Thursday 5 March 2020

লালমাইয়ে জামুয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত: কুমিল্লার সময়



 
মাসুদ রানা:
লালমাই উপজেলার ঐতিহ্যবাহী বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে জনপ্রিয় প্রতিষ্ঠান হলো জামুয়া উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি ১৯৪৭ সালে জামুয়া গ্রামের কৃতি সন্তান মরহুম ইসমাইল মজুমদার প্রতিষ্ঠা করেন যুগের পর যুগ এই বিদ্যালয়টি সুনামের সহিত পাঠদান করে আসছে, শতভাগ পাশের হার নিয়ে বিদ্যালয়ে সুনাম রয়েছে, আজ ৫ ই মার্চ বৃহস্পতিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানটি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে ও শিক্ষক মমিনুল হকের উপস্হাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় অর্থমন্ত্রীর সহকারি একান্ত সচিব কে এম সিংহ রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার, অধ্যক্ষ এ জেড এম খোরশেদ আলম, ভূলইন (দঃ) ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক রুহুল আমিন, কাশিনগর ইউনিয়ন আওয়ামী' লীগের সাধারন সম্পাদক মাসুদুল আলম সহ উপস্থিত ছিলেন জামুয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আবুল হাশেম, ইউনিয়ন আ' লীগের সহ-সভাপতি আবদুল ওহাব, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক কামরুজামান লিটন, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক,  আমান উল্যাহ আমান,  লালমাই প্রেস ক্লাবের সহ -ক্রীড়া সম্পাদক আলমগীর হোসেন অপু ও দপ্তর সম্পাদক মাসুদ রানা, ছাত্রলীগ নেতা রুবেল, আরিফুর রহমান, ছাত্রলীগ নেতা মাছুম বিল্লাহ, শিমুল বড়ুয়া, সোহাগ, যুবলীগ নেতা কামাল প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে এম সিংহ রতন বলেন, ঐতিহ্যবাহী জামুয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানে এসে ভাল লেগেছে আমি ধন্যবাদ জানাই বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মুজিবুর রহমান মুজিব কে এবং বিদ্যালয়ের সকল শিক্ষক/ শিক্ষিকাবৃন্দদের কেননা আজকের আয়োজন অনেক সুন্দর হয়েছে সবশেষ ছাত্র/ছাত্রীদের কে মনযোগ দিয়ে পড়ালেখা করতে বলেন উনি।
বিশেষ অতিথির বক্তব্য আলহাজ্ব মিজানুর রহমান অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন আপনারা আপনাদের ছেলে-মেয়ের প্রতি লক্ষ্য রাখবেন বিদ্যালয়ে এসে খোজখবর নিবেন। শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য সকলের কাছে দোয়া চান তিনি। সভাপতির বক্তব্য মুজিবুর রহমান মুজিব বলেন, আমি বক্তব্যের প্রথমে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্নার কামনা করছি সে সাথে ম্মরণ করছি ৭১ মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সকল শহীদদের এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 

No comments:

Post a Comment