Wednesday 1 April 2020

লাকসামে নিরাপদ দূরত্ব মানছে না মানুষ : কুমিল্লার সময়



লাকসাম প্রতিনিধি : করোনা ভাইরাস সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধিতে প্রশাসন সামাজিকভাবে নিরাপদ দূরত্বে  থাকার জন্য গণবিজ্ঞপ্তি প্রচার করলেও অনেকেই তা মানছেন না। সরজমিনে গিয়ে দেখা যায়  উপজেলার দৌলতগঞ্জ বাজার(লাকসাম), লাকসাম জংশন বাজার, দরবেশ পাড়া বাজার, চুনাতি বাজার, মিশ্রী, মুদাফরগঞ্জ বাজার, নরপাটি বাজার, ফুলগাঁ বাজার সহ মফস্বলের দোকানপাঠ গুলোতে এ নিয়মের বালাই নেই। এছাড়া সুযোগ বুঝে বিকাল ও সন্ধ্যায় কিছু কিছু মোড়ে ও পাড়া মহল্লায় নিরাপদ দূরত্ব বজায় না রেখে চলছে আড্ডা। উপজেলা প্রশাসন  সংক্রমণ প্রতিরোধে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী মাইকিংয়ের মাধ্যমে প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার নির্দেশনা দিয়ে যাচ্ছে।
এইসব নির্দেশনা অমান্য করে মানুষ হরহামেশাই একত্রিত হচ্ছেন পাড়া মহল্লায়।   যা করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে বলে জানান এলাকার সুধী সমাজ। 

No comments:

Post a Comment