Sunday 24 May 2020

করোনা জয়ী শিশু লামিয়ার পরিবারকে ঈদ উপহার দিলেন লালমাই থানার ওসি মোঃ আইউব : কুমিল্লার সময়






প্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাই উপজেলার প্রথম করোনা যুদ্ধে জয়ী রোগী দুগ্ধপোষ্য  দুই মাস বয়সী শিশু লামিয়াকে সম্পূর্ণ  সুস্থ ঘোষনা এবং তার ভূলইন উত্তর ইউনিয়নের কিসমত সলুন্ডার বাড়ির লক ডাউন আজ ২৪ মে  প্রত্যাহার করেন লালমাই থানার অফিসার ইনচার্জ মোঃ আইউব।

করোনার ডরে যখন গোটা বিশ্ব স্তম্ভিত পুত্র তার পিতা বা মাতার লাশ ফেলে চলে যায় তখন মা তার করোনা আক্রান্ত সন্তানকে বুকে জড়িয়ে রাখে তার ভালোবাসার চাদরে। তেমনি বাস্তবতার নিরিখে লালমাই থানার অফিসার ইনচার্জ মোঃ আইউব শিশু লামিয়া ও তার মাকে নিয়ে লেখা "করোনায় ডরে না মা" আবেগঘন লেখাটি মানুষের হৃদয়ে নাড়া দেয়।গল্পের  মা ও  লামিয়ার জন্য ঈদ উপহার নিয়ে ওই মায়ের হাতে তুলে দেন ওসি মোঃ আইউব। এসময় লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন ও এস আই আশরাফুল হক উপস্থিত ছিলেন। 
প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন শিশু খাদ্য উপহার দেন।
লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন বলেন আমরা সকলেই মানুষ। মানব কল্যাণে আমাদের সকলকেই এগিয়ে আসা দরকার। 

লালমাই থানার অফিসার ইনচার্জ মোঃ আইউব বলেন মায়ের ভালোবাসার নিকট সকল কিছুই তুচ্ছ। শিশুটি এই মহামারীকে জয় করে সুস্থ হয়ে উঠেছে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই সরকারি নির্দেশনা মেনে চলবেন।        

No comments:

Post a Comment