Thursday 16 April 2020

লালমাইতে প্রান্তিক কৃষকদের মাঝে রাসায়নিক সার ও বীজ বিতরন : কুমিল্লার সময়





প্রদীপ মজুমদার : আউশধান চাষে প্রণোদনার লক্ষ্যে কুমিল্লার লালমাই ইউজেলার ৯টি ইউনিয়নের ৬শত প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার বাগমারা ইউনিয়ন পরিষদে ওই সব কৃষকদের মাঝে ২০কেজি ডিএনপি সার, ১০ কেজি এম ও পি সার, ৫কেজি বীজ ধান বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কে এম ইয়াসির আরাফাত। উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জুনায়েত কবীর খানের পরিচালনায় সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমাই থানা অফিসার ইনচার্জ মোঃ আইউব, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জয়াশীষ রায়, বাগমারা উত্তর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আবুল কাশেম প্রমুখ। উপজেলা বিতরনী ইউনিয়নগুলোর কৃষক বাগমার উত্তর ৭০ জন, বাগমারা দক্ষিণ ৬৫ জন, পেরুল উত্তর ৭০ জন, পেরুল দক্ষিণ ৭০ জন, ভূলইন উত্তর ৬৫ জন, ভূলইন দক্ষিণ ৬৫ জন, বেলঘর উত্তর ৬৫ জন, বেলঘর দক্ষিণ ৬৫,বাকই উত্তর ৬৫ জনকে বিনামূল্য সার ও বীজ বিতরন করা হয়েছে ।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জুনায়েত কবির খান জানান, আউশ মৌসুমে উপশ্রী জাতের ধান চাষে প্রণোদনার অংশ হিসেবে সরকার বাছাইকৃত প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের রাসায়নিক সার ও বীজ দেয়া হচ্ছে। আমি আশা করি সরকারের এই উদ্যেগে কৃষকরা উপকৃত হবে।

No comments:

Post a Comment