Saturday 15 August 2020

লালমাইতে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন : কুমিল্লার সময়





লালমাই প্রতিনিধি :
কুমিল্লার লালমাইয়ে নানান আয়োজনের মধ্যে দিয়ে ও বিনম্র শ্রদ্ধায় জাতীর শ্রেষ্ট সন্তানকে স্বরণ করা হয়েছে। শনিবার (১৫আগষ্ট) সকালে ইতিহাসের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে পালিত হয়।
দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ , উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমীক সংগঠন, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসের শুরুতে কোরআনখানি, মিলাদ-মাহফিল, মন্দিরে প্রার্থনা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, শোকসভা, কাঙ্গালীভোজ, চিত্রাংকন প্রতিযোগিতা ও শোক র‌্যালীর, বৃক্ষ রোপণের আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন সামাজিক দুরত্ব বজায় রেখে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, শোকর‌্যালী ও শোকসভার আয়োজন করে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক বিকম , উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম , অর্থমন্ত্রীর একান্ত সহকারী সচিব কে এম সিংহ রতন, আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমিনুল হক আমিন,ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মজুমদার, লালমাই থানা ইনচার্জ মোঃ আইউব, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জয়াশীষ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জুনায়েদ কবীর খাঁন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আরিফ হাসান, উপজেলা প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী, নির্বাচনী কর্মকর্তা সৈয়দা সাদিকা জাহান, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম ও আবুল বাশার, অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ কামরুল হাসান, বাগমারা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের সভাপতি অমর কৃষ্ণ বণিক মানিক, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, যুবলীগ নেতা কামরুল হাসান ভুট্টো, ছাত্রলীগ নেতা আরিফুর রহমান রাব্বি প্রমুখ।

No comments:

Post a Comment