Tuesday 31 March 2020

লালমাইয়ে নিরাপদ দূরত্ব মানছে না মানুষ : কুমিল্লার সময়


 
লালমাই প্রতিনিধি : করোনা ভাইরাস সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধিতে প্রশাসন সামাজিকভাবে নিরাপদ দূরত্বে  থাকার জন্য গণবিজ্ঞপ্তি প্রচার করলেও অনেকেই তা মানছেন না। বিশেষ করে উপজেলার বাগমারা বাজার, ভূশ্চি বাজার, গৈয়ারভাঙ্গা বাজার ও আলীশ্বর বাজার, হরিশ্চর চৌরাস্তা, আটিটি বাজার মফস্বলের দোকানপাঠ গুলোতে এ নিয়মের বালাই নেই। এছাড়া সুযোগ বুঝে বিকাল ও সন্ধ্যায় কিছু কিছু মোড়ে ও পাড়া মহল্লায় নিরাপদ দূরত্ব বজায় না রেখে চলছে আড্ডা। উপজেলা প্রশাসন  সংক্রমণ প্রতিরোধে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী মাইকিংয়ের মাধ্যমে প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার নির্দেশনা দিয়ে যাচ্ছে।

কুমিল্লায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত : কুমিল্লার সময়



তমাল বণিক : চট্টগ্রাম থেকে স্বামীকে নিয়ে নিহত পিতাকে শেষবারের মতো দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও গাড়ী চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার দৌলতপুর-মাধবপুর সড়কের কোরবানপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার সকাল আনুমানিক ১১টা ১৫ মিনিটে কালাে রংয়ের একটি প্রাইভেটকার (চট্ট-মেট্রা-গ-১২-৩৬৯৯) নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ডুবে যায়। স্থানীয় লোকজন দীর্ঘক্ষণ চেষ্টা করে গাড়ী থেকে ৩ জনকে মৃত উদ্ধার করে। নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের জুলাইপাড় গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (২৭), তার স্ত্রী পারভীন আক্তার (২৩) এবং গাড়ী চালক নোয়াখালীর কবিরহাট উপজেলার সোনাদিয়া গ্রামের আবুল বাশারের ছেলে আব্দুর রহমান (২৮)।
জানা যায়, নিহত পারভীন আক্তার তাঁর স্বামী সাদ্দাম হোসনের সাথে চট্টগ্রাম বসবাস করতেন। সম্প্রতি তার বয়স্ক পিতা আবুবকর ছিদ্দিক (১০২) অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন। এ সংবাদ পিতাকে দেখতে স্বামী সাদ্দাম হোসেনকে নিয়ে চট্টগ্রাম থেকে প্রাইভেট যোগে নবীনগর যাচ্ছিলেন। কি সড়ক দুর্ঘটনায় পানিতে ডুবে ৪ বছরের দাম্পত্য জীবনের সলিল সমাধি ঘটে বাঙ্গরা বাজার থানার কোরবানপুর গ্রামে। নিহত দম্পত্তির কোনো সন্তানিধি নাই।
এ বিষয়ে নিহত পারভীন আক্তারের চাচাতো ভাই জাকির হােসেন জানান, গুরুতর অসুস্থ আমার চাচা ছিদ্দিকুর রহমান বার্ধ্যকজনিত কারণে মঙ্গলবার গাড়ীর দুর্ঘটনার দেড় ঘন্টা পর দুপুর আনুমানিক ১টায় ঢাকার একটি হসপিটাল চিকিৎসাধীন অবস্থা মারা যায়।
বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ঘটনাস্থল থেকে ৩টি লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। শুনছি পারভীন আক্তার তার অসু্স্থ পিতাকে দেখতে যাওয়ার পথে স্বামীসহ মারা যান এবং তাঁর পিতাও বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ইন্তেকাল করেন। ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। এ রিপোর্ট লেখা পর্যান্ত নিহতের পরিবারের কোনো লোকজন থানায় আসেনি। আসলে তাদের সাথে আলোচনা করে যথাযথ ভাবে লাশ হস্তান্তর করা হবে।

লালমাইয়ে করোনা সচেতনতায় তৎপর আশার আলো স্বেচ্ছাসেবী সংগঠন : কুমিল্লার সময়






প্রদীপ মজুমদার : কুমিল্লার লালমাই উপজেলার করোনাভাইরাস সচেতনতায় তৎপর মানবিক সংগঠন ‘আশার আলো' স্বেচ্ছাসেবী সংগঠন। আজ ৩১ মার্চ করোনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে মাস্ক বিতরণ, বেসিন স্থাপন, জীবানুনাশক স্প্রে, সাবান সামাজিক দূরত্ব বজায় রাখতে সুরক্ষারেখা সহ বিভিন্ন উদ্যোগ অব্যাহত রেখে সাড়া জাগিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনটি। 
 
জানা যায়, বাংলাদেশে করোনার প্রভাব শুরু হওয়ার পরপরই লালমাইয়ে 'আশার আলো' সংগঠনের অন্যতম সদস্য আবু জাফর মোঃ সালেহ্ ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ সদস্য অহিদুর রহমান মাসুমের নেতৃত্বে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লালমাইতে শ্রমজীবি মানুষের মধ্যে  মাস্ক বিতরণ, জনবহুল স্থানে কয়েকটি হ্যান্ডওয়াশিং বেসিন স্থাপন, গুরুত্বপূর্ণ স্থান ও যানবাহনে এক হাজার লিটার জীবানুনাশক স্প্রে, হাত ধোয়ার সাবান বিতরণ করা হয়েছে। 
 
প্রতিদিনই সংগঠনের স্বেচ্ছাসেবীরা যানবাহন, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ সহ বিভিন্ন বাসা-বাড়িতে জীবানুনাশক ছিটানো অব্যাহত রেখেছে।

এসময় উপস্থিত ছিলেন পেরুল উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল বাশার, ইউনিয়ন আওয়ামী লীগের সহ- সভাপতি এনামুল হক বাচ্ছু, হরিশ্চর চৌরাস্তা ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মোঃ শাহজাহান, সমাজ সেবক আবদুর রশীদ মিয়াজী, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আরিফুল হোসেন সৈকত, যুগ্ন আহবায়ক কাজী রবিউল হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কৌশিক আহমেদ, যুগ্ম আহ্বায়ক মহিনউদ্দীন ও ওমর ফারুক,
ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহম্মদ সানি, সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম প্রমুখ।
  

সহসা শ্রমজীবি মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ সহ করোনা প্রতিরোধক আরো বেশ কিছু পরিকল্পনা রয়েছে' আশার আলো' স্বেচ্ছাসেবী সংগঠনটির । 

Monday 30 March 2020

লালমাইয়ে ত্রাণ বিতরণে করোনা প্রতিরোধ কমিটির বিশেষ সভা : কুমিল্লার সময়



মোঃ নাছির আহাম্মেদ : কুমিল্লা জেলার লালমাই উপজেলায় করোনা ভাইরাসের কারনে কর্মহীন দিনমজুর সহ অসহায় মানুষদের সরকারি ত্রান বিতরনের সিদ্ধান্ত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কে. এম. ইয়াসির আরাফাতের সভাপতিত্বে আজ(সোমবার) বিকেল ৪.৩০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
এই সময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো আবদুল মালেক, লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার  মো মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা  মো মনিরুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্হিত ছিলেন।

সভায় নভেল করোনা ভাইরাসজনিত সংক্রমণ প্রতিরোধে ও অসহায় মানুষকে সাহায্যের লক্ষে লালমাই উপজেলায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ এমপি নির্দেশনায় সরকারী ত্রাণ বিতরণে অগ্রাধিকার ভিত্তিতে দৈনিক আয়ের ভিত্তিতে যাদের সংসার চলে। 
অর্থাৎঃ ভিক্ষুক, ভবঘুরে, দিনমজুর, রিক্সাচালক, ভ্যানচালক, পরিবহন শ্রমিক, কৃষি শ্রমিক, রেস্টুরেন্ট শ্রমিক, ফেরীওয়ালা, চায়ের দোকানদার

এদের সবাইকে অগ্রাধিকার ভিত্তিতে ত্রাণ প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয়।
ইউএনও বলেন,আপনার এলাকায় যাতে এ সুবিধা সংশ্লিষ্ট সবাই পায় সেদিকে খেয়াল রাখুন।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান,

ইউপি মেম্বারগণকে

তথ্য দিয়ে সহযোগিতা করুন।

লালমাইয়ের জামিরায় অসহায় মানুষের পাশে আবদুল খালেক মজুমদার : কুমিল্লার সময়





ডেস্ক রির্পোট : আজ ৩০ মার্চ সোমবার কুমিল্লায় লালমাই উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের জামিরা গ্রামে জামিরা মহিলা দাখিল মাদ্রাসা'র প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো: আবদুল খালেক মজুুমদার এর ছোট ছেলে আলহাজ্ব ছায়েদুল হক মজুুমদার (শাহীন) এর নিজ অর্থায়নে করোনাভাইরাসে দুরাবস্থায় নিজ গ্রামে গরীব-অসহায় মানুষের মাঝে চাল, ডাল, তেল, লবন, সাবান ও আলুসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন। মহামারী এ দূর্যোগ মোকাবেলায় দৈনন্দিন খেটে খাওয়া মানুষ যাতে দূর্ভোগে না পড়ে সেজন্য প্রধানমন্ত্রীর অসহায়দের পাশে দাঁড়ানোর নির্দেশমতে ওই খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় আলহাজ্ব আবদুল খালেক মজুমদার বলেন, করোনা ভাইরাস সম্পর্কে সমাজের প্রত্যেকটি মানুষকে সচেতন হতে হবে। এছাড়া দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং তাদেরকে সাহায্য করতে হবে। তিনি আরও বলেন, সবাই সতর্কতা মেনে চলুন, নিজে বাঁচুন ও অন্যকে বাঁচতে দিন।
স্থানীয় মেম্বার মো: সফিকুর রহমান বলেন, সবাই দূরত্ব বজায় রাখুন, কাজ না থাকলে বাড়ির বাহিরের যাবেন না। 
এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রনেতা মো: এনামুল হক মজুুমদার সহ অন্যরা।

তিতাসে ছাত্রলীগ নেতার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ : কুমিল্লার সময়





হালিম সৈকত : কুমিল্লা ২ আসনের সংসদ সদস্য সিআইপি সেলিমা আহমাদ মেরীর নির্দেশে তিতাস উপজেলা ছাত্রলীগ নেতা তোফাজ্জল হোসেন সাদ্দামের ব্যক্তিগত অর্থায়নে কর্মহীন বেকারদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।  
৩০ মার্চ সোমবার দুপুর ২ টায় খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার। 

প্রধান অতিথি পারভেজ সরকার বলেন, হোমনা তিতাসের গণ মানুষের নেত্রী সেলিমা আহমাদ মেরীর নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি। নেত্রী বলেছেন কেউ না খেয়ে থাকবে না। প্রতি সপ্তায় আমরা খাবার পৌছে দিব। তবে আমি সকল বিত্তবানদের অনুরোধ করব প্রত্যেকে নিজ  নিজ উদ্যোগে কর্মহীনদের সহায়তায়তায় এগিয়ে আসুন। 
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক ও কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহসীন ভূইয়া,  উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, বলরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নুর নবী ও তিতাস উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম প্রমুখ। 
১৫৫টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণ ও আলুসহ একটি প্যাকেজে সকলকে এ খাদ্য সামগ্রী  পৌছে দেয়া হয়।

লালমাইয়ে অসহায়দের পাশে রিপন ষ্টীল ফার্নিচার : কুমিল্লার সময়



প্রদীপ মজুমদার : লালমাই উপজেলার বাগমারা বাজারের বিশিষ্ট্য ব্যবসায়ী রিপন ষ্টীল ফার্নিচারের স্বত্বাধিকারী ও বাগমারা উত্তর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার নিজ অর্থায়নে করোনায় কর্মহীন অসহায় গরীব মানুষের মাঝে চাল, ডাল,তেল, পেয়াজ, আলু,লবণ সহ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।


আজ ৩০ মার্চ সোমবার সকালে তার নিজ গ্রাম মনোহরপুর সহ আশপাশের কয়েকটি গ্রামের ৮০টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। করোনা মহামারী সারাদেশের ন্যায় লালমাইতেও লকডাউন চলছে। এ অবস্থায় দৈনন্দিন খেটে খাওয়া মানুষ যাতে দূর্ভোগে না পড়ে সে জন্য প্রধানমন্ত্রীর অসহায়দের পাশে দাড়ানোর নির্দেশ মত রিপন ষ্টীল ফার্নিচার এর মালিক মোঃ আবুল বাশার ওই খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ ব্যাপারে মোঃ আবুল বাশার বলেন, অসহায় মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে কোন মানুষ যাতে অভুক্ত না থাকে সে জন্য আমি নিজ উদ্যোগে ও নিজ অর্থায়নে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।


আগামীদিনেও  আমরা যেকোন দূর্যোগে মানুষের পাশে থাকবে বলে জানান তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আবুল হাশেন,আবুল খায়ের,হাজী আবদুল মমিন,রুবেল ও ছাত্রলীগ নেতা আরিফ আহাম্মেদ প্রমুখ।

Sunday 29 March 2020

বিরামহীন ছুটে চলা করোনা মোকাবেলায় লাকসামের ইউএনও-এসি লেন্ড : কুমিল্লার সময়





লাকসাম প্রতিনিধি : করোনা মোকাবিলায় বিরামহীন ছুটে চলে মানুষের দুঃখ লাগবে কাজ যাচ্ছেন কুমিল্লা লাকসামের উপজেলা নির্বাহী কর্মকর্তা একে এম সাইফুল আলম ও সহকারী কমিশনার (ভূমি) উজালা রানী চাকমা৷
তারা দুজন পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষে করোনা ভাইরাসের সতর্কতা বানী নিয়ে ছুটছেন মানুষের দারেদারে৷
বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশে করোনা ভাইরাসের প্রকোপ যেন ব্যাপক ভাবে ছড়িয়ে না পড়ে সে জন্য সামাজিক দূরত্ব বজায় রাখতে জনসমাগম ও জরুরী প্রয়োজনীয় দোকান ছাড়া সরকারী নির্দেশ অনুযায়ী সব বন্ধ ঘোষণা করেন।


অপরদিকে সরকারী নির্দেশনা অনুযায়ী দোকান পাট বন্ধ রয়েছে কিনা, ঔষধ, কাচাঁ বাজার ও নিত্য পন্যের দাম বেশী নিচ্ছে কিনা? সাধারন মানুষ সামাজিক দূরত্ব বজায় রাখজে কিনা? রাস্তায় গণপরিবহন চলছে কিনা? গণজামায়েত হচ্ছে কিনা? এসব ব্যাপারে নিজ প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশ প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহীনির সহযোগিতায় সকল বিষয়ে নজরদারি করছেন লাকসামের এই দুই শীর্ষ সরকারী কর্মকর্তা৷
তাঁরা কখনোও বিনয় কখনো কঠোর হয়ে সাধারন মানুষকে বুঝাতে চেষ্টা করে যাচ্ছেন করোনার ভয়াবহতা৷ গত সপ্তাহে অসাধু ব্যবসায়ীদের জরিমানা করেছেন, ক্রেতাদের কাছ থেকে বিনা কারনে দ্রব্য মূল্যর দাম বেশী নেওয়ায়৷

বিদেশ ফেরত সবার বাড়ী বাড়ী গিয়ে হোমকোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছেন৷ আবার যারা সরকারী নির্দেশ মানছেনা, তাদেরকে জরিমানা করে সর্তক করা হয়েছে৷
সব মিলিয়ে মানবতার সেবায় তাদের দায়িত্ব সঠিক ভাবে পালনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে স্থানীয়দের মত৷ তবে এই দুই কর্মকর্তা গ্রামের চা দোকান গুলোতে গণজমায়েত বন্ধে হিমসিম খাচ্ছেন বলেও অনেকে মত প্রকাশ করেছেন৷

বাহরাইনে এক বাংলাদেশী করোনা আক্রান্ত: কুমিল্লার সময়





বাহরাইন হতে আবদুল কাদের রিপন :  বাহরাইনে করোনা আক্রান্ত হয়েছেন এক বাংলাদেশী শ্রমিক । জানা যায় আক্রান্ত ব্যক্তি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার দেবপুর গ্রামের বেলায়েত হোসেন। বর্তমানে তিনি বাহরাইনের সিতরা এলাকা সরকারি হোম কোয়ারান্টিনে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৮ মার্চ শনিবার তার স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে করোনা ভাইরাসের আক্রান্ত নিশ্চিত করেছেন বাহরাইনের স্বাস্থ্য বিভাগ। তিনি বাহরাইনের জেসরা এলাকায় একটি হাউসে কাজ করতেন বলে জানা যায়।

বিনা মূল্যে মাস্ক বিতরন ও পরিষ্কার পরিছন্নতা অভিযান: কুমিল্লার সময়





মাসুদ রানা : আজ ২৯ শে মার্চ লালমাই উপজেলার ভূলইন (দঃ) ইউনিয়নের আমুয়া গ্রামের সূর্য সন্তানদের উদ্যোগে গ্রামবাসির মাঝে বিনামূল্য মাস্ক বিতরন করা হয়। তাছাড়া জীবাণুমুক্ত করার জন্য প্রতিটা রাস্তা, মসজিদ ও দোকানসহ গ্রামের বিভিন্ন স্থানে স্প্রে করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন প্রভাষক আমান উল্যাহ আমান, প্রবাসী আবদুল হালিম, লালমাই প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক  মাসুদ রানা, আমির হোসেন, ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ,  গোলাপ হোসেন, তাপস চন্দ্র সিংহ, আনোয়ার, কাদের ও আরিফ প্রমুখ।
তাদের এই উদ্যোগের কথা জানতে চাইলে প্রভাষক আমান উল্যাহ আমান বলেন, আমরা ফেইসবুক মেসেঞ্জারের মাধ্যমে একটা গ্রুপ খুলেছি, যার মাধ্যমে আমরা আমাদের কার্যক্রমগুলো তুলে ধরি এবং প্রত্যেকে আলাদাভাবে কাজ করে থাকি। আমাদের উদ্দেশ্য হচ্ছে করোনা ভাইরাস সম্পর্কে সমাজের মানুষগুলোকে সচেতন করা এবং দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।
ইনশাআল্লাহ আশা করি, আমাদের উদ্যোগে সবাই সাড়া দেবে এবং নিজ নিজ এলাকায় আপনারা সবাই কাজ করবেন। সবশেষে আমান উল্যাহ বলেন, আপনারা যারা আমাদেরকে উৎসাহ দিয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই, প্রবাসী আবদুল হালিম বলেন, দরিদ্র মানুষের পাশে আমরা দাঁড়াবো এবং তাদেরকে সাহায্য করবো। তবে আপনাদেরকে বলবো সব সময় সতর্কতা মেনে চলুন, নিজে বাঁচুন ও অন্যকে বাঁচতে দিন।
কাজী মাসুদ রানা বলেন, দূরত্ব বজায় রাখুন, কাজ না থাকলে বাড়ির বাহির হবেন না। সবশেষে মেসেঞ্জারে সবাইকে একটিভ থাকতে বলেন।

লালমাইয়ে মুক্তিযোদ্ধা কমান্ডারের অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ: কুমিল্লার সময়



প্রদীপ মজুমদার : কুমিল্লার লালমাই উপজেলার বাগমারায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বিশিষ্ট্য ব্যবসায়ী আমিনুল হক আমিন নিজ অর্থায়নে করোনায় দুরাবস্থায় গরীব-অসহায় মানুষের মাঝে চাল, ডাল,তেল, সাবান আলুসহ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। আজ রবিবার সকালে বাগমারা বাজার ও তার নিজ গ্রাম পশ্চিম নোয়াগাঁও সহ উপজেলার বিভিন্ন  গ্রামের ৩০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
মহামারী দূর্যোগ করোনায় সারাদেশের ন্যায় লালমাইতেও লকডাউন চলছে। এ অবস্থায় দৈনন্দিন খেটে খাওয়া মানুষ যাতে দূর্ভোগে না পড়ে সে জন্য প্রধানমন্ত্রীর অসহায়দের পাশে দাড়ানোর নির্দেশ মত বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন ওই খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ ব্যাপারে আমিনুল হক আমিন বলেন, আমার উপজেলার কোন মানুষ যাতে অভুক্ত না থাকে সে জন্য আমি নিজ উদ্যোগে ও নিজ অর্থায়নে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আগামীদিনেও  আমরা যেকোন দূর্যোগে মানুষের পাশে থাকবে বলে জানান তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন" রবি 'কুমিল্লা জেলা ডিস্ট্রিবিউটর গোলাম কিবরিয়া মিন্টু,সাইফুল হক, ইঞ্জিনিয়ার আশিকুর রহমান, ছাত্রলীগ নেতা নুর হোসেন প্রমুখ।

Saturday 28 March 2020

৫৬ শ্রমিকের ৮দিনের খাবারের দায়িত্ব নিলেন কুমিল্লার ডিসি : কুমিল্লার সময়






জুয়েল রানা : করোনা ভাইরাস প্রতিরোধে সরকার কর্তৃক ঘোষিত ১০দিনের লক ডাউনে কুমিল্লা সদর দক্ষিণের বিজয়পুরে আটকা পড়েছে উত্তরবঙ্গের ৫৬ জন শ্রমিক। তাদের হাতে নগদ টাকা না থাকায় দু’দিন ধরে ঠিকমত খেতেও পারছিলেন না। বিষয়টি নিয়ে ২৮ মার্চ বিকাল ৪টায় নিউজ২৪ টিভিতে লাইভ প্রচার হয়। এরপর ২৮ মার্চ শনিবার রাতে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর বিজয়পুরে ছুটে যান এবং আটকাপড়া শ্রমিকদের থাকা ও খাবারের ব্যবস্থা করেন। জেলা প্রশাসক জানান, ৪ এপ্রিল পর্যন্ত শ্রমিকদের ৩ বেলা খাবার আমরা জেলা প্রশাসনের উদ্যোগে চালিয়ে যাব। শ্রমিকরা বিজয়পুর উচ্চ বিদ্যালয়ে রাত্রিযাপন করবেন।
তাদের চিকিৎসার প্রয়োজন হলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ব্যবস্থা নিবেন। পুরো বিষয়টি মনিটরিং করবেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, ইউএনও মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন ও বারপাড়া ইউপি চেয়ারম্যান সেলিম আহমেদ। আটকাপড়া শ্রমিকদের বাড়ী রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড় ও লালমনিরহাট জেলার বলে জানা গেছে। তারা কুমিল্লাসহ নোয়াখালী ও লক্ষীপুর জেলার বিভিন্ন গ্রামে দিনমজুরের কাজ করত।

লালমাইতে ইউএনও কতৃক সরকারী জরুরী খাদ্য সামগ্রী বিতরণ : কুমিল্লার সময়





কুমিল্লার লালমাই উপজেলা নির্বাহী অফিসার কে এম ইয়াসির আরাফাত আজ উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে প্রতিবন্ধী, দিনমজুর, অসহায় মানুষদের মাঝে জেলা প্রশাসক কর্তৃক প্রেরিত সরকারি জরুরী খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় লালমাই থানা অফিসার ইনচার্জ মোঃ আইয়ুব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রী বিতরণ করলে অসহায় প্রতিবন্ধীরা ইউএনও এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

চান্দিনায় ভুয়া নারী ম্যাজিস্ট্রেটসহ আটক-৪ : কুমিল্লার সময়





স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের তীরচর গ্রামে করোনা সতর্কতায় দোকান খোলার অপরাধে দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নামে প্রতারণায় সময় এক ভুয়া নারী ম্যাজিস্ট্রেটসহ চারজনকে আটক করে গ্রামবাসী।

শুক্রবার (২৭ মার্চ) রাত ৯টায় চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের তীরচর গ্রামে চার প্রতারকদের ভুয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় তাদেরকে আটক করা হয়।

এদের মধ্যে তিন ভুয়া ডিবি পুলিশও রয়েছে। পরে তাদেরকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয় উত্তেজিত গ্রামবাসী।

আটককৃতরা হলো কুমিল্লার দেবীদ্বার উপজেলার চুলাশ গ্রামের মো. ফারুক এর স্ত্রী মনি (২৯)। সে নিজেকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলে পরিচয় দেয়। মো. আয়েত আলীর ছেলে ফারুক (৩৬), একই গ্রামের জাফর আলীর ছেলে লিটন (৪২) এবং অপরজন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার কাশিমনগর গ্রামের জজ মিয়ার ছেলে রহমান আলী (৩৫)। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। তবে তাদের কাছ থেকে অপরাধ জগত পত্রিকার সাংবাদিক পরিচয়পত্র উদ্ধার করে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউপি সদস্য মামুনুর রশিদ জানান, তীরচর গ্রামের মাদরাসাসংলগ্ন এলাকায় বাবুল মিয়ার মুদি দোকানের সামনে এসে একটি মাইক্রোবাস থামে। গাড়ি থেকে নেমে তারা দোকানদার বাবুলকে আটক করে। চলমান করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে কেন দোকান খোলা রাখল সে জন্য দোকানিকে এক লাখ টাকা জরিমানা করে প্রতারকদের ওই ভ্রাম্যমাণ আদালত! গ্রামের সহজ-সরল ও নিরীহ দোকানদার বাবুল মিয়া এক লাখ টাকা দিতে ব্যর্থ হলে তাকে গাড়িতে তুলে নেয় প্রতারকচক্র। আমি ঘটনাস্থলে এসে ওয়ার্ড মেম্বার হিসেবে পরিচয় দিয়ে তাদের পরিচয় জানতে চাইলে ওই নারী নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুরুষরা পুলিশ পরিচয় দেয়। আমি তাদের পরিচয়পত্র দেখতে চাইলে তারা এলোপাতাড়ি কথা বলতে শুরু করে। পরে গ্রামের উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়।

চান্দিনা থানার ওসি মো. আবুল ফয়সল বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ইউপি সদস্য (ওয়ার্ড মেম্বার) মামুন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
সকালে আদালতে পাঠানো হয়েছে।

লাকসামে পূর্ব শত্রুতার জেরে ৫ জনকে পিটিয়ে জখম:কুমিল্লার সময়






লাকসাম প্রতিনিধি : কুমিল্লার লাকসামে পূর্ব বিরোধকে কেন্দ্র করে বসতঘরে হামলা-লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক পরিবারের ৩জন সহ ৫জন গুরুতর আহত হয়েছে। গত ২৫ মার্চ বুধবার সন্ধ্যায় উপজেলার বাটিয়াভিটা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় লাকসাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘাটার নোয়াগাঁও গ্রামের কালাম মিয়ার ছেলে আলমগীর হোসেন, নুরু মিয়া, বাতাবাড়িয়া গ্রামের নুরুল হকের ছেলে আনোয়ার হোসেন ও সুমন মিয়ার সাথে বিভিন্ন বিষয়াদি নিয়ে বাটিয়াভিটা গ্রামের মৃত নুর মিয়ার ছেলে আব্দুর রহিমের বিরোধ চলে আসছে। পূর্ব বিরোধকে কেন্দ্র করে ২৫ মার্চ বুধবার সন্ধ্যায় তারা বাতাবাড়িয়া গ্রামের অজিউল্লাহ ও শাহাদাত হোসেনকে সাথে নিয়ে আব্দুর রহিমের ছেলে তুহিন (১৭) এর উপর হামলা চালায়। তুহিনের ডাক শুনে তার পিতা আব্দুর রহিম, মা নুরুন্নাহার, ফুফাতো ভাই কাউসার হোসেন ও প্রতিবেশী রবিন এগিয়ে এলে হামলাকারীরা তাদেরকেও আক্রমন করে। এসময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করা হয়। পরে হামলাকারীরা আব্দুর রহিমের বসত ঘরে প্রবেশ করে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে। আহতদের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হতে দেখে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা আশংকাজনক দেখে প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে। আহত কাউসারের অবস্থা শোচনীয়।
এ বিষয়ে জানতে অভিযুক্তদেরকে একাধিকবার মোবাইল ফোনে চেষ্টা করে বক্তব্য নেয়া যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিৎ করে লাকসাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নজরুল ইসলাম বলেন, ভুক্তভোগী আব্দুর রহিম লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Friday 27 March 2020

লালমাইয়ে রিদম ফার্নিচারের উদ্যোগে কর্মহীনদের মাঝে খাদ্য বিতরণ

 



প্রদীপ মজুমদার  : কুমিল্লার লালমাই উপজেলার ফার্নিচার ব্যবসায়ী রিদম ফার্নিচারের উদ্যোগে করোনার কারণে কর্মহীন হয়ে পড়া লোকদের মাঝে খাদ্য বিতরণের খবর পাওয়া গেছে। উপজেলার জগতপুর, ভোরা,নিশ্চিন্তপুর,হরিশ্চর এলাকায় দেড় শতাধিক কর্মহীন দরিদ্র লোকজনের মধ্যে চাল,  ডাল, আলু,  পিয়াজ করে বিতরণ করা হয়। অসহায় কর্মহীন মানুষ খাবার হাতে পেয়ে খুব খুশি হন।    ফার্নিচার ব্যবসায়ী রিপন বৈষ্ণব ও আকাশ বৈষ্ণব গতকাল এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন স্হানীয় মেম্বার মুকসুদ আলী, অমর বৈষ্ণব প্রমুখ।

কুমিল্লায় কিশোরীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ: কুমিল্লার সময়





কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় এক কিশোরীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত ২৬ মার্চ সন্ধ্যা ৭টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার বারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ধর্ষিতা ঐ কিশোরীর বাড়ী কুমিল্লা জেলার  নাঙ্গলকোট উপজেলায়। সে বারপাড়া গ্রামে লিটন মিয়ার বাসায় ভাড়া থাকে। এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী লিটন মিয়া জানান, আমার বোনকে বারপাড়ার আনিস সহ আরো তিন যুবক খালি জায়গা থেকে তুলে নিয়ে এক বিল্ডিংয়ে প্রবেশ করে এবং সেখানে হাত পা বেধে ধর্ষন করে। বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে আমাদেরকে প্রানে মারার হুমকি প্রদর্শন করে। আমার বোনের অবস্থা খারাপ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ আমার বোনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাপাতালে ভর্তি করে। এখনো হাসপাতালে আমার বোন চিকিৎসাধীন রয়েছে। 
প্রত্যেক্ষদর্শী আবুল কাশেম নামে এক যুবক জানান, আমি ঐ ভবনে ভাড়া থাকি। মেয়েটিকে জোরপূর্বক ৪টি ছেলে তুলে নিয়ে তাকে একটি রুমের ভেতর থেকে দরজা বন্ধ করে ফেলে। আধা ঘন্টা পরে তারা বের হয়ে আসে। পরে ঐ মেয়ের মুখ থেকে জানতে পারি আনিস নামে এক যুবক তাকে ধর্ষন করেছে। 
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল হক জানান, ঘটনার পর স্থানীয়দের ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মেয়েটির চিকিৎসার ব্যবস্থা করি। ভিকটিমের বড় ভাই থানায় মামলা দায়ের করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করছি।

Thursday 26 March 2020

লালমাই উপজেলা প্রশাসনের স্বাধীনতা দিবস উদযাপন : কুমিল্লার সময়






স্বাধীনতার ৪৯তম বার্ষিকী। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। ১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিলেন দেশবাসীকে। সেই ঘোষণার আলোকেই মরণপণ লড়াই এবং রক্তসমুদ্র পাড়ি দিয়ে বীর বাঙালি জাতি ছিনিয়ে আনে জাতীয় ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন– স্বাধীনতা। সেই স্বাধীনতার আজ ৪৯ বছর।

করোনাভাইরাসের প্রকোপের কারণে এ বছর বাতিল করা হয়েছে স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠান। এবারের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সব ধরনের জনসমাগম ও অনুষ্ঠান আয়োজন থেকে সবাইকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৫ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব বিষয় উল্লেখ করেন।


তারই ধারাবাহিকতায় কুমিল্লা জেলার লালমাই উপজেলায় জনসমাগম এড়িয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২০ উদযাপন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার, কে এম ইয়াসির আরাফাত এর নেতৃত্বে সকাল ৮ টায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব, উপজেলা আওয়ামিলীগের সহ- সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।

মহান স্বাধীনতা দিবস আজ : কুমিল্লার সময়





 

কুমিল্লার সময় ডেক্স: স্বাধীনতার ৪৯তম বার্ষিকী। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। ১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিলেন দেশবাসীকে। সেই ঘোষণার আলোকেই মরণপণ লড়াই এবং রক্তসমুদ্র পাড়ি দিয়ে বীর বাঙালি জাতি ছিনিয়ে আনে জাতীয় ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন– স্বাধীনতা। সেই স্বাধীনতার আজ ৪৯ বছর।

সুদীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দুইশ’ বছরের ব্রিটিশ-বেনিয়া শাসনের অবসানের পর ২৪ বছর ধরে চলে বিজাতীয় ভাষাভাষী গোষ্ঠীর শাসন-শোষণ ও আগ্রাসন। ’৪৭-এর দেশভাগের পর পাকিস্তানি শাসকদের নানা কর্মকাণ্ডের বিরুদ্ধে বাঙালির সংগ্রামের চেতনার উন্মেষ ঘটতে থাকে। মাতৃভাষার দাবিতে ’৪৮ সাল থেকে শুরু করে ’৫২-এর একুশে ফেব্রুয়ারির রক্তদান, সংগ্রাম-আন্দোলন, ’৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচনে মুসলিম লীগের বিরুদ্ধে রায়, ’৫৬-তে এসে সংবিধানে রাষ্ট্রভাষা বাংলার স্বীকৃতি আদায়, ’৬২-এর শিক্ষা কমিশন আন্দোলন, ’৬৬-এর ৬ দফার মধ্য দিয়ে বাঙালির মুক্তির সনদ ঘোষণা, ’৬৯-এর ছাত্রদের ১১ দফা আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খানের বিদায় এবং ’৭০-এ পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের ধারাবাহিকতায়ই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এসেছে স্বপ্নের স্বাধীনতা।

করোনাভাইরাসের প্রকোপের কারণে এ বছর বাতিল করা হয়েছে স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠান। এবারের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সব ধরনের জনসমাগম ও অনুষ্ঠান আয়োজন থেকে সবাইকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৫ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব বিষয় উল্লেখ করেন।

বাংলাদেশসহ সারা বিশ্বে ছড়িয়ে পড়া করোনা মহামারির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে আমরা এবারের স্বাধীনতা ও জাতীয় দিবস ভিন্নভাবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছি। জনসমাগম হয় এমন ধরনের সব অনুষ্ঠান আয়োজন থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি।’

তিনি বলেন, ‘জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ সব জেলায় শিশু সমাবেশ ইতোমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে। একই কারণে আমরা মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে জনসমাগম না করে টেলিভিশনের মাধ্যমে সম্প্রচার করেছি।’ প্রধানমন্ত্রী বলেন, ‘এবারের স্বাধীনতা দিবস এক ভিন্ন প্রেক্ষাপটে উদযাপিত হচ্ছে। প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গোটা বিশ্ব এখন বিপর্যস্ত।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ অন্যান্য দল এবার কর্মসূচি বাতিল করেছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ ও জনগণকে তাঁর শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি হামিদকে পাঠানো এক বার্তায় বুধবার মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে আমি বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে এবং ২০২১ সালে সুবর্ণজয়ন্তী উদযাপনের আগে আপনারা যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করছেন, তখন আপনাকে ও দেশের জনগণকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।’

Wednesday 25 March 2020

লালমাইয়ে জনসচেতনতায় প্রশাসনের সাথে কাজ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন : কুমিল্লার সময়

 


 
 
লালমাই প্রতিনিধি : বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে প্রতিনিয়তই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।
করোনার সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে নিয়মিত সাবান দিয়ে হাত ধোওয়া জরুরি। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে হাত পরিষ্কার রাখতে হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত নিয়মাবলিতে এই বিষয় গুলির উল্লেখ রয়েছে। তারপরই দেশের সমস্ত প্রশাসন প্রত্যেক নাগরিককে নিয়মিত হাত ধোয়ার কথা ঘুরিয়ে-ফিরিয়ে মনে করে দিচ্ছে, পাশাপাশি ম্যাক্স পড়া, জনসমাগম এড়িয়ে চলা হ্যান্ড শ্যাক না করা এসব বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন । সাধারণ মানুষকে সচেতন করতে বেশ কিছু দিন ধরে উপজেলা প্রশাসনের পাশাপাশি কাজ করছেন কুমিল্লার লালমাই উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। জনসচেতনতা বৃদ্ধির লক্ষে ইউএনও কে এম ইয়াসির আরাফাত এর সাথে কাজ করছেন সংগঠনগুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এসোসিয়েশন, উদ্দীপন বাগমারা, ছাত্রলীগ বাগমারা উত্তর ইউনিয়ন।এছাড়া ব্যক্তি উদ্যোগেও জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছেন অধ্যাপক আলমগীর হোসেন অপু, ডাঃ শাহ আলম, কামাল হোসেন,অপু,রাব্বি প্রমুখ। 
উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক বলেন জনজীবনে যে স্হবিরতা নেমে এসেছে এবং এই করোনা ভাইরাস হতে রক্ষা পেতে পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আমরা এই পরিস্থিতি মোকাবেলায় সর্বদা  সচেষ্ট থাকবো বলে তিনি জানান।

লালমাই উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ হোম কোয়ারান্টাইন সফলভাবে করায় ফুল ও বই উপহার : কুমিল্লার সময়






লালমাই প্রতিনিধি : কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের মোঃ মোস্তফা কামালের ছেলে সৌদি আরব প্রবাসী মোঃ শাহজাহান দুলাল সরকারী নির্দেশনা অনুযায়ী ১৪ দিন হোম কোয়ারান্টাইন সঠিকভাবে সম্পূর্ণ করায় আজ বুধবার তার বাড়ী গিয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও বই উপহার দেন ইউএনও কে এম ইয়াসির আরাফাত। এ সময় আরও উপস্থিত ছিলেন লালমাই থানা অফিসার ইনচার্জ মোঃ আইউব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ জয়াশীষ রায়, স্হানীয় ইউপি চেয়ারম্যান লোকমান হোসেন প্রমুখ। শাহজাহান দুলাল সৌদি আরব থেকে ১৪ দিন আগে বাংলাদেশে আসেন। ইউএনও কে এম ইয়াসির আরাফাত বলেন এভাবে প্রবাসীরা হোম কোয়ারান্টাইন মেনে চললে সকলকেই শুভেচ্ছা জানানো হবে।

Monday 23 March 2020

লাকসামে মার্কেট নির্মানে বাধা-হত্যার হুমকির ঘটনায় থানায় অভিযোগ দায়েরঃ কুমিল্লার সময়



লাকসাম প্রতিনিধিঃ লাকসামে জমি-জমা সক্রান্ত তুচ্চ ঘটনাকে কেন্দ্র করে হামলা, মারধর ও হত্যার হুমকিতে হাজী মফিজুর রহমান নামের এক ব্যাক্তি একই গ্রামের দুই জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে৷ ঘটনাটি ঘটেছে উপজেলার গৌবিন্দপুর ই্উনিয়নের  মোহাম্মদপুর গ্রামে৷

অভিযুক্তরা হলেন একই গ্রামের মৃতঃ তাজুল ইসলামের ছেলে রাসেল হোসেন (৩৫) ও রাজিব হোসেন (২৮)৷ অভিযোগ ও পুলিশ সূত্রে জানাযায়, দীর্ঘ দিন থেকে দু’পক্ষের মধ্যে জমি-জমা সক্রান্ত বিরোধ চলছিলো৷

গত ২২ মার্চ রোববার অভাযুক্তরা ওই ঘটনা সামাজিক ভাবে মিমাংসা করার কথা বলে মফিজুর রহমান (৮০) এবং তার দুই ছেলে মহিন উদ্দিন (৩০) ও মাইন উদ্দিন (২৮)কে জৈনক বেলায়েত হোসেনের বাড়ি ডেকে নিয়ে যায়৷

অভিযুক্তরা ওই স্থানে একটি ঘরে আটক করে মারধর করে৷ তাদের ডাক চিৎকারে আশপাশের লোক জন তাদেরকে উদ্ধার করে বলে অভিযোগে উল্ল্যাখ করা হয়৷

এমতোস্থায় হত্যা হুমকিও প্রদান করে৷ লাকসাম থানার ওসি নিজাম উদ্দিন অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে আইন গত ব্যাবস্থা নেয়া হবে৷

Sunday 22 March 2020

লাকসামে করোনার কারণে ভাড়া মওকুফের ঘোষণা মার্কেট মালিকের : কুমিল্লার সময়



 

প্রদীপ মজুমদার : করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পদক্ষেপ হিসেবে সম্প্রতি হোম কোয়ারেন্টাইনে থাকা নাগরিকদের থেকে বাড়িভাড়া না নেয়ার নির্দেশ দিয়েছিল আফ্রিকার দেশ উগান্ডায়। এবার দেশের গুটিকয়েক জায়গায় বাড়িওয়ালা ভাড়াটিয়াদের এক মাসের ভাড়া মওকুফ করার খবর শুনলেও কোন মার্কেট মালিকের ভাড়া মওকুফের ঘোষণা এটাই প্রথম বলে জানা যায়। এরকম দৃষ্টান্ত স্হাপন করলেন লাকসাম পৌরসভার সর্ববৃহৎ জংশন মার্কেটের মালিক ভাইয়া গ্রুপের পরিচালক মরহুম মহব্বত আলীর ছেলে মুহাম্মদ মহসিন কাউসার ব্যক্তিগত উদ্যোগে এমন পদক্ষেপ নিয়ে তিনি এখন প্রশংসায় ভাসছেন।

আজ রবিবার তিনি ওই মার্কেটের সকল দোকানদারদের ডেকে এমন উদ্যোগের কথা জানান। করোনা ভাইরাস  মোকাবেলায় দোকানদারদের বেচা বিক্রি না থাকায় তিনি তার ৭৫ জন ভাড়াটিয়াদের মার্চ মাসের ১৫ দিনের ভাড়া মওকুফ করে দেয়ার ঘোষণা দেন।

একইসাথে তিনি আশা করেন দেশের অন্যান্য মার্কেট মালিকরাও তার মতো করে দেশের মানুষের পাশে এভাবেই সহযোগীতার হাত বাড়িয়ে দেবেন।

তিনি আরও বলেন ‘করোনাভাইরাস মহামারী আকার ধারণ করার কারণে বাংলাদেশের সবকিছুই স্থগিত হয়ে গেছে। মার্কেট বেচা কেনা না হওয়া, কর্মজীবী মানুষ কর্মস্থলে যেতে পারছে না ,তাই আমি এদেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে আমার মার্কেটের ৭৫ জন ভাড়াটিয়াদের মার্চ মাসের পনের দিনের ভাড়া মওকুফ করে দিলাম ,আমি আশা করি বাংলাদেশের সকল বাড়িয়ালা, মার্কেটের মালিক এই দুর্যোগের সময় ভাড়াটিয়াদের পাশে দাঁড়ানো উচিত। এমতাবস্থায় বাংলাদেশের সকল নাগরিককে ঘরে বসে থেকে কোরানা মোকাবেলায় বাংলাদেশ সরকারকে সহযোগিতা করুন । আল্লাহ এই দুর্যোগ থেকে আমাদেরকে রক্ষা করুন। আমিন।’

Saturday 21 March 2020

মনোহরগঞ্জের গৃহবধূ ও মেয়ের লাশ সোনাইমুড়ী হতে উদ্ধার : কুমিল্লার সময়

 


 
মনোহরগঞ্জ  প্রতিনিধি :নোয়াখালীর সোনাইমুড়ীতে ৩ বছরের শিশু কন্যাসহ বকুল আক্তার নামে এক প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে খবর পেয়ে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ দুইটি উদ্ধার করে থানা পুলিশ। নিহত বকুল আক্তার উপজেলার আলোকপাড়া গ্রামের মৃত আব্দুর রবের মেয়ে।
নিহতের মা সামনা বেগম জানান, উপজেলার মৃত আব্দুর রবের কণ্যা বকুল আক্তারেরর সাথে পাশ্ববর্তী কুমিল্লা জেলার মনোরহগঞ্জ থানার নাহারপাড় গ্রামের শাহজাহানের ছেলে বাহরাইন প্রবাসী আবদুর রহিমের সাথে ২০১২ সালে পারিবারিকভাবে বিবাহ হয়। বিয়ের পর থেকেই পাশুন্ড শ্বশুর শাহজাহান, শাশুুড়ি আয়েশা বেগম ও ননদ শাজেদা আক্তার পারিবারিক বিষয়াটি নিয়ে তার উপর অত্যাচার নির্যাতন চালিয়ে আসছিল। শনিবার সকালে পূর্বের ন্যায় শ্বশুরালয়ের লোকজন তার উপর আবার নির্যাতন শুরু করে। এ সময় তার দুই কণ্যা রুপা আক্তার (৭), ফাতেমা আক্তার (৩) কেও মারধর করা হয়। এক পর্যায়ে পাশুন্ড শ্বশুরালয়ের লোকজন তাদেরকে মারধর করতে করতে তাদের মা-মেয়ে ৩ জনের মুখে বিষ ঢেলে দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তৃব্যরত ডাক্তার বকুল আক্তার ও ফাতেমা আক্তারকে মৃত ঘোষণা  করে। মুহূর্ষুু অবস্থায় রুপা আক্তারকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 খবর পেয়ে সোনাইমুড়ী থানার এসআই ফারুক হোসাইন লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী  করে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সোনাইমুড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সামাদ বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

Friday 20 March 2020

লালমাইয়ে মূল্য বৃদ্ধির দায়ে ৪ ব্যবসায়ীকে জরিমানা : কুমিল্লার সময়






লালমাই প্রতিনিধি : করোনা আতংককে কাজে লাগিয়ে নিত্য পন্যের কৃত্রিম সংকট দেখিয়ে দাম বেশি রাখায় কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজারে ৪ মুদি দোকানিকে জরিমানা করা হয়েছে।শুক্রবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহি কর্মকর্তা ইয়াসির আরাফাতের নেতৃত্বে ভোক্তা অধিকার আইনে চার মুদি দোকানিকে ১৪০০০ টাকা জরিমানা করা হয়েছে।
ইউ এন ও জানান,দেশে নিত্য প্রয়োজনীয় চাল, আটা, ডাল, তেল, পেয়াজ, রসুনসহ সকল প্রকার মালামাল পর্যাপ্ত পরিমান মজুদ আছে, তাই আতংকিত হয়ে অতিরিক্ত দ্রব্য সামগ্রী ক্রয় ও মজুদ না করার জন্য জনসাধারণকে অনুরোধ করছি। 
তিনি আরো বলেন আমি
সুযোগ সন্ধানী ব্যবসায়ীদের সাবধান করছি যেন অহেতুক দাম বৃদ্ধি করে জনজীবন অতিষ্ঠ না করেন। অন্যথায় মোবাইল কোর্টসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ উপজেলায় যে সকল হাট বাজার অবস্থিত তৎসংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,
ইউপি মেম্বার,হাট বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি ও সেক্রেটারীর সমন্বয়ে বাজার মনিটরিং করার জন্য অনুরোধ করা হলো এবং অসাধু ব্যবসায়ীরা পণ্যের দাম বৃদ্ধি করলে
উপজেলা নির্বাহী অফিসার, লালমাই কে অবহিত করার জন্য অনুরোধ করা হল।

সাধারণ জনগণকে আবশ্যিকভাবে রিসিটের মাধ্যমে পণ্য কেনার জন্য অনুরোধ করা হলো। প্রমাণসহ অভিযোগ করতে হবে। প্রমাণ ছাড়া কোন অভিযোগ গ্রহণযোগ্য হবে না।

আতংকিত ও বিভ্রান্ত না হয়ে জনগণকে প্রয়োজনের অতিরিক্ত দ্রব্য না কেনার জন্য অনুরোধ করেন ইউএনও ইয়াসির আরাফাত।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেন।

Thursday 19 March 2020

৮ পরামর্শ মেনে সুস্থ চীন : কুমিল্লার সময়



চীনের উহান প্রদেশ থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বের আট হাজার মানুষ মারা গেছে। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। চীন থেকে ছড়ালেও শক্ত অবস্থান এবং সেখানে অবস্থানরত নাগরিকদরে সচেতনতার কারণে ইতোমধ্যেই স্বাভাবিক হতে চলেছে চীনের পরিস্থিতি। গত কয়েকদিনে মৃতের সংখ্যা যেমন কমেছে তেমনি কমেছে আক্রান্ত হওয়ার সংখ্যাও।

চীনের এই সুস্থ হয়ে ওঠা কোন প্রতিষেধকে নয়— বরং আটটি পরামর্শ মেনে চলায় তারা সফল হয়েছে বলে জানিয়েছেন চীনের লিয়াওংনিং প্রদেশের ডালিয়ান শহরে অবস্থান করা বাংলাদেশি শিক্ষার্থী হাশিম রাব্বি। রাব্বির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, করোনার কোন প্রতিষেধক নেই। একমাত্র সতর্কতা অবলম্বন করলেই এই রোগ থেকে মুক্তি মিলবে।

চীনা সরকার করোনা মোকাবেলায় আপনাদের কী কী করণীয় মেনে চলতে বলেছে— এমন প্রশ্নের জবাবে হাশিম বলেন, করোনা থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে আপনাকে সতর্ক থাকতে হবে। চীনা সরকার করোনা মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। তাই তারা আজ সফল। আমাদেরকে আটটি পরামর্শ দেয়া হয়েছিল। এগুলো আমাদের মেনে চলা আবশ্যকীয় ছিল। সেগুলো হল—

১. জ্বর. কাঁশি, সর্দি হলে তাৎক্ষণিক আপনাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। ডাক্তারের সাথে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

২. খুব বেশি প্রয়োজন না হলে বাইরে যেতে মানা করেছে। সপ্তাহে ১ দিন বাজার করতে বলেছে।

৩. এলাকা ভিত্তিতে লকডাউন করা হয়। যাতে করে করোনায় আক্রান্ত মানুষ এক এলাকা থেকে অন্য কোথাও ঢুকতে না পারে।

৪. বাইরে গেলে অবশ্যই মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

৫. বাইরে থেকে এসে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ভালভাবে হাত ধুতে বলা হয়েছিল।

৬. অযথা চোখে মুখে হাত দেয়া থেকে বিরত থাকতে বলা হয়েছিল।

৭. মানসিক ভাবে শক্ত থাকতে বলা হয়েছিল।

৮. নিয়মিত খাওয়া-দাওয়া এবং ব্যায়াম করতে বলা হয়েছে।

হাশিম বলেন, বিশ্বের অত্যাধুনিক দেশগুলোর মধ্যে চীন অন্যতম। সেখানে এত সতর্কতা অবলম্বন করার পরেও এত মানুষের প্রাণহানি ঘটেছে। অথচ বাংলাদেশে করোনা নিয়ে এখনো জরুরি অবস্থাই ঘোষণা করা হয়নি। এখনই পদক্ষেপ না নিলে ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে যাবে, বিনা চিকিৎসার জন্য মৃতের পরিমাণ বাড়বে এছাড়া মানুষ হতাশার মাঝে পরে গেলে সামাজিক অবস্থা ধংসের মুখে পরবে।

হাশিম আরো বলেন, দীর্ঘ ২ মাস চীনে আছি এবং থাকার অভিজ্ঞতা থেকে বলছি, যত দ্রুত সম্ভব আমাদের দেশে অফিস গুলো বন্ধ করুন । এর ভয়াবহ পরিণতির বিষয় সম্পর্কে বিবেচনা করুণ । নিজে সচেতন হোন। নিজে না পারলে পরিবারের মানুষের কথা ভেবে হলেও বাইরে অযথা ঘোরাঘুরি থেকে দূরে থাকুন। কারণ সবথেকে ভালো উপায় হবে ভাইরাস সংক্রমণ থামানো।

প্রসঙ্গত, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর কথা জানায় জাতীয় রোগ তত্ত্ব ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর)। বাংলাদেশে এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়েছে ১৪ জন। তাদের মধ্যে মঙ্গলবার একজনের মৃত্যু হয়েছে বলে জানায় আইইডিসিআর।

৮ পরামর্শ মেনে সুস্থ চীন: বাংলাদেশি শিক্ষার্থী : কুমিল্লার সময়



   
চীনের উহান প্রদেশ থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বের আট হাজার মানুষ মারা গেছে। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। চীন থেকে ছড়ালেও শক্ত অবস্থান এবং সেখানে অবস্থানরত নাগরিকদরে সচেতনতার কারণে ইতোমধ্যেই স্বাভাবিক হতে চলেছে চীনের পরিস্থিতি। গত কয়েকদিনে মৃতের সংখ্যা যেমন কমেছে তেমনি কমেছে আক্রান্ত হওয়ার সংখ্যাও।

চীনের এই সুস্থ হয়ে ওঠা কোন প্রতিষেধকে নয়— বরং আটটি পরামর্শ মেনে চলায় তারা সফল হয়েছে বলে জানিয়েছেন চীনের লিয়াওংনিং প্রদেশের ডালিয়ান শহরে অবস্থান করা বাংলাদেশি শিক্ষার্থী হাশিম রাব্বি। রাব্বির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, করোনার কোন প্রতিষেধক নেই। একমাত্র সতর্কতা অবলম্বন করলেই এই রোগ থেকে মুক্তি মিলবে।

চীনা সরকার করোনা মোকাবেলায় আপনাদের কী কী করণীয় মেনে চলতে বলেছে— এমন প্রশ্নের জবাবে হাশিম বলেন, করোনা থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে আপনাকে সতর্ক থাকতে হবে। চীনা সরকার করোনা মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। তাই তারা আজ সফল। আমাদেরকে আটটি পরামর্শ দেয়া হয়েছিল। এগুলো আমাদের মেনে চলা আবশ্যকীয় ছিল। সেগুলো হল—

১. জ্বর. কাঁশি, সর্দি হলে তাৎক্ষণিক আপনাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। ডাক্তারের সাথে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

২. খুব বেশি প্রয়োজন না হলে বাইরে যেতে মানা করেছে। সপ্তাহে ১ দিন বাজার করতে বলেছে।

৩. এলাকা ভিত্তিতে লকডাউন করা হয়। যাতে করে করোনায় আক্রান্ত মানুষ এক এলাকা থেকে অন্য কোথাও ঢুকতে না পারে।

৪. বাইরে গেলে অবশ্যই মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

৫. বাইরে থেকে এসে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ভালভাবে হাত ধুতে বলা হয়েছিল।

৬. অযথা চোখে মুখে হাত দেয়া থেকে বিরত থাকতে বলা হয়েছিল।

৭. মানসিক ভাবে শক্ত থাকতে বলা হয়েছিল।

৮. নিয়মিত খাওয়া-দাওয়া এবং ব্যায়াম করতে বলা হয়েছে।

হাশিম বলেন, বিশ্বের অত্যাধুনিক দেশগুলোর মধ্যে চীন অন্যতম। সেখানে এত সতর্কতা অবলম্বন করার পরেও এত মানুষের প্রাণহানি ঘটেছে। অথচ বাংলাদেশে করোনা নিয়ে এখনো জরুরি অবস্থাই ঘোষণা করা হয়নি। এখনই পদক্ষেপ না নিলে ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে যাবে, বিনা চিকিৎসার জন্য মৃতের পরিমাণ বাড়বে এছাড়া মানুষ হতাশার মাঝে পরে গেলে সামাজিক অবস্থা ধংসের মুখে পরবে।

হাশিম আরো বলেন, দীর্ঘ ২ মাস চীনে আছি এবং থাকার অভিজ্ঞতা থেকে বলছি, যত দ্রুত সম্ভব আমাদের দেশে অফিস গুলো বন্ধ করুন । এর ভয়াবহ পরিণতির বিষয় সম্পর্কে বিবেচনা করুণ । নিজে সচেতন হোন। নিজে না পারলে পরিবারের মানুষের কথা ভেবে হলেও বাইরে অযথা ঘোরাঘুরি থেকে দূরে থাকুন। কারণ সবথেকে ভালো উপায় হবে ভাইরাস সংক্রমণ থামানো।

প্রসঙ্গত, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর কথা জানায় জাতীয় রোগ তত্ত্ব ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর)। বাংলাদেশে এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়েছে ১৪ জন। তাদের মধ্যে মঙ্গলবার একজনের মৃত্যু হয়েছে বলে জানায় আইইডিসিআর।

লালমাইয়ে হোম কোয়ারেন্টাইনে ৩৩ প্রবাসী, নির্দেশ অমান্য করায় এক প্রবাসীর জরিমানা দশ হাজার : কুমিল্লার সময়




প্রদীপ মজুমদার : কুমিল্লার লালমাইয়ে বেড়েই চলছে বিদেশফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে রাখার সংখ্যা। গত কয়েকদিনে উপজেলার বিভিন্ন স্থানে বিদেশফেরত ৩৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের শরীরে করোনাভাইরাসের উপসর্গ না থাকলেও বিদেশফেরত হওয়ার কারণে নিজ নিজ বাড়িতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে, হোম কোয়ারেন্টাইন নির্দেশনা অমান্য করায় সৌদি প্রবাসী একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার তাকে এ জরিমানা করা হয় বলে নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে.এম ইয়াসির আরাফাত । ওই সময় আরও উপস্থিত ছিলেন এএসপি সার্কেল প্রশান্ত কুমার পাল, লালমাই থানা ইনচার্জ মোঃ আইউব, বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন। ওই প্রবাসীর বাড়ি উপজেলার জয়নগর গ্রামে।
জানা যায়, সৌদি প্রবাসী জহিরুল ইসলাম গত সোমবার লালমাইয়ে জয়নগর গ্রামে নিজ বাড়ি ফিরে একদিন হোম কোয়ারেন্টাইনে ছিলেন। বৃহস্পতিবার সে এ নির্দেশনা অমান্য করে বাইরে স্বাভাবিক চলাফেলা শুরু করে। খবর পেয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীলরা দ্রুত তার বাড়ি গিয়ে হোম কোয়ারেন্টাইন নির্দেশনা মানার অনুরোধ করলেও সে তা অমান্য করায় তাৎক্ষনিক ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সূত্র জানায়, লালমাই করোনা ভাইরাস বিষয়ে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। মঙ্গলবার এ বিষয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত পৃথক জরুরি সভায় প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেয়া হয়েছে। সভায় নিরাপদ জনস্বাস্থ্যের কথা বিবেচনায় বিদেশফেরতেদের ১৪দিন বাধ্যতামুলক হোম কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত হয়।

লালমাইয়ে হোম কোয়ারেন্টাইনে ৩৩ প্রবাসী : কুমিল্লার সময়






কুমিল্লার লালমাইয়ে বেড়েই চলছে বিদেশফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে রাখার সংখ্যা। গত কয়েকদিনে উপজেলার বিভিন্ন স্থানে বিদেশফেরত ৩৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের শরীরে করোনাভাইরাসের উপসর্গ না থাকলেও বিদেশফেরত হওয়ার কারণে নিজ নিজ বাড়িতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে, হোম কোয়ারেন্টাইন অমান্য করলে জরিমানা করা হবে বলে মৌখিক জোরালোভাবে বলে দেয় প্রশাসন। 
উপজেলা নির্বাহী অফিসার কে এম ইয়াসির আরাফাত বলেন , লালমাই করোনা ভাইরাস বিষয়ে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। মঙ্গলবার এ বিষয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত পৃথক জরুরি সভায় প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেয়া হয়েছে। সভায় নিরাপদ জনস্বাস্থ্যের কথা বিবেচনায় বিদেশ ফেরতেদের ১৪দিন বাধ্যতামুলক হোম কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত হয়।

Tuesday 17 March 2020

লাকসামে মুজিব শতবার্ষিকীতে কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির ফ্রী চিকিৎসা ও ঔষধ বিতরণ: কুমিল্লার সময়






লাকসাম প্রতিনিধি : শতাব্দীর মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে লাকসাম কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শত শত রোগীর মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার লাকসাম রেলওয়ে এ. মালেক ইনস্টিটিউশন (রেলওয়ে হাই স্কুলে) দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়। ডা. ফজলুল কাদের, ডা. মেহেদী হাসান রয়েল সহ পাঁচ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
লাকসাম কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি মাহবুবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক লুৎফুল হাছান, সহ-সভাপতি আবুল কালাম ও সাংগঠনিক সম্পাদক স্বপন সিংহ এর তত্ত্বাবধানে শত শত রোগীর মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও লাকসাম রেলওয়ে শ্রমিকলীগের সাধারণ সম্পাদক হাছান আহমেদ পলাশ, বিদ্যলয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।