Friday 23 October 2020

লালমাইয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সরকারি অনুদান বিতরণ : কুমিল্লার সময়





প্রদীপ মজুমদার : 
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার  লালমাই  উপজেলার ১৭টি পূজা মণ্ডপে সরকারি অনুদান দেয়া হয়েছে।

আজ শুক্রবার দুপুরে উপজেলা কমপ্লেক্স ভবনে উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক বিকম এসব অনুদানের ডিও বিতরণ করেন।

এ সময় তিনি বক্তব্যে সবাইকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপির পক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আইনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম এর  সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মজুমদার, প্রেস ক্লাবের সভাপতি ড.শাহজাহান মজুমদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমর কৃষ্ণ বণিক মানিক, বীর মুক্তিযোদ্ধা কমল রঞ্জন দাস, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক প্রদীপ মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন রায় চৌধুরী, সঞ্জয় শর্মা । 

অনুষ্ঠানে উপজেলার ১৭টি পূজা মণ্ডপে প্রত্যেকটি মন্দিরে ৫০০ কেজি করে মোট ৮ হাজার ৫০০ কেজি চাল বিক্রির টাকা বিতরণ করেন। এ সময় আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ উপজেলার প্রতিটি পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment