Monday 30 March 2020

লালমাইয়ে ত্রাণ বিতরণে করোনা প্রতিরোধ কমিটির বিশেষ সভা : কুমিল্লার সময়



মোঃ নাছির আহাম্মেদ : কুমিল্লা জেলার লালমাই উপজেলায় করোনা ভাইরাসের কারনে কর্মহীন দিনমজুর সহ অসহায় মানুষদের সরকারি ত্রান বিতরনের সিদ্ধান্ত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কে. এম. ইয়াসির আরাফাতের সভাপতিত্বে আজ(সোমবার) বিকেল ৪.৩০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
এই সময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো আবদুল মালেক, লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার  মো মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা  মো মনিরুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্হিত ছিলেন।

সভায় নভেল করোনা ভাইরাসজনিত সংক্রমণ প্রতিরোধে ও অসহায় মানুষকে সাহায্যের লক্ষে লালমাই উপজেলায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ এমপি নির্দেশনায় সরকারী ত্রাণ বিতরণে অগ্রাধিকার ভিত্তিতে দৈনিক আয়ের ভিত্তিতে যাদের সংসার চলে। 
অর্থাৎঃ ভিক্ষুক, ভবঘুরে, দিনমজুর, রিক্সাচালক, ভ্যানচালক, পরিবহন শ্রমিক, কৃষি শ্রমিক, রেস্টুরেন্ট শ্রমিক, ফেরীওয়ালা, চায়ের দোকানদার

এদের সবাইকে অগ্রাধিকার ভিত্তিতে ত্রাণ প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয়।
ইউএনও বলেন,আপনার এলাকায় যাতে এ সুবিধা সংশ্লিষ্ট সবাই পায় সেদিকে খেয়াল রাখুন।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান,

ইউপি মেম্বারগণকে

তথ্য দিয়ে সহযোগিতা করুন।

No comments:

Post a Comment