Monday 31 August 2020

হস্তান্তরের আগেই ঘুর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে ফাটল : কুমিল্লার সময়





লালমাই প্রতিনিধি 
কুমিল্লার লালমাই উপজেলার যুক্তিখোলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও বহুমুখী ঘুর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নব নির্মিত দ্বিতল বিশিষ্ট ভবনটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আগেই বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকাবাসী। নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ দেওয়া হয়েছে স্থাানীয় প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের। সরজমিনে গিয়ে দেখা যায়  ফাটলগুলোতে ঠিকাদারি প্রতিষ্ঠান আস্তর করছে। 

দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কার্যালয় ও বিদ্যালয় সূত্রে জানা যায়, উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের যুক্তিখোলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও বহুমুখী ঘুর্ণিঝড় আশ্রয়কেন্দ্র বিদ্যালয়ের মূল ভবনের পাশে ২০১৮ - ১৯ অর্থ - বছরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আওতায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ২ কোটি ৫৩ লক্ষ টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণের কাজ শুরু করে। মেসার্স হাফিজ এন্ড ব্রাদার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র ভবনটি নির্মাণ আদেশ পায়।

যুক্তিখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাদাৎ হোসেন বাহার বলেন ভবনের বিভিন্ন অংশে ফাটলের বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত এই বিষয়ে কোন পদক্ষেপ নেয়া হয়নি।

ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক রেজাউল হাফিজ রেসিম বলেন ভবন করলে তাতে ফাটল দেখা দিতেই পারে এটা কোন গুরুত্বপূর্ণ বিষয় না।

এ ব্যাপারে লালমাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানের সাথে একাধিকবার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ মনিরুল হক বলেন আশ্রয় কেন্দ্রের ফাটলের বিষয়টি আমি শুনেছি। তদন্তপূর্বক অনিয়ম পেলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

লালমাইয়ে জাল দলিল সৃষ্টির অভিযোগ নিকাহ্ রেজিষ্ট্রারের বিরুদ্ধে : কুমিল্লার সময়



স্টাফ রিপোর্টার : ছাপকবলা দলিলের জাল সার্টিফাইড কপি সরবরাহ করে অন্যের জমি নিজের নামে নামজারি করতে গিয়ে ধরা খেলেন লালমাই উপজেলা আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক ও বাগমারা দক্ষিণ ইউনিয়নের নিকাহ রেজিষ্ট্রার আলহাজ্ব মাওলানা কাজী আবুল কাশেম মো: ফজলুল হক। তার বাড়ী উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের সিঁধুচী গ্রামে। তিনি বরুড়ার চালিতাতলী দারুছুন্নাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষও। রবিবার (৩০ আগস্ট) সকালে কুমিল্লার একটি রেস্টুরেন্টে সাংবাদিক সম্মেলন করে কাজী কাশেমের বিরুদ্ধে জালিয়াতির এই অভিযোগ উপস্থাপন করেন সিঁধুচী গ্রামের ক্ষতিগ্রস্থ কৃষক মো: সেলিম। লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, সিঁধুচী মৌজার সাবেক দাগ ৪৬০ ও হাল দাগ ৮১৪ এর এর ১১ শতক জমি সিএস (নং ৫৯) খতিয়ান, আরএস ( নং ৬৯) খতিয়ান, হাত নকশা (ডিপি-১৮৫) ও বিএস ( নং ২৭৭) খতিয়ান অনুযায়ী আমার দাদা মরহুম মহব্বত আলীর ওয়ারিশরা মালিক ও দখলদার রয়েছে। সেই অনুযায়ী উল্লেখিত জমিটি অদ্যবধি আমি চাষাবাদ করছি। অথচ আমার গ্রামের আবুল কাশেম মো: ফজলুল হক ২০১৯ সালের ১৯ ডিসেম্বর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভুমি) বরাবর জমিটি তার নামে নামজারি করতে (নং ২৯১৯/১৯-২০) আবেদন করেন। আবেদনের সাথে তিনি নিজ নামীয় একটি দলিল ও একটি ভায়া দলিলের সার্টিফাইড কপি সংযুক্ত করেন। নোটিশ পেয়ে আমি ভুমি অফিসে যোগাযোগ করি এবং তার দাখিলকৃত ২টি দলিলের কপিসহ সকল কাগজপত্র সংগ্রহ করি। এরপর উল্লেখিত ২টি দলিলের হুবহু নকল সদর দক্ষিণ সাবরেজিষ্ট্রি অফিস থেকে সংগ্রহ করি। আমার সংগ্রহকৃত ৭৩৫৯ নং ছাপকবলা দলিলে (২০০৪ সালের ২২ এপ্রিল রেজিষ্ট্রিকৃত) দাতা-দীনেশ চন্দ্র সিংহ, গ্রহীতা-কাজী আবুল কাশেম মো: ফজলুল হক, সাবেক ৬৯নং খতিয়ান, ডিপি ১৮৫ নং খতিয়ান ও বিএস ২৬৪নং খতিয়ানের সাবেক ৪৬০ দাগ ও হাল ৮১৪ দাগের ১১শতক সম্পত্তি হস্তান্তরের কথা উল্লেখ রয়েছে। যদিও মনিন্দ্র চন্দ্র সিংহ’র মালিকানাধীন ২৬৪ নং খতিয়ানে ৮১৪ দাগের জমি নেই, রয়েছে ৮১৩, ১০২০ ও ১০২২ দাগের জমি। কাজী কাশেমের দাখিলকৃত ৭৩৫৯ নং ছাপকবলা দলিলে, দাতা-দীনেশ চন্দ্র সিংহ, গ্রহীতা-কাজী আবুল কাশেম মো: ফজলুল হক, সাবেক ৬৯নং খতিয়ান, ডিপি ২৭৭ নং খতিয়ানের সাবেক ৪৬০ দাগ ও হাল ৮১৪ দাগের ১১শতক সম্পত্তি হস্তান্তরের কথা উল্লেখ রয়েছে। যদিও বিএস ২৭৭ নং খতিয়ানের সকল জমির মালিক মরহুম মহব্বত আলী গং। কাজী কাশেম জালিয়াতি করে ৭৩৫৯ নং দলিলের সার্টিফাইড কপিতে মনিন্দ্র চন্দ্র সিংহ’র মালিকানাধীন বিএস ২৬৪ নং খতিয়ানের পরিবর্তে মরহুম মহব্বত আলীর মালিকানাধীন বিএস ২৭৭নং খতিয়ানের তথ্য উল্লেখ করেছেন।
এছাড়া আমার সংগ্রহকৃত ১৭৬৯৩ নং দলিলে (১৯৯৯ সালের ১৯ অক্টোবর রেজিষ্ট্রিকৃত) দাতা-মনিন্দ্র চন্দ্র সিংহ, গ্রহীতা-দীনেশ চন্দ্র সিংহ, বিএস ২৬৪ নং খতিয়ানের ১০২২ দাগের ১১ শতক জমি হস্তান্তরের কথা উল্লেখ রয়েছে। অথচ কাজী কাশেমের দাখিলকৃত ১৭৬৯৩ নং ছাপকবলা দলিলে দাতা-মহব্বত আলী, গ্রহীতা-দীনেশ চন্দ্র সিংহ, বিএস ২৭৭নং খতিয়ানের ৮১৪ দাগের ১১ শতক জমি হস্তান্তরের কথা উল্লেখ রয়েছে। মূলত কাজী কাশেম জালিয়াতি করে উক্ত দলিলের সার্টিফাইড কপিতে দাতার নাম মনিন্দ্র চন্দ্র সিংহ এর পরিবর্তে মহব্বত আলী এবং ২৬৪নং খতিয়ানের পরিবর্তে ২৭৭ নং খতিয়ানের জমির তথ্য উল্লেখ করেছেন। গত ১৫ জানুয়ারি নামজারির আপত্তি জানিয়ে আমি সদর দক্ষিণ উপজেলার এসিল্যান্ড বরাবর একটি লিখিত আবেদন করি। আবেদনের সাথে আমার দাদা মরহুম মহব্বত আলীর নামীয় সিএস, আরএস ও বিএস খতিয়ান এবং কাশেমের দাখিলকৃত দলিলের সার্টিফাইড কপির হুবহু নকল সরবরাহ করি। এসব দেখে এসিল্যান্ড মহোদয় কাজী কাশেমের দাখিলকৃত দলিলগুলো কোয়ারি করতে সংশ্লিষ্ট সাবরেজিষ্ট্রারের নিকট প্রেরণ করেন। সাবরেজিষ্ট্রার কোয়ারি শেষে দলিল ২টিতে তথ্যগতভুল তথা জালিয়াতি রয়েছে মর্মে রিপোর্ট দেন। সেই অনুযায়ী এসিল্যান্ড অফিসে একাধিকবার শুনানী হলেও কাজী কাশেম অজ্ঞাত কারনে অনুপস্থিত থাকছেন। পাশাপাশি আমাকে আপত্তি প্রত্যাহারের জন্য সরাসরি ও বিভিন্ন লোকমারফত হুমকি ধমকি দিচ্ছেন। মিথ্যা মামলা ও গায়েবী হামলা করার হুমকি দিচ্ছেন। কৃষক মো: সেলিম কুমিল্লা জেলা প্রশাসক, পুলিশ সুপার, লালমাই উপজেলা নির্বাহী অফিসার, এসিল্যান্ড ও লালমাই থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানান, জাল দলিল সৃষ্টিকারী কাজী কাশেমের হুমকিতে তিনি নিরাপত্তাহীন রয়েছেন। যে কোন সময় তাকে জোরপূর্বক অপহরন করে ইচ্ছার বিরুদ্ধে এসিল্যান্ড অফিসে অনাপত্তি দেয়াতে পারে। ক্ষতিগ্রস্থ কৃষক জাল দলিল সৃষ্টিকারী কাজী কাশেমের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতির কথাও জানান।

Sunday 30 August 2020

লালমাইয়ে বাল্য বিয়ে বন্ধ করলেন ইউএনও : কুমিল্লার সময়





লালমাই প্রতিনিধি :   
কুমিল্লার লালমাই উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে হাতিলোটা মাদ্রাসায় নবম শ্রেণি পড়ুয়া কামরুন নাহার  তাইফা( ১৫) নামে এক ছাত্রী বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে। আজ ৩০ আগষ্ট উপজেলার বাকই উত্তর ইউনিয়নের শিকারীপাড়া  গ্রামে প্রবাসী কেফায়েত এর মেয়ে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) মোঃ নজরুল ইসলাম ।
ইউএনও বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন বাল্য বিয়ের আয়োজন করা হয়েছে। 

এ খবর জানতে পেরে  তাৎক্ষণিক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিয়ে বাড়িতে মেয়ের পিতা মাতাকে  বাল্যবিবাহের কুফল ও অাইনি নিষেধাজ্ঞার কথা বুঝিয়ে বলে বিয়ে বন্ধের নির্দেশ প্রদান করেন। কামরুন নাহার তাইফা পিতা কেফায়েত মেয়ে তাইফা আক্তারের ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে মুচলেকা প্রদান করেন। 

ইউএনও মোঃ নজরুল ইসলাম বলেন বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭, অনুসারে বিয়ে প্রতিহত করা হয়েছে। 
বরের অঙ্গীকারনামা নেয়া হয়েছে। 
কনের মা-বাবাকে সচেতন করা হয়েছে এবং অর্থ দন্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে। 

Saturday 29 August 2020

লালমাইয়ে বাজার পরিদর্শনে ইউএনও মোঃ নজরুল ইসলাম : কুমিল্লার সময়





লালমাই প্রতিনিধি : 
কুমিল্লার লালমাই উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম গতকাল ২৯ আগষ্ট কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক সড়কের  চারলেইন এর রাস্তার কাজে বাগমারা বাজারের ব্যবসায়ীদের দেওয়া অভিযোগ খতিয়ে দেখতে সরাসরি বাজার পরিদর্শন করেন। ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথের চলমান কাজ জায়গা অধিগ্রহণ ব্যতীত রাস্তা বাড়াতে চাইলে তারা বাঁধা সৃষ্টি করে। পরিদর্শনে এসে ইউএনও ব্যবসায়ীদের বলেন অধিগ্রহণ ছাড়া সড়ক ও জনপথ এক ইঞ্চি জায়গা নিতে পারবেনা। আপনারা প্রশাসনের নিকট আবেদন করুন কাগজপত্র ঠিক থাকলে কেউ ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হবেনা।
এসময়  আরো উপস্থিত ছিলেন বাগমারা দক্ষিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন ,বাজার কমিটির  সদস্য এবং ব্যবসায়ীগণ।

লালমাইয়ে বাজার পরিদর্শনে ইউএনও মোঃ নজরুল ইসলাম : কুমিল্লার সময়





লালমাই প্রতিনিধি : 
কুমিল্লার লালমাই উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম গতকাল ২৯ আগষ্ট কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক সড়কের  চারলেইন এর রাস্তার কাজে বাগমারা বাজারের ব্যবসায়ীদের দেওয়া অভিযোগ খতিয়ে দেখতে সরাসরি বাজার পরিদর্শন করেন। ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথের চলমান কাজ জায়গা অধিগ্রহণ ব্যতীত রাস্তা বাড়াতে চাইলে তারা বাঁধা সৃষ্টি করে। পরিদর্শনে এসে ইউএনও ব্যবসায়ীদের বলেন অধিগ্রহণ ছাড়া সড়ক ও জনপথ এক ইঞ্চি জায়গা নিতে পারবেনা। আপনারা প্রশাসনের নিকট আবেদন করুন কাগজপত্র ঠিক থাকলে কেউ ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হবেনা।
এসময়  আরো উপস্থিত ছিলেন বাগমারা দক্ষিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন ,বাজার কমিটির  সদস্য এবং ব্যবসায়ীগণ।

শিক্ষা বিস্তার ও মাদকের বিরুদ্ধে সচেতনতা মূলক অভিভাবক সমাবেশ : কুমিল্লার সময়




  

প্রদীপ মজুমদার : 
কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের পেরুল গ্রামে শিক্ষার মান উন্নয়ন, মাদকের ভয়ানক ছোবল থেকে যুব সমাজকে রক্ষার উদ্দেশ্যে সচেতনতা মূলক অভিভাবক সমাবেশ গতকাল সকালে ওই গ্রামের শাহজাহান কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। আলহাজ্ব আবদুল বারী মজুমদার এর সভাপতিত্বে ও এমরান নাফিজ এর সঞ্চালনায় জয় যাত্রা যুব সংগঠনের উদ্যোগে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রীর একান্ত সহকারী সচিব ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কে এম সিংহ রতন। 

এসময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাওলানা আবদুর রশিদ, হাজী আবদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আয়াতুল্লাহ, শিল্পপতি হাজী মুহাম্মদ শাহজাহান, উপজেলা আওয়ামী লীগ সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম ভেলু, মনোহরগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন দেলু, প্রবাসী বিল্লাল হোসেন প্রমুখ। 
সামাজিক দুরত্ব বজায় রেখে অনুষ্ঠানে উপস্থিত দুই শতাধিক শিক্ষক, ইমাম রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী সহ বিভিন্ন সংগঠনের প্রধানগণ যুগ উপযোগী শিক্ষা বিস্তার ও মাদক নির্মূলে সকলে এক হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Tuesday 25 August 2020

নাঙ্গলকোটে ১ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ : কুমিল্লার সময়




নাঙ্গলকোট প্রতিনিধি ॥
ধর্ষণের শিকার অসুস্থ অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি কুমিল্লার নাঙ্গলকোটের শিশু পেয়ারা। জানা যায় ১০ টাকার লোভ দেখিয়ে ঘরের দরজা বন্ধ করে অটোচালক হারুনুর রশিদ (৩৫) কর্তৃক প্রথম শ্রেণীর এক শিক্ষার্থীকে (৬) ধর্ষণের ঘটনা ঘটেছে। গত রবিবার সন্ধ্যায় উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের আটিয়াবাড়ি পূর্বপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। ধর্ষক অটোচালক হারুনুর রশিদ (৩৫) আটিয়াবাড়ি পূর্বপাড়া গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে। মেয়েটিকে গুরুতর অসুস্থ অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে আটিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। আদ্রা দক্ষিণ ইউনিয়ন পরিষদ ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য আবদুল কুদ্দুস জানান, আটিয়াবাড়ি পূর্ব পাড়া গ্রামের হারুনুর রশিদ একই গ্রামের দরিদ্র পরিবারের প্রথম  শ্রেণীর এক শিক্ষার্থীকে (৬) তার ঘরে ডেকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে পেয়ারা এবং ১০ টাকার লোভ দেখিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তার মাকে ঘটনাটি জানায়। এক পর্যায়ে মেয়েটিকে অসুস্থ অবস্থায় তার মা এবং বাবা প্রথমে লাকসামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে থেকে গুরুতর অসুস্থ অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল ওহাব বলেন, মেয়েটির চাচা আমাকে ঘটনাটি জানিয়েছে। এটি একটি বর্বর ঘটনা। মেয়েটিকে অসুস্থ অবস্থায় হাসাপাতালে ভর্তি করা হয়েছে। আমি মেয়েটির পরিবারকে ডাক্তারি সনদ নিয়ে ধর্ষকের বিরুদ্ধে থানায় মামলা করতে বলেছি।

Sunday 23 August 2020

ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ : কুমিল্লার সময়





প্রদীপ মজুমদার   :    
কুমিল্লার লালমাই উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে এসএসসি পাশ কাঁকন আক্তার( ১৬) নামে এক ছাত্রী বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে। গতকাল উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের কালোরা গ্রামে প্রবাসী কামরুল ইসলাম এর মেয়ে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) মোঃ নজরুল ইসলাম ।
ইউএনও বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন বাল্য বিয়ের আয়োজন করা হয়েছে। 

এ খবর জানতে পেরে  তাৎক্ষণিক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিয়ে বাড়িতে মেয়ের মাকে বাল্যবিবাহের কুফল ও অাইনি নিষেধাজ্ঞার কথা বুঝিয়ে বলে বিয়ের বন্ধের নির্দেশ প্রদান করেন। কাঁকন আক্তারের মা মেয়ে কাঁকন আক্তারের ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে মুচলেকা প্রদান করেন।

ইউএনও মোঃ নজরুল ইসলাম বলেন বলেন,বাল্যবিবাহে শিশু, পরিবার,সমাজ ও রাষ্ট্রের উপর ক্ষতিকর প্রভাব পড়ে।কাঁকনের মতো করুণ পরিণতি হতে রক্ষা করা দায়িত্ব বলেই এই বিয়ে বন্ধ করেছি। জনস্বার্থে এধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে। 

Friday 21 August 2020

লালমাইতে মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত আহবায়ক কমিটি বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ সভা : কুমিল্লার সময়




রুহুল আমিন :
২১শে আগষ্ট শুক্রবার সকাল ১০ টায় কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজারে মুক্তিযোদ্ধা আমিনুল হকের অফিসে মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফার সভাপতিত্বে নবগঠিত লালমাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক কমিটি বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর অনুমোদিত লালমাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক কমিটি গঠনের প্রতিবাদে সাধারণ মুক্তিযোদ্ধাগণের মতামত না নেওয়ায় বক্তাগণ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং আহবায়ক কমিটি অনতিবিলম্বে বাতিল করে নির্বাচনের মাধ্যমে লালমাই উপজেলা কমান্ড কাউন্সিল গঠনের জন্য বক্তাগণ জোর দাবি জানান।

সভায় সদর দক্ষিণ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর ডেপুটি কমান্ডার মুক্তিযুদ্ধা আমিনুল হক আমিনের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ হানিফ, মুক্তিযুদ্ধা মোঃ আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান, মুক্তিযুদ্ধা মোঃ আবুল হাসান, মুক্তিযোদ্ধা মুহাম্মদ হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা শামসুদ্দিন, মুক্তিযোদ্ধা আবুল খায়ের, মুক্তিযোদ্ধা হারাধন চন্দ্র বিশ্বাস, মুক্তিযোদ্ধা আব্দুল মুমিন মাস্টার, মুক্তিযোদ্ধা আবুল কালাম, মুক্তিযুদ্ধা প্রকাশ চন্দ্র সিংহ, মুক্তিযোদ্ধা আবুল হাসান, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মিয়া, মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম, মুক্তিযোদ্ধা মোঃ আবুল বাশার মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা আলী আকবর, মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মজিদ, মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা এনায়েতুল্লাহ, মুক্তিযোদ্ধা মোঃ কেরামত আলী, মুক্তিযোদ্ধা মোহাম্মদ বাচ্চু মিয়া, যুরাল চন্দ্র, মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম প্রমুখ।

প্রতিবাদ সভা লালমাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডারগন, মুক্তিযুদ্ধাদের সন্তানগন উপস্থিত ছিলেন।


এ ব্যাপারে কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি ও সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শফিউল আহমেদ বাবুল বলেন, সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সুযোগ - সুবিধা আদায়ের জন্য লক্ষে কেন্দ্রীয়ভাবে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এর নির্দেশনা সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হচ্ছে। তারই ফলশ্রুতিতে লালমাই উপজেলা সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।লালমাইতে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আহব্বান করা হয় মুক্তিযুদ্ধা দ্বীন মোহাম্মদ কে যাতে প্রশাসনের সাথে সমন্বয় করে মুক্তিযোদ্ধাদের সুযোগ- সুবিধা, অসুবিধা দেখ- ভাল করতে পারেন।


এ ব্যাপারে লালমাই উপজেলার নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম বলেন, লালমাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক এর দায়িত্বে পদাধিকারবলে উপজেলা নির্বাহি অফিসার হিসাবে আমি দায়িত্ব পালন করছি এখন পর্যন্ত কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক জেলা প্রশাসক মহোদয় কোন ধরনের লালমাই উপজেলা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক কমিটির অনুলিপি বা প্রজ্ঞাপন পাইনি বিধায় নতুন আহবায়ক কমিটির বিষয়ে আমি অবগত নই।


লালমাই উপজেলা নবগঠিত সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, সারাদেশে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় মাধ্যমে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর সকল কমিটি বিলুপ্ত করা হয় এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর দায়িত্বে জেলা প্রশাসক এবং উপজেলা কমান্ড কাউন্সিলের দায়িত্বে উপজেলা নির্বাহী অফিসার দায়িত্বে পালন করছেন । লালমাই উপজেলায় আমাদের মুক্তিযোদ্ধাদের আগামী দিন কমান্ড কাউন্সিল গঠনের লক্ষ্যে কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম বাবুলের সমন্বয়ে লালমাই উপজেলায়  একটি আহবায়ক  কমিটি গঠন করে দেন, যাতে আমাকে আহবায়ক  করা হয়। মুক্তিযোদ্ধাদের যে কোনো কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা কমান্ড কাউন্সিল আবশ্যকীয় হওয়ায় নতুন কমিটি গঠন করা হয় বলে তিনি জানান। 


প্রতিবাদ সভার সভাপতির বক্তব্যে মুক্তিযোদ্ধা মোঃ মোস্তফা বলেন, সদর দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল বাতিল না করায় পূর্বের কমিটি বলবৎ আছেন বিদায় নতুন আহবায়ক কমিটি কার্যকর নয়,নবগঠিত আহবায়ক কমিটির কোন ভিত্তি নাই, তা নতুন আহবায়ক কমিটি বাতিল করে লালমাই উপজেলার মুক্তিযোদ্ধাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে একটি আহ্বায়ক কমিটির মাধ্যমে গঠনের জন্য জেলা কমিটি কাছে জোর দাবি জানান।


সদর দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন উপস্থাপনায় বলেন, মুক্তিযোদ্ধাদের যেকোনো দুঃসময়ে আমি তাদের পাশে আছি এবং থাকব। এভাবে হঠাৎ করে একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করায় আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং তা বাতিল করে নতুন আহবায়ক কমিটি গঠনের জন্য জোর দাবি জানাচ্ছি। আগামীতে নবগঠিত লালমাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল নির্বাচনের মাধ্যমে নতুন কমান্ডারের নেতৃত্ব কমান্ড কাউন্সিল গঠনের জন্য অনুরোধ করেন।

Thursday 20 August 2020

লালমাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমিটি গঠন : কুমিল্লার সময়



লালমাই প্রতিনিধি :
বীর মুক্তিযোদ্ধা দীন মোহাম্মদ কে আহবায়ক ও মোঃ আবুল কাশেমকে যুগ্ম আহবায়ক করে কুমিল্লার লালমাই উপজেলায় প্রথম সন্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের ০৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। 
গতকাল ১৯ আগষ্ট বুধবার জেলা সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের  আহবায়ক কমান্ডার সফিউল আহমেদ বাবুল স্বাক্ষরিত বিজ্ঞপ্তি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়েছে। 
কমিটিতে সদস্যরা হলেন লুৎফুর রহমান, মাওলানা আবদুর রশিদ ও মোঃ আবদুল মমিন। 
নবগঠিত লালমাই উপজেলা সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক দীন মোহাম্মদ জানান, বুধবার জেলা সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমান্ডার সফিউল আহমেদ বাবুলের সভাপতিত্বে এ আহবায়ক কমিটি গঠন করা হয়।

Wednesday 19 August 2020

কুমিল্লায় র‌্যাব-১১ এর অভিযানে গণপরিবহনে চাঁদাবাজির সময় ৩ চাঁদাবাজ গ্রেফতার : কুমিল্লার সময়




কুমিল্লা প্রতিনিধি : 
কুমিল্লায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল ১৮ আগস্ট ২০২০ ইং তারিখ বিকাল বেলায় কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন পালপাড়া ব্রীজ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নানাবিধ ভয়-ভীতি দেখিয়ে ভ‚য়া রশিদের মাধ্যমে বিভিন্ন গণপরিবহনে চাঁদাবাজী করার সময় উক্ত চক্রের ০৩ জন সক্রিয় সদস্যকে হাতে নাতে আটক করা হয়। আটককৃতরা হলো ১। কুমিল্লা জেলার কোতয়ালি থানার আড়াইওড়া গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে মোঃ সোহাগ মিয়া (৩১), ২। কুমিল্লা জেলার কোতয়ালি থানার শাসনগাছা (উত্তরপাড়া) গ্রামের মোঃ দৌলত মিয়ার ছেলে মোঃ মামুন মিয়া (৪০), ৩। কুমিল্লা জেলার কোতয়ালি থানার শাসনগাছা (মধ্যপাড়া) গ্রামের মোঃ আইয়ুব আলীর ছেলে মোঃ শহিদ (৪৩)। এ সময় তাদের নিকট হতে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায়ের নগদ ১৬,১৩০/- (ষোল হাজার একশত ত্রিশ) টাকা, চাঁদা আদায়ের ভ‚য়া রশিদ ২৫ টি এবং ০৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 
২। গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন পালপাড়া ব্রীজ ও এর আশপাশের বিভিন্ন রোডে ট্রাক, অটোরিক্সা (সিএনজি), লরি, নছিমন ইত্যাদি পরিবহনের ড্রাইভার, হেলপারদের নিকট হতে গুরুতর আঘাত ও ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে ভ‚য়া রশিদের মাধ্যমে বলপূর্বক টাকা গ্রহণ করে আসছিল বলে স্বীকার করে। গণপরিবহনে চাঁদাবাজী বন্ধ করতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Sunday 16 August 2020

লাকসামে একসাথে জন্ম নেওয়া ৫ সন্তানের মধ্যে ২ শিশুর মৃত্যু, বাকি তিনটিকে বাঁচাতে বাবার আকুতি : কুমিল্লার সময়





স্টাফ রিপোর্টার:
কুমিল্লার লাকসাম জেনারেল হাসপাতালে গত বুধবার দুপুরে কোনো ধরনের অস্ত্রোপচার ছাড়াই একে একে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন শারমিন আক্তার নামের এক গৃহবধূ। এর মধ্যে তিনজন ছেলে ও দুজন মেয়ে। জন্মের পর শিশুদের ওজন কম হওয়ায় তাদের নিয়ে কুমিল্লা মডার্ন হাসপাতালের উদ্দেশে রওনা হন শারমিনের স্বামী মাদ্রাসার শিক্ষক মিজানুর রহমান।

যাওয়ার পথে অক্সিজেনের অভাবে এক ছেলে ও এক মেয়ে মারা যায়। অপর তিনজনকে কুমিল্লা মডার্ন হাসপাতালের ইনকিউবেটরে রাখ হয়। অবস্থার অবনতি হলে শুক্রবার দুপুরে তাদের ঢাকা শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে শয্যা না পেয়ে ধানমন্ডির উইমেন্স অ্যান্ড চিলড্রেন জেনারেল হাসপাতালে তাদের ভর্তি করা হয়। বর্তমানে তিন শিশু ওই হাসপাতালের ইনকিউবেটরে আছে। তাদের চিকিৎসা বাবদ প্রতিদিন ৩৫ থেকে ৪০ হাজার টাকা করে খরচ হচ্ছে। এত টাকা খরচ বহন করার সামর্থ্য নেই মাদ্রাসার শিক্ষক মিজানুর রহমানের। এই অবস্থায় তিন নবজাতককে বাঁচাতে দেশের হৃদয়বান মানুষদের প্রতি আকুতি জানিয়েছেন তিনি।

লাকসাম জেনারেল হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ লতিফা আক্তার বলেন, ওই প্রসূতি নারী সাত মাসের গর্ভবতী ছিলেন। হাসপাতালে আসার পর তাঁর আলট্রাসনোগ্রাফি করা হয়। এতে দেখা গেছে তাঁর পেটে চারটি বাচ্চা আছে। এরপর তাঁকে স্যালাইন দেওয়া হয়। পরে তিনি স্বাভাবিকভাবে একে একে পাঁচটি বাচ্চা প্রসব করেন। ৭ থেকে ১০ মিনিটের ব্যবধানে বাচ্চাগুলো একে একে ভূমিষ্ঠ হয়। কিন্তু ওদের ওজন কম ছিল। ফলে মা ও বাচ্চাগুলোকে উন্নত পরিবেশে ইনকিউবেটরে রাখার জন্য পরামর্শ দেওয়া হয়।

নবজাতকদের বাবা চৌদ্দগ্রাম নুরানি মাদ্রাসার শিক্ষক মিজানুর রহমান বলেন, এর আগে তাঁর প্রথম সন্তান (ছেলে) দুই বছর আগে মারা যায়। এবার পাঁচ সন্তান হওয়ায় তিনি মহাখুশি হয়েছিলেন। কিন্তু এরই মধ্যে দুজন মারা গেছে। এখন তিন নবজাতককে বাঁচাতে সবার সহযোগিতা চেয়েছেন। তিনি আরও বলেন, ‘মাদ্রাসা থেকে মাসে ছয় হাজার টাকা বেতন পাই। এই টাকায় সংসারই চলে না। এরই মধ্যে এই অবস্থা।’

পেরুল দক্ষিনে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের জাতীয় শোক দিবস পালন : কুমিল্লার সময়





শরিফুল ইসলাম : 
লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়ন এর ২নং ওয়ার্ড আওয়ামী লীগ কর্তৃক জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়ার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম বেলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং পেরুল দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুরে আলম সুমন। আওয়ামীলীগ নেতা বি.এ খন্দকার রুবাই হক, রেলওয়ে কেন্দ্রীয় শ্রমিকলীগের উপদেষ্টা মনোহর আলী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় নজরুল হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রুমি।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা শামসুল হক, খোকন, বিল্লাল।যুবলীগ নেতা ফারুক আহমদ, ২নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি রাকিব, ১নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মহিন উদ্দিন, ছাত্রলীগ নেতা মাইনু্দ্দিন, মুহিব, রায়হান, আমিনুল ইসলাম রুবেল সহ আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

কুমিল্লায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হিসেবে আরিফুল ইসলামের যোগদান : কুমিল্লার সময়





কুমিল্লা প্রতিনিধি।। 
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করলেন ২৯ তম বিসিএস কর্মকর্তা মোঃ অারিফুল ইসলাম সর্দার।অারিফুল ইসলকম গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার শুক্তাগ্রামের মৃত্যু অা স ম মঈন উদ্দিন ও মৃত্যু মমতাজ বেগমের ছেলে।তিনি যশোর জিলা স্কুল থেকে ১৯৯৭ সালে এসএসসি, যশোর ক্যান্টঃ কলেজ থেকে ১৯৯৯সালে এইএসসি,ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাষ্টার্স সম্পন্ন করে ২৯ তম বিসিএস এর মাধ্যমে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে ২০১১ সালে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে যোগদান করেন। একই বছরে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন,এরপর তিনি কুমিল্লা  তিতাস,নোয়াখালীর কোম্পানিগঞ্জ,চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে চাকুরী শেষে পদোন্নতি পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নোয়াখালী সদর উপজেলায় যোগদান করে দীর্ঘ তিনবছরের উপরে সফলতার সাথে স্ চাকুরী শেষে পদোন্নতি পেয়ে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে গত ২২ জুলাই  যোগদান করেন। ব্যাক্তি জীবনে এ চৌকুস কর্মকর্তা বিবাহিত একপুত্র ও এক কন্যা সন্তানের জনক।তার স্ত্রী মিথিলা জাহান নিপা সিনিয়র সহকারী জজ হিসেবে নোয়াখালী জেলা ও দায়রা জজ অাদালতে কর্মরত অাছেন।তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে কুমিল্লার সর্বস্থরের মানুষের সহযোগিতা কামনা করেন।

Saturday 15 August 2020

জাতীয় শোকদিবসে যুব ঋণের চেক বিতরণ : কুমিল্লার সময়




 
লালমাই প্রতিনিধি : 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুমিল্লার লালমাই উপজেলা যুব উন্নয়নের উদ্যোগে যুব ঋণ’ কর্মসূচি গ্রহণ করেছে। এতে ১৫ প্রশিক্ষিত বেকার যুবক যুবতীদের মধ্যে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঋণ বিতরণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেয়া হয়েছে। গতকাল ১৫ আগস্ট উপজেলা মিলনায়তনে প্রশিক্ষিত যুবক যুবতীদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। উপজেলা ইউএনও মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রীর একান্ত সহকারী সচিব কে এম সিংহ রতন, ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মজুমদার, লালমাই থানা অফিসার ইনচার্জ মোঃ আইউব, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জুনায়েদ কবীর খাঁন, উপজেলা প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার জাহানারা খানম, উপজেলা নির্বাচনী কর্মকর্তা সৈয়দা সাদিকা জাহান, লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন । 

লালমাইতে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন : কুমিল্লার সময়





লালমাই প্রতিনিধি :
কুমিল্লার লালমাইয়ে নানান আয়োজনের মধ্যে দিয়ে ও বিনম্র শ্রদ্ধায় জাতীর শ্রেষ্ট সন্তানকে স্বরণ করা হয়েছে। শনিবার (১৫আগষ্ট) সকালে ইতিহাসের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে পালিত হয়।
দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ , উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমীক সংগঠন, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসের শুরুতে কোরআনখানি, মিলাদ-মাহফিল, মন্দিরে প্রার্থনা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, শোকসভা, কাঙ্গালীভোজ, চিত্রাংকন প্রতিযোগিতা ও শোক র‌্যালীর, বৃক্ষ রোপণের আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন সামাজিক দুরত্ব বজায় রেখে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, শোকর‌্যালী ও শোকসভার আয়োজন করে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক বিকম , উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম , অর্থমন্ত্রীর একান্ত সহকারী সচিব কে এম সিংহ রতন, আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমিনুল হক আমিন,ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মজুমদার, লালমাই থানা ইনচার্জ মোঃ আইউব, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জয়াশীষ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জুনায়েদ কবীর খাঁন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আরিফ হাসান, উপজেলা প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী, নির্বাচনী কর্মকর্তা সৈয়দা সাদিকা জাহান, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম ও আবুল বাশার, অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ কামরুল হাসান, বাগমারা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের সভাপতি অমর কৃষ্ণ বণিক মানিক, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, যুবলীগ নেতা কামরুল হাসান ভুট্টো, ছাত্রলীগ নেতা আরিফুর রহমান রাব্বি প্রমুখ।

বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে লালমাই প্রেস ক্লাব এর গভীর শ্রদ্ধাঞ্জলি : কুমিল্লার সময়




লালমাই প্রতিনিধি :
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধাঞ্জলি জানান লালমাই প্রেস ক্লাব এর নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে লালমাই প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক মো: কামাল হোসেনের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অর্থ সম্পাদক প্রদীপ মজুমদার, ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল মতিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিয়াজ মোর্শেদ মাসুদ, দপ্তর সম্পাদক মাসুদ রানা, সহ-শিক্ষা ও তথ্য বিয়ষক সম্পাদক মো: নাছির আহাম্মেদ ও নিবার্হী সদস্য অমর কৃষ্ণ বনিক প্রমূখ।

Friday 14 August 2020

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে বৃক্ষরোপন কর্মসূচি : কুমিল্লার সময়





পি কে মজুমদার : 
‘মুজিব বর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের মতো কুমিল্লার লালমাই উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক বিকম ও ইউএনও মোঃ নজরুল ইসলাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গত বুধবার উপজেলা কমপ্লেক্স সহ উপজেলার বিভিন্ন এলাকায় বৃক্ষ রোপণ করা হয়। 

লালমাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা সামাজিক বন বিভাগের কর্মকর্তা মোঃ শাহআলম প্রধানীয়ার সার্বিক তত্ত্বাবধানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, বাগমারা অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুল হাসান , পেরুল উত্তর ইউপি চেয়ারম্যান আবুল বাশার, বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন, উপজেলা নাজীর রতন কুমার সিংহ প্রমুখ। 


ইউএনও নজরুল ইসলাম বলেন, উপজেলা সামজিক বন বিভাগের উদ্যোগে ১১৪ টি শিক্ষা-প্রতিষ্ঠান এবং নয় ইউনিয়নের চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের মাধ্যমে পতিত জমিতে বৃক্ষরোপণের জন্য প্রায় ২০ হাজার ৩২৫টি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি-কাঠগাছ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

Wednesday 12 August 2020

লালমাইতে নন-এমপিও শিক্ষকদের অনুদান বিতরণ : কুমিল্লার সময়



প্রদীপ মজুমদার : করোনাকালীন পরিস্থিতিতে প্রতিষ্ঠান বন্ধ থাকায় স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাত্র-ছাত্রীদের কাছ থেকে বেতন আদায় করতে পারছে না। যে কারণে প্রতিষ্ঠান হতে এসব শিক্ষক-কর্মচারীদের বেতন দিতে না পারায় নন-এমপিও’রা মানবেতর জীবন যাপন করছে। এই অবস্থায় প্রধানমন্ত্রী নন-এমপিওভুক্ত কারিগরি, মাদ্রাসা ও স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের আর্থিক সহায়তার জন্য অনুদানের ব্যবস্থা করেন।

বুধবার (১২ আগষ্ট ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ৬৮ জন শিক্ষক-কর্মচারীদের প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার ৫০০০ টাকা হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম।

এসময় ইউএনও মোঃ নজরুল ইসলাম বলেন শোকের মাস মাননীয় প্রধানমন্ত্রী সকল শ্রেণী পেশার মানুষের দুঃখ দূর্দশা লাগবে কাজ করছেন। আমরা জাতীর জনক ও তার পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া করবো। মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর জন্য দোয়া করবেন। শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াবেন এবং জাতির জনকের গল্প শুনাবেন। 

Tuesday 11 August 2020

জমি নিয়ে বিরোধ আহত ২ : কুমিল্লার সময়



 

লালমাই প্রতিনিধি : 
কুমিল্লার লালমাই উপজেলার ভূলইন দঃ ইউনিয়নের যাদবপুর গ্রামের মৃত কামাল কাজীর ছেলে মো:আবদুল আজিজ (৬৫) কে তার বড় ভাই হাজী মো: আরব আলী জমি নিয়ে বিরোধের জের দরে সন্ত্রাসী বাহিনী দিয়ে তাদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে ।

অভিযোগ সূত্রে, জানা যায় যাদবপুর গ্রামের মৃত কামাল কাজীর ৫ ছেলে এবং তাদের পৈতিক সম্পত্তির মালিকানা হিসেবে আহত আবদুল আজিজ তার ভাগের জমি বিক্রয় করার পর পূর্ব শত্রুতার জের ধরে তাহার বড় ভাই হাজী আরব আলী ওই গ্রামের সন্ত্রাসী  আবদুর রশিদ,  বিল্লাল হোসেন সহ আরো কয়েকজন কে দিয়ে ১০ আগষ্ট রাতে আবদুল আজিজ ও তাহার ছেলে জাকির হোসেনের উপর অতর্কিত হামলা চালায়। আশংকাজনক অবস্থায় আবদুল আজিজ কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং ছেলে জাকির হোসেন প্রাথমিক চিকিৎসা দেয়া হয় ।

এই বিষয়ে আহতের পরিবারের সদস্য কহিনুর আক্তার বলেন, আমার জেঠা হাজী আরব আলী ওই রাতে সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে আমার বাবা ও ভাইকে রক্তাক্ত করেন এবং বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভূগছি। প্রতিনিয়ত আমাদের জীবন নাশের হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। গত ১১ই আগষ্ট লালমাই থানায় একটি অভিযোগ দায়ের করেন মো: আবদুল আজিজের মেয়া কহিনুর আক্তার।
অভিযোগ নম্বর ৩৬৩ 
এই ব্যপারে লালমাই থানার এস আই মামলার তদন্ত অফিসার হারুনুর রশিদের সাথে কথা হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি এবং ঘটনাস্থল পরিদর্শন করার পর বিস্তারিত জানা যাবে।

জন্মাষ্টমী উপলক্ষে মন্দির পরিদর্শন করলেন ইউএনও : কুমিল্লার সময়




প্রদীপ মজুমদার : জন্মাষ্টমী উপলক্ষে মন্দির পরিদর্শন ও হিন্দু ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন কুমিল্লার লালমাই উপজেলার ইউএনও মোঃ নজরুল ইসলাম। তিনি আজ মঙ্গলবার সকালে উপজেলার বাগমারা অশ্বতলা ভারতেশ্বরী জ্যোতিষালয়ের প্রদীপ কুমার আচার্য্যর মন্দিরে পূজা উপভোগ করেন।

সনাতন ধর্মের প্রবর্তক ও প্রাণপুরুষ মহাবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। সনাতন ধর্মাবলম্বীদের মতে, প্রায় সাড়ে ৫ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মহাবতার শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন। অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধুজনের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কংসের কারাগারে জন্ম নেন তিনি। শিষ্টের পালন ও দুষ্টের দমনে তিনি ব্রতী ছিলেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ তাই ভগবানের আসনে অধিষ্ঠিত।

করোনার কারণে এ বছর জন্মাষ্টমী সীমিত পরিসরে উদযাপিত হচ্ছে। থাকছে না জন্মাষ্টমীর শোভাযাত্রা, মিছিল ও সমাবেশ। তবে স্বাস্থ্যবিধি মেনে মন্দির প্রাঙ্গণে কৃষ্ণপূজাসহ অন্য সব আচারবিধি পালন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমাইয়ের সভাপতি অমর কৃষ্ণ বণিক মানিক। উপজেলার বিভিন্ন মন্দির প্রাঙ্গণে অন্য অনুষ্ঠানমালায় রয়েছে গীতাযজ্ঞ, কীর্তন, আরতি, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা প্রভৃতি।

Monday 10 August 2020

চিকিৎসকের অবহেলায় মারা গেলো উট পাখিটি : কুমিল্লার সময়


 


লালমাই প্রতিনিধি :
চিকিৎসকের অবহেলায়, চিকিৎসার অভাবে কুমিল্লার লালমাইয়ে ১২০ কেজি ওজনের একটি উট পাখি মারা গেছে বলে অভিযোগ করেছেন এক খামার মালিক। উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের বরল গ্রামের আহসান উল্লার খামারে (৯ আগস্ট) দিবাগত রাতে পাখিটি মারা যায়। পাখিটির বাজার মূল্য ছিল প্রায় চার লাখ টাকা।

জানা যায়, প্রায় আড়াই বছর আগে আহসান উল্লাহ শখের বসে সাড়ে চার লাখ টাকা দিয়ে ৩ জোড়া উট পাখি কিনে খামার শুরু করেন। এক বছরের মাঝে দুই জোড়া উট পাখি মারা যায়। বেঁচে থাকা এক জোড়া বড় হয়ে ডিম পাড়ার উপযুক্ত হয়। হঠাৎ শুক্রবার (৭ আগস্ট) থেকে একটি উট পাখির জ্বর হয় এবং একইসঙ্গে সেটি খাওয়া-দাওয়া বন্ধ করে দেয়।


খামার মালিক আহসান উল্লাহ উট পাখিটির চিকিৎসার জন্য স্থানীয় লালমাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আরিফুর রহমানের সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে তিনি ব্যস্ততার কথা বলে পাখিটিকে দেখতে আসেননি। এক পর্যায়ে পাখিটি চরম অসুস্থতা রবিবার রাতে মারা যায়। 

আহসান উল্লাহ বলেন, ‘২০১৭ সালে ইউটিউবে উট পাখি পালনের ভিডিও দেখে আমি এ পাখি পালনে উৎসাহী হই। এরপর ৩ জোড়া উট পাখি দিয়ে খামার শুরু করি। এটা সফল হলে খামার বড় করার পরিকল্পনা ছিল। বর্তমানে আমি পুঁজি হারিয়ে হতাশায় ভুগছি।’ 
প্রাণী সম্পদ কর্মকর্তা আরিফুর রহমানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘উট পাখির মালিক আমাকে বিষয়টি জানিয়েছিল। কিন্তু সাপ্তাহিক বন্ধ এবং সরকারি কাজে ব্যস্ত থাকায় যেতে পারিনি। তবে পাশ্ববর্তী উপজেলা থেকে ডাক্তার পাঠিয়েছিলাম। 

Sunday 9 August 2020

লালমাইয়ের মেহেরকুল দৌলতপুরে জমির 'দখল নিয়ে ' সংঘর্ষ আহত ৪ : কুমিল্লার সময়





লালমাই প্রতিনিধি : 
কুমিল্লার লালমাই উপজেলায় জমির দখল নিয়ে সংঘর্ষে , অন্তত ৪ জন আহত হয়েছেন। গত ৬ আগষ্ট  বৃহস্পতিবার বিকালে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের মেহেরকুল দৌলতপুর এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায় স্হানীয় বর্তমান ইউপি মেম্বার আবদুল ওহাব ক্ষমতার দাপট দেখিয়ে তার ভাই  মোঃ আমির হোসেনের জায়গা দখল করার চেষ্টা চালায় এবং বহিরাগত সন্ত্রাসী এনে জোড় পূর্বক গাছ লাগাতে থাকলে বাঁধা দিলে সংঘর্ষ বাঁধে। এতে আমির হোসেনের ছেলে মোঃ নুর হোসেন সহ ৪ জনকে পিটিয়ে আহত করে। নুর হোসেনের হাত ভেঙে ফেলে নুর আলম সহ তিনজনকে মাথা সহ শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম করে।  
আহত ব্যক্তিদের কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বিরোধপূর্ণ ওই জমির একজন আল আমিন বলেন, জমি নিয়ে তাঁদের সঙ্গে তার চাচা বর্তমান মেম্বার আবদুল ওহাবের সাথে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। আল আমিন আরও বলেন মেম্বার আমার চাচা তিনি ক্ষমতার দাপট দেখিয়ে সব সময় আমাদের প্রাণ নাসের হুমকি ধামকি দিয়ে আসছেন। ওই দিন প্রায় ৬০/৭০ জন বহিরাগত সন্ত্রাসী এনে আমাদের জমি জোড় পূর্বক দখল করতে গেলে আমরা বাঁধা দেই। বাঁধা দিলে আমার চাচার সঙ্গে থাকা সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে। 

লালমাই থানার সাব ইন্সপেক্টর অভিযোগ তদন্ত কর্মকর্তা মোঃ আশরাফ বলেন উভয় পক্ষ থানায় অভিযোগ করেছে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি পারিবারিক হওয়ায় তারা নিজেরা বসে সমাধান করবে বলে জানান। স্হানীয়ভাবে সমাধান না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Saturday 8 August 2020

কুমিল্লার তিতাসে ১৮৪ পিস বিয়ার উদ্ধার : কুমিল্লার সময়




হালিম সৈকত,  কুমিল্লা।।  ৯ আগস্ট ২০২০ খ্রি.

কুমিল্লার তিতাস উপজেলার মাছিমপুর বাজারে স্কুল মার্কেট থেকে ১৮৪ পিস বিয়ার উদ্ধার করেছে তিতাস থানার চৌকষ এসআই মোঃ বিল্লাল হোসেন। 

৮ আগস্ট রাত ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে তিনি মাছিমপুর আর আর ইনস্টিটিউশন এর মার্কেটে অভিযান চালিয়ে একটি দোকান থেকে ৪ টি বস্তায় মোড়ানো  বিয়ারগুলো উদ্ধার করেন। 

তালাবদ্ধ অবস্থায় থাকলেও পরে বাজার কমিটির সভাপতি আঃ বাতেন সরকার রেনু মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ হাসান বশিরের নির্দেশে তালা ভেঙ্গে মালিকবিহীন বিয়ারগুলো জব্দ করা হয়। পরে অভিযানে যোগ দেন তিতাস থানার ওসি (তদন্ত) মোঃ সহিদুল ইসলাম, এসআই মধুসূদন,  এসআই সুমন পাটোয়ারী ও এএসআই সারওয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স।  পরে জানা যায়, ওমর আলীর চা স্টলের পাশের দোকানটি স্কুলকর্তৃপক্ষ থেকে চাবি নিয়ে কোন প্রকার ডিড ছাড়াই ব্যবহার করছেন উক্ত স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মুজিবুর রহমান।  বিষয়টি নিশ্চিত করেছেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ মাহফুজুর রহমান চৌধুরী ও ম্যানেজিং কমিটির সদস্য মনসুর আলী মেম্বার।  তারা বলেন,  দোকানের চাবি মুজিবুর রহমানের কাছে ছিল, তিনি দোকানে কি ব্যবসা করেন তা জানিনা।

রাতে মুজিবুর রহমানকে একাধিকবার কল করা হলেও তিনি দোকানে আসেন নি। তিনি বলেন, আমি দূরে আছি। 
এখন প্রশ্ন ওঠেছে এই সমস্ত লোক কি করে মাছিমপুর হাইস্কুলের মত একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য হন? 

এই বিষয়ে তিতাস থানার ওসি (তদন্ত) মোঃ সহিদুল ইসলাম বলেন,  এই বিয়ার ব্যবসার সাথে কারা জড়িত তা তদন্ত সাপেক্ষে খুঁজে বের  করা হবে এবং মামলার প্রক্রিয়া  চলবে।  

 কয়েক বছর আগেও স্কুলের পাঠাগারে বিয়ার ব্যবসার অভিযোগ উঠেছিল। তখন সংবাপত্রে নিউজ হওয়ায় বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় হয়েছিল। আজ পানির মত পরিষ্কার ও সত্য প্রমাণিত হলো স্কুলের স্থাপনা ব্যবহার করে মাদকের ব্যবসা চল!  

তিতাস উপজেলার মাছিমপুর গ্রামে দীর্ঘদিন যাবত একটি চক্র  এই মাদকের ব্যবসা করে আসছে।  

বিভিন্নসূত্র থেকে জানা যায়, মাদকের এই চালান আসে ঢাকা, কুমিল্লা,  চট্টগ্রাম ও টেকনাফ থেকে।  মাদকচক্রটি কারা তা সকলে অবগত হলেও তারা এতই শক্তিশালী যে তাদের বিরুদ্ধে কথা বলার মত সাহস কেউ করে না। তবে এলাকাবাসি চান মাছিমপুরসহ তিতাস মাদকমুক্ত হোক। তারা কুমিল্লা-২ ( তিতাস হোমনা) আসনের এমপি সেলিমা আহমাদ মেরী,  উপজেলা চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকারের  ও তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলামের হস্তক্ষেপ কামনা করেন।

লালমাইয়ে বঙ্গমাতার জন্মদিনে সেলাই মেশিন বিতরণ : কুমিল্লার সময়




প্রদীপ মজুমদার 
কুমিল্লার লালমাই উপজেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার ৯০তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। 

আজ শনিবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৬ জন নারীর মাঝে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম এর  সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আমিনুল হক আমিন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। 
ইউএনও মোঃ নজরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতির জনক হয়ে ওঠার পিছনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার অসামান্য অবদান রয়েছে। তিনি বঙ্গবন্ধুর সকল কাজে অনুপ্রেরণা দিয়েছেন। যার জন্য বিশ্ব দরবারে অবিস্মরনীয় নেতা হয়ে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 

Thursday 6 August 2020

লালমাই বাকই উত্তরে দূর্নীতি প্রতিরোধ ফোরামের ঈদ পুণর্মিলনী : কুমিল্লার সময়





পি কে মজুমদার : লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়ন দূর্নীতি দমন প্রতিরোধ ফোরামের ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান আজ ৬ আগষ্ট বৃহস্পতিবার সন্ধ্যায় ভাবকপাড়া নোমান রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন দূর্নীতি দমন প্রতিরোধ ফোরামের আহবায়ক মাষ্টার আজিজুল হক মোল্লার সভাপতিত্বে ও প্রদীপ মজুমদার এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সংঘটনের সমন্বয়ক অধ্যাপক আলমগীর হোসেন অপু'র দিকনির্দেশনার কথা তুলে ধরে সংগঠনকে এগিয়ে নেওয়ার কথা উপস্থিত সদস্যরা ব্যক্ত করেন।
এসময় উপস্হিত ছিলেন সংগঠনের যুগ্ম আহবায়ক মাষ্টার আবুল কালাম আজাদ, সদস্য সচিব অবঃ আর্মি সার্জন আবুল কালাম, মোঃ আবুল খায়ের, ডা. মোস্তাফিজুর রহমান বাচ্চু, কামাল হোসেন, মোঃ রাসেল প্রমুখ।

Tuesday 4 August 2020

লালমাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত : কুমিল্লার সময়




প্রদীপ মজুমদার :    
কুমিল্লার লালমাই উপজেলার আলীশ্বর এলাকায় কুমিল্লা - নোয়াখালীর আঞ্চলিক মহাসড়কে আজ মঙ্গলবার বিকেলে যাত্রীবাহী উপকূল বাসের ধাক্কায় দিদার (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। দুর্ঘটনার পর পুলিশ বাস আটক করলেও চালক পালিয়ে যায় ।
উপকুল বাসের (ঢাকা মেট্রো ব -১৫৪২৯১) চাপায় দিদার নামে একজন মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল ১৯-৩৩৩১) আরোহী নিহত হয়েছে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেপরোয়া গতিতে চলা কুমিল্লামুখী যাত্রীবাহি উপকুল বাসটি লালমাই উপজেলার আলীশ্বর দক্ষিণ বাজারে একটি পালসার ( কাল রং) মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। দূর্ঘটনার কারনে সড়কে যানজট সৃষ্টি হয়।  

খবর পেয়ে লালমাই থানা পুলিশের একটি টিম ও লাকসাম হাইওয়ে ক্রসিং পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। দূর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল উদ্ধার করে হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। 

দূর্ঘটনার পরপরই লালমাই উপজেলা নির্বাহী অফিসার মো: নজরুল ইসলাম ঘটনাস্থলে যান এবং দূর্ঘটনা পরবর্তী সড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশি কার্যক্রমের তত্বাবধান করেন।

Sunday 2 August 2020

করোনা থেকে সুস্থ হয়ে হৃদরোগে আক্রান্ত ৭৮ শতাংশ রোগী : কুমিল্লার সময়



ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাস মহামারী শুরু হবার পর এমন অনেকে প্রমাণ পাওয়া গেছে যে এটা শুধু শ্বাসযন্ত্রেরই ক্ষতি করে না। করোনায় আক্রান্ত রোগীর শরীরের অন্যান্য অঙ্গও ক্ষতিগ্রস্ত হতে পারে।

সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়- সম্প্রতি জার্মানির একটি হাসপাতালের গবেষণায় দেখা গেছে, শতকরা ৭৮ ভাগের বেশি সুস্থ রোগীর ক্ষেত্রে হৃদপিণ্ডের সমস্যা দেখা দিয়েছে। কিন্তু তাদের আগে থেকে এমন কোন সমস্যা ছিল না।

‘জেএএমএ কার্ডিয়োলজি’ জার্নালে প্রকাশিত গবেষণা অনুযায়ী, ৬০ শতাংশ সুস্থ করোনা রোগীর হৃদপেশীতে তীব্র প্রদাহ বা ইনফ্লেমেশনের ঝুঁকি দেখতে পেয়েছেন ফ্রাঙ্কফুর্টের ইউনিভার্সিটি হসপিটালের গবেষকরা । এক্ষেত্রেও আগে থেকে তাদের ওই সংক্রান্ত কোনও অসুস্থতা ছিল না।

গত এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ইউনিভার্সিটি হসপিটাল থেকে ছাড়া পাওয়া ৪৫ থেকে ৫৩ বছর বয়সী রোগীদের উপর গবেষণাটি চালানো হয়। গবেষকরা জানিয়েছেন, কার্ডিয়াক ম্যাগনেটিক রেসোনেন্স ইমেজিংয়ে দেখা গেছে যে ৭৮ শতাংশ সুস্থ রোগীর ক্ষেত্রে হৃদপিণ্ডে বিভিন্ন সমস্যা আছে। সেইসাথে হৃদপেশীতে তীব্র প্রদাহের বিষয়টিও গবেষকদের নজরে এসেছে। তবে দীর্ঘকালীন সময়ে হৃদপিণ্ডের উপর করোনার কি প্রভাব পড়ে, তা নিয়ে আরও গবেষণার প্রয়োজন আছে বলে জানিয়েছেন গবেষকরা।

লালমাইয়ে ঈদ আনন্দে সেরা রাঁধুনি প্রতিযোগিতা অনুষ্ঠিত : কুমিল্লার সময়



ডেস্ক রিপোর্ট : 
গতকাল লালমাই উপজেলায় ভূলইন দক্ষিণ ইউনিয়নের জামিরা গ্রামে ঐতিহ্যবাহী মজুমদার বাড়ীতে পারিবারিকভাবে ঈদ আনন্দে সেরা রাঁধুনি প্রতিযোগিতা আয়োজন করা হয়। এতে সেরা রাঁধুনি প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হন মোসা: খোরশেদা বেগম, ১ম রানার্স আপ মোসা: অজিফা বেগম ও ২য় রানার্স আপ শবনম আরা বেগম এবং সেরা ভোটার নির্বাচিত হন মো: নাজিম। এতে পরিচালনায় ভুমিকা দায়িত্ব পালন করেন মজুুমদার এয়ার ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপনা পরিচালক মো: ছায়েদুল হক মজুমদার।  উক্ত অনুষ্ঠানে লালমাই প্রেস ক্লাব এর সভাপতি ড. শাহজাহান মজুমদার, মনোহরগঞ্জ সরকারি হাসপাতাল এর ডা: নুর মোহাম্মদ শাহীন, কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন সুমন ও ছাত্রনেতা এনামুল হক মজুমদার সহ এলাকার বিশিষ্ট মেহমানবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, গত ২৫ বছর ধরে জামিরা গ্রামে ঐতিহ্যবাহী মজুমদার বাড়ীতে পারিবারিকভাবে সেরা রাঁধুনি প্রতিযোগিতা ঈদের দিন আয়োজন করে থাকেন। এই প্রতিযোগিতায় অতিথি আপ্যায়ন করে গোপন ব্যালেট এর মাধ্যমে ভোট দিয়ে চ্যাম্পিয়ন ও রানার্স আপ নির্ধারণ করা হয়ে থাকে এবং অংশগ্রহণকারী মেহমানগণ থেকে সেরা ভোটার নির্বাচিত করে পুরস্কার প্রদান করা হয়।

লালমাইয়ে মজুমদার ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া-মাহফিল অনুষ্ঠিত : কুমিল্লার সময়


  
 
প্রদীপ মজুমদার : 
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক সংসদ সদস্য বহু শিক্ষা প্রতিষ্ঠানের  মরহুম অধ্যক্ষ আবুল কালাম মজুমদার ও তার জ্যেষ্ঠ ভাই মরহুম মমতাজ উদ্দিন মজুমদার সহ পরিবারের নিহত সকলের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মরহুম মমতাজ উদ্দিন মজুমদার এর ছেলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উপদেষ্টা আমেরিকা প্রবাসী ড.কামরুল হাসান মজুমদার এর উদ্যোগে ও বাগমারা উত্তর ইউনিয়ন যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুজিবুর রহমান মজুমদার নিখাদের তত্বাবধানে দোয়া মাহফিল অনুষ্ঠানের পর ১৩০ টি পরিবারের মাঝে দুইটি গরু ও পাঁচটি খাসির গোস্তো বিতরণ করা হয়।  

ড. কামরুল হাসান মজুমদার প্রতিষ্ঠিত মজুমদার ফাউন্ডেশন দীর্ঘ দিন ধরে ফোরকানিয়া মাদ্রাসা পরিচালনা, গরীব মেধাবীদের শিক্ষা সহায়তা, অসুস্থদের চিকিৎসা সহায়তা, গরীব অসহায় কন্যার বিবাহে অনুদান, গৃহহীনদের গৃহনির্মাণ করে দেয়া, করোনাকালীন সময়ে এলাকার অসহায় মানুষকে খাদ্য সহায়তা সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে আসছে। 

রবিবার দুপুরে উপজেলার মেহেরকুল দৌলতপুর মজুমদার বাড়ি চত্বরে এ অনুষ্ঠান হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, সুধীজন, আত্মীয়-স্বজনসহ বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সহকারী অধ্যাপক নুরুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক এম এ মোতালেব, যুগ্ম আহবায়ক সঞ্জয় শর্মা, যুগ্ম আহ্বায়ক এড. জাহাঙ্গীর আলম, কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ তারেক উল ইসলাম, যুবলীগ নেতা অভি, স্থানীয় মেম্বার আবদুল ওহাব প্রমুখ।