Monday 25 May 2020

ঈদ উপহার নিয়ে অসহায় মানুষের পাশে বাকই উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আইউব আলী : কুমিল্লার সময়



 

প্রদীপ মজুমদার : 
ঈদ উপহার খাদ্য সামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে আবারও এগিয়ে এসেছেন লালমাই উপজেলার ৯নং বাকই উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের  আহবায়ক  ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আইউব আলী । মহামারি করোনা ভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে দেশের মানুষ যখন খাদ্য সংকটে পড়েছে ঠিক সেই সময়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্য গত ২৩ই মে শনিবার চেয়ারম্যান আইউব আলী নিজস্ব অর্থায়নে  বাকই উত্তর ইউনিয়নের ৩শ  গরীব,অসহায় ও অটো,রিক্সা,ভ্যান চালকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করেন।
করোনা সংক্রমণের প্রারম্ভে এর আগেও তিনি পুরো ইউনিয়নে ৩শ গরীব,অসহায় ও কর্মহীন লোকের মাঝে নিজস্ব অর্থায়নে ত্রান সামগ্রী বিতরন করেছেন। 
অনেকটা প্রচারহীন ভাবে ঈদ উপহার খাদ্য সামগ্রী মানুষের ঘরে ঘরে পৌছে দিয়েছেন চেয়ারম্যান আইউব আলী। 
চেয়ারম্যান আইউব আলী বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন সহায়তা, মাননীয় অর্থমন্ত্রীর সহায়তা, আমার নিজস্ব সহায়তা, বিভিন্ন ব্যক্তি ও সামাজিক সংগঠনের সহায়তা অব্যাহত আছে। ভাতা ধারীরা তাদের ভাতা পাচ্ছে। আমার জানা মতে আমার ইউনিয়নে সুবিধা বঞ্চিত নিন্মবিত্ত এমন কোন মানুষ নেই যারা ত্রাণের আওতায় আসেনি। 
তিনি সকলকে এই মহামারী দূর্যোগের মাঝে ঘরে থেকে ঈদ উদযাপনের পরামর্শ দেন। পাশাপাশি সরকারের দেয়া নির্দেশনা মেনে চলতে বলেন।
ইউনিয়নের সর্বস্তরের জনগণকে তিনি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

No comments:

Post a Comment