Sunday 24 May 2020

রাতের আঁধারে কর্মহীনদের বাড়ি গিয়ে ঈদ উপহার দিলেন অশ্বতলা ফ্রেন্ডস সমিতি: কুমিল্লার সময়


প্রদীপ মজুমদার  :  
করোনা পরিস্থিতিতে যাদের কথা কেউ ভাবেনি, কর্মহীন ওই লোকগুলোর বোবা কান্না চারদেয়ালের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে। তাদের অভাব, ক্ষুধা, কষ্টের কথা বলতে পারেনি কাউকে, লজ্জায় হাত পাততে পারেনি কারো কাছে। রাতের অন্ধকারে তাদের ঘরে ঘরে গিয়ে খাদ্য ও ঈদ সামগ্রী পৌছে দিলেন লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম অশ্বতলা ফ্রেন্ডস সমিতির সভাপতি কাজী কামরুল হাসান ভুট্টো ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

গত ২৩ ই মে থেকে অদ্যাবদি রাতের আঁধারে অশ্বতলা গ্রামের বিভিন্ন পাড়ায় নিম্ন মধ্যবিত্ত শ্রেণির এমন ১৫০ টি পরিবারের ঘরে ঘরে খাদ্য ও ঈদ উপহার পৌছে দেন ফ্রেন্ডস সমিতির নেতৃবৃন্দ ।

ফ্রেন্ডস সমিতির সভাপতি কাজী কামরুল হাসান ভুট্টো বলেন আমরা মধ্যবিত্ত শ্রেণির পরিবার গুলোর খোঁজখবর নিয়ে প্রকৃত অভাবিদের একটি তালিকা প্রস্তুত করে রাতের বেলা পর্যায়ক্রমে তাদের ঘরে খাদ্য ও ঈদ উপহার পৌছে দিয়েছি। খাদ্য ও ঈদ উপহারের মধ্য ছিল- ১টি মুরগী , পোলাওয়ের চাল,সেমাই, চিনি।
তিনি বলেন আমরা এর পূর্বেও অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিয়েছি। করোনা ভাইরাস থাকাকালীন আমাদের এই সহায়তা অব্যাহত থাকবে।

No comments:

Post a Comment