিরতির সময়সীমা বাড়ানোসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা। কর্মবিরতিতে উপজেলা প্রশাসনে কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা অংশ নেন।

Monday 9 November 2020

লালমাইয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ : কুমিল্লার সময়




কুমিল্লার সময় ডেক্সঃ
কুমিল্লার লালমাইয়ে ১৫ বছর বয়সী এক শ্রবণ প্রতিবন্ধী কিশোরীকে চট্টগ্রাম নিয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষনের ঘটনা ঘটেছে ২৭ অক্টোবর রাতে উপজেলার ভৈরবপুর গ্রামের কর্পোরাল মোঃ বিল্লাল হোসেনের নির্মাধীন বিল্ডিং ঘরে। ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে গত ২৮ অক্টোবর বুধবার দুই জনকে আসামি করে থানায় মামলা করেছে। মামলা নং০৮, লালমাই থানা, তারিখ ২৮-১১-২০২০খ্রিঃ। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন ভূশ্চি গ্রামের ইব্রাহীমের ছেলে মোঃ রাসেল ও ভৈরবপুর গ্রামের মোঃ আব্দুল মান্নানের ছেলে মোঃ মাসুম বিল্লাহ এবং আহসান উল্লাহর ছেলে রিয়াজের সহযোগিতায় রাসেল প্রতিবন্ধী ভিটটিমকে ভৈরবপুর গ্রামে কর্পোরাল মোঃ বিল্লালের একতলা পাকা ভবনের ভিতরে ধর্ষন করে। ভিকটিম উপজেলার সমিশপুর গ্রামের মৃত ফুলমিয়ার ছোট মেয়ে। ধর্ষনের পর ভিটটিমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। স্থানীয় সূত্রে আরো জানা যায়, ৭নং বেলঘর উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের স্থানীয় মহিলা মেম্বারসহ প্রভাবশালী মহল টাকার বিনিময়ে রফাদফা অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে রিয়াজের মা বলেন, ঘটনার দিন, অভিযুক্ত রাসেল আমার ছেলের কাছে ২০০০/-টাকার বিনিময়ে একরাত মেয়েকে নিয়ে অবস্থান করার কথা বলে, আমার ছেলে রাজি না হওয়ায় মাসুম বিল্লাহ তার বাড়ির পাশে নির্মাধীন বিল্ডিং ঘরে ৫০০/-টাকার বিনিময়ে থাকতে দেয়। আমার ছেলে নির্দোষ। ধর্ষন মামলার ০১নং আসামী মোঃ রাসেল, বিবাহীত, পেশায় কাঠ মিস্ত্রী, তার একটি কন্যা সন্তানও রয়েছে। এব্যাপারে লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব বলেন, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

লাকসামে অপহরনের তিন দিন পর কিশোর উদ্ধার : আটক-১ : কুমিল্লার সময়

লাকসাম প্রতিনিধি : 
কুমিল্লার লাকসামে দুই কিশোরকে অপহরনের অভিযোগে জুয়েল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে লাকসাম থানা পুলিশ। অপহৃত দুই কিশোর, চাঁদপুর জেলার কচুয়া উপজেলার আয়মা গ্রামের প্রবাসী আইয়ুব আলী প্রধানের ছেলে রাব্বী প্রধান (১৬) ও একই জেলার মতলব উত্তর উপজেলার দৌলতপুর গ্রামের সফিকুল ইসলামের ছেলে মাসুদ হোসেন (১৪) ।

অপহরণকারীর কাছ থেকে কিশোর মাসুদ কৌশলে পালিয়ে আসার তিনদিন পর গত রবিবার গভীর রাতে অপর অপহৃত কিশোর রাব্বীকে পৌর শহরের বড়তুপা মাছের ঘের থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় গত রোববার অপহৃত কিশোরের মামা বাদী হয়ে লাকসাম থানায় একটি মামলা দায়ের করেন।

পালিয়ে আসা কিশোর মাসুদ হোসেন জানায়, আমি ও আমার বন্ধু একই ট্রেনে গত শুক্রবার লাকসামের চাঁদপুর দরবার শরীফের বাৎসরিক ওরসে যাওয়ার পথে লাকসাম রেলওয়ে জংশনে জুয়েল নামের ব্যাক্তি আমাদেরকে পথ দেখানোর কথা বলে একটি অটোরিক্সায় তোলেন। কিছুদুর যাওয়ার পর একটি মাঠের মাঝখানে নিয়ে যাওয়ার সময় আমার সন্দেহ হলে আমি কৌশলে পালিয়ে ওই এলাকার লোকজনকে বিষয়টি অবহিত করি। এসময় আমার বন্ধু রাব্বীকে নিয়ে জুয়েল নামের ওই ব্যক্তিটি পালিয়ে যায়। ঘটনাটি এলাকায় জানাজানির পর বিভিন্ন বাড়ীতে খোঁজাখুজি ও সন্ধান চেয়ে মাইক নামিয়ে প্রচার করেন।
পালিয়ে আসা কিশোর মাসুদের আত্মীয়স্বজন অপহৃত রাব্বী প্রধানকে খুঁজতে গিয়ে রোববার দুপুরে অপহরণকারী জুয়েলকে লাকসাম রেলওয়ে জংশন প্লাটফর্মে মাদক সেবন অবস্থায় দেখে স্টেশন মাস্টারকে অবহিত করে। মাস্টার স্থানীয়দের সহায়তায় জুয়েলকে আটক করে রেলওয়ে পুলিশ ও লাকসাম থানা পুলিশে সংবাদ দেয়। পরে পুলিশ এসে জুয়েলকে থানায় নিয়ে আসে।
লাকসাম থানার ওসি নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপহরণকারী জুয়েলকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Thursday 5 November 2020

লালমাইয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত : কুমিল্লার সময়




প্রদীপ মজুমদার : 
কুমিল্লার লালমাই উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আরার সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক বিকম। 

উপস্থিত ছিলেন বাগমারা উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম, বাকই উত্তর ইউপি চেয়ারম্যান আইউব আলী, বেলঘর দক্ষিণ ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান মনু, বেলঘর উত্তর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মজুমদার, কুমিল্লা বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক জ্যোতিষ সিংহ খোকন, এস আই জীবন রায় চৌধুরী, পূজা উদযাপন পরিষদের সভাপতি অমর কৃষ্ণ বণিক মানিক, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক প্রদীপ মজুমদার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এর সদস্য সচিব মানিক মজুমদার, শিক্ষক প্রতিনিধি হরিশ্চর হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইলিয়াস কাঞ্চন, কওমি মাদ্রাসার সাধারণ সম্পাদক মাওলানা আবদুস সোবহান, বীর মুক্তিযোদ্ধা কমল রঞ্জন দাস  প্রমুখ।

সম্প্রতি ফ্রান্সে ইসলাম ধর্মের সর্বশেষ নবী হযরত মোহাম্মদ (সাঃ) অবমাননা করে ব্যাঙ্গচিত্র প্রকাশ করায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে শান্তি সমাবেশে এলাকার মুক্তিযোদ্ধা,বিভিন্ন মসজিদের ইমাম, হিন্দু ও বৌদ্ধ প্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক নেতারা বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বলেন, এই দেশটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যে কেউ চাইলে এই সম্প্রীতি নষ্ট করতে পারবে না। তিনি আরোও বলেন আমরা যার যার জায়গা থেকে যেকোন গুজব প্রতিহত করবো। তবেই মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণ সম্ভব হবে।

Tuesday 3 November 2020

সংসদ সদস্য সীমার আয়োজনে জেলহত্যা দিবস পালন : কুমিল্লার সময়




কুমিল্লা প্রতিনিধি।।
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার মধ্যদিয়ে কুমিল্লায় জাতীয় জেলহত্যা দিবস পালিত হয়েছে। এসময় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা, মহানগর আওয়ামী লীগ, যুবলীগ ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমার আয়োজনে পৃথকস্থানে এই জেলহত্যা দিবস পালন করা হয়। 
চার নেতার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসময় বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, এফবিসিসিআই এর সাবেক পরিচালক কুমিল্লার আওয়ামী লীগ নেতা মাসুদ পারভেজ খান ইমরান সিআইপি, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম সিকদার, আওয়ামী লীগ নেতা ফিরোজ খান,মহানগর  মহিলাআওয়ামী লীগ সভাপতি মীতা শিকদার, সাধারণ সম্পাদক আইরিন আহম্মেদ,মহানগর আওয়ামী যুবলীগ নেতা পাপন পাল,মনির হোসেন,কাউন্সিলর বাবুল,যুবলীগ নেতা, জহির উদ্দিন ভুলু,মোহাম্মদ মাসুদুল ইসলাম,কাজী রিয়াজ মাহমুদ,মিন্টুসহ অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। 
সভায় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা এমপি তার বক্তব্যে বলেন, ঘাতকরা জাতিরজনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতাকে হত্যা করেছিলেন দেশকে নেতৃত্ব শূণ্য করা জন্য। কিন্তু ঘাতকদের সেই চিন্তা ভুল ছিল। আজ আমাদের প্রিয় অভিভাবক দেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ তার আপন গতিতে চলছে। করোনা ভাইরাসের কারণে যেখানে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র যেখানে থমকে গিয়েছে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে দেশ উন্নয়নে সমৃদ্ধ হচ্ছে। 
আলোচনা সভা শেষে জাতীয় চার নেতারকে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

আটিটি ডাচ - বাংলা ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্বোধন : কুমিল্লার সময়




প্রদীপ মজুমদার  : 
কুমিল্লার লালমাই উপজেলার আটিটি বাজারে সব ধরনের লেনদেন সুযোগ সুবিধা ও উন্নত গ্রাহক সেবার প্রতিশ্রুতি নিয়ে দেশের অন্যতম জনপ্রিয় ব্যাংক ডাচ বাংলা ব্যাংক লি: এর এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

৩ নভেম্বর মঙ্গলবার দুপুরে আটিটি পশ্চিম বাজারে বনার্ঢ্য আয়োজনে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে আটিটি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুর রশিদ মিয়াজির সভাপতিত্বে ও সাংবাদিক মাসুদ রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ শাখার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন এজেন্ট ব্যাংকিং কুমিল্লার রিজিওনাল ম্যানেজার তানভীর আহাম্মদ।
স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার কুমিল্লার সেলস ম্যানেজার আলমগীর হোসেন। 
এজেন্ট ব্যাংকিং শাখার পরিচালক তানভীর ষ্টোর এর স্বত্বাধিকারী জামাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে 
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পেরুল উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আলী হোসেন, বৃহত্তর পেরুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব চাঁন মিয়া কন্টাক্টর, সাংবাদিক প্রদীপ মজুমদার, আলমগীর হোসেন অপু প্রমুখ। 

 
প্রধান অতিথির বক্তব্য রিজিওনাল ম্যানেজার বলেন, দেশে যে কয়টি বেসরকারী ব্যাংক রয়েছে, ডাচ বাংলা ব্যাংক তার মধ্যে অন্যতম ব্যাংক। এ ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখায় আপনারা হিসাব খুলে যে কোনো লেনদেন আদান-প্রদান করুন। এ এলাকা তথা আটিটি বাজারকে ব্যবসায়ীক ভাবে আরো সমৃদ্ধ, উন্নত ও এগিয়ে নিতে ব্যাংকের বিকল্প নেই। বাজারে ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা গঠন হওয়ায় ব্যবসায়ী ও প্রবাসীদের জন্য এটি একটি সু-খবর । এসময় তিনি সরকারী নিময় মেনে গ্রাহকদের উন্নত সেবা দিতে এজন্টে ব্যাংকিং আউটলেট শাখার কর্মকর্তাবৃন্দ ও পরিচালকদের প্রতি আহবান জানান। 

কুমিল্লায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযান : কুমিল্লার সময়



 
রিয়াজ মোর্শেদ মাসুদ, কুমিল্লার সময় ডেক্সঃ 
গত ২ নভেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে এবং বুড়িচং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুুল ইসলামের নেতৃত্বে বুড়িচং উপজেলার কংশনগর ও দেবপুর বাজারে তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ভোক্তা অধিকার বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ০৪টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় অধিদপ্তরের প্রশাসনিক এখতিয়ারে ২০,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়। তদারকিকালে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন ও নিয়মিত হালনাগাদ করণ,  ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ এবং সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করার নির্দেশনা দেয়া হয়। অভিযানে নিরাপদ খাদ্য অফিসার আরিফুল হাসান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও এসআই মফিজুলের নেতৃত্বে দেবপুর ফাঁড়ির পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Sunday 1 November 2020

লালমাইয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা : কুমিল্লার সময়




প্রদীপ মজুমদার : 
‘মুজিব বর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান’ এই শ্লোগানে কুমিল্লার লালমাইয়ে জাতীয় যুব দিবস-২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে রবিবার উপজেলা পরিষদের মিলনায়তনে দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সনদ ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। সভায় বক্তারা প্রশিক্ষণ, ঋণের পরিমাণ ও পরিধি বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আরা সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক বিকম, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম। 




অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জয়াশীষ রায়, কৃষি কর্মকর্তা মোঃ জুনায়েদ কবীর খাঁন, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবদুল মোতালেব, বন কর্মকর্তা মোজাম্মেল হোসেন। 
এসময় আরোও উপস্থিত ছিলেন এনজিও প্রতিনিধি আবু তাহের রনি,  প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, ঋণ গ্রহীতা ও সফল উদ্যোক্তাগণ। 
অনুষ্ঠানে ১৭ জন যুবদের মাঝে প্রশিক্ষণ সনদ ও আট লক্ষ বিশ হাজার টাকার ঋণের চেক হস্তান্তর করা হয়।