Sunday 29 March 2020

বিরামহীন ছুটে চলা করোনা মোকাবেলায় লাকসামের ইউএনও-এসি লেন্ড : কুমিল্লার সময়





লাকসাম প্রতিনিধি : করোনা মোকাবিলায় বিরামহীন ছুটে চলে মানুষের দুঃখ লাগবে কাজ যাচ্ছেন কুমিল্লা লাকসামের উপজেলা নির্বাহী কর্মকর্তা একে এম সাইফুল আলম ও সহকারী কমিশনার (ভূমি) উজালা রানী চাকমা৷
তারা দুজন পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষে করোনা ভাইরাসের সতর্কতা বানী নিয়ে ছুটছেন মানুষের দারেদারে৷
বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশে করোনা ভাইরাসের প্রকোপ যেন ব্যাপক ভাবে ছড়িয়ে না পড়ে সে জন্য সামাজিক দূরত্ব বজায় রাখতে জনসমাগম ও জরুরী প্রয়োজনীয় দোকান ছাড়া সরকারী নির্দেশ অনুযায়ী সব বন্ধ ঘোষণা করেন।


অপরদিকে সরকারী নির্দেশনা অনুযায়ী দোকান পাট বন্ধ রয়েছে কিনা, ঔষধ, কাচাঁ বাজার ও নিত্য পন্যের দাম বেশী নিচ্ছে কিনা? সাধারন মানুষ সামাজিক দূরত্ব বজায় রাখজে কিনা? রাস্তায় গণপরিবহন চলছে কিনা? গণজামায়েত হচ্ছে কিনা? এসব ব্যাপারে নিজ প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশ প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহীনির সহযোগিতায় সকল বিষয়ে নজরদারি করছেন লাকসামের এই দুই শীর্ষ সরকারী কর্মকর্তা৷
তাঁরা কখনোও বিনয় কখনো কঠোর হয়ে সাধারন মানুষকে বুঝাতে চেষ্টা করে যাচ্ছেন করোনার ভয়াবহতা৷ গত সপ্তাহে অসাধু ব্যবসায়ীদের জরিমানা করেছেন, ক্রেতাদের কাছ থেকে বিনা কারনে দ্রব্য মূল্যর দাম বেশী নেওয়ায়৷

বিদেশ ফেরত সবার বাড়ী বাড়ী গিয়ে হোমকোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছেন৷ আবার যারা সরকারী নির্দেশ মানছেনা, তাদেরকে জরিমানা করে সর্তক করা হয়েছে৷
সব মিলিয়ে মানবতার সেবায় তাদের দায়িত্ব সঠিক ভাবে পালনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে স্থানীয়দের মত৷ তবে এই দুই কর্মকর্তা গ্রামের চা দোকান গুলোতে গণজমায়েত বন্ধে হিমসিম খাচ্ছেন বলেও অনেকে মত প্রকাশ করেছেন৷

No comments:

Post a Comment