Thursday 29 October 2020

লালমাইয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে সমাবেশ : কুমিল্লার সময়





লালমাই প্রতিনিধিঃ  
কুমিল্লার লালমাই উপজেলা সহকারী শিক্ষা অফিসার ইব্রাহিম খলিলের নামে স্থানীয় “সাপ্তাহিক লালমাই বার্তা” পত্রিকায় গত ২৭ অক্টোবর মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সমাবেশ করেছে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষকসহ সাধারণ মানুষ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে উপজেলার  বাগমারা উচ্চ বিদ্যালয় ভবনের সামনে ওই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে উপজেলার ৬৭ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে। প্রতিবাদ সমাবেশে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি বিকাশ সিনহার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোসলেহ উদ্দিন, প্রধান শিক্ষক ফেরদৌসী আক্তার, আনোয়ারা বেগম, মোঃ জহিরুল হক, জসিম উদ্দিন, মোঃ আবুল হোসেন প্রমুখ। বক্তারা দাবি করে বলেন, সহকারী শিক্ষা অফিসার ইব্রাহিম খলিলকে সামাজিকভাবে সুনাম ক্ষুন্নসহ সম্মানহানি ঘটাতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে স্থানীয় একটি কুচক্রীমহল। “সাপ্তাহিক লালমাই বার্তা” পত্রিকায় সহকারী শিক্ষা অফিসারের বিরুদ্ধে  মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক সংবাদ পরিবেশন করেছে।  মানহানিকর মিথ্যা ভুয়া সংবাদ পরিবেশনকারীদের আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান বক্তারা। শিক্ষক নেতারা পরে উপজেলায় গিয়ে উপজেলা চেয়ারম্যান আব্দুুল মালেক বিকম ও উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে সহকারী উপজেলা (ভূমি) কমিশনার শারমীন আরা এবং প্রাথমিক শিক্ষা অফিসার জাহানারা খানমের নিকট প্রতিবাদ লিপি প্রদান করে।

No comments:

Post a Comment