Monday 18 May 2020

সরকারী বিভিন্ন কার্ডের নামে টাকা আদায়, প্রতিবাদ করায় ছাত্রলীগ নেতার বাবাকে মারধর : কুমিল্লার সময়





নাঙ্গলকোট প্রতিনিধি :
কুমিল্লার নাঙ্গলকোটের পুজকরায় অসহায় ও দিনমজুর পরিবারকে খাদ্য সহায়তার কার্ড করে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে। তিনি নাঙ্গলকোটের আদ্রা দক্ষিণ ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে নারী মেম্বার হাজেরা আক্তার বুলু। কার্ডের নামে টাকা নেওয়ার প্রতিবাদ করায় রবিবার (১৭ মে) স্থানীয় এক ছাত্রলীগ নেতার বাবাকে মসজিদ থেকে ডেকে এনে মারধর করেছেন ওই ইউপি সদস্যের স্বামী ও ছেলে। বর্তমানে তিনি নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

আহত ব্যক্তি পুজকরা ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি জসিম উদ্দিন বাবা আবদুল খোকন। জসিম উদ্দিন ও স্থানীয়রা জানান, মে মাসের প্রথম দিকে পুজকরা গ্রামের অসহায় ও দিনমজুর প্রায় ৩০টির বেশি পরিবারের নামে সহায়তার কার্ড করে দেওয়ার কথা বলেন ইউপি সদস্য বুলু। এজন্য প্রতি পরিবারের কাছ থেকে এক হাজার টাকা নেওয়া হয়। তারপরও কার্ড ও সহায়তা না পেয়ে ভুক্তভোগীরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে অভিযোগ করে। ওই অভিযোগের ভিত্তিতে জসিম উদ্দিন প্রতিবার করেন। পরে তাকে না পেয়ে তার বাবাকে মসজিদ থেকে ডেকে নিয়ে মারধর করে ইউপি মহিলা বুলুর স্বামী আনিছুল হক ও ছেলে সাইফুল।
ভুক্তভোগী দিনমজুর সেকান্দর আলী বলেন, ‘বুলু মেম্বার আমাদেরকে সহায়তার কার্ড করে দেবে বলে একহাজার টাকা করে নিয়েছে। আজ পর্যন্ত কার্ড পাইনি, টাকাও পাইনি। প্রতিবাদ করতে গেলে তার ছেলে সাইফুল মারধরের হুমকি দিচ্ছেন। তার মা মেম্বার বলে সেই এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে। সব সময় মানুষ তার জন্য আতঙ্কে থাকে।’
একই কথা বলেছেন ওই গ্রামের নির্মাণ শ্রমিক ফখরুল ও দিনমজুর মহিন। তাদের অভিযোগ, করোনার কারণে আমাদের কাজকর্ম নেই। খাদ্য সহায়তা ও কার্ডের কথা বলায় আমরা টাকা দিয়েছে। এখন সহায়তা নেই, কার্ডও নেই।
বুলু মেম্বার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কোনও ব্যক্তিকে ত্রাণ সহায়তা ও কার্ডের কথা বলেনি এবং টাকাও নেইনি। আমার বিরুদ্ধে অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমার ছেলেও ছাত্রলীগ করে। তাকে সকালে মারধর করায় সেইও বিকালে প্রতিবাদ করতে যায়।’
আদ্রা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আবদুল ওয়াব বলেন, ‘খাদ্য সহায়তার কার্ডের কথা বলে টাকা নেওয়ার বিষয়টি সম্পর্কে আমি জানি না। তবে দুই পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে। স্থানীয়ভাবে আমরা সমাধানের চেষ্টা করছি।’

No comments:

Post a Comment