Thursday 23 April 2020

লালমাইতে কর্মহীন মানুষের পাশে ইফতার সামগ্রী নিয়ে হোসেন থাই এ্যালুমিনিয়াম : কুমিল্লার সময়





প্রদীপ মজুমদার : করোনাভাইরাসের প্রভাবে ‘ঘরবন্দি’ মানুষ। সবচেয়ে কষ্টে আছে নিম্ন আয়ের লোকেরা। কর্মহীন হয়ে পড়েছেন অনেকেই। কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের সৈয়দপুর সহ আশেপাশের এমন কর্মহীন হয়ে পড়া অসহায়দের পাশে দাঁড়িয়েছেন বাগমারা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হোসেন থাই এ্যালুমিনিয়ামের স্বত্বাধিকারী মোঃ হোসেন । আজ বৃহস্পতিবার সকাল তিনি সৈয়দপুরে ১১০টি  অসহায় পরুিবারের মানুষের ঘরে ঘরে ইফতার সামগ্রী পৌঁছে দেন।
ইফতার সামগ্রীর মধ্যে ছিলো খেজুর,ছোলা,পেয়াজ, মুড়ি,তেল,ডাল,চিনি,সাবান।  নিজস্ব অর্থায়নে তিনি করোনা ভাইরাস সংক্রমণের প্রথম থেকেই অসহায় মানুষকে সহায়তা করে যাচ্ছেন। নিজে সহযোগিতা করার পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন হোসেন থাই এ্যালুমিনিয়ামের মোঃ হোসেন। তিনি বলেন পুরো দেশ আজ করোনাভাইরাস বা কোভিড-১৯ রোগে স্তব্ধ হয়ে গেছে। গত কয়েক যুগে প্রিয় মাতৃভূমির এমন পরিস্থিতি আর কেউ কখনও দেখেনি। ১৬ কোটি মানুষের এই দেশে প্রায় ৬ কোটির মতো মানুষ রয়েছে যারা অসহায়, গরিব, দুঃস্থ। দিনে একবেলা খাবার জোটাতে যাদের হিমশিম খেতে হয়। দেশের এই ক্রান্তিলগ্নে তারাই আজ সব চাইতে বেশি বিপদে। নেই কোনও আয়-রোজগার, তাই পেটেও নেই খাবার। এই মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো মানুষ হিসেবে আমাদের দায়িত্ব। তারই অংশ হিসেবে আজ সৈয়দপুর সহ আশেপাশের সকল অসহায়, দুঃস্থ ও গরিব লোকদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যমান মনে হচ্ছে।
আসুন আমরা সবাই মিলে দেশের এই ক্রান্তিলগ্নে তাদের পাশে দাঁড়াই। সবাই ভালো থাকুক এবং এ মহামারি থেকে আমরা সবাই যেন মুক্তি পাই। এর কারণে আমাদের বাংলাদেশের কোনও মানুষের যেন মৃত্যু না ঘটে। আমার জায়গা থেকে কিছু করার চেষ্টা করছি। আমি সবার উদ্দেশে বলব, আপনারা যার যার জায়গা থেকে যে যতটুকু পারেন মানুষকে সাহায্য করুন।

No comments:

Post a Comment