Wednesday 15 July 2020

লালমাইয়ে পল্লী বিদ্যুৎ এর ভেলকিবাজিতে অতিষ্ঠ জনজীবন : কুমিল্লার সময়






লালমাই (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার লালমাই উপজেলায় পল্লী বিদ্যুৎ এর ঘন ঘন লোডশেডিংয়ের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। লোডশেডিংয়ের পাশাপাশি ভুতুড়ে বিলের চাপে দিশেহারা পল্লী বিদ্যুৎ এর ৬৩ হাজার গ্রাহক। অভিযোগ দিয়েও কোন সমাধান হচ্ছেনা এই ভোগান্তির। লকডাউনের মধ্যে ছাত্রছাত্রীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। পল্লী বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে ভুক্তভোগী সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে। বিদ্যুতের অসহনীয় লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে উপজেলাবাসী। এই আছে, এই নেই বিদ্যুতের এমন খেলা শুধু একদিনের নয়, প্রতিদিনের। শহরে লোডশেডিং কম থাকলেও গ্রামাঞ্চলে বিদ্যুৎ ভোগান্তি চরম আকারে ধারণ করেছে। করোনা কালীন সময়ে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রছাত্রীরা টেলিভিশনের মাধ্যমে ক্লাস করে লোডশেডিংয়ের কারণে লেখাপড়ায় মারাত্মক বিঘ্ন ঘটছে। গড়ে ৩/৪ বার লোডশেডিং হওয়ায় ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে। একদিকে অসহনীয় গরম, অপরদিকে বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অনেক গ্রাহক ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্দিষ্ট সময়ে লোডশেডিং হলে আমরা পূর্ব প্রস্তুতি থাকতে পারি। এ অবস্থায় লোডশেডিং চলতে থাকলে বিদ্যুৎ সংযোগ না থাকাই ভালো। লোডশেডিং চরম আকার ধারণ করার ফলে বিপাকে পড়েছেন ব্যবসায়ীসহ সাধারণ মানুষ। সামান্য বৃষ্টি বা বাতাসের আভাস পেতে না পেতেই পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ সার্ভিস বন্ধ করে ফেলে। অফিসে ফোন করলে প্রতিদিনই থাকছে কোনো না কোনো সমস্যা বা অজুহাত। হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের উচ্চ ছাত্র লোকমান জানান, প্রায়ই সন্ধ্যার পর বিদ্যুৎ চলে যায়। এতে করে লেখাপড়া ব্যাহত হচ্ছে।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি -২ বাগমারা জোনাল অফিসের ডিজিএম শাখাওয়াত হোসেনের নিকট লোডশেডিং হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন বিদ্যুৎ এর লাইনের সংস্কার কাজ চলছে। খুব শীঘ্রই এর সমাধান হবে।

No comments:

Post a Comment