Tuesday 10 March 2020

লালমাইয়ে করোনা আতঙ্কে বাড়ছে মাস্কের দাম: কুমিল্লার সময়

 



লালমাই প্রতিনিধি : বাংলাদেশে করোনাভাইরাসে তিনজন রোগী আক্রান্ত হওয়ার ঘোষণার পর সারাদেশের ন্যায় কুমিল্লার বৃহত্তর লালমাই, সদর দক্ষিণেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ আতঙ্কের মাঝে অতি উৎসাহী কিছু লোক ছড়াচ্ছে নানা গুজব। ফার্মেসি,কসমেটিকস,গার্মেন্টস দোকানে দফায় দফায় বাড়ছে মাস্কের দাম। তবে বিশেষজ্ঞ চিকিৎসকরা বারবার করে জানিয়েছেন, করোনা আতঙ্কে অযথা মাস্ক পরে ঘুরে বেড়ানোর প্রয়োজন নেই।

মাস্ক পরবেন শুধু রোগী ও তার চিকিৎসায় নিয়োজিত কর্তব্যরত চিকিৎসক।  
গত রবিবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) বাংলাদেশের তিনজন করোনা রোগী সনাক্তের বিষয়টি নিশ্চিত করে।

সারাদেশের ন্যায় বৃহত্তর লালমাই (, লালমাই, সদর দক্ষিণ ) এখন আলোচনার বিষয়বস্তু ‘করোনাভাইরাস’।


করোনা নিয়ে একদিকে জনমনে আতঙ্ক অন্যদিকে অতিউৎসাহী কিছু মানুষ ছড়িয়ে দিচ্ছেন নানা গুজব। লালমাই, সদর দক্ষিণের বিভিন্ন বাজারের ফার্মেসী, কসমেটিকস ও গার্মেন্টস দোকানগুলোতে বিপুল পরিমাণে মাস্ক বিক্রি হচ্ছে। ৫, ১০, ২০ টাকার মাস্ক ৩০, ৪০, ১০০ টাকা হারে বিক্রি হচ্ছে। এ নিয়ে অনেক ক্রেতা ক্ষোভ প্রকাশ করেছেন।  
লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়াশীষ জানান, করোনাভাইরাস নিয়ে আতঙ্ক নয়।

এ রোগের উপসর্গ তথা জ্বর, গলাব্যাথা, শুকনো কাশি, শ্বাসকষ্ট, শ্বাসকষ্টের সঙ্গে কাশি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। যারা বিদেশ থেকে আসবেন তাদেরকে ১৪ দিন আলাদা কক্ষে থাকতে হবে। লালমাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স না থাকায় ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে খুব শীঘ্রই করোনা রোগীদের চিকিৎসা দেয়ার জন্য ওয়ার্ড প্রস্তুত রাখা হবে। কারো মধ্যে উপসর্গ দেখা দিলে সাথে সাথে রুগীকে হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেন। 

No comments:

Post a Comment