Wednesday 15 April 2020

লালমাইয়ে এসএমএসে মিলছে খাদ্য সহায়তা : কুমিল্লার সময়





 

প্রদীপ মজুমদার : কুমিল্লার লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা যেসব পরিবার লাইনে দাঁড়িয়ে খাদ্য সামগ্রী নিতে সংকোচ বোধ করছেন তাদের জন্য চালু করেছেন ‘হটলাইন’ এসএমএস। চলমান করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক সমস্যায় পতিত যে কেউ হটলাইনে ক্ষুদে বার্তা (এসএমএস) পাঠালেই সর্বোচ্চ গোপনীয়তার সাথে বিশেষ টিমের মাধ্যমে পৌঁছে দেয়া হচ্ছে ‘এই খাদ্য সহায়তা’।

এসএমএস পাওয়া আবেদন যাছাই-বাছাই করে এরিমধ্য ২৫৫টি পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।

লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে.এম ইয়াসির আরাফাত  বলেন, করোনা মোকাবিলায় সকলেই সকলের পাশে দাড়ানো উচিত।

সমাজে সন্মানিত অনেক মানুষ আছেন যারা অর্থ সংকটে সহ খুব সমস্যায় থাকলেও কারো কাছে সাহায্যের জন্য হাত বাড়ায় না। এমন মানুষদের জন্য হটলাইনে এসএমএসের মাধ্যমে খাদ্য সহায়তা  চালু করেছি।

No comments:

Post a Comment