Monday 30 March 2020

লালমাইয়ের জামিরায় অসহায় মানুষের পাশে আবদুল খালেক মজুমদার : কুমিল্লার সময়





ডেস্ক রির্পোট : আজ ৩০ মার্চ সোমবার কুমিল্লায় লালমাই উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের জামিরা গ্রামে জামিরা মহিলা দাখিল মাদ্রাসা'র প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো: আবদুল খালেক মজুুমদার এর ছোট ছেলে আলহাজ্ব ছায়েদুল হক মজুুমদার (শাহীন) এর নিজ অর্থায়নে করোনাভাইরাসে দুরাবস্থায় নিজ গ্রামে গরীব-অসহায় মানুষের মাঝে চাল, ডাল, তেল, লবন, সাবান ও আলুসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন। মহামারী এ দূর্যোগ মোকাবেলায় দৈনন্দিন খেটে খাওয়া মানুষ যাতে দূর্ভোগে না পড়ে সেজন্য প্রধানমন্ত্রীর অসহায়দের পাশে দাঁড়ানোর নির্দেশমতে ওই খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় আলহাজ্ব আবদুল খালেক মজুমদার বলেন, করোনা ভাইরাস সম্পর্কে সমাজের প্রত্যেকটি মানুষকে সচেতন হতে হবে। এছাড়া দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং তাদেরকে সাহায্য করতে হবে। তিনি আরও বলেন, সবাই সতর্কতা মেনে চলুন, নিজে বাঁচুন ও অন্যকে বাঁচতে দিন।
স্থানীয় মেম্বার মো: সফিকুর রহমান বলেন, সবাই দূরত্ব বজায় রাখুন, কাজ না থাকলে বাড়ির বাহিরের যাবেন না। 
এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রনেতা মো: এনামুল হক মজুুমদার সহ অন্যরা।

No comments:

Post a Comment