Friday 17 January 2020

লালমাই দামাদোর সংঘের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত : কুমিল্লার সময়



প্রদীপ মজুমদার :
বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে গতকাল ১৭ জানুয়ারি শুক্রবার লালমাই উপজেলা দামাদোর সংঘের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী সন্মেলন ও ধর্মীয় আলোচনা সভা  উপজেলার বাগমারা শ্রী শ্রী বিশ্বাম্ভর গোস্বামীর আশ্রম প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলার ২৬টি গীতা পাঠশালার কোমলমতি শিশুদের নিয়ে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 
সবার জন্য পবিত্র ধর্ম গ্রন্থ গীতা শিক্ষা মূলমন্ত্রের মধ্যে দিয়ে বাবু স্বপন কুমার নাথ ভৌমিকের সভাপতিত্বে ও বাবু জীবনানন্দ দাশ জীবনের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমর কৃষ্ণ বনিক মানিক। 

প্রতিষ্ঠার শুরু থেকেই গীতা জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিতে বিভিন্ন উপজেলায় গ্রাম পাড়া মহল্লায় সনাতন ধর্মের বাণী হিন্দুধর্মের প্রধান গ্রন্থ শ্রীমদ্ভাগবত গীতা পাঠশালা সৃষ্টি করেন দামাদোর সংঘ। 

ধর্মীয় আলোচনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাব উপস্থিত ছিলেন নশরতপুর ধামের শ্রীপাঠ বাবু সৌনক বন্দোপাধ্যায়। 
বিশেষ আলোচনায় অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা ট্রাষ্টি, বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাষ্ট ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক বাবু নির্মল পাল। 
আলোচনায় অংশগ্রহণ করেন ধর্মীয় আলোচক বাবু জয়দেব সূত্রধর, বাবু রাখাল দেবনাথ, পূজা উদযাপন পরিষদ লাকসামের সভাপতি বাবু শচীন্দ্র চন্দ্র দাস, পূজা উদযাপন পরিষদ লালমাইয়ের সাধারণ সম্পাদক বাবু পুলিন ভৌমিক, দামোদর ভক্ত কৃষ্ণ কুমার বর্ধন। 

এসময় আরও উপস্হিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. মোহাম্মদ শাহজাহান মজুমদার, পূজা উদযাপন পরিষদ লালমাইয়ের সাংগঠনিক সম্পাদক প্রদীপ মজুমদার, দামোদর সংঘের উপদেষ্টা মাষ্টার নিরঞ্জন চন্দ্র দাস, চন্দন মজুমদার,  মধুসূদন পাল, সুভাষ দাস,  সহ- সভাপতি পরিমল সুত্রধর,অনিল সূত্রধর, কোষাধ্যক্ষ শ্রী কৃষ্ণ বনিক, মনিন্দ্র দাস,শম্ভু রায়,বিধান দাস, উৎপল সাহা,নেপাল সাহা,বীর মুক্তিযোদ্ধা বাবু কমল রঞ্জন দাস, কালিমাতা উদ্ধার প্রমুখ। অনুষ্ঠান শেষে ক্ষুদে গীতা পাঠকদের পুরস্কৃত করা হয় এবং সবার মাঝে মহা প্রসাদ বিতরন হয়। 

No comments:

Post a Comment