Monday 16 March 2020

লাকসাম পশ্চিমগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 'কিংবদন্তি’ শীর্ষক দেয়ালিকা : ‘বঙ্গবন্ধুকে’ শ্রদ্ধার সাথে স্মরণ : কুমিল্লার সময়



আগামীকাল ১৭ মার্চ মঙ্গলবার স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এ উপলক্ষে সারাদেশের ন্যায় কুমিল্লার লাকসামে প্রশাসন, রাজনীতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন শ্রদ্ধার সাথে ইতিহাসের মহানায়ককে স্মরণ করার প্রস্তুতি সম্পূর্ণ করেছে।
করোনা ভাইরাসের কারণে সরকারী ভাবে সকল জমায়েত নিষিদ্ধ । সরেজমিনে আজ সোমবার গিয়ে দেখা যায় লাকসাম পৌরশহরের ঐতিহ্যবাহী পশ্চিমগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে বঙ্গবন্ধু প্রেমি শিক্ষার্থীদের ব্যতিক্রম আয়োজন সকলের দৃষ্টি কেঁড়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুকে নিয়ে লিখেছে গল্প, কবিতা, রচনা যা দেয়ালিকায় স্থান পেয়েছে। ‘কিংবদন্তি’ শীর্ষক দেয়ালিকায় দুই পাশে বঙ্গবন্ধুর ছবি দেয়ালিকাটির সৌন্দর্য ও গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। এছাড়াও, দেয়ালিকায় রয়েছে- মুক্তিযোদ্ধা, জাতীয় স্মৃতিসোধ, শহীদ মিনার, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত দৃশ্য সহ বিভিন্ন ধরনের ছবি। ক্ষুদে শিক্ষার্থীদের সাজানো রং-বেরংয়ে দেয়ালিকাটি যেন শিল্পীর তুলির আঁছড়ে আঁকা।
বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের মতে, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা বাংলাদেশ নামক স্বাধীন দেশ পেতাম না। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বাংলাদেশের সকল শ্রেণী-পেশার মানুষ জাতির পিতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে। লাকসাম পশ্চিমগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা বঙ্গবন্ধুকে কতটুকু শ্রদ্ধা করে-ভালোবাসে, বঙ্গবন্ধু সম্পর্কে কে কতটুকু জানে তার বহিঃপ্রকাশ দেখিয়েছে ‘কিংবদন্তি’ নামক দেয়ালিকায়।
ক্ষুদে শিক্ষার্থীদের এমন প্রয়াসে অভিভূত বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবদুল আলিম দিদার, প্রধান শিক্ষিকা সম্পা রাণী, সহকারী শিক্ষক শাহ আলম, আকরামুল হক মুন্না সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা।
আজ বেলা ১১টায় বিদ্যালয় মিলনায়তনে দেয়ালিকাটির মোড়ক উম্মোচনের পর উপজেলা পরিষদে তা প্রদর্শন করা হয়।

No comments:

Post a Comment