Tuesday 2 June 2020

ফ্রেন্ড সোসাইটি লালমাই এর ঈদ পূর্ন মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত : কুমিল্লার সময়



 

প্রদীপ মজুমদার : বন্ধুত্বের শক্তি একাকিত্বের মুক্তি, সামাজিক অবক্ষয় বন্ধুত্ব করবে জয় এই শ্লোগানকে সামনে রেখে পথ চলা শুরু সামাজিক সংগঠন লালমাই ফ্রেন্ড সোসাইটির। দেশ বিদেশে বহু সংগঠনের প্রতিষ্ঠাতা, সংগঠন সৃষ্টি যার নেশা, মানব সেবায় নিবেদিত রাজনৈতিক ব্যক্তিত্ব
সদালাপী বিচক্ষণ দূর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী সজ্জন অধ্যাপক আলমগীর হোসেন অপুর হাত ধরে সংগঠনটি ইতিমধ্যে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের দুঃখ দূর্দশা লাগবে কাজ করে যাচ্ছে। 
করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকে সচেতনতা বৃদ্ধি, খাদ্য সহায়তা, ঈদ উপহার নিয়ে পাশে দাড়িয়েছেন সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের পাশে। 
ধান কেটে পৌঁছে দিয়েছেন কৃষকের বাড়ী। 

সৃষ্টিলগ্ন থেকে এক ঝাঁক তরুণ উদীয়মান যুবক  সংগঠনের সকল সদস্যর সমন্বয়ে আত্ন মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন। আগামীদিনে সকলে একসাথে কাজ করবেন এমনটাই আশা পোষণ করছেন ফ্রেন্ড সোসাইটির বন্ধুরা। 

কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের মনোহরপুরে আজ ০২ জুন বিকেলে ফ্রেন্ড সোসাইটি লালমাই এর উদ্যোগে ঈদ পূর্ন মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
ফ্রেন্ড সোসাইটির আহবায়ক কাউসার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সংগঠক অধ্যাপক আলমগীর হোসেন অপু। 
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ ও লালমাই উপজেলা যুবলীগের আহবায়ক এম এ মোতালেব, বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সামছুল হক মুন্সী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সাবেক বৃহত্তর পেরুল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও পেরুল উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার, ইঞ্জি. মহিনুল ইসলাম, বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী হাবিব, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, মোঃ. সোলায়মান, আমির হোসেন প্রমুখ।
এসময় ফ্রেন্ড সোসাইটির উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।  

No comments:

Post a Comment