Tuesday 26 May 2020

লালমাইয়ে আরও দুই করোনা রোগী সনাক্ত : কুমিল্লার সময়





প্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাই উপজেলায় আরও দু'জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এ নিয়ে লালমাইয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ জনে।

নতুন আক্রান্ত দু'জনই পুরুষ। তারা দু'জনই পাশ্ববর্তী উপজেলা লাকসাম ও নাঙ্গলকোট উপজেলার স্বাস্থ্য বিভাগে চাকরি করেন। তাদের বাড়ি লালমাই  উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের পশ্চিম পেরুল একজন অপরজন উপজেলার ভূলইন দক্ষিণ ইউনিয়নের গোলাচোর গ্রামে বলে এক প্রেস বিজ্ঞপ্তির মধ্যে জানিয়েছেন উপজেলা নভেল করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি নির্বাহী অফিসার কে এম ইয়াসির আরাফাত। 

এ দুইজন করোনাযোদ্ধা করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে 
অন্য উপজেলায়  করোনাভাইরাস এ আক্রান্ত।
 তাদের পরিবারের সকল সদস্য নমুনা সংগ্রহ করা হয়েছে ও 
তারা লালমাই স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে আছেন।
তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।

এছাড়া গত ২০ মে,২০২০ তারিখে লালমাই উপজেলায় সংগৃহীত ছয়টি নমুনা পরীক্ষার ফলাফল নিগেটিভ এসেছে। 
এর মধ্যে বড়চলুন্ডা গ্রামের কোভিড১৯ পজিটিভ দুই বছরের শিশু নাবিলার দ্বিতীয় নমুনা পরীক্ষার ফলাফলও নিগেটিভ এসেছে এবং তার পরিবারের সব সদস্যের নমুনা পরীক্ষার ফলাফলও নিগেটিভ।
আগামীকাল ২৭ মে নাবিলার তৃতীয় নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হবে।

No comments:

Post a Comment