Thursday 23 April 2020

লালমাইতে দূর্নীতি প্রতিরোধ কমিটির পিপিই পেলেন সাংবাদিকরা : কুমিল্লার সময়




প্রদীপ মজুমদার : কুমিল্লার লালমাই উপজেলায় পার্সোনাল প্রটেক্টিভ ইক্যুইপমেন্ট( পিপিই) উপহার পেলেন সাংবাদিকরা। করোনার মহামারীতে জীবনের ঝুকি নিয়ে মাঠে দায়িত্বপালন করছেন সাংবাদকর্মীরা। সাংবাদিকদের সুরক্ষার জন্য পিপিই দিলেন লালমাই উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি । 

বৃহস্পতিবার ২৩ এপ্রিল সকালে উপজেলা নির্বাহী অফিসার কে এম ইয়াসির আরাফাত ও দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি প্রবাস বাংলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যাপক আলমগীর হোসেন অপু মাঠে বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় কর্মরত ১০জন  সাংবাদিকের হাতে এই পিপিই তুলে দেন। এছাড়া দূর্নীতি প্রতিরোধ কমিটি তাদের সদস্যদের মাধ্যমে উপজেলার এক হাজার অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও বিতরণ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন লালমাই থানা অফিসার ইনচার্জ মোঃ আইউব, বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনির হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ডাঃ শাহআলম,বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছুল হক মুন্সী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা হাসান শরীফ মজুমদার, সোলায়মান, লালমাই প্রেস ক্লাবের অর্থ -সম্পাদক প্রদীপ মজুমদার, সমাজ কল্যাণ সম্পাদক জুয়েল রানা, শিক্ষা বিষয়ক সম্পাদক নাসির উদ্দীন, ক্রিয়া সম্পাদক মীর হোসেন, সহ ক্রীড়া সম্পাদক আলমগীর হোসেন অপু, সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু জাফর মোঃ সালেহ,দপ্তর সম্পাদক মাসুদ রানা,ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল মতিন,আমান নূর প্রমুখ। 

পিপিই বিতরণ অনুষ্ঠানে ইউএনও বলেন,সাংবাদিকতা একটি ঝুঁকিপূর্ণ পেশা। তাই যারা ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহের কাজ করছে তাদের কিছু পিপিই উপহার হিসাবে প্রদান করেছে দূর্নীতি প্রতিরোধ কমিটি তাদেরকে এজন্য ধন্যবাদ জানাই ।  অধ্যাপক আলমগীর হোসেন অপু বলেন আমিও একজন সংবাদকর্মী। করোনা পরিস্থিতিতে সাংবাদিকেরা জীবনের ঝুঁকি নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাদের নিরলস চেষ্টার কারণে মানুষ ঘরে বসে সঠিক খবরগুলো পাচ্ছে। অথচ তাদের সুরক্ষায় কেউ এগিয়ে আসছে না। এটি পরিলক্ষিত হওয়ায় যারা মাঠে কাজ করছে তাদের জন্য আমাদের সংগঠনের মাধ্যমে পি পি ই বিতরণের উদ্যোগ নেই। 

No comments:

Post a Comment