Thursday 16 January 2020

নুরপুর কালীবাড়ির উন্নয়ন মূলক কাজের উদ্বোধন : কুমিল্লার সময়




হিন্দু সম্প্রদায়সহ ধর্ম বর্ণ বৈষম্যহীন এলাকাবাসীর সনাতনী ভক্তির স্থান কুমিল্লার লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নের নুরপুর কালী বৃক্ষ পূজা মন্দির। বার্ষিক পূজা ও মেলাকে ঘিরে স্থানীয় সব শ্রেনী পেশার মানুষের অন্যরকম এক আমেজের সৃষ্টি হত এই কালী গাছ তলাকে ঘিরে। পৌষের আমাবশ্যা ও পহেলা বৈশাখে পূজার আনুষ্ঠানিকতা কালী পূজা উপলক্ষ্যে মন্দির প্রাঙ্গনে ১ দিন ব্যাপী মেলার আয়োজন করা হতো এক সময়। কালের আবর্তে সব হারিয়ে গেছে।  প্রায় শতবর্ষের ইতিহাস থেকে এমনটিই জানা যায়। অযত্নে অবহেলায় দীর্ঘ পথ পারি দিয়ে কালের স্বাক্ষী হিসাবে আজও দাড়িয়ে আছে শতবর্ষী বটবৃক্ষ। 
আজ ১৬ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার কালী বৃক্ষ মন্দিরের পবিত্রতা রক্ষায় স্হানীয় ইউনিয়ন চেয়ারম্যান আইউব আলী, ইউনিয়ন  আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক রেহান উদ্দীন,মেম্বার সামছুল হক,  মন্দির কমিটির উপদেষ্টা গোপাল দত্ত, গোপাল শীল ও পূজারী লক্ষণ চক্রবর্তী, মন্দির কমিটির সভাপতি প্রদীপ মজুমদার সহ উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করেন। এসময় স্হানীয় লোকজন উপস্থিত ছিলেন

No comments:

Post a Comment