Wednesday 29 July 2020

উদ্দীপন বাগমারার মাস্ক বিতরণ : কুমিল্লার সময়




পি কে মজুমদার :
কুমিল্লার লালমাই উপজেলার সামাজিক সংগঠন রক্ত সহ মানবিক কাজে মানুষের পাশে দাড়ানো উদ্দীপন বাগমারা অন্যতম। আজ ২৯ জুলাই সংগঠনটি লালমাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জয়াসীস রায়ের নিকট স্বাস্থ্য কর্মীদের জন্য ২০০ সার্জিক্যাল হ্যান্ড গ্লাভস, ৫০ টি সার্জিক্যাল মাস্ক, ১০০ পলিগ্লাভস হস্তান্তর করেন। তারা বাগমারা জিরো পয়েন্টে রিক্সা, অটো, সিএনজি চালক, যাত্রী সহ লালমাই উপজেলা মাঠে ঈদের গরু বাজারে আগ ক্রেতা বিক্রেতার মাঝে ১০০০ টি মাস্ক বিতরণ করেন। এ সময়ে উপস্থিত ছিলেন যুবলীগনেতাকাজী কামরুল হাসান ভুট্টো, আরিফ, আদনান, নাফিজ, সাব্বির সহ অনেকে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ইউনির্ভাসেল কামাল একজন সংবাদকর্মী ও রক্তের ফেরিওয়ালা। তিনি লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক।
কথা হয় ইউনির্ভাসেল কামাল এর সাথে তিনি বলেন মানুষের জন্য কাজ করতে পারলে আমার ভালো লাগে। সরকার রাষ্ট্রীয় ভাবে সিদ্ধান্ত নিয়েছে মাস্ক পরে ঘর থেকে বের হতে হবে। আমরা অনেকে মানি আবার অনেকে মানি না। সচেতনতা বৃদ্ধির জন্য মাস্ক বিতরণ করছি।
সামাজিক কাজে আমাদের উৎসাহিত করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তিনি সকলকে আগাম ঈদের শুভেচ্ছা জানান।

No comments:

Post a Comment