Monday 27 July 2020

লালমাইয়ে মৎস্য সপ্তাহ উপলক্ষে ব্যাপক প্রচারণা ও মাছের পোনা অবমুক্ত : কুমিল্লার সময়



 
প্রদীপ মজুমদার : 
মাছ উৎপাদন বৃদ্ধি করি,সুখী সমৃদ্ধ দেশ গড়ি, এই স্লোগান নিয়ে এবারের জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কুমিল্লার লালমাই উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। করোনা কালীন সময়ে নিরাপদ দূরত্ব বজায় রাখার ফলে সপ্তাহব্যাপী মাইকিং, ব্যানার, ফেষ্টুনের মাধ্যমে ব্যাপক প্রচারণা, সরকারের অগ্রগতি ও সাফল্যর প্রামাণ্যচিত্র প্রদর্শন, মৎস্য চাষিদের পরামর্শ সেবা প্রদান,সুফলভোগীদের  উপকরণ বিতরণ, মৎস্য চাষি ও জেলা ও  উপজেলা কর্মকর্তাদের মতবিনিময়ের মাধ্যমে মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়। 
আজ বেলা ১১টায় উপজেলার ভাটরা কাচারি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান।
উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা কাজী কামরুল হাসান ভুট্টো, ক্ষেত্র সহকারী সৈকত হাসান বিভিন্ন এলাকার মৎস্য চাষি। 



মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পুকুর, নদী, খাল ও বিলে মৎস্য পোনা অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান।

No comments:

Post a Comment