Wednesday 1 April 2020

অর্থমন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ: লালমাইয়ে ৩ হাজার গরীব-অসহায় পরিবার পাচ্ছে খাদ্যসামগ্রী : কুমিল্লার সময়


 
প্রদীপ মজুমদার : লালমাইয়ে ৩ হাজার গরীব, অসহায় মানুষের মধ্যে পৌছে দেয়া হচ্ছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি’র প্রশংসনীয় উদ্যোগে বুধবার থেকে বাড়িতে বাড়িতে পৌঁছে দেয়া হচ্ছে এসব খাদ্যসামগ্রী।
জানা যায়, চলমান করোনা পরিস্থিতিতে সারাদেশের ন্যায় লালমাইতে শ্রমজীবি মানুষরা কর্মহীন হয়ে পড়েছে। এছাড়াও স্বল্প আয়ের মানুষ, ভিক্ষুক, ছিন্নমুল ও পথশিশুদের দুর্দিন যাচ্ছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি লালমাইয়ের সমস্যাগ্রস্ত মানুষের কথা বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের তাদের পাশে সাহায্য নিয়ে দাঁড়ানোর নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে অর্থমন্ত্রী  সহ লালমাই উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, একান্ত সহকারী সচিব, ভাইস- চেয়ারম্যান রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে ফান্ড গঠন করে ৩ হাজার গরীব, অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়।
গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রম উদ্বোধনের পর লালমাই উপজেলার  ৯টি ইউনিয়নের প্রতিটি গ্রামে সমস্যাগ্রস্ত মানুষদের বাড়ি বাড়ি এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। প্রতিটি পরিবারকে প্রদত্ত খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে- চাল ১০ কেজি, তেল ২ লিটার,  আলু ৩ কেজি, মোসারী ডাল এক কেজি, লবণ ১কেজি ও সাবান ১টি। প্যাকেট আকারে একসাথে কমপক্ষে ১০দিনের খাদ্যসামগ্রী পেয়ে খুশি গ্রামীন জনপদের প্রতিটি সুবিধাবঞ্চিত পরিবার।
এসময় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক বিকম , উপজেলা নির্বাহী অফিসার  কে.এম ইয়াসির আরাফাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল হামিদ, অর্থমন্ত্রীর একান্ত সহকারী সচিব ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম সিংহ রতন, আওয়ামী লীগ সহ- সভাপতি রফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আয়াতুল্লাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
একসাথে লালমাইয়ের ৩ হাজার দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে কমপক্ষে ১০দিনের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন স্থাণীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

No comments:

Post a Comment