Friday 1 May 2020

লালমাইতে অত্যাধুনিক কৃষি প্রযুক্তির কম্বাইন হারভেষ্টার মেশিন বিতরণ : কুমিল্লার সময়






প্রদীপ মজুমদার : কুমিল্লার লালমাই উপজেলার এই বছর থেকে অত্যাধুনিক কৃষি প্রযুক্তির সাথে কৃষকদের পরিচয় ঘটলো। আজ শুক্রবার (১লা মে) সকালে উপজেলা কমপ্লেক্সের সামনে উপজেলা নির্বাহী অফিসার কে এম ইয়াসির আরাফাত ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জোনায়েদ কবীর খাঁন একটি কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন বিতরণ করেন।



এ সময় হারভেষ্টার ক্রয়কারী উপজেলার ভূলইন উত্তর ইউনিয়নের উত্তর হাজতিয়া গ্রামের কৃষক মোঃ অলিউল্যাহ উপস্থিত ছিলেন। জানা যায়,সরকারিভাবে ৫০% ভর্তুকিতে কৃষক এ মেশিন ক্রয় করছেন। যার বাজার মূল্য ৩০ লক্ষ টাকা।
করোনা ভাইরাস এর কারণে শ্রমিক সংকট মোকাবেলায় হারভেষ্টার মেশিন কৃষকের ধান মা-রা ইয়ে বিরাট ভূমিকা রাখবে বলে জানান কৃষি কর্মকর্তা মোঃ জোনায়েদ কবীর খাঁন।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, হারভেষ্টার মেশিন প্রতি ঘন্টায় ১একর জমির ধান কাটা, মাড়াই, পরিস্কার এবং বস্তা বন্দি করতে পারবে।

উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে, এবার উপজেলায় ৭ হাজার ৭৫০ হেক্টর জমিতে বোরা ধান আবাদ হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার কে এম ইয়াসির আরাফাত বলেন উপজেলায় সর্বপ্রথম বড় ধরনের কৃষি সরঞ্জাম হারভেষ্টার মেশিন বিতরণ হচ্ছে। আশা করি এর যথাযথ ব্যবহার করবেন পাশাপাশি কৃষক যেন এর সুফল পায় সেদিকে খেয়াল রাখবেন।

No comments:

Post a Comment