Tuesday 21 July 2020

রত্নগর্ভা মা বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল বারী ভুঁইয়ার সহধর্মিনীর ইন্তেকাল : কুমিল্লার সময়




লালমাই প্রতিনিধি: কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, অর্থমন্ত্রীর প্রিয় শিক্ষক উপজেলার বাকই উত্তর ইউনিয়নের শিকারীপাড়া গ্রামের মরহুম আবদুল বারী ভুঁইয়ার সহধর্মিণী রত্নগর্ভা মা রাশেদা বেগম (৮৫) বার্ধক্য জনিত কারনে ঢাকার বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

আজ বিকাল ৬টায় সামাজিক দুরত্ব বজায় রেখে মরহুমার জানাযার নামাজ শিকারীপাড়ায় অনুষ্ঠিত হয়।

মৃত্যু কালে তিনি ছয় ছেলে ও চার মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমা রত্নগর্ভা মা রাশেদা বেগমের ছেলেদের মধ্যে জ্যেষ্ঠ পুত্র ডাঃ মোয়াজ্জেম হোসেন ভুঁইয়া স্বপরিবারে আমেরিকায় বসবাস করেন, দ্বিতীয় পুত্র মহিবুর রব ভুঁইয়া মামুন (এম এস এস) একজন সফল ব্যবসায়ী তিনি কুমিল্লায় থাকেন, তৃতীয় পুত্র সালাউদ্দিন ভুঁইয়া ফারুক প্যারিসে স্ব-পরিবারে বসবাস করেন, চতুর্থ পুত্র  প্রফেসর মইনুল হেসেন মনির ভুঁইয়া কানাডায় একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং স্ব-পরিবারে সেখানেই থাকেন, পঞ্চম পুত্র অধ্যাপক ডাঃ মোতাহের হোসেন ভুঁইয়া জুয়েল একজন চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন, তিনি এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ও সর্ব কনিষ্ঠ পুত্র ব্যারিষ্টার তোফায়েল হোসেন ভুঁইয়া মিঠু ইংল্যান্ডে আইন পেশায় নিয়োজিত এবং তিনিও স্ব পরিবারে সেখানেই থাকেন।
মরহুমার চার মেয়ের মধ্যে দুই জামাই শিল্পপতি অন্য দুই মেয়ে জামাইও উচ্চ পদস্থ কর্মকর্তা বলে জানা যায়। 

No comments:

Post a Comment