Saturday 18 January 2020

লালমাইয়ে উদ্বোধনের অপেক্ষায় ভিক্ষু পরিবাসব্রত ওয়াইক ও ব্যূহ চক্র মেলা: কুমিল্লার সময়



 
প্রদীপমজুমদার:  
কুমিল্লা জেলার লালমাই উপজেলার আলীশ্বরে শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী আলীশ্বর শান্তিনিকেতন বৌদ্ধ বিহার ও সর্বস্তরের বৌদ্ধ জনগোষ্ঠীর উদ্যোগে  স্মরণকালের ইতিহাসে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচে বড় অনুষ্ঠান ভিক্ষু পরিবাসব্রত( ওয়াইক) ও ব্যূহ চক্র মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২০ জানুয়ারী সোমবার বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনার মধ্যে দিয়ে শুরু হয়ে ৩১ জানুয়ারী মানবতার মুক্তি কামনায় প্রার্থনার মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘটবে। এই উপলক্ষে  আলীশ্বর সহ আশপাশ এলাকায় আনন্দের বন্যা বইছে।    পুরো এলাকা সেজেছে নানান রঙ্গে। অধ্যক্ষ চট্টগ্রাম বৌদ্ধ বিহার ড. জ্ঞানশ্রী মহাস্হবির এর সভাপতিত্বে  অনুষ্ঠানে উদ্বোধন করবেন অধ্যক্ষ আন্তর্জাতিক বৌদ্ধ বিহার ঢাকার ভদন্ত ধর্মমিত্র মহাস্থবির, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মি. বীর বাহাদুর উশৈসিং, এমপি, বিশেষ অতিথি কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর।  অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখবেন আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ জিনানন্দ মহাথের।   
গ্রামীণ লোক সংস্কৃতির ধারক ও বাহক এখানকার  স্থানীয় বৌদ্ধ বাসিন্দাদের স্বজনরা দেশের দূরদূরন্ত থেকে ছুঁটে আসছে ১২ দিন  ব্যাপী মেলার গ্রামীণ লোক সংস্কৃতি ও পরিবাসব্রত অনুষ্ঠান উপভোগ করার জন্য। মেলা চলাকালীন সময় এখানকার প্রায় প্রতিটি ঘরেই স্বজনদের আগমন ঘটবে বলে জানান আয়োজক কমিটির সাধারণ সম্পাদক জ্যোতিষ সিংহ খোকন। প্রায় ৭০টি কুঠিরে ধ্যানে মগ্ন থাকবেন ৭০ জন ভিক্ষু।   এ যেন এক অন্যরকম পুনর্মিলণী ঘটবে। এখানে সার্কাস,যাত্রা,পুতুল নাচ,যাদু প্রদর্শণী,ট্রেন,নাগর দোলা,গোল বৃত্তে ঘোরার দৌঁড়,নৌকা খেলা । এছাড়াও মেলায় থাকবে কাঠ,বেঁত,বাঁশ,পারটেক্স ও স্টীলের তৈরি বিভিন্ন ঘরোয়া আসবাবপত্র, বাহারি খেলনা,রকমারী খাবার,কসমেটিক্স এবং তৈজষপত্র। মেলার আয়োজক কমিটির নিজস্ব নিরাপত্তাকর্মী এবং তাদের আলোক সজ্জা দেশের অন্যসব মেলার চেয়ে দর্শনার্থীদের বাড়তি আনন্দ ও পরিবারের সবাইকে নিয়ে অনায়াসে চলাফেরা করার উৎসাহ যোগাবে। এছাড়া সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের বেশ কয়েকজন মন্ত্রী, এমপি, উচ্চ পদস্থ সরকারী ও বেসরকারী কর্মকর্তা, জ্ঞানী - গুণী বিদগ্ধ সুধীজন উপস্থিত থাকবেন এমনটাই প্রত্যাশা এখানকার আয়োজক কমিটির।

No comments:

Post a Comment