Wednesday 12 August 2020

লালমাইতে নন-এমপিও শিক্ষকদের অনুদান বিতরণ : কুমিল্লার সময়



প্রদীপ মজুমদার : করোনাকালীন পরিস্থিতিতে প্রতিষ্ঠান বন্ধ থাকায় স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাত্র-ছাত্রীদের কাছ থেকে বেতন আদায় করতে পারছে না। যে কারণে প্রতিষ্ঠান হতে এসব শিক্ষক-কর্মচারীদের বেতন দিতে না পারায় নন-এমপিও’রা মানবেতর জীবন যাপন করছে। এই অবস্থায় প্রধানমন্ত্রী নন-এমপিওভুক্ত কারিগরি, মাদ্রাসা ও স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের আর্থিক সহায়তার জন্য অনুদানের ব্যবস্থা করেন।

বুধবার (১২ আগষ্ট ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ৬৮ জন শিক্ষক-কর্মচারীদের প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার ৫০০০ টাকা হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম।

এসময় ইউএনও মোঃ নজরুল ইসলাম বলেন শোকের মাস মাননীয় প্রধানমন্ত্রী সকল শ্রেণী পেশার মানুষের দুঃখ দূর্দশা লাগবে কাজ করছেন। আমরা জাতীর জনক ও তার পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া করবো। মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর জন্য দোয়া করবেন। শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াবেন এবং জাতির জনকের গল্প শুনাবেন। 

No comments:

Post a Comment