Sunday 30 August 2020

লালমাইয়ে বাল্য বিয়ে বন্ধ করলেন ইউএনও : কুমিল্লার সময়





লালমাই প্রতিনিধি :   
কুমিল্লার লালমাই উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে হাতিলোটা মাদ্রাসায় নবম শ্রেণি পড়ুয়া কামরুন নাহার  তাইফা( ১৫) নামে এক ছাত্রী বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে। আজ ৩০ আগষ্ট উপজেলার বাকই উত্তর ইউনিয়নের শিকারীপাড়া  গ্রামে প্রবাসী কেফায়েত এর মেয়ে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) মোঃ নজরুল ইসলাম ।
ইউএনও বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন বাল্য বিয়ের আয়োজন করা হয়েছে। 

এ খবর জানতে পেরে  তাৎক্ষণিক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিয়ে বাড়িতে মেয়ের পিতা মাতাকে  বাল্যবিবাহের কুফল ও অাইনি নিষেধাজ্ঞার কথা বুঝিয়ে বলে বিয়ে বন্ধের নির্দেশ প্রদান করেন। কামরুন নাহার তাইফা পিতা কেফায়েত মেয়ে তাইফা আক্তারের ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে মুচলেকা প্রদান করেন। 

ইউএনও মোঃ নজরুল ইসলাম বলেন বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭, অনুসারে বিয়ে প্রতিহত করা হয়েছে। 
বরের অঙ্গীকারনামা নেয়া হয়েছে। 
কনের মা-বাবাকে সচেতন করা হয়েছে এবং অর্থ দন্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে। 

No comments:

Post a Comment