Monday 23 March 2020

লাকসামে মার্কেট নির্মানে বাধা-হত্যার হুমকির ঘটনায় থানায় অভিযোগ দায়েরঃ কুমিল্লার সময়



লাকসাম প্রতিনিধিঃ লাকসামে জমি-জমা সক্রান্ত তুচ্চ ঘটনাকে কেন্দ্র করে হামলা, মারধর ও হত্যার হুমকিতে হাজী মফিজুর রহমান নামের এক ব্যাক্তি একই গ্রামের দুই জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে৷ ঘটনাটি ঘটেছে উপজেলার গৌবিন্দপুর ই্উনিয়নের  মোহাম্মদপুর গ্রামে৷

অভিযুক্তরা হলেন একই গ্রামের মৃতঃ তাজুল ইসলামের ছেলে রাসেল হোসেন (৩৫) ও রাজিব হোসেন (২৮)৷ অভিযোগ ও পুলিশ সূত্রে জানাযায়, দীর্ঘ দিন থেকে দু’পক্ষের মধ্যে জমি-জমা সক্রান্ত বিরোধ চলছিলো৷

গত ২২ মার্চ রোববার অভাযুক্তরা ওই ঘটনা সামাজিক ভাবে মিমাংসা করার কথা বলে মফিজুর রহমান (৮০) এবং তার দুই ছেলে মহিন উদ্দিন (৩০) ও মাইন উদ্দিন (২৮)কে জৈনক বেলায়েত হোসেনের বাড়ি ডেকে নিয়ে যায়৷

অভিযুক্তরা ওই স্থানে একটি ঘরে আটক করে মারধর করে৷ তাদের ডাক চিৎকারে আশপাশের লোক জন তাদেরকে উদ্ধার করে বলে অভিযোগে উল্ল্যাখ করা হয়৷

এমতোস্থায় হত্যা হুমকিও প্রদান করে৷ লাকসাম থানার ওসি নিজাম উদ্দিন অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে আইন গত ব্যাবস্থা নেয়া হবে৷

No comments:

Post a Comment