Tuesday 27 October 2020

লাকসাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল আলীর বিরুদ্ধে ধর্ষন মামলা : কুমিল্লার সময়





লাকসাম প্রতিনিধি : কুমিল্লার লাকসাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল আলীর বিরুদ্ধে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে গত ২১ অক্টোবর ধর্ষন চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়।মামলা নং পিটি ৮২৬/২০২০,তারিখ-২১-১০-২০২০খ্রিঃ। মামলা সূত্রে জানা যায়, মামলার বাদী লাকসাম ডায়াগষ্টিক সেন্টার এন্ড হাসপাতালে সহকারী প্যাথলজি শিক্ষানবিশ হিসেবে কর্মরত আছেন। ভিকটিম পূর্বে লাকসাম আধুনিক হাসপাতালে সহকারী নার্স ছিলেন। আধুনিক হাসপাতালে কাজ করার সময় সহকারী নার্স ও বর্তমানে ডাঃ আব্দুল আলীর ২য় স্ত্রী মুক্তার সাথে ভিকটিমের পরিচয় হয়। মুক্তার মাধ্যমে ডাঃ আব্দুল আলীর সাথে ভিকটিমের পরিচয় হয়। ডাঃ আব্দুল আলী প্রায় সময়ে ভিকটিমকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত ১৯ অক্টোবর ডাঃ আব্দুল আলী ভিকটিমের নিজ বাড়িতে মোটর সাইকেল যোগে গিয়ে ভিকটিমকে একা পেয়ে ধর্ষনের চেষ্টা চালায়। বাদি চিকিৎকার করলে ডাঃ আব্দুল আলী মোটর সাইকেল যোগে পালিয়ে যায়।
স্হানীয় সূত্রে জানা যায় ডাঃ আব্দুল আলী ১০/১২ বছর ধরে লাকসাম ও আশপাশের উপজেলায় বিভিন্ন বেসরকারি হাসপাতাল /ক্লিনিকে ডেলিভারির নামে জোর পূর্বক সিজারের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। 
এব্যাপারে ডাঃ আব্দুল আলীর মোবাইলে কল করলে তিনি বলেন, আদালতে বিচারাধীন মামলার বিষয়ে আমি কোন কথা বলতে রাজি নই।

No comments:

Post a Comment