Wednesday 1 April 2020

লালমাইয়ে ৩০০০ পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ করলো উপজেলা আওয়ামীলীগ : কুমিল্লার সময়




লালমাই প্রতিনিধি : কুমিল্লার লালমাই উপজেলায় মহামারি করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে নিজ নিজ বাসায় অবস্থান করা তিন হাজার অসহায়, দুস্থ, কর্মহীন মানুষের মাঝে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপির নির্দেশে ত্রাণ বিতরণ করলো লালমাই উপজেলা আওয়ামী লীগ। গণজমায়েত এড়াতে গতকাল বুধবার সকালে উপজেলা কমপ্লেক্সের অস্থায়ী কার্যালয় হতে উপজেলার ৯টি ইউনিয়ন চাল, ডাল, তেল,আলু,লবণ,সাবান একটি মোড়কে এলাকায় দুস্থ ও অসহায় কর্মহীন মানুষের মাঝে বিতরণ করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউএনও কে এম ইয়াসির আরাফাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হামিদ, উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক বিকম, অর্থমন্ত্রীর একান্ত সহকারী সচিব ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম সিংহ রতন, আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আয়াতুল্লাহ,যুবলীগ নেতা কাজী কামরুল হাসান ভুট্টো প্রমুখ। আওয়ামী লীগের সভাপতি আবদুল হামিদ আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাস যাতে বাংলাদেশে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে ঘরে থাকার আহ্বান করেছেন। করোনা মোকাবেলায় সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। সরকারের উদ্যোগে কর্মহীন মানুষদের বাড়ীতে বাড়ীতে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে দলমতের উর্দ্ধে থেকে সবাইকে কাজ করতে হবে। তিনি আরো বলেন, এই সময়ে স্বার্থন্বেষী একটি মহল অপপ্রচারে লিপ্ত আছে। এসব গুজবে কান না দিয়ে সরকারকে সহযোগীতা করুন।

No comments:

Post a Comment