Thursday 24 September 2020

লালমাইয়ে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ ভাতিজার বিরুদ্ধে : কুমিল্লার সময়





লালমাই প্রতিনিধি : 
কুমিল্লার লালমাইয়ে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। গত শনিবার উপজেলার ছিলোনিয়া গ্রামে এঘটনা ঘটে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত নুর বক্সের ছোট ছেলে মোঃ আবদুল কাদের (৭০) কে সকালে জমি সংক্রান্ত পূর্ব শক্রতার জেরে বড় ভাই আবদুল গফুরের ছেলে নুর উল্লাহ সোহেল বাড়ির সামনে রাস্তায় লাঠি দিয়ে আঘাত করে এবং উপর্যপরি কিল ঘুষি দিয়ে আহত করে, তার মাথায়, কপালের নিচে, পা-সহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখা যায়। লোক লজ্জার ভয়ে নিহত আওয়ামীলীগের বর্ষিয়ান নেতা আবদুল কাদের স্থানীয় ভাবে ডাঃ মোঃ এবায়েদ উল্যাহ ও ডাঃ আল-মামুনের চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল ৯টায় মারা যায়। গত চার মাস আগে বড় ভাতিজা মোহাম্মদ উল্লাহ সোহাগ চাচা আবদুল কাদেরকে মারধর করায় নিহতের স্ত্রী মোসাঃ আরজু আক্তার  লালমাই থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। চিকিৎসক আল-মামুন বলেন, আহত আবদুল কাদেরকে আমি চিকিৎসা সেবা দিয়েছি। মাথায় ও হাতে ব্যান্ডিজ দিয়েছিলাম। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লায় নিয়ে ভাল চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছি। নিউজ কভারেজ করতে গেলে উক্ত গ্রামের সহসদ্দার্র মোহাম্মদ আলীর ছেলে আফজাল সাংবাদিকদের বাধা দেয়। নিহতের স্ত্রী মোসাঃ আরজু আক্তার বলেন, গত ১৯ তারিখ সকালে নুর উল্লাহ সোহেল লাঠি ও কিল ঘুষি দিয়ে আহত করে, প্রথমবার থানা পুলিশ কোন ভূমিকা না নেওয়ায় দ্বিতীয়বার থানায় অভিযোগ দিইনি। এব্যাপারে লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আউয়ুব বলেন, ঘটনার বিষয়ে থানায় কোন অভিযোগ দায়ের করেনি, অভিযোগ দিলে আইগত ব্যবস্থা নেওয়া হবে।

No comments:

Post a Comment