Wednesday 8 April 2020

অর্থমন্ত্রীর নির্দেশে তিন উপজেলায় সমন্বয় করছেন কে এম সিংহ রতন : কুমিল্লার সময়



করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে মানুষের দুঃখ লাগবে অর্থমন্ত্রীর নির্দেশে কুমিল্লা-১০ নির্বাচনী এলাকার তিনটি উপজেলার ৩২ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার জনগণের মাঝে ইউনিয়নে ইউনিয়নে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্যে সমন্বয় করছেন  অর্থমন্ত্রীর একান্ত ব্যক্তিগত সচিব কে এম সিংহ রতন। তিনি বলেন, মাননীয় মন্ত্রী বলেছেন এই নির্বাচনী এলাকার অনেক মানুষ আছে যারা ঘর থেকে বের হচ্ছেন না। কিন্তু মাঠে এসে খাদ্য গ্রহণ করতে পারছেন না। তাদের জন্য একটি তালিকা তৈরি করার জন্য। মাননীয় মন্ত্রী আরো বলেছেন, আগামী রমজানকে সামনে রেখে মানুষের যাতে খাদ্য সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। জনগণকে ঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ করেছেন। যাদের ঘরে খাদ্য নাই তাদের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেওয়ার জন্য স্ব-স্ব ইউনিয়নের জনপ্রতিনিধি ও রাজনীতিবিদদের কে অনুরোধ করার জন্য আমাকে বলেছেন।  এর প্রেক্ষিতে আমি প্রতিদিন তিনটি উপজেলা পরিষদের চেয়ারম্যান ,উপজেলা নির্বাহী অফিসার , মেয়র, উপজেলা ভাইস চেয়ারম্যান গণসহ  ৩২টি ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে সমন্বয় করে সরকারি ও বিত্তবান দলীয় লোকদের সাহায্য এলাকা এলাকা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সমন্বয় করে যাচ্ছি। তিনটি উপজেলার চেয়ারম্যান মহোদয় ও উপজেলা নির্বাহী অফিসার মহোদয় নাঙ্গলকোট পৌরসভার মেয়র তিন উপজেলার ভাইস চেয়ারম্যান গণ কঠোর পরিশ্রম করে যাচ্ছেন অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য। সর্বোপরি কুমিল্লা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও তিনটি উপজেলার পুলিশ অফিসার ইনচার্জ গণ কঠোর পরিশ্রম করে যাচ্ছেন মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশে।

No comments:

Post a Comment