Saturday 27 June 2020

বাকই উত্তরে দূর্নীতি প্রতিরোধ ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি : কুমিল্লার সময়



প্রদীপ মজুমদার :
জীবনের জন্য বৃক্ষ' বৃক্ষই জীবন কুমিল্লার লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নের ৭ টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করেছে ইউনিয়ন দূর্নীতি প্রতিরোধ ফোরাম। 

গতকাল ২৭ মে শনিবার সকালে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ মোতাহার হোসেন ভূঁইয়া জুয়েল ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ ফোরামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক আলমগীর হোসেন অপু নির্দেশনায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
 
প্রদীপ মজুমদার এর সঞ্চালনায় ভাবকপাড়া জনতা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন বাকই উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আইউব আলী। প্রতিটি প্রতিষ্ঠানে ১০টি করে ফলজ,বনজ,ঔষধি বৃক্ষ রোপণ করা হয়। 


এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য আবদুল বারী, দূর্নীতি প্রতিরোধ ফোরাম বাকই উত্তর ইউনিয়নের আহবায়ক মাষ্টার আজিজুল হক মোল্লা, আ,লীগের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, যুগ্ন আহবায়ক মাষ্টার এ কে আজাদ, যুগ্ন আহবায়ক মাষ্টার দীপঙ্কর সিংহ,সদস্য সচিব আর্মি আবুল কালাম, মোহনপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ হায়াতুজ্জামান, ভাবকপাড়া জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্ধার্থ সিংহ, নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাস সিনহা, হাতিলোটা মাদ্রাসার শিক্ষক আবদুর সাত্তার, ইউনিয়ন প্রতিরোধ ফোরামের সদস্য ডা.বিল্লাল, সদস্য মোঃ বিল্লাল, সদস্য আবুল হাশেম, রাসেল প্রমুখ। 

No comments:

Post a Comment