Friday 10 April 2020

লালমাইতে গরীব, দু:স্থ ও অসহায় মানুষের পাশে সামাজিক সংগঠন "বন্ধন-২০০০"




প্রদীপ মজুমদার : করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশে চলাচল সীমিত করা হয়েছে। এতে নিম্ন আয়ের মানুষেরা বিপদে পড়েছেন। বিশেষ করে যারা দিনে আনে দিন খায় তারা সবচেয়ে বেশি বিপদে। এ সব মানুষের দুর্ভোগ কিছুটা কমাতে কুমিল্লার লালমাই উপজেলার বিভিন্ন এলাকায় গরীব, দু:স্থ এবং অসহায় মানুষের মাঝে খাবার তুলে দিচ্ছেন হরিশ্চর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচের সামাজিক  সংগঠন "বন্ধন-২০০০"। আজ ১০ এপ্রিল শুক্রবার সকালে সংগঠনের অস্থায়ী কার্যালয় হরিশ্চর থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে ৭০ টি গরীব অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বন্ধন-২০০০ সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ কামাল হোসেন( ক্যাপ্টেন), সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হোসেন মজুমদার, ফরহাদ হোসেন,রাজীব সাহা,মাহাবুব আলম,বি,কে কামাল প্রমুখ। 
সংগঠনটি ইতিপূর্বে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে এলাকার সুধী সমাজ ও সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের প্রশংসা কুড়িয়েছেন। 
অসহায় গরীব মানুষের হাতে তুলে দেয়া চাল, মসুরি  ডাল,তেল,আলু,পেয়াজ,লবণ,সাবান পেয়ে মানুষ বেশ খুশি হয়েছে। 
সংগঠনের সভাপতি মোঃ কামাল হোসেন  বলেন, সমাজের যারা বিত্তবান আছেন তারা যদি বন্ধন-২০০০ সহ বিভিন্ন সংগঠনের মত মানুষের পাশে এসে দাঁড়ায়  তাহলে কোন মানুষেই অভুক্ত থাকবেনা।  তিনি সবাইকে  এই দূর্যোগে মানুষের পাশে এগিয়ে আসার আহবান জানান।

No comments:

Post a Comment