Monday 13 January 2020

শিশু সানিকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন : কুমিল্লার সময়


প্রদীপ মজুমদারঃ 
ছয় বছরের শিশু সানিকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত বিচার দাবিতে কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের গৈয়ারভাঙ্গা ও পালপাড়ায় মানববন্ধন হয়েছে।

আজ ১৩ জানুয়ারী সোমবার সকালে উপজেলার গৈয়ারভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের  সামনে সানি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও  মানববন্ধন  করে বিভিন্ন সংগঠন ও স্হানীয় স্কুল কলেজের শিক্ষার্থীরা। এসময় বক্তব্য রাখেন ঢাকাস্থ লালমাই সমিতির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট পারভেজ ও স্হানীয় ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মজুমদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম মজুমদার তাদের বক্তব্য বলেন, আবু সুফিয়ান সানি হত্যাকাণ্ড পশুত্বকেও হার মানিয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি জানাই।
গত ৫ জানুয়ারী রবিবার সানি নিখোঁজ হয়। নিখোঁজ হবার ছয় দিন পর গত ১১ জানুয়ারী শনিবার রাতে তার স্হানীয় লুৎফুর রহমানের পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। উল্লেখ সানির পিতা প্রবাসী, মা অন্যের ঘরে। সে তার দাদা দাদির সাথে থাকতেন।

No comments:

Post a Comment