Wednesday 15 January 2020

সাংবাদিকের উপর হামলাকারী সোয়াদকে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম :কুমিল্লার সময়






নারায়ণগঞ্জ প্রতিনিধি:  
সাংবাদিকদের উপর হামলাকারী সোয়াদকে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করার আল্টিমেটাম দিয়েছে নারায়ণগঞ্জের সর্বস্তরের সাংবাদিক সমাজ।

বুধবার (১৫ জানুয়ারি) বাদ আসর হামলার ঘটনার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে সাংবাদিক নেতৃবৃন্দরা এ আল্টিমেটাম দেন।


এ সময় বক্তারা প্রধান আসামী সোয়াদকে গ্রেপ্তারের পুলিশের গাফলতির অভিযোগ তুলে হুশিয়ারি দিয়ে বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।


নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটুর সভাপতিত্বে এবং নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এনামুল হক সিদ্দিকীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন-নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মাহমুদুল হাসান কচি, নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আরজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং বাংলা সংবাদের সম্পাদক শাহাদাৎ হোসেন ভূঁইয়া, ফতুল্লা মডেল প্রেসক্লাবের সভাপতি আনিসুজ্জামান অনু, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ বাঁধন, দৈনিক ভোরের কথা পত্রিকার সম্পাদক আরিফুজ্জামান, অনলাইন নিউজ পোর্টাল টপ নিউজ ডট কম এর সম্পাদক মহসীন আলম, দৈনিক অপরাধ রিপোর্ট পত্রিকার সম্পাদক মাসুদুর রহমান দিপু, বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি সাব্বির সেন্টু, অনলাইন নিউজ পোর্টাল ঢাকার নিউজ ডট কম এর প্রধান সম্পাদক ও মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রিতি, ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, দৈনিক খবর পত্রের জেলা প্রতিনিধি মনির হোসেন ও সাংবাদিক জামান খান প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন-এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি হাবিবুর রহমান মামুন, সময়ের চিন্তার সম্পাদক সুলতান মাহমুদ, দৈনিক অগ্রবানীর সহ সম্পাদক উত্তম কুমার, সিটি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান কাউসার, সাংবাদিক জাহাঙ্গীর ডালিম, বিজয় টেলিভিশনের ফতুল্লা প্রতিনিধি বদিউজ্জামান, জয়যাত্রা টেলিভিশনের জেলা প্রতিনিধি আলী হোসেন, চ্যানেল এস এর ফতুল্লা প্রতিনিধি আর জে জনি, চ্যানেল ৭১’র ফতুল্লা প্রতিনিধি রাসেল, রতন, সেলিম, আয়শা, খাদিজা আক্তার ভাবনা ও সঙ্গীত শিল্পী রিয়া খান সহ বিভিন্ন স্তরের সাংবাদিকবৃন্দ।

No comments:

Post a Comment