Saturday 31 October 2020

সাবেক সংসদ সদস্যর মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত : কুমিল্লার সময়




লালমাই প্রতিনিধি : 
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারায় আজ শনিবার সাবেক সংসদ সদস্য কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অধ্যক্ষ আবুল কালাম মজুমদার এর ২৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ  মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক বিকম এর সভাপতিত্বে অনুষ্ঠানে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হামিদ বিএ, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, লালমাই উপজেলা আওয়ামী লীগের সহ - সভাপতি রফিকুল ইসলাম,সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সরওয়ার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম প্রমুখ। 
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মজুমদার, জেলা যুবলীগ নেতা কামরুল ইসলাম শাহীন, উপজেলা যুবলীগের আহবায়ক আবদুল মোতালেব, আওয়ামী লীগ নেতা এমদাদুল হক মজুমদার,স্বেচ্ছাসেবক লীগ নেতা আক্তার পারভেজ, যুবলীগ নেতা সজ্ঞয় শর্মা, যুবলীগ নেতা কাজী কামরুল হাসান ভুট্টো, কাউসার মোর্শেদ।  
অবহেলিত জনপদে শিক্ষার আলো ছড়াতে গড়ে তুলেছিলেন অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান। ৩১ অক্টোবর এই মহান মানুষটির মৃত্যু বার্ষিকী। ১৯৯৪ সালের ৩১ অক্টোবর তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান পরপারে।
বর্নাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এই মানুষটি ১৯৪৫ সালের ২৫ আগস্ট জন্ম গ্রহণ করেন কুমিল্লার লালমাই উপজেলার মেহেরকুল দৌলতপুর গ্রামে।

মুজিববর্ষের মলূমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র : কুমিল্লার সময়




লালমাই (কুমিল্লা) প্রতিনিধিঃ “মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল কমিউনিটি পুলিশিং ডে ৩১ অক্টোবর ২০২০ উপলক্ষে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের লাকসাম ক্রসিং (লালমাই) হাইওয়ে পুলিশ ফাঁড়ি, কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি মোঃ তোরাব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি ও পুলিশ পরিদর্শক জিয়াউল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাঁড়ির সেকেন্ড অফিসার ও এসআই মজিবর রহমান, এসআই আবু তাহের, ফোরামের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ। এই সময়ে আরো উপস্থিত ছিলেন, এএসআই কামরুল ইসলাম, নায়েক মোঃ গিয়াস উদ্দিনসহ সকল পুলিশ সদস্য, তিশা বাস সার্ভিসের প্রতিনিধি ও ফোরামের সদস্য শাহজালাল ইমরান, সাবেক ইউপি সদস্য আব্দুল খালেক, লাশ ফরিদ  ফোরামের সদস্যবিন্দ ও স্থানীয় জনগণ। প্রধান অতিথি, আইসি ও পুলিশ পরিদর্শক জিয়াউল হক চৌধুরী বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা ও মহাসড়কে দূর্ঘটনা, যানজট, মাদক পাচার, ডাকাতি, ছিনতাই রোধে সবাইকে একসাথে কাজ করতে হবে।

Thursday 29 October 2020

লালমাইয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে সমাবেশ : কুমিল্লার সময়





লালমাই প্রতিনিধিঃ  
কুমিল্লার লালমাই উপজেলা সহকারী শিক্ষা অফিসার ইব্রাহিম খলিলের নামে স্থানীয় “সাপ্তাহিক লালমাই বার্তা” পত্রিকায় গত ২৭ অক্টোবর মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সমাবেশ করেছে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষকসহ সাধারণ মানুষ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে উপজেলার  বাগমারা উচ্চ বিদ্যালয় ভবনের সামনে ওই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে উপজেলার ৬৭ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে। প্রতিবাদ সমাবেশে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি বিকাশ সিনহার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোসলেহ উদ্দিন, প্রধান শিক্ষক ফেরদৌসী আক্তার, আনোয়ারা বেগম, মোঃ জহিরুল হক, জসিম উদ্দিন, মোঃ আবুল হোসেন প্রমুখ। বক্তারা দাবি করে বলেন, সহকারী শিক্ষা অফিসার ইব্রাহিম খলিলকে সামাজিকভাবে সুনাম ক্ষুন্নসহ সম্মানহানি ঘটাতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে স্থানীয় একটি কুচক্রীমহল। “সাপ্তাহিক লালমাই বার্তা” পত্রিকায় সহকারী শিক্ষা অফিসারের বিরুদ্ধে  মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক সংবাদ পরিবেশন করেছে।  মানহানিকর মিথ্যা ভুয়া সংবাদ পরিবেশনকারীদের আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান বক্তারা। শিক্ষক নেতারা পরে উপজেলায় গিয়ে উপজেলা চেয়ারম্যান আব্দুুল মালেক বিকম ও উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে সহকারী উপজেলা (ভূমি) কমিশনার শারমীন আরা এবং প্রাথমিক শিক্ষা অফিসার জাহানারা খানমের নিকট প্রতিবাদ লিপি প্রদান করে।

Wednesday 28 October 2020

আফ্রিকায় লালমাইয়ের শাহাদাতকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে ৩ বাংলাদেশীর বিরুদ্ধে



কুমিল্লা সময় ডেক্সঃ দক্ষিণ আফ্রিকায় কুমিল্লার লালমাই উপজেলার চৌদ্দধোনা গ্রামের আলহাজ্ব আব্দুল মজিদের ছেলে শাহাদাতকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে ৩ বাংলাদেশীর বিরুদ্ধে।দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের রেখা পার্কের ঘটনাটি ঘটে ২০১৫ সালে। ব্যবসা-বাণিজ্য ও পরকীয়ার বলি হন শাহাদাত। গত বছর ২ জুলাই গুলিবিদ্ধ হন (ছানা ও ফারুক এবং জসিম। আফজাল নামের এক ব্যক্তিকেও গুলি করেন এর ১৫ দিন আগে। ২০১৫ সালের ২৩ অক্টোবর লালমাইয়ের শাহাদাত হোসেনকে গুলি করে দোকানে ফেলে যায় ওখানে থাকা বাংলাদেশী অভিযুক্ত আসামীরা। হাসপাতালে নেয়ার সময় মৃত্যু বরণ করেন শাহাদাত। এই সময় অজ্ঞাত ব্যক্তিদের দায়ী করে তখনই কয়েকটি মামলা হয় রেখা পার্ক পুলিশ স্টেশনে। এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত কতিপয় প্রবাসী বাংলাদেশী সেদেশের পুলিশকে সমঝোতা করে বলে অভিযোগ উঠে। মামলাগুলো ধামাচাপা পড়ে যায়। দীর্ঘদিন পর রেখা পার্ক পুলিশ স্টেশনে একজন সৎ ও নিষ্ঠাবান শ্বেতাঙ্গ পুলিশ অফিসার কমান্ডার হিসেবে যোগদান করেন। এর পরপরই থানায় দীর্ঘদিন চাপা পড়ে থাকা বিভিন্ন মামলার ফাইলগুলো পুনরায় তদন্ত শুরু করেন ওই শ্বেতাঙ্গ পুলিশ কমান্ডার। এরপর বের হয়ে আসে চাঞ্চল্যকর শাহাদাত হত্যার তথ্য, দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত বাংলাদেশী নাগরিক, পালাশ কুমার-রবিন-লাভলু, নামের তিনজন বাংলাদেশীর বিরুদ্ধে। ঐ সকল হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার প্রমাণ মিলে তদন্তে। গত ১৬ অক্টোবর সাউথ আফ্রিকা পুলিশ প্রশাসন লাভলু কে গ্রেফতার করতে সক্ষম হয়। পলাতক রয়েছে, পালাশ কুমার এবং বাংলাদেশের ঢাকার মিরপুরে রয়েছে রবিন। গত ১১/১০/২০২০ পুলিশ কমান্ডার নিজ দায়িত্বে গুলিবিদ্ধ বাংলাদেশী নাগরিক ছানাকে রেখা পার্ক থানায় নিয়ে আসেন, তার মামলার বিষয়ে পুনরায় খুলে বলতে বলেন, ওই সময় পুলিশ বিভিন্ন রকম প্রশ্ন করেন এবং ছানাও তার বক্তব্য লিখিত ভাবে দেন। এই বিষয়ে ছানা-ফারুক এবং জসিমের, পক্ষে সার্বক্ষনিক কাজ করে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশী সংগঠন “বাংলাদেশ পরিষদ অরগানাইজেশন”, প্রবাসী ছানা ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শাহাদাতের স্ত্রীর সাথে পরকীয়ায় লিপ্ত ছিলেন, শাহাদাত হত্যা কান্ডের প্রধান অভিযুক্ত মোঃ রবিন। শাহাদাতের মৃত্যুর পরপরই রবিন দেশে আসে ও তার স্ত্রীকে বিয়ে করে সংসার পেতেছে, বিয়ের সময় রবিনের হাতে এসিড পড়া দাগ ছিল। শাহাদাতের স্ত্রী ফাতেমা আক্তার রোজিনা লালমাই উপজেলার বাতাবাড়িয়া গ্রামের নুরুল হক মাষ্টারের মেয়ে ও পালপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। এব্যাপারে জানতে ফাতেমা আক্তার রোজিনাকে মোবাইলে কল করলে কলটি রিসিভ করেন অভিযুক্ত রবিন। রবিন বলেন, আমি শাহাদাত হত্যার সাথে জড়িত নই। নিহত শাহাদাতের স্ত্রীর সাথে পরকীয়া ও পরে বিয়ে করার বিষয়ে কোন সদুত্তর দিতে পারেনি।

Tuesday 27 October 2020

লাকসাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল আলীর বিরুদ্ধে ধর্ষন মামলা : কুমিল্লার সময়





লাকসাম প্রতিনিধি : কুমিল্লার লাকসাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল আলীর বিরুদ্ধে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে গত ২১ অক্টোবর ধর্ষন চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়।মামলা নং পিটি ৮২৬/২০২০,তারিখ-২১-১০-২০২০খ্রিঃ। মামলা সূত্রে জানা যায়, মামলার বাদী লাকসাম ডায়াগষ্টিক সেন্টার এন্ড হাসপাতালে সহকারী প্যাথলজি শিক্ষানবিশ হিসেবে কর্মরত আছেন। ভিকটিম পূর্বে লাকসাম আধুনিক হাসপাতালে সহকারী নার্স ছিলেন। আধুনিক হাসপাতালে কাজ করার সময় সহকারী নার্স ও বর্তমানে ডাঃ আব্দুল আলীর ২য় স্ত্রী মুক্তার সাথে ভিকটিমের পরিচয় হয়। মুক্তার মাধ্যমে ডাঃ আব্দুল আলীর সাথে ভিকটিমের পরিচয় হয়। ডাঃ আব্দুল আলী প্রায় সময়ে ভিকটিমকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত ১৯ অক্টোবর ডাঃ আব্দুল আলী ভিকটিমের নিজ বাড়িতে মোটর সাইকেল যোগে গিয়ে ভিকটিমকে একা পেয়ে ধর্ষনের চেষ্টা চালায়। বাদি চিকিৎকার করলে ডাঃ আব্দুল আলী মোটর সাইকেল যোগে পালিয়ে যায়।
স্হানীয় সূত্রে জানা যায় ডাঃ আব্দুল আলী ১০/১২ বছর ধরে লাকসাম ও আশপাশের উপজেলায় বিভিন্ন বেসরকারি হাসপাতাল /ক্লিনিকে ডেলিভারির নামে জোর পূর্বক সিজারের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। 
এব্যাপারে ডাঃ আব্দুল আলীর মোবাইলে কল করলে তিনি বলেন, আদালতে বিচারাধীন মামলার বিষয়ে আমি কোন কথা বলতে রাজি নই।

কুমিল্লায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে সচেতনতা মূলক প্রচারনা : কুমিল্লার সময়


 


কুমিল্লা প্রতিনিধিঃ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, সিগনালের তার কাটা, লেবেল ক্রসিং পারাপারে সতর্কভাবে চলাফেরায় জনসাধারণকে সচেতন করতে প্রচারনা চালায় রেলওয়ে নিরাপত্তা বাহিনী চট্টগ্রাম বিভাগ। গত ২৫ অক্টোবর রবিবার দিনভর ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লা অংশের লাকসাম জংশন থেকে বি-বাড়িয়ার কসবা রেলওয়ে ষ্টেশন পর্যন্ত এ জনসচেতনতা মূলক কার্যক্রম চালানো হয়। কুমিল্লা রেলওয়ে নিরাপত্তা বাহিনী ইউনিটের ইনচার্জ ও সাব-ইন্সপেক্টর মোহাম্মদ মনজুরুল ইসলাম জানান,  দেশের প্রধান জাতীয় রেলপথ ঢাকা-চট্টগ্রাম রেললাইনের কুমিল্লা অংশে প্রায়ই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এতে অনেকেই আহত হয়। এছাড়াও ট্রেনের সিগনাল নিয়ন্ত্রণে ব্যবহৃত তারকাটা, যত্রতত্র অসতর্কতামূলক ভাবে রেলপথ পারাপারে দূর্ঘটনা কবলিত হয়েও অনেক হতাহতের ঘটনাও ঘটে নিয়মিত। এথেকে জনসাধারণকে সতর্ক করতে ২৫ অক্টোবর সকাল সাড়ে ৮টায় লাকসাম নিরাপত্তা চৌকির সিআই (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোহাম্মদ ইয়াসিন উল্লাহর নেতৃত্বে একটি দল কুমিল্লা রেলওয়ে ষ্টেশনে আসে। পরে লাকসাম জংশন-আখাউড়া জংশনের ডাবল লাইন প্রকল্পের কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান ম্যাক্স” এর গ্যাংকার যোগে কুমিল্লা থেকে-বি-বাড়িয়ার কসবা ষ্টেশন যায়। পরে সেখান থেকে আবারো কুমিল্লা হয়ে লাকসাম জংশন ষ্টেশনে গিয়ে সফর শেষ হয়। সফরকালে  নিরাপত্তা বাহিনীর এই দলটি কসবা, মন্দভাগ, সালদানদী, শর্শীদল, রাজাপুর, সদর রসুলপুর, কুমিল্লা, ময়নামতি, লালমাই, আলিশহর ও লাকসামসহ প্রতিটি ষ্টেশনে নেমে স্থানীয় জনসাধারণ, রেলযাত্রী, বিভিন্ন শ্রেণীপেশার লোকজনদের সিগনালের তারকাটা, অসতর্কভাবে রেলপথ পারাপারের কুফল সম্পূর্কে মাইকযোগে সু-পরামর্শ দেন। দলটিতে সফরসঙ্গী হিসেবে আরো ছিলেন, কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির আইসি ও এসআই মোঃ ইসমাইল হোসেন, লাকসাম নিরাপত্তা চৌকির হাবিলদার মোঃ ইকবাল হোসেন ও সিপাহি মোঃ সাজ্জাদ খান, কুমিল্লা নিরাপত্তা ইউনিটের সিপাহী মোঃ এমরান, রেলওয়ে পুলিশের সদস্যবিন্দ।
ছবিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনী লাকসাম চৌকির ভারপ্রাপ্ত কর্মকর্তা সিআই মোহাম্মদ ইয়াসিন উল্লাহ ও সদস্যবিন্দ।

Monday 26 October 2020

লালমাইয়ে শারদীয় দুর্গাপূজায় অর্থমন্ত্রীর বস্ত্র বিতরণ : কুমিল্লার সময়



লালমাই প্রতিনিধি :
কুমিল্লার লালমাই উপজেলায় শারদীয় দূর্গা পূঁজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী অসহায়, দুস্ত নারীদের মাঝে শাড়ি বিতরণ করেছেন। গতকাল রবিবার রাতে কুমিল্লা -১০ নির্বাচনী এলাকার সাংসদ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপির পক্ষে উপজেলার ১৫টি পূজা মণ্ডপে শাড়ি বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ আয়াতুল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ লালমাই এর সভাপতি অমর কৃষ্ণ বণিক মানিক, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক প্রদীপ মজুমদার, স্বেচ্ছাসেবক লীগ নেতা আক্তার পারভেজ, যুবলীগ নেতা কামরুল হাসান ভুট্টো ।

লালমাই দৌলতপুরে চুরির ঘটনায় থানায় অভিযোগ : কুমিল্লার সময়




লালমাই প্রতিনিধি : 
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের দৌলতপুর প্রাইমারী স্কুলের সামনে কাউসার স্টোর নামক দোকান চুরির অভিযোগ পাওয়া গেছে । 
গতকাল রবিবার এবিষয়ে মোসলেমুর রহমান নামে এক ব্যক্তি কাউসার স্টোরের মালিক লালমাই থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখিত সন্ধেহ জনক চুরির ঘটনার সাথে জড়িতরা হলেন বলি পদুয়া গ্রামের মৃত হাফেজ আহাম্মদ এর ছেলে মোঃ জাহাঙ্গীর হোসেন (৪০) দৌলতপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে মেহেদী হাসান (১৯) একই গ্রামের কালা মিয়ার ছেলে ইমন হোসেন (১৮। 
অভিযোগে আরো বলা হয় কাউসার স্টোরের মালিক মোঃ মোসলেমুর রহমান ২৪ তারিখ রাত ১০ টা দোকান বন্ধ করার সময় তাদের তিনজনকে দোকানের আশে পাশে ঘুরতে দেখেন।

২৫ তারিখ ভোর বেলা ফজরের নামাজ পড়ে দোকানের সামনে গিয়ে দেখেন দোকানের তালা ভাঙ্গা এবং সার্টার উঠানো দোকানে প্রবেশ করে দেখেন ক্যাশ বক্স ভাঙ্গা। দোকানে থাকা এল এডি টিভি, সিগারেট, তৈল, নগদ অর্থ সহ ইত্যাদি মালামাল  নিয়ে গেছে চোরেরা।

অভিযোগ কারী মোসলেমুর বলেন, কিছুদিন যাবৎ আমার ক্ষতি সাধন করার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করে আসছিল সন্দেহ ভাজন জাহাঙ্গীর।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা লালমাই থানার উপ পরিদর্শক (এসআই) বেলাল হোসেন বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Friday 23 October 2020

লালমাইয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সরকারি অনুদান বিতরণ : কুমিল্লার সময়





প্রদীপ মজুমদার : 
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার  লালমাই  উপজেলার ১৭টি পূজা মণ্ডপে সরকারি অনুদান দেয়া হয়েছে।

আজ শুক্রবার দুপুরে উপজেলা কমপ্লেক্স ভবনে উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক বিকম এসব অনুদানের ডিও বিতরণ করেন।

এ সময় তিনি বক্তব্যে সবাইকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপির পক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আইনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম এর  সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মজুমদার, প্রেস ক্লাবের সভাপতি ড.শাহজাহান মজুমদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমর কৃষ্ণ বণিক মানিক, বীর মুক্তিযোদ্ধা কমল রঞ্জন দাস, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক প্রদীপ মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন রায় চৌধুরী, সঞ্জয় শর্মা । 

অনুষ্ঠানে উপজেলার ১৭টি পূজা মণ্ডপে প্রত্যেকটি মন্দিরে ৫০০ কেজি করে মোট ৮ হাজার ৫০০ কেজি চাল বিক্রির টাকা বিতরণ করেন। এ সময় আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ উপজেলার প্রতিটি পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

Thursday 22 October 2020

লালমাইয়ে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত : কুমিল্লার সময়



লালমাই প্রতিনিধি :
কুমিল্লার লালমাই উপজেলায় ইউনিয়ন চেয়ারম্যান, সদস্য, সচিব ও হিসাব সহকারীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার বাগমারা অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্হানীয় সরকার কুমিল্লা উপ -পরিচালক মোঃ শওকত ওসমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক বিকম।

Wednesday 21 October 2020

লালমাইয়ে জাতীয় যুব দিবসের প্রস্ততি সভা : কুমিল্লার সময়





রিয়াজ মোর্শেদ মাসুদ :
আজ বুধবার কুমিল্লার লালমাই উপজেলায় আগামী ১লা নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আরিফ হাসনাত, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবদুল মোতালেব, পল্লী উন্নয়ন পরিষদের নির্বাহী পরিচালক মোঃ আবদুল মালেক ও ১৭ জন ঋণ আবেদনকারী। জাতীয় যুব দিবসে যুব ঋণ বিতরণের জন্য মোট ১৭ জন যুবকে মোট ৭লক্ষ টাকা প্রকল্প ভিত্তিক ঋণ দেয়ার ফাইল অনুমোদন করা হয়।

Tuesday 20 October 2020

লালমাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ : কুমিল্লার সময়





প্রদীপ মজুমদার : 
কুমিল্লার লালমাই উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার  উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে  উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।  ২০০৮ সাল থেকে নিয়মিত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে বিশ্ব হাত ধোয়া দিবস হিসেবে পালন করা হচ্ছে। তবে এবারের পরিস্থিতি ভিন্ন। কেন হাত ধোয়া জরুরি, সেটা এ বছর অনেকেই বুঝে গেছেন করোনাভাইরাসের কারণে। আর তাই হাত ধোয়া দিবসের এবারের প্রতিপাদ্য ‘হ্যান্ড হাইজিন ফর অল’।

বিশ্ব হাত ধোয়া দিবসটি বিশ্বব্যাপী জনসচেতনতা তৈরি ও উদ্বুদ্ধকরণের জন্য চালানো একটি প্রচারণামূলক দিবস। সাধারণ মানুষকে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে এ দিবসটি পালিত হয়ে থাকে। এই দিবসের মূল লক্ষ্য হলো– সকল সমাজের সাবান দিয়ে হাত ধোয়ার একটি সাধারণ সংস্কৃতির সমর্থন, প্রচলন ও এর উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। সাবান দিয়ে হাত ধোয়ার বৈশ্বিক এবং স্থানীয় দৃষ্টিভঙ্গি প্রচার করার জন্য বিশ্ব হাত ধোয়া অংশীদার করে ২০০৮ সালে বিশ্ব হাত ধোয়া দিবস চালু করে।
 
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মহিউদ্দিন আহাম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবদুল মোতালেব, লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, এনজিও প্রতিনিধি, আবদুল মালেক, যুক্তিখোলা নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন বাহার। বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত বাংলাদেশ ও মহামারী মুক্ত দেশ গড়ার জন্য নিয়মিত হাত ধোয়া, নিয়মিত মাক্স পড়ার জন্য উপস্থিত সকলকে পরামর্শ দেন। 
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলার  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও পুরস্কার প্রাপ্ত বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ। 
অনুষ্ঠান শেষে উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার এর নেতৃত্বে সঠিক হাত ধোয়ার নিয়ম দেখিয়ে দেওয়া হয়।

Monday 19 October 2020

বাকই উত্তর ইউনিয়নের নুরপুর বাজারে অফিস উদ্বোধন : কুমিল্লার সময়




লালমাই প্রতিনিধি :
কুমিল্লার লালমাই উপজেলার নূরপুর বাজারে  "হাবিবুর রহমান সুপার মার্কেটে" গত ১৬ ই অক্টোবর শুক্রবার  বিকেলে কুমিল্লার সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক , লালমাই প্রেস ক্লাবের সিনিয়র সহ - সভাপতি  রেদোয়ানুর রহমান সুমন এর দলিল লিখক অফিস উদ্বোধন করা হয়। এ উপলক্ষে এক মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাকই উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি মোঃ দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান সহ এলাকার আলেম গন্যমান্য ব্যক্তিগন।
 

Thursday 15 October 2020

লালমাইয়ে চাঞ্চল্যকর শাহপরান হত্যা মামলার চার আসামী আটক ও মিশুক গাড়িটি উদ্ধার : কুমিল্লার সময়




লালমাই প্রতিনিধি :
গত ১২ সেপ্টেম্বর লালমাই থানাধীন বাগমারা দক্ষিণ ইউনিয়নের জয়নগরে ডাকাতিয়া নদীর পাড়ে নিহত মিশুক গাড়ীর চালক শিশু ৪র্থ শ্রেনীর ছাত্র শাহপরান হত্যা মামলার আসামী নুর উদ্দীন নুরু, শহিদ উল্লাহ, গোলাপ হোসেন, নাছির উদ্দীনকে আটক ও মিশুক গাড়িটি তথ্য প্রযুক্তির সহায়তায় উদ্ধার করা হয়। গতকাল ১৪ অক্টোবর লালমাই থানা পুলিশের তৎপরতার ফলে ক্লুলেস এ মামলার রহস্য উদঘাটন করা হয়।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর কুমিল্লায় লালমাই উপজেলার জয়নগর ও নাগরীপাড়ার মধ্যকার ডাকাতিয়া নদীর উপর ব্রিজের পশ্চিম পাশে আনুমানিক ১৪ বছরের এক শিশুর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়, খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখে পরে লাশটি উদ্ধার করে লালমাই থানা পুলিশ।
স্থানীয় সুত্রে জানা যায়, ডাকাতিয়া নদীর নাগরীপাড়া দক্ষিন পাড়া ও জয়নগর সংলগ্ন ব্রিজে পশ্চিম পাশে এক ছেলের লাশ পড়ে থাকতে দেখেছে স্থানীয় এলাকাবাসী, পরে থানায় খবর দেওয়া হলে লাশটি উদ্ধার করে লালমাই থানা পুলিশ।
নিহত শাহপরান লালমাই উপজেলা ভূলইন উত্তর ইউনিয়নের বেতাগাঁও গ্রামের আব্দুল মালেকের ছেলে।
শাহপরান হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত  সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আজিম উল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন পিপিএম, লালমাই থানা পুলিশ এর ভারপ্রাপ্ত অফিসার জনাব মোহাম্মদ আইয়ুব, লালমাই প্রেস  ক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন সহ পুলিশের উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করায় লালমাই থানা পুলিশ সহ পুলিশ প্রশাসনের সকলকে ধন্যবাদ জানান লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার ও সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন।

Wednesday 14 October 2020

লালমাইয়ে বাকই উত্তর ইউনিয়ন আ’লীগের সম্মেলন সভাপতি দেলোয়ার, সাধারণ সম্পাদক মিজান : কুমিল্লার সময়





প্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৪ অক্টোবর বুধবার বিকালে উপজেলার বাকই উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শিকারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখর হয়েছে সম্মেলনস্থল।

জানা গেছে, মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপির দিক নির্দেশনায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতাকর্মীদের ভোটে সভাপতি হিসাবে নির্বাচিত হন মোঃ দেলোয়ার হোসেন দেলু, সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হন মোঃ মিজানুর রহমান। স্হানীয় সূত্র জানায় আগামী ১৫ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক রতনদে ও যুবলীগ নেতা শরীফউল্যার সঞ্চালনায় বাকই উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক, ইউপি চেয়ারম্যান মোঃ আইউব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবদুল হামিদ বিএ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.মাসুদুর রহমান ভূইয়া (ভারপ্রাপ্ত) , উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মজুমদার, সহ সভ সহ-সভাপতি মোঃ ইব্রাহিম খলিল মজুমদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কাশেম (চেয়ারম্যান), সাংগঠনিক সম্পাদক মোঃ আয়াত উল্যাহ, সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল মালেক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ আমিনুল হক আমিন, শ্রম বিষয়ক সম্পাদক সফিকুর রহমান,
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক এম এ মোতালেব, স্বেচ্ছাসেবক লীগ নেতা আক্তার পারভেজ, যুবলীগ নেতা কামরুল হাসান ভুট্টো, ছাত্রলীগ নেতা আরিফুর রহমান রাব্বি।
এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বিভিন্ন এলাকার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Thursday 8 October 2020

লালমাইয়ে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত : কুমিল্লার সময়

 



প্রদীপ মজুমদার :  
শারদীয় দুর্গোৎসব পালন উপলক্ষে কুমিল্লার লালমাই উপজেলার উপজেলা প্রশাসনের আয়ােজনে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ আইউব ,উপজেলা পূজা উদযাপন পরিষেদর সভাপতি অমর কৃষ্ণ বণিক মানিক, সাধারণ সম্পাদক পুলিন ভৌমিক, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক প্রদীপ মজুমদার প্রমুখ । 

এসময় পূজা উদযাপন পরিষদ লালমাইয়ের সহ- সভাপতি রতন দে, বীর মুক্তিযোদ্ধা কমল রঞ্জন দাস,  যুগ্ম সাধারণ সম্পাদক সুমন রায় চৌধুরী, সুবাস চন্দ্র দাস সহ উপজেলার ৯টি ইউনিয়নের ১৫টি পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদক ছাড়াও থানা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।

Wednesday 7 October 2020

লালমাইয়ে এলজিইডি’র গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উদ্বোধন : কুমিল্লার সময়







প্রদীপ মজুমদার : 
মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার এই স্লোগানের বাস্তব প্রতিফলন ঘটানোর লক্ষ্যে এলজিইডি সারা দেশে মাসব্যাপী গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস পালন করছে। তার ধারাবাহিকতায় কুমিল্লার লালমাই উপজেলায় স্থানীয় সরকার (এলজিইডি) আয়োজিত গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উদ্বোধন করা হয়েছে। অক্টোবর মাসব্যাপী ২৫ কিলোমিটার রাস্তার সংস্কার কাজ চলবে। আজ বুধবার সকালে উপজেলার গৈয়ারভাঙ্গা বাজার রাস্তা থেকে বেলঘর বাজার পর্যন্ত রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করেন ইউএনও মোঃ নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মজুমদার প্রমুখ । 

লালমাই উপজেলা এলজিইডির প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী জানান, দেশের অর্থনীতির সাথে গ্রামীণ যোগাযোগ সরাসরি জড়িত। সারা বছর ধরে সড়ক রক্ষণাবেক্ষণ চললেও চলতি অক্টোবর এবং আগামী বছরের মার্চ এই দুই মাসকে সড়ক রক্ষণাবেক্ষণ মাস হিসেবে ঘোষণা দিয়ে কাজ করছি। 

লালমাইয়ে এলজিইডি’র গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উদ্বোধন : কুমিল্লার সময়




প্রদীপ মজুমদার : 
মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার এই স্লোগানের বাস্তব প্রতিফলন ঘটানোর লক্ষ্যে এলজিইডি সারা দেশে মাসব্যাপী গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস পালন করছে। তার ধারাবাহিকতায় কুমিল্লার লালমাই উপজেলায় স্থানীয় সরকার (এলজিইডি) আয়োজিত গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উদ্বোধন করা হয়েছে। অক্টোবর মাসব্যাপী ২৫ কিলোমিটার রাস্তার সংস্কার কাজ চলবে। আজ বুধবার সকালে উপজেলার গৈয়ারভাঙ্গা বাজার রাস্তা থেকে বেলঘর বাজার পর্যন্ত রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করেন ইউএনও মোঃ নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মজুমদার প্রমুখ । 

লালমাই উপজেলা এলজিইডির প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী জানান, দেশের অর্থনীতির সাথে গ্রামীণ যোগাযোগ সরাসরি জড়িত। সারা বছর ধরে সড়ক রক্ষণাবেক্ষণ চললেও চলতি অক্টোবর এবং আগামী বছরের মার্চ এই দুই মাসকে সড়ক রক্ষণাবেক্ষণ মাস হিসেবে ঘোষণা দিয়ে কাজ করছি। 

Tuesday 6 October 2020

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন: ইউপি সদস্যসহ গ্রেপ্তার আরও ২ : কুমিল্লার সময়




 
 

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিওচিত্র ফেসবুকে ছেড়ে দেওয়ার ঘটনায় স্থানীয় ইউপি সদস্যসহ আরও ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- একলাশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য মোয়াজ্জেম হোসেন ওরফে সোহাগ মেম্বার ও একই ইউনিয়নের পূর্ব একলাশপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে সাজু (২১)।

সোমবার (৫ অক্টোবর) রাতে বেগমগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। দেশব্যাপী আলোচিত সমালোচিত এ ঘটনার মূলহোতা দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার, মামলার প্রধান আসামি বাদলসহ পুলিশ এ পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে।

প্রসঙ্গত, রোববার (৪ অক্টোবর) দুপুরের দিকে ঘটনার ৩২দিন পর গৃহবধূকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ পেলে তা ভাইরাল হয়। এতে টনক নড়ে স্থানীয় প্রশাসনের। ঘটনার পর থেকে গত ৩২ দিন অভিযুক্ত স্থানীয় দেলোয়ার, বাদল, কালাম ও তাদের সহযোগীরা নির্যাতিতা গৃহবধূর পরিবারকে কিছুদিন অবরুদ্ধ করে রাখে। একপর্যায়ে তার পুরো পরিবারকে বসত বাড়ি ছাড়তে বাধ্য করলে পুরো ঘটনা দীর্ঘদিন স্থানীয় এলাকাবাসী ও পুলিশ প্রশাসনের অগোচরে থাকে। পরে ঘটনার জানাজানি হলে পুলিশ ও র্রাব কয়েক দফায় অভিযান পরিচালনা করে প্রধান আসামিসহ এপর্যন্ত ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে

Thursday 1 October 2020

শত পরিবারের চলাচলের পথ অবরুদ্ধ : কুমিল্লার সময়





লালমাই প্রতিনিধি : 
কুমিল্লার লালমাই উপজেলার ভাবকপাড়া গ্রামে চলাচলের রাস্তা বন্ধ করায় শত পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। আলী আশ্রাফ নামে তাদের এক প্রতিবেশীর বিরুদ্ধে রাস্তাটি বন্ধের অভিযোগ পাওয়া গেছে। রাস্তাটি বন্ধ করায় পরিবারগুলো চলাচলে বিড়ম্বনায় পড়েছে।
গত বুধবার সরেজমিনে দেখা যায়, ভাবকপাড়া পশ্চিমপাড়া সওদাগর বাড়ির চলাচলের জন্য শতবর্ষী  একটি মাটির রাস্তা। নতুন টিনশেড ঘর নির্মাণ করে এবং রাস্তা কেটে পানিতে ফেলে রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে ও রাতের অন্ধকারে পাকা দেয়াল তুলে পথ বন্ধ করে দিয়েছে । টিনের ঘর সংলগ্ন আড়াআড়িভাবে বাঁশ দিয়ে বেড়া দেওয়া হয়েছে। এতে পুরো রাস্তাটি বন্ধ হয়ে গেছে।
চলাচলের পথ বন্ধ হওয়ায় স্হানীয়দের পাশাপাশি ভোগান্তি পোহাতে হচ্ছে ওই বাড়িতে আয়েশা বিনতে কালাম নুরানি হাফেজিয়া মহিলা মাদরাসার একশত বিশ জন ক্ষুদে শিক্ষার্থী সহ বিভিন্ন স্কুলগামী শিক্ষার্থীরা। 
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানাগেছে, পুরো রাস্তাটির দৈর্ঘ্য ছিল ৯০ ফুট ও প্রস্থ ৫ ফুট। শত বছর ধরে ওই সব পরিবার রাস্তাটি দিয়ে চলাচল করত। হঠাৎ গত এপ্রিল মাসে প্রতিবেশী আলী আশ্রাফ রাস্তাটিতে একটি টিনশেডের ঘর নির্মাণ করেন। পরিবারগুলো বাধা দিতে গেলে তিনি রাস্তার মধ্যে আড়াআড়িভাবে আরও একটি বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেন। উপজেলা চেয়ারম্যান সহ স্হানীয় ইউপি চেয়ারম্যান সংকট নিরসনের লক্ষ্যে বেশ কয়েকবার সালিসি বৈঠকের আহবান করা হলেও এড়িয়ে যান আলী আশ্রাফ। উল্টো মামলা ঠুকে দেন। বিভিন্ন দফতারে অভিযোগ করে রাস্তাটি উন্মুক্ত করার কথা বলা হলেও ছয় মাস যাবৎ রাস্তাটি উন্মুক্ত না করায় তারা মানবেতর জীবন যাপন করছেন।
বিকল্প কোনো রাস্তা না থাকায় এই একশত পরিবারের সদস্যরা বেকায়দায় পড়েছেন। ওই বাড়িতে কোন লোক মারা গেলে আধা কিলোমিটার ঘুরে মাঠ দিয়ে এনে দাফন কাফন করতে হয়। 
এব্যাপারে প্রবাসী আবুল কালামের স্ত্রী হনুফা বেগম বলেন আমাদের চলাচলের পথ অবরুদ্ধ করে রেখেছে। মাদরাসার শিক্ষার্থী সহ আমরা সকলে দুর্ভোগ পোহাচ্ছি। আমরা এর প্রতিকার চাই। এলাকার সচেতন মহল বিষয়টি নিরসনের জন্য প্রশাসনের উদ্ধতন কতৃপক্ষের হস্থক্ষেপ কামনা করেছেন।
অভিযুক্ত আলী আশ্রাফ বলেন রাস্তার জায়গার মালিক আমরা এজন্য রাস্তা বন্ধ করে রেখেছি।