Wednesday 30 September 2020

লালমাই সোনালী ব্যাংকের ট্রেজারী চালান উদ্বোধন : কুমিল্লার সময়




প্রদীপ মজুমদার : 
কুমিল্লার লালমাইয়ে সোনালী ব্যাংক লালমাই শাখায় ট্রেজারি চালান কার্যক্রমের উদ্বোধন করা হয়। আজ বুধবার ট্রেজারি চালানের মাধ্যমে সরকারের রাজস্ব আদায় কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে লালমাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক কুমিল্লা’র জেনারেল ম্যানাজার ইনচার্জ মোঃ কবির হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রিন্সিপল অফিস কুমিল্লা’র ডেপুটি জেনারেল ম্যানাজার মোঃ শাহজাহান। 


এ সময় আরো উপস্থিত ছিলেন লালমাই শাখার প্রিন্সিপল অফিসার ছোটন চন্দ্র দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম, রূপালি ব্যাংক বাগমারা শাখার ম্যানাজার জয়দেব চন্দ্র দাস, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার মাসুদ বিন জামাল, মোঃ জাহাঙ্গীর আলম ভূঁইয়া, শরিফুর ইসলাম প্রমুখ।

Thursday 24 September 2020

লালমাইয়ে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ ভাতিজার বিরুদ্ধে : কুমিল্লার সময়





লালমাই প্রতিনিধি : 
কুমিল্লার লালমাইয়ে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। গত শনিবার উপজেলার ছিলোনিয়া গ্রামে এঘটনা ঘটে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত নুর বক্সের ছোট ছেলে মোঃ আবদুল কাদের (৭০) কে সকালে জমি সংক্রান্ত পূর্ব শক্রতার জেরে বড় ভাই আবদুল গফুরের ছেলে নুর উল্লাহ সোহেল বাড়ির সামনে রাস্তায় লাঠি দিয়ে আঘাত করে এবং উপর্যপরি কিল ঘুষি দিয়ে আহত করে, তার মাথায়, কপালের নিচে, পা-সহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখা যায়। লোক লজ্জার ভয়ে নিহত আওয়ামীলীগের বর্ষিয়ান নেতা আবদুল কাদের স্থানীয় ভাবে ডাঃ মোঃ এবায়েদ উল্যাহ ও ডাঃ আল-মামুনের চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল ৯টায় মারা যায়। গত চার মাস আগে বড় ভাতিজা মোহাম্মদ উল্লাহ সোহাগ চাচা আবদুল কাদেরকে মারধর করায় নিহতের স্ত্রী মোসাঃ আরজু আক্তার  লালমাই থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। চিকিৎসক আল-মামুন বলেন, আহত আবদুল কাদেরকে আমি চিকিৎসা সেবা দিয়েছি। মাথায় ও হাতে ব্যান্ডিজ দিয়েছিলাম। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লায় নিয়ে ভাল চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছি। নিউজ কভারেজ করতে গেলে উক্ত গ্রামের সহসদ্দার্র মোহাম্মদ আলীর ছেলে আফজাল সাংবাদিকদের বাধা দেয়। নিহতের স্ত্রী মোসাঃ আরজু আক্তার বলেন, গত ১৯ তারিখ সকালে নুর উল্লাহ সোহেল লাঠি ও কিল ঘুষি দিয়ে আহত করে, প্রথমবার থানা পুলিশ কোন ভূমিকা না নেওয়ায় দ্বিতীয়বার থানায় অভিযোগ দিইনি। এব্যাপারে লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আউয়ুব বলেন, ঘটনার বিষয়ে থানায় কোন অভিযোগ দায়ের করেনি, অভিযোগ দিলে আইগত ব্যবস্থা নেওয়া হবে।

Wednesday 23 September 2020

লালমাইয়ে তাজুল ইসলামের বিরুদ্ধে বয়স জালিয়াতি করে প্রতারণার অভিযোগ : কুমিল্লার সময়




লালমাই প্রতিনিধিঃ
কুমিল্লার লালমাইয়ে মুক্তিযোদ্ধা মোঃ তাজুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে বয়স জালিয়াতি করে রাষ্ট্রের অর্থ আত্মসাৎ প্রতারনাসহ নানা দূর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভাবকপাড়া গ্রামের মৃত মনু মিয়া মজুমদারের ছেলে মোঃ তাজুল ইসলাম মজুমদার জাতীয় পরিচয় পত্রে জন্ম ১১-১১-১৯৫১ তারিখ দেখিয়ে মুক্তিযোদ্ধার সম্মানিসহ সকল সুযোগ সুবিধা ভোগ করছেন। অপরদিকে আবার জন্ম ০১-০৪-১৯৬৬ তারিখ দিয়ে উপজেলার প্রেমনল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর সনদ নিয়ে উপজেলার তার নিজ গ্রামের ভাবকপাড়া জনতা উচ্চ বিদ্যালয়ে ৪র্থ শ্রেণীর কর্মচারীর চাকুরী করছেন। এতে দ্বিতীয় বার সরকারের সাথে প্রতারনা করেছেন। 

সরেজমিনে গিয়ে জানা যায় মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম একজন মামলাবাজ কারো সাথে কিছু হলেই মামলা ঠুকে দেন এছাড়া তিনি প্রভাব খাটিয়ে অন্যর জমি দখল, ঋণ জালিয়াতি,  মামলা-হামলা দিয়ে হয়রানী সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তার অত্যাচারে ওই এলাকার মানুষ অতিষ্ঠ। হামলা মামলার ভয়ে এলাকার  কেউ ভয়ে মুখ খুলতে চায় না। 
এব্যাপারে মুক্তিযোদ্ধা মোঃ তাজুল ইসলাম মজুমদারের মোবাইলে কল করলে তার দ্বিতীয় ছেলে মিন্টু বলেন, আমার বাবা প্রতারনা করলে বিষয়টি সরকার দেখবে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের একাংশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক বলেন, কোন মুক্তিযোদ্ধা যদি দুই স্থানে দুই জন্ম তারিখ ব্যবহার করে থাকে তাহলে সংশ্লিষ্ট প্রশাসন ক্ষতিয়ে দেখতে পারে। উপজেলা সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের  আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দ্বীন মোহাম্মদ বলেন, তাজুল ইসলাম মজুমদার প্রতারনা করলে সরকার ক্ষতিয়ে দেখতে পারেন। 

কুমিল্লায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকারী ৪ সদস্যকে গ্রেফতার : কুমিল্লার সময়




কুমিল্লা প্রতিনিধি: 
ডিবি পুলিশ পরিচয়ে নগদ অর্থ বহনের সময় তিন ব্যাক্তির কাছ থেকে সাড়ে ২২ লাখ টাকা জোড় করে ছিনতাইয়ের ঘটনায় একটি ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে আটক করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার ভোরে ঢাকা ও গাজীপুর থেকে এদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার,নগদ দেড় লাখ টাকা এবং অন্যান্য আলামত উদ্ধার করা হয়। 
বুধবার দুপুরে কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। ছিনতাইকারী চক্রটি বিভিন্ন সময়ে কুমিল্লার মুরাদনগর,দাউদকান্দির গৌরীপুর ও সদর দক্ষিন উপজেলার পদুয়ার বাজার থেকে ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে সাড়ে ২২ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। এসকল ঘটনার কথা পুলিশের নজরে এলে পুলিশ তৎপর হয়ে তাদের কে আটক করে। আটককৃতরা হলো শেরপুর জেলার মোঃ সুমন মিয়া,জয়পুর হাটের মোঃ আপেল,যশোর জেলার মোঃ মনির এবং গাড়ী চালক ভোলা জেলার মোঃ ইউছুফ। পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সপোর্দ করা হবে বলে পুলিশ সুপার জানান।

Monday 21 September 2020

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : কুমিল্লার সময়




প্রদীপ মজুমদার : 
কুমিল্লার লালমাই উপজেলায় খেলতে গিয়ে পুকুরে ডুবে ফারহানা ( ৯) ও খাদিজা আক্তার ইশা( ৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের খলিলপুর  গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায় ফারহানার বাড়ি লাকসাম উপজেলার চানগাঁও গ্রামের প্রবাসী মীর হোসেন ও ইশা (৭) খলিলপুর গ্রামের মৃত আবুল বাশারের মেয়ে তারা নানার বাড়ী বেড়াতে এসেছিলো। স্হানীয়  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজিএম সফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন ।

Saturday 19 September 2020

লালমাই উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উন্নয়ন কর্মকান্ড : কুমিল্লার সময়




রিয়াজ মোর্শেদ মাসুদঃ কুমিল্লার লালমাই উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ব্যাপক উন্নয়ন কর্মকন্ড পরিচালনা করে আসছে। স্থানীয় সূত্রে জানা যায়, ২০২০সালের মার্চ মাসে স্থানীয় সরকার বিভাগ এক চিঠির মাধ্যমে নবসৃষ্ট লালমাই উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যক্রমের নির্দেশনা প্রদান করে। গত ১৪ই মে উপ-প্রকৌশলী হিসেবে মোঃ সাইফুল ইসলাম যোগদানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে লালমাই উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যক্রম শুরু করে। এর আগে লালমাই উপজেলা সদর দক্ষিণ উপজেলার আওতায় কার্যক্রম চলমান ছিল। বর্তমানে লালমাই উপজেলায়“ পল্লী অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ” প্রকল্পের আওতায় ১৫টি সাবসার্সিবল পাম্পযুক্ত নলকূপ স্থাপনের কাজ চলমান রয়েছে। যা মাননীয় অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল,এমপির বিশেষ বরাদ্দের অনুকূলে পাওয়া যায়। পিইডিপি-৩, পিইডিপি-৪ প্রকল্পের আওতায় লালমাই উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৪৩টি ওয়াশব্লক স্থাপন করা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রকল্প হতে ইতিমধ্যে সকল বিদ্যালয়কে নিরাপদ পানি ও স্যানিটেশনের আওতায় নেওয়ার কার্যক্রম খুব দ্রততার সাথে চলছে। করোনা পরিস্থিতিতে লালমাই উপজেলায় ২টি হাত ধোঁয়ার বেসিন স্থাপন করা হয়েছে, সেগুলো সচল রাখার জন্য সংশ্লিষ্ট জনপ্রতিনিধিকে সাবান বিতরণ করা হচ্ছে, তাছাড়া উপজেলা প্রশাসনকে জীবানুনাশক ব্লিচিং পাউডার সরবরাহ করা হয়েছে। লালমাই উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ২০১৮ এর আওতায় “আমার গ্রাম আমার শহর” অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসাবে ২০১৯-২০ অর্থবছরে “সমগ্র বাংলাদেশে নিরাপদ পানি” প্রকল্পের মাধ্যমে প্রতিটি ইউনিয়নে ২৬টি করে মোট ২৪৩টি পানির উৎস স্থাপন কাজের প্রক্রিয়া চলমান রয়েছে। যথাসময়ে সাইট লিষ্ট না পাওয়ায় মাঠ পর্যায়ে কাজ শুরু  করতে বিলম্ব হচ্ছে। আশা করা যাচ্ছে খুব দ্রত তালিকা পাওয়া যাবে। লালমাই উপজেলার সকল জনগণকে নিরাপদ পানি ও স্যানিটেশনের আওতায় নেওয়ার জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অঙ্গীকারবদ্ধ ও সফলতার সাথে আমরা কাজ করে যাচ্ছি।

কুমিল্লায় এলজিআরডি মন্ত্রী কোভিডের অর্থনেতিক ক্ষতি পুষিয়ে নিতে সম্মিলিত ভাবে কাজ করছে সরকার : কুমিল্লার সময়




কুমিল্লা প্রতিনিধি।। ১৯.০৯.২০২০
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে আমরা উন্নয়নকাজ সামাজিক দূরত্ব মেনে আবার শুরু করেছি। করোনার মাত্রা কিছুটা কমে এসেছে। সারা পৃথিবীর মতো আমাদের দেশেও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। সে ক্ষতি পুষিয়ে নিতে সম্মিলিত ভাবে কাজ করছে সরকার। আশা করছি উন্নয়নকাজের স্বাভাবিকতা ফিরে আসবে।

শনিবার দুপুরে কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) এর ৫৩ তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রেজাউল আহসানের সভাপতিত্বে বার্ড এর ময়নামতি অডিটরিয়ামে অনুষ্ঠিত পরকিল্পনা সম্মেলনে বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, সিরডাপ এর মহাপরিচালক ড. চার্ডস্যাক ভিরাপাত।

দুইদিন ব্যাপী এই পরিকল্পনা সম্মেলনে সরকারের বিভিন্ন মন্ত্রনালয়ের, বিভাগ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উচ্চ ও মধ্য পর্যায়ের ১০৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

বার্ড বর্তমান সরকারের রাজস্ব খাতের অন্তর্ভূক্ত লালমাই ময়নামতি প্রকল্প, বার্ড ভৌত সুবিধাদি উন্নয়ন প্রকল্প এবং সিভিডিপি ৩য় পর্যায়ের প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এছাড়া বার্ড নিজস্ব অর্থায়নে ১৩টি প্রকল্প বাস্তবায়ন করছে।

Friday 18 September 2020

কুমিল্লায় বাসের দরজা-জানালা বন্ধ করে তরুণীকে গণধর্ষণ : কুমিল্লার সময়





কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায়  তিশা প্লাস পরিবহন বাসের দরজা-জানালা বন্ধ করে এক তরুণীকে আটকে রেখে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে।
এ ঘটনায় বাসের চালক আরিফ হোসেন সোহেল (২৬) ও হেলপার বাবু শেখকে (২২) গ্রেফতার করা হয়েছে।আর সুপারভাইজার (৩২) আলম পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ করা হয়েছে।
গ্রেফতারকৃত দুইজনের ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ওই তরুণীকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষা করা হয়। এরপর আদালতে জবানবন্দি শেষে গত বুধবার রাতে তাকে তার মায়ের হেফাজতে দেওয়া হয়েছে।
তরুণীর পরিবার ও মামলার বিবরণ থেকে জানা যায়, ওই তরুণী গত ১১ সেপ্টেম্বর  ঢাকার আবদুল্লাহপুরে তার জেঠাতো বোনের বাসায় যায়। গত১৪ সেপ্টেম্বর বাড়ি ফেরার উদ্দেশে জেঠাতো বোনের বাসা থেকে বের হয়। সেখান থেকে ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনালে পৌঁছে।
ওই দিন রাত সাড়ে ১১টার দিকে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে ‘তিশা প্লাস’ পরিবহনের একটি বাসযোগে কুমিল্লা শহরের শাসনগাছার উদ্দেশে রওনা করে ওই তরুণী। পথিমধ্যে বাসের চালক, হেলপার ও সুপারভাইজারকে শাসনগাছা বাস স্টেশনে পৌঁছার পর তাকে নামিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে রাখে। এতে তারা তাকে সেখানে নামিয়ে দেবে এবং এ বিষয়ে তাকে টেনশন করতে নিষেধ করে। কিন্তু বাসের চালক ওই তরুণীকে শাসনগাছা বাস স্টেশনে না নামিয়ে কৌশলে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় নিয়ে যায়।
মামলায় উল্লেখ করা হয়, মঙ্গলবার ভোর ৪টার দিকে বাসের চালক আরিফ হোসেন সোহেল, হেলপার বাবু শেখ ও সুপারভাইজার আলম বাসটির দরজা-জানালা বন্ধ করে তরুণীকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে বাসের চালক আরিফ হোসেন সোহেল বাস থেকে নেমে চলে যায়।
এরপর হেলপার বাবু শেখ ও সুপারভাইজার আলম তরুণীকে বাস থেকে নামিয়ে পদুয়ার বাজার এলাকায় বাবু শেখের ঘরে নিয়ে পুনরায় তাকে ধর্ষণ করে। সকাল ৬টার দিকে তরুণীকে অসুস্থ অবস্থায় ঘর থেকে বের করে দিয়ে তাকে চলে যেতে বলে। পরে তরুণী মোবাইল ফোনে তার মাকে ঘটনা জানায়।
গত মঙ্গলবার বেলা ২টার দিকে ধর্ষিতার মা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় পৌঁছে ঘটনার বিস্তারিত জেনে অভিযুক্তদের নাম-ঠিকানা সংগ্রহ করে। এরপর তিনি বাদী হয়ে ওইদিন রাতে তিনজনের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় গণধর্ষণের মামলা করেন।
ধর্ষিতার মা বলেন, তার মেয়ে গাজীপুরের একটি গার্মেন্টসে চাকরি করতো। করোনার কারণে সে ৫ মাস আগে বাড়ি চলে আসে। গত শুক্রবার চাকরির সন্ধানে বাড়ি থেকে ঢাকায় গিয়ে জেঠাতো বোনের বাসায় ওঠে। সেখান থেকে বাড়ি ফেরার পথে এমন নিষ্ঠুর ঘটনার শিকার হয়। তিনি তার মেয়ের উপর পাশবিক নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
গত বৃহস্পতিবার দুপুরে ‘তিশা প্লাস’ পরিবহনের পরিচালক বিমল দে সাংবাদিকদের বলেন, ‘যেই বাসটিতে ঘটনা ঘটেছে সেই বাসটির মালিক এই পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দুলাল হোসেন অপু। তবে এই ঘটনা যারা ঘটিয়েছে আমরা তাদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।’
ওই পরিবহনের এমডি দুলাল হোসেন অপু সাংবাদিকদের বলেন, ‘ঢাকা মেট্রো-ব ১৫-৩৯৮ নম্বর গাড়ির চালক, হেলপার ও সুপারভাইজার এ ঘটনা করেছে জানার পর আমরা গাড়ির চালক ও হেলপারসহ দুইজনকে ধরে পুলিশে সোপর্দ করেছি।’
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা কমল কৃষ্ণ ধর সাংবাদিকদের জানান, এ ঘটনায় বাসের চালক আরিফ হোসেন সোহেল ও বাবু শেখকে গ্রেফতার করা হয়েছে। মামলার অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Thursday 17 September 2020

লালমাইয়ে শাহীনুর হত্যাকাণ্ডের প্রধান আসামি তৈয়ব আলী গ্রেফতার : কুমিল্লার সময়





লালমাই প্রতিনিধি :
কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের দোশারীচোঁ গ্রামের প্রবাসীর স্ত্রী শাহীনুর আক্তার (২২) হত্যাকাণ্ডের প্রধান আসামি শ্বশুর তৈয়ব আলীকে গতকাল ১৭ সেপ্টেম্বর রাতে গ্রেফতার করেছে লালমাই থানা পুলিশ। 

পূর্বের ঘটনা : 
জানা যায় গত জুন ২০২০ মঙ্গলবার (১৬ জুন) দুপুরের দিকে পেরুল দক্ষিণ ইউনিয়নের দোশারীচোঁ গ্রামের দক্ষিণ পাড়ার নোয়াবাড়ীতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ছয় দুই বছর পূর্বে দোশারীচোঁ গ্রামের তৈয়ব আলী এর পুত্র ওমান প্রবাসী কাজী জাফরের সঙ্গে বিয়ে হয় শাহীনুরের। নিহত শাহীনুর পাশ্ববর্তী লাকসাম উপজেলার কোয়ার গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। কাজী জাফর ও শাহীনুর দম্পতির নুর মোহাম্মদ নামের চার বছরের একটি পুত্র সন্তান রয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের জন্য বারবার গৃহবধূ শাহীনুরকে নির্যাতন করে আসছে। এক পর্যায়ে নির্যাতনের মাত্রা বেড়ে যায়।

প্রত্যক্ষদর্শী ওই গ্রামের জাহাঙ্গীর আলম মিলন জানায়, গতকাল দুপুরবেলা তৈয়ব আলী ও তার স্ত্রী পেয়ারা বেগম নিহত শাহীনুরের সাথে ঝগড়ার এক পর্যায়ে মারধর করে আমি গিয়ে তাদের মিলমিশ করে দেই। আমি চলে আসার পর পুনরায় আবার তারা শাহীনুরকে মারধর করে। শ্বশুর তৈয়ব আলী শাহীনুরের তলপেটে লাথি মারে এতে তার মৃত্যু হয়েছে বলে আমি ধারণা করছি। তৈয়ব আলী পূর্বে ও এভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে তবে তিনি জানান।

বিয়ের পর থেকে এ ৬ বছরের মধ্যে পুত্রবধূকে নির্যাতনের ঘটনায় অনেকবার পারিবারিক ভাবে শালিস বৈঠক হয়েছিল বলে সূত্রে জানা গেছে।

নিহতের মামা অলিউল্লাহ জনান, তারা শাহীনুরকে নির্মমভাবে নির্যাতন করে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে। তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন, শিশুকাল থেকেই শাহীনুর নানার বাড়িতে থাকতো, এখানেই বেড়ে উঠেছে সে। শাহীনুরকে নির্মমভাবে হত্যার মাধ্যমে তার চার বছরের শিশুকে যারা এতিম করে দিয়েছে আমি প্রধানমন্ত্রীর কাছে সেসব হত্যাকারীদের বিচার চাই।

এব্যাপারে নিহত শাহীনুরের মা সেতারা বেগম বাদী হয়ে লালমাই থানায় একটি মামলা দায়ের করেন।

লালমাই থানার এস আই মামলার তদন্ত কর্মকর্তা আবদুর রহিম প্রধান আসামি তৈয়ব আলীকে  গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, আসামি গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

কুমিল্লায় মাস্ক ব্যবহারে সচেতনতা বৃদ্ধিতে জেলা প্রশাসকের প্রচারাভিযান : কুমিল্লার সময়




কুমিল্লা প্রতিনিধি :
‘করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার করুন, নিজে বাঁচুন, অন্যকে বাঁচান’ এ স্লোগানে কুমিল্লায় মাস্ক ব্যবহারে সচেতনতা বৃদ্ধিতে প্রচারাভিযান ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর জেলা শিল্পকলা একাডেমী থেকে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ লাইনের সামনে গিয়ে শেষ হয়। 
র‌্যালীতে কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আজিম-উল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পিন্টু বেপারী ও জেলা কালচারাল কর্মকর্তা আয়াজ মাবুদসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন। পরে পুলিশ লাইনের প্রধান ফটকে সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেন, মাস্ক নাই, সেবা নাই। কোথাও মাস্ক ছাড়া গেলে কোন সেবা দেয়া হবে না। দোকানে পর্যন্ত কেনা কাটা করা যাবে না। করোনা প্রতিরোধে জনসাধারণকে মাস্ক পড়ার অনুরোধ জানান তিনি। এর আগে র‌্যালী চলাকালে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে যারা মাস্ক ছাড়া ঘর থেকে বের হয়েছেন, তাদেরকে মাস্ক প্রদান করা হয়। 

করোনা নিয়ন্ত্রণে এ জেলায় কঠোর পদক্ষেপ নেয়ার হুশিয়ারিও দেন প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর  কর্মকর্তারা।

Monday 14 September 2020

লাকসামে তরুন উদ্যোক্তাদেরর মিলনমেলা অনুষ্ঠিত : কুমিল্লার সময়




নিজস্ব প্রতিনিধি : 
গত ১১ সেপ্টেম্বর শুক্রবার কুমিল্লার লাকসামের আগমন ফুড পার্ক এন্ড কমিউনিটি সেন্টারে দিন ব্যাপী লাকসামের অনলাইন ভিত্তিক উদ্যোক্তাদের সংগঠন লাকসাম বাজার এর সদস্যদের মিলনমেলা অনুষ্ঠিত হয়। এসময় ৫০জন বিভিন্ন পন্য সামগ্রি নিয়ে কাজ করা উদ্যোক্তারা মিলিত হন।

সকালে গ্রুপ মডারেটর হাজেরা কুদ্দুস রুপার অনুষ্ঠান সঞ্চালনায় সদস্যদের পরিচিতি পর্ব দিয়ে অনুষ্ঠান শুরু হওয়ার পর বিভিন্ন মজার খেলা ও সদস্যদের আড্ডায় কার্যক্রম এগিয়ে যায়। অনুষ্ঠানে একে একে উদ্যোক্তারা তাদের অনুভূতি ব্যক্ত করেন। সকল সদস্যদের শুভেচ্ছা স্মারক প্রদানের পাশাপাশি গ্রুপের সেরা ক্রেতা ও টপ কন্ট্রিবিউটরদের পুরস্কৃত করা হয়। 

গ্রুপের প্রতিষ্ঠাতা ও এডমিন জি.এম.এস রুবেল বলেন, লাকসাম উপজেলার কিছু তরুণ উদ্যোক্তারা মিলে গত ২মাস আগে দেশিয়, খাঁটি-নির্ভেজাল পন্য নূন্যতম মূল্যে বিক্রি করার লক্ষকে সামনে রেখে চালু করা হয়, লাকসাম বাজার নামক ফেসবুক গ্রুপটি। চালু হওয়ার পর থেকে ব্যপক উৎসাহ পেয়ে একে একে এগিয়ে আসতে থাকে লাকসাম এলাকার নতুন নতুন উদ্যোক্তাগন। সামাজিক সম্পর্ক গড়ার মাধ্যমে পরিচিতি অর্জন করে পন্য সামগ্রি লেনদেনের প্রয়াসে বর্তমানে প্রায় ১৫০ জনের অধিক উদ্যোক্তা জড়ো হয়ে কাজ করছে গ্রুপটিতে এবং বর্তমানে ২৩০০ এর অধিক সদস্য নিয়ে একটি পরিবারে পরিনত হয়েছে ইতিমধ্যে। সদস্যদের উদ্যেশ্য নিজেদের পন্য নিজেরা ক্রয় বিক্রয় করার মাধ্যমে গ্রুপকে এগিয়ে নেয়া। আমি নিজেও এখানে মধু নিয়ে কাজ করে সাফল্য অর্জন করেছি।

লাকসাম বাজার ফেসবুক গ্রুপের টপ কন্ট্রিবিউটর সাইকা মাকসুদ বলেন, আমি লাকসামের বউ, দীর্ঘদিন আমার স্বামীর চাকরির সুবাদে সৌদি আরব থাকাকালিন বিভিন্ন দেশের মানুষের সাথে মিশে নানান পদের রান্না শিখেছি। আমি লাকসাম বাজার গ্রুপে যুক্ত হওয়ার পর এখন স্বপ্ন দেখছি নিজেও একজন উদ্যোক্তা হয়ে সমাজের সুবিধাবঞ্চিত নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো। আরেকজন উদীয়মান উদ্যোক্তা সায়মা খানম বলেন, আমি নিজেকে এখন আর একা ভাবছিনা। আমার সাথে আমার লাকসাম বাজার পরিবার আছে। আমি নির্ভয়ে আমার হোমমেড ফুডের কাজ চালিয়ে যেতে পারছি। মাটির তৈজসপত্র নিয়ে কাজ করা মনি মজুমদার বলেন, লাকসাম বাজার গ্রুপটি না হলে আমি আমার মেধাকে কাজে লাগানোর কোন পথ হয়তো পেতাম না। সদস্য মামুনুর রশীদ বলেন, আমি এই গ্রুপের একজন হতে পেরে সম্মানিত বোধ করছি।

গ্রুপ মডারেটর হাজেরা কুদ্দুস রুপা বলেন, আমার অবসর সময়টি কাটছে লাকসাম বাজার গ্রুপে। আমার স্বপ্ন আত্মনির্ভরশীল হয়ে নিজের পায়ে দাড়ানো। ইতিমধ্যে বাটিকের জামাকাপড় তৈরি সহ কেক ও দই নিয়ে কাজ করে ব্যাপক সাড়া পেয়েছি। অন্যান্য উদ্যোক্তাদের মাঝে আরো বক্তব্য দেন অর্গানিক ফুড নিয়ে কাজ করা সদস্য মনজুরুল কাইয়ুম শাওন, মোটরসাইকেল যোগে ক্রেতার কাছে উদ্যোক্তাদের পন্যে পৌঁছে দেয়ার দায়িত্বে থাকা জাবের হোসেন দিপু, হোমমেড ফুড নিয়ে কাজ করা সালমা সিমু, হবু উদ্যোক্তা সাফায়েত হোসেন সাফা, বেডিং আইটেম ও খাবার নিয়ে কাজ করা আরমান হোসেন, পার্লার ও হ্যান্ড পেইন্ট নিয়ে কাজ করা নাছিমা হাসান তিথি, শরীফ মজুমদার এবং প্রফেসর মোজাম্মেল হোসেন পেয়ার প্রমুখ। 

মোজাম্মেল হোসেন পেয়ার তার বক্তব্যে বলেন, আমি এই গ্রুপের একজন সদস্য হিসেবে এই অনুষ্ঠানে অংশ নিয়ে আনন্দ অনুভব করছি। আমি এসেছি এই তরুণদেরকে তাদের কাজ এগিয়ে নিতে উৎসাহ প্রদান করতে। আমারও স্বপ্ন শিক্ষকতা পেশার পাশাপাশি নিজে কিছু একটা করার।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফটোগ্রাফি নিয়ে কাজ করা আমিনুল হক। বিছানা চাদর ও থ্রিপিস নিয়ে কাজ করা নূরজাহান চাঁদনী সহ আরো অনেকে।

বিকেলে পুরস্কার বিতরণ করা হয় দিনব্যাপী বিনোদন মূলক খেলার বিজয়ীদের মাঝে। এরপর সাংস্কৃতিক সংগঠন লাকসাম নাট্যজংশন ও লাকসাম বাজারের সদস্যরা মিলে পরিবেশন করে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান পরিবেশন করেম মোজাম্মেল হোসেন পেয়ার, জান্নাতুল ফেরদৌস নুপুর, সুবাহ এবং নাজনিন অন্তরা। নৃত্য পরিবেশন করেন সুমামা তারান্নুম স্নেহা এবং যাদু পরিবেশন করেন সাফায়েত হোসেন সাফা।  শেষে কেক কেটে গ্রুপের ২৩০০+ সদস্য হওয়াকে উদযাপন করার মধ্য দিয়ে দিনব্যাপি অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।

Sunday 13 September 2020

লালমাইয়ে পোনা মাছ অবমুক্ত করন : কুমিল্লার সময়





লালমাই প্রতিনিধিঃ
আমিষের চাহিদা পুরন ও দেশী মাছ রক্ষার লক্ষ্যে গতকাল রবিবার কুমিল্লার লালমাই উপজেলার উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়। উপজেলা মৎস দপ্তর এর আয়োজনে ২০২০-২১ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় পোনামাছ অবমুক্তকরেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক বিকম, জেলা মৎস্য প্রতিনিধি ও চৌদ্দগ্রাম উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মুরাদ হোসেন প্রামাণিক, 
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মহিউদ্দিন আহাম্মদ , সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, মৎস্য জরিপ কর্মকর্তা সৈকত আহমেদ প্রমুখ । এ সময় উপজেলার ৬টি সরকারি জলাশয়ে ৩৩৪ কেজি মাছের পোনা বিতরণ করা হয়।

Saturday 12 September 2020

লালমাইয়ে কিশোরের লাশ উদ্ধার : কুমিল্লার সময়





রিয়াজ মোর্শেদ মাসুদ, (লালমাই প্রতিনিধি) : 
কুমিল্লার লালমাই উপজেলার নাগরিপাড়া গ্রামের ডাকাতিয়া নদীর ব্রীজের পশ্চিম পাশ থেকে শাহ পরান (১৩) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে লালমাই থানা পুলিশ। কিশোরটি উপজেলার বেতাগাঁও গ্রামের আবদুল মালেকের ছেলে অটো রিক্সা চালক শাহ পরান। স্থানীয় সূত্রে জানা যায়, অটো রিক্সা চালক শাহ পরান গত ১১ই সেপ্টেম্বর বিকাল থেকে সে নিখোঁজ ছিল। তার পরিবার অনেক খোঁজা খোঁজি করে তার কোন হদিস পায়নি। আজ বিকাল ৫টার সময় ডাকাতিয়া নদীতে কিশোরের লাশ ভাসতে দেখে ওই গ্রামের লোকজন লালমাই থানা পুলিশকে জানায়। লালমাই থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরন করে। এব্যাপারে লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আউয়ুব বলেন, লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে, মামলা দায়েরের প্রস্ততি চলছে।

Thursday 10 September 2020

লালমাইয়ে তুচ্ছ ঘটনা নিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ : কুমিল্লার সময়



লালমাই প্রতিনিধি : 
কুমিল্লার লালমাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর সকালে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের চেঙ্গাহাটার মনা মিয়ার ছেলে শরিফুল ইসলামের জমিতে ঘাস কাটে ওই গ্রামের মৃত ফজর আলীর ছেলে শরবত আলী।
শরিফুল ইসলামের মা মোছনা বেগম শরবত আলীকে কিছু না বলে প্রতিবেশী মৃত ইউনুছের ছেলে কাজী মিজানুর রহমানকে অকথ‍্য ভাষায় গালিগালাজ করে। এই নিয়ে উভয় পরিবারের মধ্যে কথা কাটা কাটি হয়। একইদিন রাত ৯টার সময় শরিফুল ইসলাম ও তার দলবল নিয়ে কৌশলে মোবাইলে ডেকে এনে বিবাহ রেজিস্টার করার কথা বলে কাজী মিজানকে বাগমারা উত্তর ইউনিয়ন পরিষদের সামনে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে।
এতে কাজী মিজানুর রহমানের বাম হাত ভেঙে যায় ও শরীরের বাম অঙ্গ পিটিয়ে জখম করে। তার সঙ্গে থাকা সদর দক্ষিন উপজেলার হরেশপুর গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে আবুল কালাম কেও পিটিয়ে আহত করে। আহত মিজান ও কালামের কাছ থেকে ৮০ হাজার টাকা এবং ২ টি দামী মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয় সূত্র আরো জানা যায়, শরিফুল ইসলাম মাদক ব‍্যবসায় জড়িত রয়েছে। 
এব‍্যাপারে শরিফুল ইসলাম বলেন, আমি মাদক ব্যবসার সাথে জড়িত নই, আমার নামে কোন মামলা নেই। আহত করার কথা শিকার করেন। 
মামলা করার প্রস্ততি চলেছে।

লালমাইয়ে শিশু ধর্ষণের চেষ্টা আদালতে মামলা : কুমিল্লার সময়




নিজস্ব প্রতিনিধি : কুমিল্লার লালমাই উপজেলায় গত ১২ আগষ্ট ফুলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ফেন্সি আক্তার (ছদ্মনাম) কে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। 
গতকাল ৯ সেপ্টেম্বর কুমিল্লার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের ১নং আদালতে ভিকটিমের পিতা মোঃ আবদুল লতিফ ওই গ্রামের ইসহাক মিয়ার ছেলে মোঃ মোস্তাকিম( ১৮) এর বিরুদ্ধে মামলা দায়ের করেন। 
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকাল ৩টায় বাদীর শিশু কন্যা ঘর থেকে টিফিন বক্সে করে তার পিতার চা দোকানে খাবার নিয়ে যাওয়ার সময় মাঝ পথে ধর্ষক মোস্তাকিম শিশুটিকে মুখ চেপে ধরে জোড় পূর্বক পুকুর পাড়ে গাছের আড়ালে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। শিশুটির  স্পর্শ কাতর স্হানে কামড়িয়ে জখম করে। শিশুটি চিৎকার করলে ধর্ষক মোস্তাকিম হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে। ধস্তাধস্তির এক পর্যায়ে শিশুটিকে ধর্ষক পুকুরের পানিতে ফেলে দিয়ে সে পালিয়ে যায়। 
শিশুটি বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় বাড়ীতে গিয়ে তার পরিবারের লোকজনকে ঘটনাটি জানায়। শিশুর পিতা ঘটনাটি লালমাই থানাকে মোবাইলে জানালে থানা পুলিশ মেয়েটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। 
এব্যাপারে মেয়েটির পিতা বলেন, ন্যায় বিচার পাওয়ার জন্য আমি আদালতে মামলা দায়ের করেছি। 

লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইউব বলেন মেয়ের পিতাকে থানায় অভিযোগ দিতে বলা হলেও তিনি তা করেনি। 

Thursday 3 September 2020

হরিশ্চর বাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটি : কুমিল্লার সময়




লালমাই প্রতিনিধি : 
কুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের হরিশ্চর বাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ২ সেপ্টেম্বর সন্ধ্যায় হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে এই কমিটি ঘোষণা করা হয়। স্হানীয় চেয়ারম্যান আবুল বাশার এর সভাপতিত্বে ও মেম্বার মুকসুদ আলীর পরিচালনায়  এতে সর্বসম্মতিক্রমে তৃতীয় বারের মতো মেসার্স ফেমাস টেইলার্সের স্বত্বাধিকারী হাজী সিদ্দিকুর রহমানকে সভাপতি, মজুমদার মেডিকেল হলের স্বত্বাধিকারী বাবুল মজুমদারকে সাধারণ সম্পাদক ও নিঝুম মেডিকেল হলের স্বত্বাধিকারী ডাঃ তপন দেকে কোষাধ্যক্ষ  হিসেবে মনোনীত করে ২১ সদস্যের একটি কার্যকারী পরিষদ গঠন করার ঘোষণা দেয়া হয়।
এই সময় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হাজী লোকমান হোসেন, সফিকুর রহমান, মেম্বার বাহার চৌধুরী, মোঃ মমতাজ উদ্দীন সহ বাজারের সকল ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

Wednesday 2 September 2020

অধ্যক্ষ আফজল খান অসুস্থ:পরিবারের পক্ষে কুমিল্লাবাসীর নিকট দোয়া চেয়েছেন : কুমিল্লার সময়





বিশেষ প্রতিনিধি :  
কুমিল্লার প্রবীন রাজনীতিবিদ, কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, কুমিল্লা জেলা ১৪ দলের সমন্বয়ক এডভোকেট আফজল খাঁন অসুস্থ হয়ে প্রথমে কুমিল্লা সিডি প্যাথ হসপিটালের আই.সি.ইউতে পরবর্তীতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অধ্যক্ষ আফজল খান ষাটের দশক থেকে আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত। ছাত্রজীবনের শুরুতেই তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। এক সময় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন। ছাত্র রাজনীতিতে আসার সুবাধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সান্নিধ্যে আসার সুযোগ হয় আফজল খানের।
সেই সময় থেকে তাকে ব্যক্তিগতভাবে চিনতেন বঙ্গবন্ধু। কুমিল্লায় আওয়ামীলীগ প্রতিষ্ঠার গোড়ার দিকে আফজল খানের অবদান উল্লেখযোগ্য। আফজল খান জীবনের পুরো সময় আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে কাটিয়েছেন। ৭১’এর মহান মুক্তিযুদ্ধে তিনি অংশগ্রহণ করে বীরত্বপূর্ণ অবদান রেখেছেন। জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সময়ে দলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় তার গুণগ্রাহীর সংখ্যাও অনেক।
একবার কুমিল্লা পৌরসভার ভাইস চেয়ারম্যান এবং একবার সদর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হন। বিভিন্ন সময়ে নানা কারণেই তিনি আলোচিত হয়েছেন। কুমিল্লার রাজনৈতিক ব্যক্তিদের মাঝে তিনি একমাএ সবচেয়ে বেশি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এসব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম হচ্ছে কুমিল্লা মডার্ন হাইস্কুল, বঙ্গবন্ধু ল কলেজ, ফজিলাতুন্নেছা কারিগরি কলেজসহ তার শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ১৭টি। তিনি একজন সমবায়ী, সমবায় আন্দোলনের অবদানের জন্য এবং বৃক্ষরোপণের জন্য জাতীয় পর্যায়ে পুরষ্কার লাভ করেছেন।তার সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।

মূল নকশা ঠিক রেখেই আধুনিক টাউনহল তৈরী করা হবে- এমপি বাহার : কুমিল্লার সময়





কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার কান্দিরপাড়ে অবস্থিত ঐতিহাসিক টাউনহল ও বীরচন্দ্র নগর মিলনায়তনকে ভেঙ্গে আধুনিকরুপে সজ্জিত  করা হবে। এ জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।  বুধবার সাড়ে ১২ টায় কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মহানগর আওয়ামীলীগ সভাপতি ও কুমিল্লা-৬ সদর আসনের সাংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃআবুল ফজল মীর।
মতবিনিময় সভায় তত্ববধায়ক স্থপতি আসিফ রহমান ভূঁইয়া নতুন নকশায় টাউন হল ও বীরচন্দ্র পাঠাগারের বিভিন্ন বিষয় তুলে ধরেন। এ সময় জানানো হয় নতুন স্থাপনায় পুরোনো ফ্লেবার রেখেই নতুন আদলে ও আধুনিক সুযোগ সুবিধা সম্পন্নভাবে তৈরী করা হবে। যেখানে একদিক দিয়ে প্রবেশ ও অন্য দিক দিয়ে প্রস্থানের ব্যবস্থা করা হবে। থাকবে দুটি বেজমেন্ট। যেখানে অন্তত ৭০ টি গাড়ি পার্কিং করা যাবে। আর অন্তত ৬০৫ জনের আসনের ব্যবস্থা করা হয়েছে। তবে মতবিনিময় সভায় উপস্থিত সবাই আসন সংখ্যা আরো বাড়ানোর পরামর্শ দেন। 
এদিকে স্লাইড শোতে দেখানো হয়, রফিকুল ইসলাম মুক্ত মঞ্চ ও শহীদ মিনারসহ সবকিছুতেই একটা আধুনিকতার ছোঁয়া থাকবে। এখানে পূর্ব ও পশ্চিম থেকেও টাউনহলের সৌন্দর্য্য উপভোগ করা যাবে। 
মতবিনিময় সভায় সাংসদ বাহার আরো বলেন, কুমিল্লায় মর্ডাণ স্কুলের প্রজেক্ট বাতিল করে দেয়া হয়েছে। একজন সাংবাদিকের স্ত্রীর জন্য কুমিল্লায় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয় নি। এমন সব প্রতিকূল পরিস্থিতির মাঝে আমাকে কাজ করতে হচ্ছে। গত ৭ বছর ধরে টাউন হলের আধুনিকায়ন নিয়ে কাজ করছি। সংস্কৃতি মন্ত্রনালয় আশ্বস্থ করেছে। আশা করি সুন্দর একটি স্থাপনা হবে।

Tuesday 1 September 2020

লালমাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ আহত :১১ : কুমিল্লার সময়



লালমাই প্রতিনিধি : 
কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নে আলোকদিয়া গ্রামে মসজিদে বাচ্ছাদের দুষ্টামিকে কেন্দ্র করে সংঘর্ষ গুরুতর আহত ১১ জন। ২ জনের অবস্থা আশংকাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ICU প্রেরন করা হয়েছে। সর্বমোট একই পরিবারের ১১ জন আহত হয়েছেন
প্রত্যক্ষ সূত্রে জানাযায় গত কাল হুমায়ুন কবিরের ভাগিনা তানজিদ আহমদ (৮) আলোকদিয়া জামে মসজিদে আসরের নামাজ পরতে গেলে আবদুল হালিমের ছেলে জিহাদ( ৯) সাথে দুষ্টামি করলে ঐ গ্রামের সর্দার দু টি পরিবারের সদস্যদের ডাক দিয়ে জিজ্ঞাসা বাদ করতে গেলে তানজিদের মার উপর অতর্কিত হামলা চালায় আবদুল হালিমের নেত্বতে তার পরিবারের সদস্যরা। আহতদের মধ্যে রয়েছেন।
 জাকিয়া বেগম, তাছলিমা বেগম,পেয়ারা বেগম, সালেহা বেগম, সেফালি বেগম, রিমা আক্তার, মোঃ এমরান কবির, মোঃ সুমন মিয়া, মোঃ আরিফ হুমায়ুন কবির মোঃ আবুল মিয়া।
খবর পেয়ে লালমাই থানার অফিসার ইনচার্জ আইয়ুব এর নির্দেশে এ এস আই হেলালের নেত্বতে সঙ্গীয় ফোর্স ঘটনা স্থানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। সংঘর্ষে  পর হুমায়ুন কবির বাদী হয়ে লালমাই থানা একটি মামলা দায়েল করেন। মামলা এজহার ভুক্ত আসামিরা হলেন।
মোঃকবির হোসেন, মোঃ রুহুল আমিন, মোঃ ইব্ররাহিম, মোঃরাকিব, মোঃ জাকের, মোঃ জাফর, মোঃরাসেল, সাবউদ্দিন, মোঃ হাসান, মোঃ শুভ মোঃ সহিদ মোঃ মীর হোসের উইসুফ মিয়া আবু সদ্দার এই মামলার এজহার ভুক্ত ১ নাম্বার আসামি কে গ্রেফতার করে কোর্টে পাঠিয়েছে লালমাই থানা পুলিশ।