Wednesday 29 April 2020

চকলেটের অপেক্ষায় করোনায় সম্মুখ যোদ্ধা নিহত পুলিশ কনস্টেবল জসিম উদ্দিনের শিশু পুত্র আব্দুল্লাহ



 

কুমিল্লার সময় ডেক্স : করোনা ভাইরাসে (কভিড-১৯) দেশে প্রথম কোনো পুলিশ সদস্য হিসেবে মৃত্যু জসিম উদ্দিনের (৪০)। তিনি কনস্টেবল হিসেবে ওয়ারী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

তার বাড়ি কুমিল্লার বুড়িচংয়ে। সেখানেই থাকে পরিবার।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি এ পুলিশ কনস্টেবল মঙ্গলবার রাত ১২টার দিকে মারা যান। কিন্তু জানে না তার পাঁচ বছরের সন্তান আব্দুল্লাহ। সে এখনো অপেক্ষায় আছে বাবা ফিরবে চকলেট নিয়ে।  

বুধবার পুলিশ সদস্যরা জসিম উদ্দিনের বাড়ি গেলে আব্দুল্লাহ উচ্ছ্বসিত হয়ে ওঠে। সে ভেবেছিল তার বাবাও এসেছেন।  
এভাবেই হৃদয়বিদারক ঘটনার বিবরণ দেন পুলিশ সদস্য এএসপি তানভীর সালেহিন ইমন।  

তিনি ফেইসবুকে লেখেন, 'অপেক্ষায় আছে ৫ বছরের শিশু আব্দুল্লাহ , বাবা আসবে তার জন্যে চকলেট নিয়ে। পুলিশ চাচ্চুদের দেখে উৎফুল্ল মনে প্রশ্ন "আব্বু কি চলে আসছে?" অবুঝ শিশুটি তার পৃথিবীতে এতক্ষণে কি ঘটে গেছে বুঝতে না পেরে দিব্যি হাসছে, খেলছে, আবার মা, বোন, দাদীর কান্না দেখে বিস্মিতও হচ্ছে! তার এসপি আংকেল এবং অন্য পুলিশ চাচ্চুদের চোখেও অশ্রুধারা..! এর মধ্যেই শিশু সুলভ আবদার ছবি তুলে দেয়ার।

প্রিয় আব্দুল্লাহ, বাবা আমরা তোমার চোখে তাকিয়ে তখন বলতে পারিনি জীবনের নির্মম সত্যটি!!

একদিন বড় হয়ে জানতে পারবে তোমার পুলিশ বাবা মহামারি করোনা যুদ্ধে সম্মুখ যোদ্ধা হিসেবে লড়াই করেছে দেশমাতৃকার তরে।

No comments:

Post a Comment