Friday 3 April 2020

কুমিল্লায় প্রয়োজন ৬ জেলার করোনাভাইরাস নির্ণয়ের পরীক্ষাগার : কুমিল্লার সময়




কুমিল্লা প্রতিনিধি : বর্তমানে সারা বিশ্বব্যাপী মহামারির নাম করোনাভাইরাস (কোভিড-১৯)। বাংলাদেশেও এ রোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। কিন্তু এ ভাইরাসে আক্রান্ত কিনা সেটা নির্ণয়ের জন্য কুমিল্লায় তথা আশেপাশের পাঁচটি জেলায় নেই কোনও আধুনিক ল্যাবরেটরি।

করোনাভাইরাস পরীক্ষার একমাত্র বায়োসেফটি লেভেল-থ্রি ল্যাবরেটরি স্থাপন করা যেতে পারে কুমিল্লা জেলায়। এ জেলার ১৭টি উপজেলার প্রায় ৬০ লাখ মানুষসহ চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষীপুর, ফেনীসহ ছয় জেলার প্রায় দেড় কোটিরও বেশি লোকের করোনা পরীক্ষায় ভরসার স্থল হতে পারে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল। দেশের গুরুত্বপূর্ণ একটি জেলা হয়েও এখানে নেই করোনা ভাইরাস পরীক্ষার কোন ব্যবস্থা। 

স্বাভাবিক সময়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে জটিল রোগ নিয়ে প্রতিদিনই চিকিৎসা নিতে আসে এই ছয় জেলার রোগাক্রান্ত মানুষ। রাজধানী ঢাকা, বাণিজ্যিক নগরী চট্টগ্রামের মাঝামাঝি স্থানে অবস্থান কুমিল্লা জেলার। এছাড়া আশেপাশের জেলাগুলোর সাথেও রয়েছে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা।

কিন্তু এখানে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহভাজনদের পরীক্ষার নেই কোনও ব্যবস্থা। তাই অনেকটা বাধ্য হয়েই করোনা পরীক্ষার জন্য এ সকল জেলার রোগীদের ছুটতে হচ্ছে ঢাকা কিংবা চট্টগ্রামের দিকে। এতে বিড়ম্বনার পাশাপাশি অপচয় হচ্ছে সময়, বাড়ছে ব্যয়। তাই কুমিল্লায় একটি বায়োসেফটি লেভেল-থ্রি ল্যাবরেটরি স্থাপন করা হলে সহজেই এই রোগ নির্ণয়ের সুযোগ পেত অনেকে।

এ বিষয়ে জেলার সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান বলেন, বায়োসেফটি লেভেল-থ্রি ল্যাবরেটরি স্থাপনে অনেক অর্থের প্রয়োজন। এমনিতেই কুমিল্লা একটি বড় প্রশাসনিক জেলা। এ জেলায় স্থাপিত মেডিকেল কলেজ হাসপাতালে বৃহত্তর কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালীর ছয় জেলাকে কেন্দ্র করে বায়োসেফটি লেভেল-থ্রি ল্যাবরেটরি গড়ে উঠতে পারে। এই মেডিকেল কলেজে একটি অত্যাধুনিক ল্যাবরেটরিটি স্থাপন এখন সময়ের দাবি।

তিনি আরও বলেন, ‘আমরা এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের সাথে কথা বলেছি। তিনিও এতে সায় দিয়েছেন।’

‘এ ব্যাপারে আমরা কুমিল্লায় ল্যাব স্থাপনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠিয়েছি। আশা করছি আগামীতে বায়োসেফটি লেভেল-থ্রি ল্যাবরেটরি হয়ে যাবে,’ যোগ করেন তিনি।

No comments:

Post a Comment